নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

ব্যক্তিগত সততা আর দেশপ্রেম খুব দরকার

০১ লা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৯



আমাদের দেশের অনেক মানুষ কেবল বক্তৃতা আর ভাষণে দেশ প্রেমিক। তাদের অনেকেই দেশের জন্য কাজ করেন না। অনেকের মাঝেই সততার দারুণ অভাব। অনেকেই বিবেকবোধকে জাগ্রত করেন না। অনেকরেই সমাজের প্রতি কোন অঙ্গীকার বা দায়বদ্ধতা নেই।

সাধারণ মানুষের সততার অভাব হলে, বিবেকবোধ না থাকলে সাধারণ মানুষটি নিজেই ভোগে। বড় জোর তার পরিবার ভোগে। কিন্তু অসাধারণ লোক- নেতা, উপনেতা এরা সততা থেকে দূরে সরে গেলে পুরো জাতি ভোগে। বাংলাদেশে বর্তমানে সেই দশাই চলছে।

সর্বত্রই সততার অভাব। দেশপ্রেমের অভাব। তাই ঠগ বাছতে এখন গাঁ উজার হবার দশা। তাই আশংকা- লোম বাছতে গিয়ে শেষ পর্যন্ত কিনা কম্বলটিই উজার হয়ে যায়।

আসুন, আমার সবাই বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশের জন্য কাজ করি। নিজের বিবেকবোধকে জাগ্রত করি। সব সময় সততাকে বক্ষে ধারণ করি। দেশপ্রেমকে অলঙ্কার হিসাবে ধারণ করি।

সারা পৃথিবীর সামনে আমাদের জাতিকে মাথা উচুঁ করে দাঁড়াতে হবে। সেটা করতে হলে ব্যক্তিগত সততা, বিবেকবোধ আর দেশপ্রেম খুব দরকার। নইলে কেবল কবিতা আউড়িয়ে আরো বক্তৃতা করে কোন লাভ হবে না।

মন্তব্য ৩৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৫

জগতারন বলেছেন:
সহমত!!!

০১ লা অক্টোবর, ২০১৯ রাত ৯:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঐক্যমত্য প্রকাশ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকুন। সুন্দর থাকুন । প্রতি দিন । সব সময়।

২| ০১ লা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভাই, তাহলে অকর্ম আর অধর্ম কে করবেন? এটিই তো বাংলাদেশের মূলমন্ত্র !!!

০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশের মানুষের মধ্যে ভাল গুণাবলী সুপ্ত অবস্থায় আছে। কিছু খারাপ মানুষের কারণে সেই গুণগুলি বিকশিত হতে পারছে না। সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

৩| ০১ লা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:২৯

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা এখনো সততার উপর বক্তব্য রাখেননি, তাই জাতি জানে না যে, ইহা একটি দরকারী বিষয়

০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই মুহূর্তে উনি আমাদের দেশের সব চেয়ে ভাল মানুষ।

৪| ০১ লা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:


জাতির সততা ও দেশপ্রেমের জন্য সরকারকে প্রথমে সৎ ও দেশপ্রেমিক হতে হয়।

০২ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অপেক্ষায় আছি‌ এক দিন হয়তো সম্ভব হলে ও হতে পারে।

৫| ০১ লা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

তারেক_মাহমুদ বলেছেন: রাজনীতিবিদরা সৎ হলে আমাদের দেশ অনেকটাই এগিয়ে যেতো।

০২ রা অক্টোবর, ২০১৯ রাত ১০:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমরা সাধারন মানুষরাও তো ধোয়া তুলসী পাতা নই । আমরা অনেকেই সুযোগের অভাবে সৎ আছি। চান্স পেলে একদিন আমরাও....

