![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতখানি অনুবাদ করেছো- তার বেশী প্রশ্রয় দেবোনা!!
নিত্যই এক প্রশ্ন শুনি,
ভালবাসা পূরনো হয় কিনা।
খানিক চুপ থেকে উত্তর দেই,
হয় বৈকি, অালবৎ হয়।
শুনে কেউ হাসে, কেউ রাগে,
কেউবা ভ্রু কুঁচকায়।
বলার পর অাবারও ভাবি,
সত্যই কি তা হয়।
ভালবাসা নাকি পাগলামী,
পিটুইটারীর এক খেলা।
খেলাই যদি হবে তবে,
শেষ অাছে কোনবেলা!!
যখন থেকে অামি ভালবাসি,
মনে গেঁথেছি তারে।
ভালবাসা কি হয় পুরোনো,
সে শুধিলো মোরে।
উত্তর সেই যা ছিলো অাগে,
বললাম একই কথা।
এবার প্রিয়া ব্যাখা চাইলো,
ঘুরিয়া ওঠলো মাথা।
মিনিট দশেক মাথা খাটালাম,
গাণিতিক অনুপাতে।
মনে হচ্ছিলো অংশ নিয়েছে,
কঠিনতম পরীক্ষাতে।
প্রিয়ার ডাকে সচকিত হয়ে,
উত্তর গুছিয়ে ফেলি।
অভয় চেয়ে ধরলাম অামার,
উত্তরখানা মেলি।
"পৃথিবীতে অাছে যতোকিছু,
আছে যাহা ধরাময়।
সকল জিনিসই প্রতিদিন শেষে,
একটু পুরনো হয়।
পুরনো মানে অভিজ্ঞতায়,
যোগ হয় একদিন।
ভালবাসাও পৃথিবী মাঝে,
টিকে রয় নিত্যদিন।
পুরনো হওয়ার হরেক অর্থ,
স্থান, কাল, অবস্থা দেখে।
ভালবাসাও রোজ দিনশেষে,
নেয় অভিজ্ঞতা মেখে।"
উত্তরে অামি উতরালাম নাকি,
প্রিয়াই করবে বিচার।
ভুল হলে অারও শিখবো তখন,
প্রিয়া হবে মোর টিচার।
ভালবাসা এক অনন্তপথ,
দু'প্রাণের এক চাওয়া।
ভালবাসা খুব তীব্রতাপে,
মনভুলানো হাওয়া।
প্রতিদিনকার যত্নে যে প্রেম,
রোজ পুরোনো হয়।
সে শ্বাশত ভালবাসা প্রিয়া,
তারেই ভালবাসা কয়।
মনের বাড়িতে ভালবাসা দিয়ে,
গড়ছি নতুন ঘর।
সেথা প্রিয়া তুমি রবে সুখে,
সদা হাসিবে অধর।
লোকমুখে জানো শুনেছি অনেক,
বুঝিনি প্রথমে হায়।
ভালবাসাতে রোজ তাড়া করে,
হারিয়ে ফেলার ভয়।
ভয়ের কথা ওঠলোই যখন,
আরও কিছু কথা শোনো।
তোমার লাগিয়া হৃদয় অানচান,
তা কি প্রিয়া তুমি জানো?
তর্কে যেজন খুব সহজে,
হারতে শিখেনি কভু।
সে ছেলেটির সকল যুক্তিও,
তোমার সম্মুখে নিভু।
তুমিময়তায় চারপাশ সাজিয়ে,
অপেক্ষাতেই কাটাই।
আমি তোমার ঘুড়ি হবো প্রিয়া,
তুমি হবে মোর নাটাই।
হালকা সবুজ কাগজের খামেতে,
প্রেমের চিঠি পাঠিয়ে।
নিত্য ভাবের অাদান প্রদান,
গাইবে পোষা টিয়ে।
টিয়ে বলতেই মনে এলো প্রিয়া,
তোমার চুলের বেণী।
ভালবেসে ডাকবো ননাই,
ডাকবো লক্ষী মণি..
২২ শে জুলাই, ২০১৭ দুপুর ২:০৫
সাজ্জাদ সংগ্রহ বলেছেন: ধন্যবাদ্
২| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৬
হাতুড়ে লেখক বলেছেন: ভাল্লাগলো।
২২ শে জুলাই, ২০১৭ দুপুর ২:০৫
সাজ্জাদ সংগ্রহ বলেছেন: ধন্যবাদ্
৩| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২০
শামীম সরদার নিশু বলেছেন: খুব ভালো লেগেছে
২২ শে জুলাই, ২০১৭ দুপুর ২:০৬
সাজ্জাদ সংগ্রহ বলেছেন: ধন্যবাদ্
৪| ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২২
প্রশ্নবোধক (?) বলেছেন: ফাটাফাটি লিখেছেন।
২২ শে জুলাই, ২০১৭ দুপুর ২:০৬
সাজ্জাদ সংগ্রহ বলেছেন: ধন্যবাদ্
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৬
ভাবুক কবি বলেছেন: ছন্দে ছন্দে দারুণ অভিব্যক্তি
আমার খুব ভাল লেগেছে