![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতখানি অনুবাদ করেছো- তার বেশী প্রশ্রয় দেবোনা!!
প্রিয় হবু,
বৃষ্টি ভেজা ঈদের অনেক শুভেচ্ছা।এবারের ঈদটা আমার জন্যে সম্পূর্ন ভিন্ন রকম আনন্দের। কারণ আমাদের একসাথে এটিই প্রথম ঈদ।যেখানে দূরত্ব আমাদের কাছে হার মানে। যত দূরেই আমি থাকছি না কেনো, তুমি আমিতে বিলিন,প্রতিটা সেকেন্ড তোমাকে ভাবছে এই পাগলীর মন।এক এক সময় তো মনে হচ্ছে আলাদিনের চেরাগটা যদি পেতাম আমার প্রথম,দ্বিতীয়,তৃতীয় ইচ্ছে একটাই হতো,
"তোমার কাছে ছুটে যাওয়া"।
ভালবাসতে শিখিয়েছ খুব যত্ন করে, শিখিয়েছ সম্পর্কের সুন্দর মানে। আমার তো মনে হয় চারপাশের মানুষ গুলোর সম্পর্কের আমাদের সম্পর্কটা অনেক বেশী সুদৃঢ়, কারন এই চলার পথে আমি তোমার মত সহযাত্রী পেয়েছি। মাঝে মাঝে এত অবাক হই, কি সুন্দর ব্যাখ্যা তোমার কাছে পাই- নিজেদের মধ্যে ভুলবোঝাবুঝি, রাগ,অভিমান এসবের। তারপর নিজের কাছেই লজ্জিত হই পুরোনো সব ধ্যান ধারনা অাকড়ে আছি তাই। প্রশান্তি ছুয়ে যায় আমাকে, সুন্দর মনের একজন মানুষ পেয়েছি এ জীবনে। আর কি লাগে বল একজন মানুষের সুখী হতে!
তোমার কাছে আমার একটাই আর্জি,, তোমার পাগলীটা খুব বোকা কখন কি উল্টো পাল্টা কথা বলে,কাজ করে কিছুর ঠিক নেই,তাই প্রতিবারের মতো ভুলটা শুধরে দিয়ে তোমার কছে টেনে নিয়ো, তোমার বুকে একটু নিরাপদ আশ্রয় দিয়ো। অভিমান করে তুমিই দুরে সরে থেকো না। পাগলী তোমার নিরবে খুব কষ্ট পাবে সাজু।
এই আজ তো ঈদ, ভুলেই গেছিলাম কিছু সময়ের জন্য।আজ কিন্তু খুব মজা করবে,আনন্দে কাটাবে সবার সাথে।একদম মন খারাপ করা চলবে না।তুমি তো জানো মন খারাপ করে থাকলে আমি ঠিক বুঝতে পারি,বকে দিব কিন্তু।জীবনের বাকী সব ঈদ যেনো তোমার সাথেই কাটাতে পারি এটাই প্রত্যাশা। প্রচন্ড ভালবাসি।
~ তোমার পাগলী।
০৭ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৫৩
সাজ্জাদ সংগ্রহ বলেছেন: ঈদ মোবারক
২| ০৭ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর চিঠি ঈদ মোবারক
০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫২
সাজ্জাদ সংগ্রহ বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন। ঈদ মোবারক
৩| ০৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২১
বিজন রয় বলেছেন: ভাল লাগল আবেগের চিঠি।
++++
০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫২
সাজ্জাদ সংগ্রহ বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন। ঈদ মোবারক
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৫১
কালনী নদী বলেছেন: খুব সুন্দর ঈদের চিঠি

তোর দাওয়াত কবুল করবেন হজরত হয় মনে উম্মীদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
তোরে মারল’ ছুঁড়ে জীবন জুড়ে ইট পাথর যারা
সেই পাথর দিয়ে তোলরে গড়ে প্রেমেরই মসজিদ।
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।
ঈদ মোবারক