![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতখানি অনুবাদ করেছো- তার বেশী প্রশ্রয় দেবোনা!!
তোমাকে প্রতিদিন নতুন করে অাবিষ্কার করি,
প্রতিদিন নতুন রূপে আবির্ভূত হও তুমি।
তোমার ওই অাদুরে শরীরে,
কুমড়োলতা হয়ে বেড়ে ওঠার বড্ড ইচ্ছে হয়।
ভয়ংকর সুন্দর করে তোমায় তৈরি করেছে ঈশ্বর,
তোমার কাজলকালো চোখের মায়ায়,
অামার সমস্ত মনোযোগ আটকে রয়।
কতো ভালবাসি তা মাপার কোনো যন্ত্র হয়তো নেই,
তবে আমার যা কিছু তার সবটা সাজিয়েছি তোমাতেই।
অাধুনিক বিজ্ঞান ভালবাসাকে, মস্তিষ্কের তরলে গুণে।
তোমার জন্যেই আন্দোলন রোজ, আমার সমগ্র নিউরণে।
তোমার হাসিতে তৃপ্ত আমি, কেটে যায় অস্থিরতা।
তোমার মাঝেই হৃদয় বিলীন, প্রাণে জাগে সাহসিকতা।
কবিতা লেখার অপপ্রয়াসে, বানাই শব্দজাল।
সমালোচনার পরোয়া করিনা, ভালবাসবো চিরকাল।
ভালবাসি ভালবাসি, ভালবাসি মণি,
সর্বস্ব উজাড় করে বানাবো তোমায়,
এই হৃদয়পূরীর রাণী
©somewhere in net ltd.