নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস এ হামিম

সাজজাদুল আনোয়ার

সাজজাদুল আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

সাকিব বনাম পাপন ??

০৬ ই জুলাই, ২০১৪ রাত ৯:৫১

দেশে ফিরলেন সাকিব।

দেশে ফেরার পর যা বলেছেঃ

"দেশের হয়ে খেলা ছাড়ার কথা কাউকে বলিনি" "বিতর্কে কখনোই জড়াতে চাইনা।" "শুধু একপক্ষের কথা শুনেই তো আপনারা আমাকে কিছু বলতে পারবেন না। আগে দুইপক্ষের্‌ই কথা শুনুন" "এমন না যে আমি কাউকে না বলে খেলতে গিয়েছি, আকরাম ভাইয়ের নিকট মৌখিক অনুমতি নিয়েছিলাম। আর এটা ছিলো একটা ভুল বুঝাবুঝি" " আমি আরো ১০ বছর বাংলাদেশের খেলতে চাই।"

"আমার কাছে দেশ বড় নাকি টাকা বড়? এই প্রশ্ন আমাকে না করে আমার টিমমেটদের করুন। তারাই ভালো বলতে পারবে।"

" আমি আগেও বলেছি, আইপিএল শিরোপা জিতলে যত আনন্দ পায়, বাংলাদেশের হয়ে একটি ম্যাচ জিতলে এর চেয়ে বেশি আনন্দ পাই"

সাকিব কি বলেছে তাতো পড়লেন। এবার তাহলে দোষ টা কার ?

১. দোষ আকরাম খানের। উনি বোর্ড পরিচালক হয়ে সাকিবকে মৌখিক অনুমতি দিলেন, আবার পাপনরে বললেন আরেক কথা। তাহলে আকরাম খানের শাস্তি কি হওয়া উচিৎ নয় ??

২. দোষ নতুন কোচ হাতুরাসিংহের। এই বলদ টা সাকিবের কথাকে বিকৃত করে বোর্ডকে বলছে আরেকটা। তাহলে হাতুরের শাস্তি হওয়া কি উচিৎ নয়??

৩. দোষ কালের কণ্ঠ, প্রথম আলো, ও কিছু কপি/পেস্ট মার্কা অনলাইন পত্রিকার। যেগুলা উদ্ভট একটা শিরোনাম দিয়ে নিউজ দিবে। কিন্তু ভিতরে লিখা থাকে আরেকটা। আর আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ ঐ শিরোনাম দেখে সাকিবকে অকথ্য ভাষায় গালাগালি করলো।

৪. দোষ পাপন সাহেবের। উনি হাতুরের কথা শুনে কেমনে সাকিবকে কঠোর শাস্তি দিবে বলেন? কোন সাহসে? নাকি সাকিবকে দেশদ্রোহী বানিয়ে মানুষের মন জয় করার চেষ্টা??

মানুষকে উনি এতোই বোকা ভাবেন নাকি?

সবার প্রতি একটা অনুরোধ, যে ছেলেটা দেশকে গত ৭ বছর এতো কিছু দিলো এবং দিয়ে যাচ্ছে তার প্রতি এতো তারাতারি বিশ্বাস হারাবেন না। ভুলে যাবেন না, এই এক সাকিবের কারণে গত ৫ বছর মাথা উঁচু করে বলেছি, " বিশ্বসেরা অলরাউন্ডার আমাদের



,,,, সংগৃহীত

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.