৬| ০১ লা অক্টোবর, ২০১৯ রাত ৮:১৩

রাজীব নুর বলেছেন: এই দেশের বেশির ভাগ মানুষ চোর। বদমাশ। বেয়াদপ। এরা কোনো দিনও ভালো হবে না।

০৩ রা অক্টোবর, ২০১৯ ভোর ৫:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশের বেশীর ভাগ মানুষের মাঝেই সমস্যা আছে। এমনকি আমার নিজের মাঝেও সমস্যায় ভরা। আমরা কেবল সৎ আছি সুযোগের অভাবে। সুযোগ পেলে আমরাও কোটি কোটি টাকার বান্ডিল বাগিয়ে নেব।

৭| ০১ লা অক্টোবর, ২০১৯ রাত ৮:১৪

ডার্ক ম্যান বলেছেন: পাঁচশো টাকার বই বিক্রি করেও মানুষ আজকাল সৎ থাকতে পারে না। দেশ- বিদেশে বুক ফেয়ার করে । ফ্রী হেলথ ক্যাম্প করে। সবটাই শালার আইওয়াশ।
আমরা আসলে সুযোগের অভাবে সৎ।

০৩ রা অক্টোবর, ২০১৯ ভোর ৫:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দেশ টা নষ্ট হয়ে যাচ্ছে। আর আমরা চেয়ে চেয়ে দেখছি। যাদের উপায় আছে তারা দেশ ছেড়ে ভাগছে। এটা এখন আর কোন নতুন দৃশ্য নয়।
আমার পরিচিত যারা বিদেশে থাকে তারা বলেঃ দেশটার জন্য বড় মায়া লাগে।

৮| ০১ লা অক্টোবর, ২০১৯ রাত ৮:২০

ভুয়া মফিজ বলেছেন: দেশপ্রেম দরকার তো বটেই। ওটা ছাড়া কিছু হবেও না, ওটা কারো মনে জাগ্রতও হবে না।

০৩ রা অক্টোবর, ২০১৯ ভোর ৫:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপাততঃ তাইতো দেখছি। আসলেই আমরা যে কোথায় যাবো বুঝতে পারিনা ।

৯| ০১ লা অক্টোবর, ২০১৯ রাত ৮:৪২

আহমেদ জী এস বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন,




সহগব্লগার চাঁদগাজীর মন্তব্যটিই তুলে দিলুম-----

জাতির সততা ও দেশপ্রেমের জন্য সরকারকে প্রথমে সৎ ও দেশপ্রেমিক হতে হয়।

০৩ রা অক্টোবর, ২০১৯ ভোর ৫:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রতিটি মানুষ ব্যক্তিগতভাবে সৎ হলে ১৮ কোটি মানুষের সবাই সৎ হয়ে যাবে। ১৮ কোটি মানুষের মাঝ খান থেকে্ই তো সরকার গঠিত হয়। জনতা সৎ হলে সরকার অসৎ হতে পারবে না।

১০| ০২ রা অক্টোবর, ২০১৯ রাত ১২:০১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সাজ্জাদ ভাই আপনার কথা ঠিক, তবে সততা নিষ্ঠা ও দেশপ্রেমের প্রাথমিক কাজগুলো সম্পাদন করত প্রমাণ দেখাতে হয় রাষ্ট্র পরিচালনাকারী ব্যক্তিবর্গকে। আপনি আমাদের দেশের স্বাধীনতা পূর্ব ও পরবর্তী শাসক গোষ্ঠীদের কর্মকাণ্ড বিবেচনা করলে অতি সহজেই বুঝতে পারবেন আমাদের এই সোনার দেশকে নষ্ট করতে কেউ কখনও পিছ পা হয়নি, এমনকি এনিয়ে মাঝেমধ্যে সরকার ও বিরোধী দলীয় নেতৃস্থানীয় লোকদের মধ্যে প্রতিযোগিতার ধামামা বাজে।

০৩ রা অক্টোবর, ২০১৯ ভোর ৫:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি যথার্থই বলেছেন। তবে সময় আসবে । আমরাও বদলাবো। আমাদের দেশটা বদলাবে। আমরাই সেরা হবো। আমাদের দেশ হবে সেরা দেশ।

১১| ০২ রা অক্টোবর, ২০১৯ রাত ১২:০২

বলেছেন: আহমেদ জী এস বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন,


সহগব্লগার চাঁদগাজীর মন্তব্যটিই তুলে দিলুম-----

জাতির সততা ও দেশপ্রেমের জন্য সরকারকে প্রথমে সৎ ও দেশপ্রেমিক হতে হয়।

০৩ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উনি এক জন গুণী মানুষ । উনার কথার দাম আছে।

