![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
সুপ্রিয় ব্লগারবৃন্দ,
আজ বাংলাদেশ সময় সকাল ৬টায় আমাদের দ্বিতীয় সন্তান পৃথিবীতে এসেছে। সে একটি ছেলে বাবু। আমি আপনাদের সবার কাছে আমাদের নতুন বাবুর জন্য দোয়া চাই।
আমাদের প্রথম সন্তানটি মেয়ে । এরপর আমাদের দ্বিতীয় বাবু। ছেলে হোক মেয়ে হোক দু’টি সন্তানই যথেষ্ট। আপনারা দোয়া করবেন আমরা যেন ওদেরকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে পারি। ওরা যেন আমার সর্বস্ব-সম্পদ হিসেবে সুন্দর ভাবে বেড়ে উঠতে পারে।
‘‘ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে।’ বাবা-মা’র আশা-আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক তাদের সন্তান। সন্তানের মাঝেই লালিত –পালিত হয় বাবা-মা-র সকল স্বপ্ন, তাদের পূরণ না হওয়া সব সাধ-আহ্লাদ।
সুকান্তের ক’টি লাইন খুব মনে পড়ছে।
এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান;
জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ-পিঠে
চলে যেতে হবে আমাদের।
চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য ক’রে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
অবশেষে সব কাজ সেরে
আমার দেহের রক্তে নতুন শিশুকে
করে যাব আশীর্বাদ,
তারপর হব ইতিহাস।।
আজকের এই আনন্দের দিনে আমি আমাদের স্বপ্নের জন্য আপনাদের সবার দোয়া চাই।
সবার জন্য মিষ্টি রইল!
১৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:৩৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে । আপনাদের দোয়া আমাদের চলার পথের পাথেয়। ভাল থাকবেন সব সময়।
২| ১৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:৩৪
~স্বপ্নজয়~ বলেছেন: অনেক অনেক দোয়া রইলো বাবুটার আর আপনাদের সবার জন্য
১৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আপনার অনেক মঙ্গল কামনা করি। ভাল থাকবেন সব সময়।
৩| ১৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:৩৭
টুটুল বরকত বলেছেন: অভিনন্দন রইল আপনাদের দু-জনকেই।
অনেক দোয়া রইলো বাবুটার জন্য ।
১৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৪৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য কিঞ্চিত মিষ্টি দিলাম! ভাল থাকবেন।
৪| ১৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:৩৮
সৈয়দ নূর কামাল বলেছেন: অসংখ্য দোয়া আর স্নেহাশিষ রইলো নবাগত অতিথির প্রতি।
১৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৪৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অ-নে-ক ধন্যবাদ আপনাকে। খু-উ-ব ভাল থাকবেন।
৫| ১৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:৩৯
এডভোকেট বলেছেন: ভাই মিস্টি প্লিজ! দোয়া করি।
১৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৪৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক ধন্যবাদ। মিষ্টি দিলাম। সবাইকে নিয়ে খাবেন কিন্তু ! অনেক ভাল থাকবেন।
৬| ১৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:৩৯
মুনলাইট বলেছেন: অনেক অনেক শুভকামনা রইল বাবুর জন্য।
মিষ্টি কই????????????????
১৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৫০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অ-নে-ক ধন্যবাদ! মিষ্টি দিলাম! সবাইকে নিয়ে খাবেন কিন্তু!
৭| ১৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:৩৯
কলমীকণ্ঠ বলেছেন: অনেক অনেক শুভ নতুন বাবুটির জন্য এবং বাবুটির মা বাবার জন্য।
১৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৫২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অ-নে-ক অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন সব সময়। আপনার অশেষ কল্যাণ হোক।
৮| ১৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:৪৬
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: অনেক অনেক দোয়া এবং শুভকামনা।
১৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৫৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে । আপনাদের দোয়া আমাদের চলার পথের পাথেয়। ভাল থাকবেন সব সময়। আপনার অশেষ কল্যাণ কামনা করছি।
৯| ১৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:৪৭
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: অনেক অনেক দোয়া এবং শুভকামনা।
১৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৫৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ডবল ডবল দোয়া করার জন্য আপনাকে অ-নে-ক ধন্যবাদ। ভাল থাকবেন সব সময়।
১০| ১৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:৫০
হাবিবকুল বলেছেন: আপনি যাতে সুসন্তানের বাবার গৌরব অর্জ ন করতে পারেন।
মিস্টি কই তারাতারি দেন
১৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৫৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার সুন্দর ও শুভ কামনার জন্য অ--নে--ক ধন্যবাদ। মিষ্টি দিলাম। জলদি খেয়ে নিন!
