নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এ হামিম

সাজজাদুল আনোয়ার

সাজজাদুল আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

সরেজমিনে ঘ - ইউনিট

০২ রা নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৯



গত তিন বছরে ভর্তি পরীক্ষার সময় ক্যাম্পাসে যাওয়া হয়নি । ভাবলাম এবার যাই । অনেক ছোট ভাই পীড়াপিড়ি করতেছিল যাওয়ার জন্য । কিছু মজার ঘটনার সাক্ষী হলাম গিয়ে



#ঘটনা_১

১০ টা বাজতে ১০ মিনিট বাকি তখন । হঠাৎ পিছন থেকে এক মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেলাম । দাড়িয়ে ছিলাম নীলক্ষেত মোড়ে । পিছনে তাকিয়ে দেখি মেয়েটা কাদছে !

তো জিজ্ঞাস করলাম, কি হয়েছে ?

মেয়েটি বলল, ভাইয়া আমার সিট পড়েছে গার্হস্থ্য অর্থনীতি কলেজে । আমি ওঁটা খুজে পাচ্ছি না ।

বললাম, আপু আপনার ডান দিকে যেটি দেখতে পাচ্ছেন সেটিই হল.........



#ঘটনা_২

পরীক্ষা শেষ হওয়ার পর অনেকের মুখে হাসি আবার অনেকের মুখে হতাশা দেখতে পেলাম । তো একজনকে জিজ্ঞাসা করলাম,

---- পরীক্ষা কেমন হল ? সহজ না কঠিন ?

--ভাইয়া, প্রশ্ন মোটামুটি সহজই হইছে । তবে আমার খুব ভাল হয় নি !

---- মানে কি ? সহজ হলো অথচ তোমার ভাল হয়নি ?

-- তবে ভাইয়া সমস্যা নেই ! খারাপ হলেও আমার মনে হয় চান্স পেয়ে যাব !

---- মানে বুঝলাম না ?

-- মানে আমার ডাবল গোল্ডেন- প্লাস আছে আশা করি সমস্যা হবে না !

---- আমি তো শুনে থ



#ঘটনা_৩



ক্যাম্পাস থেকে যখন চলে আসছিলাম তখন বাজে ৩ টার মত । বাসে আসার সময় দেখা হলো এক পরীক্ষার্থীর সাথে । আমি কিছুটা অবাক হলাম ! ভাবলাম ছেলে জগন্নাথ এর পরীক্ষা না দিয়ে এখানে কি করে ? তাই জিজ্ঞাস করলাম,

---- ভাইয়া কি জগন্নাথের পরীক্ষা দিবেন না ?

-- না ভাই, ঢাবির টা দিছি । এটা আর দিব না !

---- কোন সমস্যা ? দিচ্ছেন না যে ?

-- ঢাবির পরীক্ষা খুব ভাল হইছে ! তাই আর জগন্নাথে দিব না !



আমি আর কি বলব :D

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৭

একজন দার্শনিক বলেছেন: :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.