![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতখানি অনুবাদ করেছো- তার বেশী প্রশ্রয় দেবোনা!!
জোছনায় অালোকিত রাত,
নিমগ্ন তোমার উষ্ণতায়।
কল্পনায় তোমায় ছুঁতে পারি,
প্রচন্ড শীতে থরথর কাঁপি।
তোমার অপেক্ষায় রাত জেগে থাকা,
তোমার স্মৃতিতে শব্দছক অাঁকি।
শিউরে ওঠে অনুভুতিগুলো,
ক্ষণে ক্ষণে সম্মোহিত হই।
তোমার ভয়ংকর রূপসুধায়,
মুগ্ধতায় লুটোপুটি খাই।
তুমি গভীর ঘুমে আচ্ছন্ন,
আমি তোমার ছায়া খুঁজে যাই।
কিছু অপেক্ষা মধুর হয়,
অনুভবের কড়া ঘ্রাণ পেলে।
এ অদ্ভুত সুন্দর শীতল জোছনায়,
তুমি এসো উষ্ণ অালিঙ্গনে।
১৩ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৫
সাজ্জাদ সংগ্রহ বলেছেন: ধন্যবাদ জানবেন
২| ১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৪
খায়রুল আহসান বলেছেন: তোমার স্মৃতিতে শব্দছক অাঁকি - সুন্দর কথা, ভাল লেগেছে।
প্রচন্ড শীতের থরথর কাঁপি - শীতের কথাটা কি শীতে হবে?
১৩ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৯
সাজ্জাদ সংগ্রহ বলেছেন: টাইপের অসাবধানতা ছিল, এডিট করে নিয়েছি। অসংখ্য ধন্যবাদ
৩| ১৩ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪১
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন, ভালো লাগলো...
১৩ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৪
সাজ্জাদ সংগ্রহ বলেছেন: অসংখ্য ধন্যবাদ
৪| ১৩ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৮
অতৃপ্তচোখ বলেছেন: ভাল অনুভূতি মিশিয়েছেন। ভাল লাগল।
১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৬
সাজ্জাদ সংগ্রহ বলেছেন: অসংখ্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৪:৪২
মনিরুজ্জামান শুভ্র বলেছেন: চমৎকার লখেছেন কবি।। অনেক ভাল লাগলো। শুভেচ্ছা রইলো।