![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতখানি অনুবাদ করেছো- তার বেশী প্রশ্রয় দেবোনা!!
একলা দিনের সূর্যোদয়ে, একটু থেকো।
ক্ষত সেরে জাগছি আমি, একটু থেকো।
হিংস্র সময় কেটেই যাবে, একটু থেকো।
আঁধার কেটে আলো ফুটুক,
একটু থেকো।
শুদ্ধ যদি নাইবা হলাম,
তোমার ছোঁয়াও তপ্ত হবো-
একটু থেকো।
সতেজ সবুজ রং বদলাক
পাথর-কঠিন মানু্ষও বুঝুক-
একটু থেকো।
ক্লান্ত সূর্য দিনের শেষে
গোধূলি রঙে মলিন হোক-
একটু থেকো।
অন্ধকারে পথ হারালেও
প্রবঞ্চনা দূরেই সরুক-
একটু থেকো।
ছিন্ন পাতায় নখর থাবায়
স্বপ্নের আঁকিবুঁকি চলুক-
একটু থেকো।
প্রতিবাদ আর অস্ত্রসমর
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ুক-
একটু থেকো।
একটু থেকো-
বেলা বাড়ার সাথে সাথে,
ঝাঁঝালো রোদ আমার পথে;
একটু থেকো-
দখিন হাওয়ার স্রোতে ভেসে
দেখবো তোমায় শীতল চোখে।
একটু থেকো-
ডুবসাঁতারে ক্লান্ত জলে
চিৎকার হবে রক্তঠোঁটে।
একটু থেকো-
সকাল বিকাল পুড়বো আমি
তোমার রোদের প্রবল তাপে।
একটু থেকো-
আঁধার মেখে লুকাই আমি
চারপাশটায় খুঁজে দেখো।
একটু থেকো-
তোমার বুকের বা'পাশটায়
হৃৎপিন্ডের শব্দ শোনো।
কি এমন হয়?
একটু না হয় পাশেই থেকো-
কি এমন হয়?
এটুকুই তো এই আশা রেখো-
কি এমন হয়?
তোমার করুণ মায়ার পরশ
একটু নাহয় বিলিয়ে দিও-
একটু নাহয় পাশেই থেকো।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০১
সাজ্জাদ সংগ্রহ বলেছেন: ধন্যবাদ ভাইয়া
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৭
সাইন বোর্ড বলেছেন: বেশ অাবেগি কথা, ভাল লাগল ।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০২
সাজ্জাদ সংগ্রহ বলেছেন: ধন্যবাদ
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ গীতিকবিতা গড়েছেন ভাই, ভালো লাগলো খুব
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৩
সাজ্জাদ সংগ্রহ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৩৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কবিতা ভালো হয়েছে , মিতা।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৫
সাজ্জাদ সংগ্রহ বলেছেন: ধন্যবাদ, মিতা
৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৪
রাজীব নুর বলেছেন: বাহ, খুব সুন্দর।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৭
সাজ্জাদ সংগ্রহ বলেছেন: ধন্যবাদ ও ভালোলাগা ভাইয়া
৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯
স্রাঞ্জি সে বলেছেন:
কাব্যে +++
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৮
সাজ্জাদ সংগ্রহ বলেছেন: ধন্যবাদ, কবি
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০১
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: সুন্দর.....................।