![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতখানি অনুবাদ করেছো- তার বেশী প্রশ্রয় দেবোনা!!
তোমার চিত্ত আমি শূন্য?
মেনে নিবো-
আমি তোমার জগৎ থেকে
ছুটি নেবো-
যে আগুনে পোড়ালে তুমি
ভুলবো না-
পুড়বে তুমি, ছাইঁ হলেও
ফিরবো না..।।
১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৩৫
সাজ্জাদ সংগ্রহ বলেছেন: একদম নিখাদ কথা বলেছেন ভাই, কবিতা চলুক। জীবনের গতি কবিতা থামাবে না।
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৯
রাজীব নুর বলেছেন: আবেগ !!
আবেগ দিয়ে কবিতা লেখা যায়। কিন্তু জীবন চলে না।
বাস্তব বড় কঠিন।