![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতখানি অনুবাদ করেছো- তার বেশী প্রশ্রয় দেবোনা!!
স্বপ্ন যেন ফ্যাকাশে না হয়,
রোজ যত্ন নিও।
কাছে থাকি আর নাইবা থাকি,
ভালবাসার পরশ দিও।
মনের মাঝে প্রতিটি ক্ষণ,
তোমায় পুষে রাখি।
তোমার মায়ার চাহনিতে,
জুড়িয়ে যায় অাঁখি।
ভালবাসার পথটা নাকি,
বড়ই উঁচুনিচু।
ভয় পেও না অামি অাছি,
ছাড়ছি নাকো পিছু।
আমার ওপর রেগে গিয়ে,
দেখাও অভিমান।
তবুও তুমি একটু হেসো,
গাইবো আমি গান।
গানের স্বরে অনেক সময়,
সুরের কমতি হবে।
তবুও জেনে বুকের মাঝে,
ভালবাসা রবে।
ঘুমের আগে কপালে তোমার,
প্রেমের চুমু এঁকে।
ভালবাসার স্নিগ্ধ ছোঁয়া,
গায়ে দিবো মেখে।
অভিমান অাড়াল করে,
মুচকি হেসো দেবী।
রোজ রাতেই তোমার তরে,
হবো অামি কবি।
তোমার সাথে কাটাতে চাই,
এককোটি নক্ষত্র রাত।
সারাজীবন পাশে থেকো,
হাতে রেখে হাত।
১১ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৮
সাজ্জাদ সংগ্রহ বলেছেন: ধন্যবাদ
২| ০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫১
শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন -হে কবি !
শুভ কামনা রইল।
১১ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৮
সাজ্জাদ সংগ্রহ বলেছেন: ধন্যবাদ, প্রার্থনায় রাখবেন।
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২২
অতৃপ্তচোখ বলেছেন: ভাল লাগলো আপনার ভালোবাসার সংগ্রহ।
লক্ষ কোটি সহস্র বছর ভালোবাসার হাত ধরে রাখুন এই কামনা।
১১ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৮
সাজ্জাদ সংগ্রহ বলেছেন: ধন্যবাদ, প্রার্থনায় রাখবেন।
৪| ১১ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৩
রাতুল_শাহ বলেছেন: তাকে কি জানিয়েছেন এই কবিতার কথা। না জানাইলে জানান,
আশা করি- ভালবেসে পাশে থাকবে।
১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৫৬
সাজ্জাদ সংগ্রহ বলেছেন: জানিয়েছি
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৫
খায়রুল আহসান বলেছেন: মিষ্টি কবিতা। + +
রোজ রাতেই তোমার তরে,
হবো অামি কবি -