১১| ১৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:৫২
তাহির বলেছেন: বাংলা মিডিয়াম এ পড়াইবেন, বাসায় ইংলিশ শিখাইবেন.........
ধর্ম চাপাইয়া দিবেন না.........ইসলাম কি তা ঠিক ভাবে বুঝাইবেন...।
শুভ কামনা
১৭ ই মে, ২০১০ রাত ৮:০৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার সুন্দর পরামর্শের জন্য অনেক অনেক ধন্যবাদ। আমিও " ভালবাসি বাংলা ভাষা, ভাল বাসি বাংলাদেশ"।
১২| ১৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:০২
kisuna বলেছেন: মাশাল্লাহ! আপনাদের বাবুকে অনেক ভালবাসা, আদর। সোনা দেশ ও দশের একজন হয়ে উঠুক।
১৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৫৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দারুণ আর সুন্দর শুভ কামনার জন্য অনেক ধন্যবাদ। অনেক অনেক ভাল থাকুন সব সময়।
১৩| ১৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:০৮
মুকুট বলেছেন: পিচ্চিকে অভিনন্দন এই ধরায়। ভালো থাকুন আপনারা সবাই, শুভকামনা
১৭ ই মে, ২০১০ রাত ৮:৫২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শুভ কামনার জন্য অনেক ধন্যবাদ। অনেক অনেক ভাল থাকুন সব সময়।
১৪| ১৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:১২
Neelpoddo বলেছেন: পিচ্চিকে সহ আপনাকে এবং বাবুর মাকে অভিনন্দন।শুভকামনা রইলো।
১৭ ই মে, ২০১০ রাত ৮:০০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর শুভ কামনার জন্য অনেক ধন্যবাদ। অনেক অনেক ভাল থাকুন সব সময়।
১৫| ১৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:২২
আমি বিপ্লবী বলেছেন: আমরা সাধারণ মানুষেরা ভালো করে দোয়াও করতে জানিনা - তাই দেখুন আল্লাহ্ পবিত্র কুর'আনে আমাদের শিখিয়ে দিয়েছেন কেমন স্ত্রী বা সন্তান চাইতে হবে:
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ
"হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে ৷ ............." (কুর'আন, ২৫:৭৪)
১৭ ই মে, ২০১০ রাত ৮:০২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পাক কালামের এমন সুন্দর বাণী শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ
আমিন!
১৬| ১৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:২৬
সিটিজি৪বিডি বলেছেন: দোয়া রইল...আমার প্রথম সন্তান মেয়ে................!!!
১৭ ই মে, ২০১০ রাত ৮:০৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার সাথে আমার তো একটা মিল আছে! দোয়ার জন্য অনেক ধন্যবাদ। ভাল থাকবেন সব সময়।
১৭| ১৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৪৭
নিশাচর নাইম বলেছেন: Neelpoddo বলেছেন: পিচ্চিকে সহ আপনাকে এবং বাবুর মাকে অভিনন্দন।শুভকামনা রইলো।
১৭ ই মে, ২০১০ রাত ৮:০৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর শুভ কামনার জন্য অনেক ধন্যবাদ। অনেক অনেক ভাল থাকুন সব সময়। ছবিটি অনেক সুন্দর।
১৮| ১৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৪৯
ই য়া দ বলেছেন: বাবু ভালো থাকুক।
বাবুর ছবি দেখতে চাই।
১৭ ই মে, ২০১০ রাত ৮:০৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শুভ কামনার জন্য অনেক ধন্যবাদ। বাবুটি আমার থেকে অনেক দুরে(২,১৮৩ কি.মি.) আছে। এখনো ছবি পাইনি।ছবি পেলে দেখাবো।
১৯| ১৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৫৩
মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক অনেক দোয়া আর ভালবাসা
১৭ ই মে, ২০১০ রাত ৮:০৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ শুভ কামনার জন্য। ভাল থাকবেন।
২০| ১৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৫৩
শাওন বলেছেন: কিউটিটার ছবি কই ? ছবি দেন । অনেক বড় হোক দোয়া করি
