![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতখানি অনুবাদ করেছো- তার বেশী প্রশ্রয় দেবোনা!!
“যতখানি অনুবাদ করেছো- তারচেয়ে বেশি প্রশ্রয় দেবোনা”,
যতখানি দুঃখ দিয়েছো- তারচেয়ে বেশি দখল দেবোনা।
বিশ্বাস ভেঙেছো, কি বা করার অাছে
বরং, তোমায় অামি ক্ষমা করলাম।
প্রতিশ্রুতির যত মায়াজাল ছিল
সবটাই যখন ছিঁড়ে দিলে,
অামার বেঁচে থাকার অাস্থা যেটুক
পুরোটাই যখন কেড়ে নিলে,
অাস্থা ভেঙেছো, কি বা করার অাছে
বরং, তোমায় অামি ক্ষমা করলাম।
অপেক্ষা কিংবা ঘৃণা নিয়ে
অামার কবিতা তোমায় ছোঁবে নাকো
তোমার হিসেবের খাতা নিয়ে
তুমি ভালো থাকো, বেঁচে থাকো।
মিথ্যে বলেছো, কি বা করার অাছে
বরং, তোমায় অামি ক্ষমা করলাম।
যদি ক্ষমা প্রার্থনাই তোমার একমাত্র অজুহাত হয়;
তবে দয়া করে অার এসোনা, কক্ষনো না.....
“যতখানি অনুবাদ করেছো- তারচেয়ে বেশি প্রশ্রয় দেবোনা।”
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৫
সাজ্জাদ সংগ্রহ বলেছেন: ধন্যবাদ ভাইয়া
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:০৮
সৌরভ খাঁন বলেছেন: ছন্দপতন।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৮
সাজ্জাদ সংগ্রহ বলেছেন: ধন্যবাদ
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৫৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কঠিন কবিতা।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২০
সাজ্জাদ সংগ্রহ বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩০
সনেট কবি বলেছেন: বেশ
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২১
সাজ্জাদ সংগ্রহ বলেছেন: ধন্যবাদ
৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাহ!
মুগ্ধ ভাল লাগা ।
++++
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২১
সাজ্জাদ সংগ্রহ বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৯
রাজীব নুর বলেছেন: বাহ !!
বেশ !!!
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২১
সাজ্জাদ সংগ্রহ বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬
আহমেদ জী এস বলেছেন: সাজ্জাদ সংগ্রহ ,
সুন্দর লিখেছেন -
" বিশ্বাস ভেঙেছো, কি বা করার অাছে
বরং, তোমায় অামি ক্ষমা করলাম।"
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২২
সাজ্জাদ সংগ্রহ বলেছেন: ক্ষমা করাই শ্রেয়।
ধন্যবাদ ভাইয়া
৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:১৯
ল বলেছেন: যতটুকু অনুবাদ করেছ - এর ব্যাখা টা কি দয়া করে বলবেন কবিবর
০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১২:০২
সাজ্জাদ সংগ্রহ বলেছেন: যে পরিমাণ বদলে দিয়ে গেছে , যে পরিমাণ ডুবিয়ে গেছে, যে পরিমাণ তার কাছে বিলিয়ে দেয়া হয়েছে......
ধন্যবাদ ভাই
৯| ০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৪
মিথী_মারজান বলেছেন: ক্ষমা মহৎ গুণ।
তবে সে গুণ অর্জন এবং বজায় রাখার ভেতরের কষ্টটায় অনেক বেশি ক্ষত জমে থাকে।
কবিতাটি খুব সুন্দর!
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৩০
সাজ্জাদ সংগ্রহ বলেছেন: সে কাছে নেই। তবে সে ভালবাসতো, নিশ্চিত ভালবাসতো। হয়তো মনোযোগচ্যুতি হয়েছে তার, তাই আর একা বোধ করেনা। ক্ষমা করে হলেও তাকে ভালবাসাই যায়।
১০| ০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১১
চাঁদগাজী বলেছেন:
হৃদয় থেকে প্রেম যদি হারিয়ে যায়, হৃদয় ভরে যায় বেদনায়
১৮ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৩১
সাজ্জাদ সংগ্রহ বলেছেন: সতত সত্য।
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তুমি ভালো থাকো, বেঁচে থাকো।

মিথ্যে বলেছো, কি বা করার অাছে
বরং, তোমায় অামি ক্ষমা করলাম।
জীবনে এটাই মহৎ গুন
নারীরা অাস্থা ভেঙেছো, কিবা করার অাছে
অামি ক্ষমা করলাম
এটাই মহৎ গুন
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,