![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতখানি অনুবাদ করেছো- তার বেশী প্রশ্রয় দেবোনা!!
অপেক্ষার অরুনোদয় যখন খুব কাছে,
তখনও ভয় ছিল, কিছুটা চাপা উৎকন্ঠাও,
শ্রান্ত মনের জোর প্রায় শূন্যের কোঠায়,
ঠিক সেই ক্ষণে, নতুন প্রেরণার শক্তি নিয়ে,
তোমার আগমন।
ধন্যবাদ তোমায়, তুমি এসেছিলে
ধন্যবাদ তোমায়, তুমি ভালবেসেছিলে।
একটা সময় জানো, প্রবল জোয়ার ছিল,
ভারী ঢেউয়ের হঙ্কার ভয় পাইয়ে দিতো,
সে জোয়ারেরও হঠাৎ চরম ভাটা পড়ে
ঠিক সেই ক্ষণে, সব দৈন্যতাকে আড়াল করে,
তোমার আগমন।
ধন্যবাদ তোমায়, তুমি এসেছিলে
ধন্যবাদ তোমায়, তুমি ভালবেসেছিলে।
শব্দের এক বিশাল সংগ্রহ মস্তিষ্কজুড়ে,
কলমের আঁচড়ে গড়ি নিত্য মায়াজাল,
তবে সব জালে স্মৃতিবন্দী থাকেনা,
ঠিক সেই ক্ষণে, স্মৃতির সুরক্ষিত ডেরা হয়ে,
তোমার আগমন।
ধন্যবাদ তোমায়, তুমি থেকো
ধন্যবাদ তোমায়, তুমি ভালবেসো
©somewhere in net ltd.