![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতখানি অনুবাদ করেছো- তার বেশী প্রশ্রয় দেবোনা!!
জানো পাগলী জানো
অামি রোজ অপেক্ষা করি,
জানো পাগলী জানো
তোমায় স্বপ্নে জড়িয়ে ধরি।
ঘুমাতে গেলে জানো মণি
তোমার স্পর্শ চাই,
ঘুমাতে গেলে জানে মণি
তোমার মাঝে হারাই।
বুকে যখন জড়িয়ে ধরো
ছাড়তে চাইনা কভূ,
বুকে যখন জড়িয়ে ধরো
হৃদয় হয় গো কাবু।
অাদর করো যখন তুমি
অবুঝ আমি হই,
আদর করো যখন তুমি
তোমাতে ডুবে রই।
ছাড়বো নাকো অাগলে রইবো
যতোদিন বাঁচি,
ছাড়বো নাকো আগলে রইবো
থাকবো কাছাকাছি।
আদর দিও সোহাগ দিও
এটুকু মোর আশা,
আদর দিও সোহাগ দিও
দিবো ভালবাসা ❤️
১২ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৪
সাজ্জাদ সংগ্রহ বলেছেন: ধন্যবাদ জানবেন
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩০
দেবজ্যোতিকাজল বলেছেন:
তোমার লেখা ভাল হয়েছে