১৭ ই মে, ২০১০ রাত ৮:১০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শুভ কামনার জন্য অনেক ধন্যবাদ। বাবুটি আমার থেকে অনেক দুরে(২,১৮৩ কি.মি.) আছে। আমি থাকি কলম্বো। এখনো ছবি পাইনি।ছবি পেলে দেখাবো।
২১| ১৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৫৪
বাবুনি সুপ্তি বলেছেন: বাবুটার জন্য আদর। ভাল থাকুক অনেক
১৭ ই মে, ২০১০ রাত ৮:১১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনাকে অ-নে-ক ধন্যবাদ। ভাল থাকবেন।
২২| ১৭ ই মে, ২০১০ রাত ৮:০১
রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: বাবুটার জন্য অনেক অনেক আদর আর দোয়া ।
বাবুর ছবি দেখতে চাই ।
১৭ ই মে, ২০১০ রাত ৮:১১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শুভ কামনার জন্য অনেক ধন্যবাদ। বাবুটি আমার থেকে অনেক অনেক দুরে(২,১৮৩ কি.মি.) আছে। এখনো ছবি পাইনি।ছবি পেলে দেখাবো।
২৩| ১৭ ই মে, ২০১০ রাত ৮:০৫
নুরুন নেসা বেগম বলেছেন: সুস্বাস্হ্য সবসময় যেন সৌভাগ্য সহ ঘিরে থাকে।
মন্দ যত দুরে উড়ে যাক, অভিনন্দন সবাইকে।
নতুনের আগমনে মেয়েকে সহ আদর ভাগাভাগি করবেন।
১৭ ই মে, ২০১০ রাত ৮:১২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার অসাধারণ শুভ কামনা আর সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন সব সময়।
২৪| ১৭ ই মে, ২০১০ রাত ৮:১০
আসকওয়ানমি বলেছেন: মিষ্টি না দিলে দোয়া নাই.... হি হি হি
অনেক অনেক শুভকামনা রইল........
১৭ ই মে, ২০১০ রাত ৮:১৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দু'দিন আগে এসএসসি-র ফল বেরুনোতে দোকানের সব মিষ্টি শেষ! তারপরও মিষ্টি দিলাম। এবার দোয়া করুন, ভাই!
শুভ কামনার জন্য অনেক অনেক ধন্যবাদ।
২৫| ১৭ ই মে, ২০১০ রাত ৮:২৫
ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: অনেক দোয়া ও ভালবাসা আপনার বাবুটার জন্য। আশা করি বাংলা মিডিয়ামে পড়াবেন ওকে। আর ও নিজ থেকে যা হতে চায় সেটাই পড়তে দিয়েন। কিছু চাপাইয়া দিয়েন না।
১৭ ই মে, ২০১০ রাত ১১:০০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য । সারা জীবন থাকতে হবে বাইরে বাইরে। তাই পড়াশোনা হয়তো পুরোটা বাংলায় নাও হতে পারে। তবে বাংলাকে বাদ দেব না। কারণ আমিও বাংলাদেশ আর বাংলা ভাষাকে অনেক ভালবাসি। অনেক সুন্দর আপনার পরামর্শ। ভাল থাকবেন সব সময়।
২৬| ১৭ ই মে, ২০১০ রাত ৮:৫৭
শামীম শরীফ সুষম বলেছেন: অনেক অনেক আদর আর শুভকামনা
১৮ ই মে, ২০১০ রাত ১২:১৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার সুন্দর শুভ কামনার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন সব সময়।
২৭| ১৭ ই মে, ২০১০ রাত ৯:০৫
ঘাসফুল বলেছেন: আলোকিত মানুষ হয়ে উঠুক আপনাদের বাবু দুজনেই...
১৭ ই মে, ২০১০ রাত ৯:৫৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার সুন্দর শুভ কামনার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
২৮| ১৭ ই মে, ২০১০ রাত ৯:০৭
ভাঙ্গন বলেছেন: শুভ কামনা।
১৭ ই মে, ২০১০ রাত ৯:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শুভ কামনার জন্য অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
২৯| ১৭ ই মে, ২০১০ রাত ৯:১১
হাসান মাহবুব বলেছেন: দোয়া রইলো
১৭ ই মে, ২০১০ রাত ৯:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দোয়া করার জন্য অনেক ধন্যবাদ। মানুষের দোয়ার চেয়ে বড় কিছু নাই। ভাল থাকবেন।
৩০| ১৭ ই মে, ২০১০ রাত ৯:২৬
পাপতাড়ুয়া বলেছেন: ভাতিজাডার ফডুক দেন দেহি।
১৭ ই মে, ২০১০ রাত ৯:৫৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ইনশাল্লাহ, দেব। আপনাকে অনেক ধন্যবাদ।
৩১| ১৭ ই মে, ২০১০ রাত ১০:০৬
জীবনানন্দদাশের ছায়া বলেছেন:
বাবুর ফটুক না দেয়ায় মাইনাস।
কয়দিন পর ভাইস্তার সাথে ব্লগেই কথা হবে আশাকরি...
