![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতখানি অনুবাদ করেছো- তার বেশী প্রশ্রয় দেবোনা!!
আমায় ঘুম পাড়ানিয়া গান শোনাবে?
আমার জন্য নয়, আমাদের জন্য।
আমি গভীর ঘুমের আঁচলে লুকাবো,
ভয় কাটিয়ে নতুন করে বাঁচার জন্য।
স্বপ্নের প্রতিশ্রুতি দিতে বলবোনা,
শুধু ভোরে জেগে উঠিও একসাথে,
ঘুম থেকে ওঠেও যেন পাশে পাই,
হারাবার ভয় যেন ধারে না ঘেষে।
তোমার অন্তরাত্মার সাহচর্য্য নিয়ে,
ভীত-নিদ্রার দিন ফুরোবে,
নরম আঙুলে ছুঁয়ে দিও কপাল,
বিদ্যুৎ খেলে যাবে পুরো শরীরে।
সমুদ্রের সবগুলো ঢেউ হয়ে থেকো,
শয্যাশায়ী হয়ে থেকো শীতল জোছনায়-
তিক্ত যা অপেক্ষা ছিল জীবনের,
মুছে দিও তোমার সুর মুর্ছনায়।
প্রণয় নয় এসো সখ্যতা করি,
প্রশ্ন ভুলে বিনিদ্র চোখের-
যা কিছু প্রশ্ন ছিলো অনুত্তরিত,
তাদের পাঠাই চিরস্থায়ী নির্বাসনে।
এক সুনিপুণ সন্ধি আঁকবে এসো,
যে চুক্তিতে থাকবে না ক্লান্তি কোনো-
আমায় ঘুম পাড়ানিয়া গান শোনাবে?
আমার জন্য নয়, আমাদের জন্য।
২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ গড়েছেন ভাই, কাব্যে ভালো লাগা রইল খুব
তবে হয়ে যাক প্রণয় ব্যথা ভুলে নতুন উদ্যোমে পথ চলা, হৃদয় গহীনে গড়ে উঠুক প্রেম-প্রাণে সখ্যতা।
শুভকামনা আপনার জন্য
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫২
শাহারিয়ার ইমন বলেছেন: প্রেমহণি হৃদয় কী পদবাচ্য মুরুভুমিকে কি নন্দনকানন বলা উচিত?
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০০
সাজ্জাদ সংগ্রহ বলেছেন: বললে ক্ষতি নেই মনে হচ্ছে। ধন্যবাদ ভাইয়া
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫১
চাঙ্কু বলেছেন: ঘুম পাড়ানিয়া গান শোনার জন্য ইউটিউবে মেলা প্লেলিষ্ট আছে। একটা চালিয়ে ঘুমিয়ে পড়েন। ঝামেলা শেষ!
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৭
সাজ্জাদ সংগ্রহ বলেছেন: অাহা, কত সহজ সমাধান বাতলে দিলেন, ধন্যবাদ ভাইয়া।
৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
আহ আমি যদি কবিতা লিখতে পারতাম।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৯
সাজ্জাদ সংগ্রহ বলেছেন: মন্তব্যে ভাললাগা জানবেন ভাইয়া। অাপনি কবিতা লিখুন, নিঃসন্দেহে ভালো হবে।
৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫০
সাজ্জাদ সংগ্রহ বলেছেন: অনেক ধন্যবাদ অভ্রনীল ভাইয়া
৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৩
সাজ্জাদ সংগ্রহ বলেছেন: প্রণয়ে ব্যাথার সম্ভাব্যতা এক প্রকার সুনিশ্চিতই বলা চলে। তবে ব্যথা ভুলে নতুন উদ্যোমে পথ চলার শক্তিটা যোগানোই যত ঝক্কির কাজ।
মন্তব্যে অনেক অনেক ভাললাগা ভাইয়া।
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৩
রাকিবুল ইসলাম অভ্রনীল বলেছেন: খুব সুন্দর উপস্থাপন