![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতখানি অনুবাদ করেছো- তার বেশী প্রশ্রয় দেবোনা!!
বিদায় যদি দিতে চাও,
ক্ষণকাল থেকে যেওনা-
দুর্বোধ্য হতে চাইবে যদি,
অল্পটুকুও বুঝতে দিওনা।
সূর্যের মতো উগ্র হয়ে-
তোমার তাপে ঘাম ঝরাবে?
অমাবস্যায় লুকিয়ে তুমি-
ক্লান্ত রাতের ঘুম তাড়াবে?
হৃদয়ের ব্যবচ্ছেদ করতে চাও-
ভাঙা কাঁচের চুড়িই ঢের,
গেঁথে দাও বুকের ওপর
ফিনকি ঝরুক রক্তের।
কী আসে যায়? এমনি হলে,
জলাঞ্জলি অপেক্ষার-
খুঁজে পেয়েও পথ হারালে,
মৃত্যুকূপের অন্ধকার।
স্থির না হলে ব্যস্ত থাকো,
এদিকটায় অার এসোনা-
তোমার ভুলে অামার পথে,
ক্ষতের অাঁচড় দিওনা।
দিবেই যদি সবটুকু দাও,
হিসেবনিকেশ ওসব ছাঁই-
অামি তোমার তুমি অামার
বিনিময় হবে পুরোটাই।
৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২৬
সাজ্জাদ সংগ্রহ বলেছেন: মন্তব্যে ভাললাগা জানবেন। অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৫
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।