১৭ ই মে, ২০১০ রাত ১১:০২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মাইনাস দেয়ার জন্য অনেক ধন্যবাদ। অবশ্যই কথা হবে। মাত্র তো আর ক'টা দিন। ভাল থাকবেন সব সময়।
৩২| ১৭ ই মে, ২০১০ রাত ১০:১৩
সান্তনু অাহেমদ বলেছেন: আল্লাহ তাকে সুস্থ ও সবল রাখুক। সত্যিকারের মানুষ হয়ে গড়ে উঠুক আপনার শিক্ষালয়ে। আল্লাহ্ র কাছে এই দোয়াই করি, ভাই। ভাবিকে সালাম ও অভিনন্দন।
১৭ ই মে, ২০১০ রাত ১১:০৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: (মি: সান্তনু আহমেদ আমার অনেক ভাল এক জন বন্ধু। যদিও তিনি দিল্লি থাকেন। তার কাছে দিল্লিকা লাড্ডু খেতে চাইতে পারেন সবাই।তিনি হয়তোবা পাঠিয়ে দেবেন)
আপনার সুন্দর ও শুভ কামনার জন্য অ-নে-ক ধন্যবাদ। আপনার সালাম আর অভিনন্দন পৌছে দিলাম। অনেক অনেক ভাল থাকবেন।
৩৩| ১৮ ই মে, ২০১০ সকাল ৯:৪৭
হক মাহবুব বলেছেন:
শোনগো সোনার ছেলে,
আজ তোমার অভিষেক হলো। তোমার জন্য সারা পৃথিবী উম্মুক্ত করে দিলাম। তুমি শক্তিমান হও। জয় করে নাও সারা পৃথিবী তোমার ভালবাসার শক্তি দিয়ে।
যারা তোমাকে এ পৃথিবীতে নিয়ে এলো তারা তোমার মা ও বাবা, তারা যেন সম্মানিত হয় তোমার মধ্য দিয়ে।
তুমি সুস্থ থেকো। মা সুস্থ থাকুন, বাবা সুস্থ ও সুস্থির থাকুন আর আপুনিটা হোক বন্ধু ।
১৮ ই মে, ২০১০ রাত ৮:৫৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ সুন্দর একটি শুভ কামনা। আমি বিস্ময়াভিভূত! আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক বেশী ভাল থাকুন।
১৮ ই মে, ২০১০ রাত ৮:৫৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন সব সময়।
৩৫| ১৮ ই মে, ২০১০ সকাল ১১:৪৪
মারুফ হায়দার নিপু বলেছেন: congratulation!
১৮ ই মে, ২০১০ রাত ৮:৫৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার শুভ কামনার জন্য অনেক ধন্যবাদ। ভাল ধন্যবাদ।
৩৬| ১৮ ই মে, ২০১০ দুপুর ১২:১৫
মোহাম্মদ লোমান বলেছেন:
দোয়া করি মহান আল্লাহ যেন আপনার দুই সন্তানকে আপনাদের চক্ষু শিতলকারী বানিয়ে দেন।
তারা যেন জ্ঞান গরিমা আর ধর্ম কর্মে সফলতা অর্জন করতে পারে।
কামনা করছি তাদের দীর্ঘ ও সুস্থ জীবন।
১৮ ই মে, ২০১০ রাত ৮:৫৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শ্রদ্ধাভাজন লোকমান ভাই একজন প্রাজ্ঞ মানুষ। আপনার দোয়া আমাদের পাথেয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রবাসে অনেক অনেক ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:৩১
জাহিদ আহমেদ বলেছেন: দোয়া রইল। সু-স্বাস্হ্য, বুদ্ধি-বিদ্যা হোক, অভিনন্দন রইল আপনাদের দু-জনকেই।