![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতখানি অনুবাদ করেছো- তার বেশী প্রশ্রয় দেবোনা!!
আইএস গুলশান এটাকের আগে টুইট করেছিল ঢাকায় ডিপ্লোম্যাটিক এরিয়াতে রেস্টুরেন্ট এটাক করবে।তখন সেটা আমলে নেওয়া হয়নি।
এবার তারা টুইট করেছে যমুনা ফিউচার পার্ক ২০ জুলাই এটাক করবে। মজার ব্যাপার হল ওইদিন যমুনা ফিউচার পার্ক অফ থাকে।
সো?
এবার একটু পিছিয়ে আসি।মুম্বাই হামলার আগে আইএস টুইট করেছিল তারা দিল্লী আক্রমণ করবে। আল্টিমেটলি গোল খাইয়ে তারা মুম্বাই এটাক করে।
তার মানে এবার যমুনা বলে তারা শপিং মলটাই হয়তো বুঝালো। তাই ২০ জুলাই বা তার আগে যেকোন শপিং মলে সাবধানে যাবেন। আরেকটা গুলশান কান্ড চাই না আমরা।
দেশটা আমাদের, বেচে থাকার উপায়টাও আমাদের দেখতে হবে। আশাকরি নিরাপত্তা বেষ্টনী বাড়বে। তবু সুইসাইড স্কোয়াড থেকে বাঁচতে আমাদেরও সচেতন হতে হবে। কোথাও কিছু সন্দেহজনক মনে হলে নিকটস্থ থানায় জানাবেন। মনে রাখবেন এসব জঙ্গীরা আমাদের পাশের মানুষই।
স্টে সেইফ।
০৭ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৪৭
সাজ্জাদ সংগ্রহ বলেছেন: তারা শপিং মলটাই হয়তো বুঝালো।
২| ০৪ ঠা জুলাই, ২০১৬ সকাল ৭:৫২
রক্তিম দিগন্ত বলেছেন: সূত্র হবে টুইটের?
মানে তারা যে ওটাই বলেছে তার কোন লিঙ্ক আছে?
৩| ০৪ ঠা জুলাই, ২০১৬ সকাল ৮:১৭
কালনী নদী বলেছেন: আপনি সাথে টুইটারের সূত্র দিলে ভালো হত।
৪| ০৪ ঠা জুলাই, ২০১৬ সকাল ১১:৪১
আহলান বলেছেন: ফেসবুকে দেখলাম এমন একটি পোষ্ট। আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে নাকি কেউ ...!
৫| ০৭ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৫০
সাজ্জাদ সংগ্রহ বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০১৬ সকাল ৭:৫১
নাবিক সিনবাদ বলেছেন: এটা একটা ফাঁদও হতে পারে, সবাই হয়তো এখন যমুনা ফিউচার পার্কের দিকে কড়া নজর রাখবে।
এই ফাকে জঙ্গীরা অন্য কোথাও এটাক দিয়া বসবে।