![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতখানি অনুবাদ করেছো- তার বেশী প্রশ্রয় দেবোনা!!
এক পশলা বৃষ্টির অপেক্ষা ছিল,
একসাথে ভিজবো বলে,
বৃষ্টির প্রতি দুর্ণিবার ভালবাসা,
পূর্ণতা পাওয়ার অপেক্ষা ছিল,
একসাথে ভিজবো বলে।
কাকভেজা হতে তোমার আমার,
এক পশলা বৃষ্টির অপেক্ষা ছিল।
হিম বাতাসে গুনগুনিয়ে
তোমায় গান শোনাবো বলে,
চায়ের কাপে চুমুকে
তোমায় গল্প শোনাবে বলে,
এক পশলা বৃষ্টির অপেক্ষা ছিল।
তোমার হাতে হাত রেখে
পাশাপাশি বসে ভিজবো বলে,
তোমার হাতে হাত রেখে
ভিজে ভিজে হাঁটবো বলে,
এক পশলা বৃষ্টির অপেক্ষা ছিল।
গেয়েছি গান, করেছি গল্প, একসাথে হেঁটেছিও,
সেই সাথে নয় মাসের অপেক্ষা ঘুচলো,
তোমার আমার স্বপের অাঙ্গিনায় আজ
এক পশলা বৃষ্টি হলো।
ঠিক সে স্বপ্নটা পূরণ হলো, যে স্বপ্নে-
এক পশলা বৃষ্টির অপেক্ষা ছিল....!!
২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫০
সাজ্জাদ সংগ্রহ বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।
২| ১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৪০
ইমরান আল হাদী বলেছেন: কবিতায় ভাললাগা।
২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫১
সাজ্জাদ সংগ্রহ বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৩৩
সিগনেচার নসিব বলেছেন: কাকভেজা হতে তোমার আমার,
এক পশলা বৃষ্টির অপেক্ষা ছিল।
হিম বাতাসে গুনগুনিয়ে
তোমায় গান শোনাবো বলে,
চায়ের কাপে চুমুকে
তোমায় গল্প শোনাবে বলে,
এক পশলা বৃষ্টির অপেক্ষা ছিল।
চমৎকার !!
ভাল লাগা জানুন