![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময় :-- রাত ৮ টা ।
দিন :--- শুক্রবার
তারিখ :-- ৮ নভেম্বর
স্থান :--- পাবলিক বাসের ছাদ ।
গতকাল আমাদের এই পেইজের এডমিনদের একটি মিটিং ছিল টিএসসি তে । আড্ডা দিতে দিতে রাত হয়ে গিয়েছিল । পাবলিক বাসে বাসায় আসার সময় ঘটনা ।
বাসের মধ্যে অনেক ভীড় থাকাতে কিছু না ভেবেই ছাদে উঠে গেলাম ! ছাদেও সেইরকম ভীড় তারপরও কোনরকমে বসার ব্যবস্থা আর কি =D
কয়েকটা ছেলেকে দেখে মনে হল ভর্তি পরীক্ষা দিছে । তো পরিচিত হলাম তাদের সাথে । পরীক্ষা কেমন দিল না দিল এগুলা নিয়া খোশ গল্প শুরু করে দিলাম ! ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিভিন্ন কথা শেয়ার করতে থাকলাম ।
পাশেই এক ভাই বসা ছিল । হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করে বসল,
--- ভাই কি ঢাকা ভার্সিটির ?
--- জি ভাই, আপনি ?
--- আমিও ঢাবির । আপনার আইডি কার্ড টা দেখি ?
আমি তো চরম অবাক ! আইডি কার্ড দেখাব কেন ? আমার টা বের করে দেখালাম । আমিও ওনার টা দেখতে চাইলাম ।
ওনার আইডি কার্ড দেখে তো আমার চোখ কপালে উঠলো ! সম্পূর্ণ ডিজিটাল আইডি কার্ড ! আমার জানামতে ঢাবির আইডি কার্ড এখনো ডিজিটাল করা হয়নি ! কোন বিভাগ জিজ্ঞেস করলে বলল সমাজবিজ্ঞান । ওনার কত সেশন জিজ্ঞেস করলে উনি বলল , মনে করতে পারছি না ! আজিব ! তখন আমাদের
ভিসির নাম কি জানতে চাইলাম তাও বলতে পারল না ! আরও .........
বুঝতে আমার বাকি রইলো না উনি ভুয়া ডিজিটাল আইডি কার্ড বানিয়ে ঢাবির ছাত্র সেজেছেন ! নীলক্ষেতে যা অহরহ করা যায় !
এমন অনেকেই আছে যারা ঢাবির ভুয়া আইডি কার্ড করে বিভিন্ন ক্ষেত্রে প্রতারনা করে চলেছেন । ঢাবির বদনাম করছেন ।
©somewhere in net ltd.