১২| ০২ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫০

নীল আকাশ বলেছেন: সাজ্জাদ ভাই,
খুব দারুন একটা বিষয় নিয়ে লিখেছেন যখন সারা দেশে ক্যাসিনো নিয়ে হুলস্থুল পড়ে গেছে।

সততা এবং দেশপ্রেম এই শব্দগুলি আমি ছোটবেলায় পড়েছি। তখন স্কুলের শিক্ষকরা খুব আদর করে এই সব নীতিজ্ঞানের লাইনগুলি পড়াতেন এবং শেখাতেন। আজও আমি আমার সেই সব শিক্ষকদের শ্রদ্ধা ভরে স্মরণ করি।

সময়ের সাথে সাথে সব কিছুই দ্রুতই বদলে গেছে। আজকালে শিক্ষকরাই আজ নিজের ছাত্রীদের যৌন নির্যাতন করে কিন্তু কিছুই হয় না। চাকুরি নেয় ঘুষ দিয়ে যারা তার কিভাবে নীতিজ্ঞান শিখাবে বলুন তো?

দেশে এখন আইন কানুন নিয়ম নীতি বলে কিছুই নেই। বাবামা'রা নিজের মেয়ে বিয়ে দেন ছাত্রনেতাদের বেছে বেছে, যেন রাজনীতি করা একটা বড় জীবিকার রাস্তা! ফলাফল তো পত্রিকাতেই দেখেন! প্রডাক্ট আর কি হবে এখান থেকে?

বর্তমান সরকার এসেছে পিছনের দরজা দিয়ে, দেশে জনগনের মৌলিক ভোটাধিকার বিলুপ্ত করে লির্লজ্জ বেহায়ার মতো জোর করে পার্শ্ববর্তী একটা দেশের সাহায্য নিয়ে ক্ষমতা দখল করে রেখেছে। আর এর বিনিময়ে নামমাত্র মুল্যে সারা দেশই বিক্রি করে দিচ্ছে। এই দেশে এখন ইউনিয়ন চেয়ারম্যান থেকে এম্পি মন্ত্রী.... প্রায় সবাই দুর্নীতিবাজ। দুর্নীতিবাজদের মাধ্যমে প্রশাসনে ঢুকা আমলা, কামলারাও দুর্নীতিবাজ; চরিত্রহীন হবে এটাই স্বাভাবিক। কারন গোড়াতেই দুর্নীতির আসল আখড়া। দেশপ্রেম শব্দের অর্থও এরা জানে না কিংবা জানলেও মানে না।

এই দেশে যেখানে ডিবি কিংবা পুলিশের কাজ অপরাধের রহস্য উন্মোচন, সেখানে তারাই নিরাপরাধকে ফাঁসানোর পরিকল্পনা করে একদম অপরাধীর মত করে। আমরা তাহলে যাব কার কাছে? ভরসার জায়গাগুলো আমাদের আর ভরসা দেয় না। দেয় ভয় আর আতংক সে সাথে ঘৃণার খোরাক।

দেশে এখন দূর্নীতিবাজ, সুবিধাবাদী, লম্পট, রাজনৈতিক টাউট/বাটপারে দেশ ভরে গেছে। ভালো মানুষ দেশে থেকে কি করবে?

দেশের বাইরে আছেন বেঁচে গেছেন। আমরা যারা এই দেশে আছি তারা প্রতিনিয়ত পঁচে গলে নষ্ট হয়ে যাচ্ছি।

ধন্যবাদ এবং শুভ কামনা রইল।

০৩ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসম্ভব সুন্দর মন্তব্য করেছেন। এই মন্তব্যের উপর কোন কথাই চলে না। আপনার মন্তব্যের আকার আমার পোস্টের আকারে দ্বিগুণ।

১৩| ০৩ রা অক্টোবর, ২০১৯ ভোর ৬:৩৭

ডঃ এম এ আলী বলেছেন:




আমরা কি পেলাম সে অনুভুতিকে ছাপিয়ে আমাদের সকলের অনুভুতিতে যখন আসবে আমরা দেশকে কি দিলাম
তাহলেই কেবল দেশে সত্যিকারের দেশ প্রেমের আবহ সৃস্টি হবে । শাসক আর শোষক কেও দেশ প্রেম জাগিয়ে
দিবেনা । এটা প্রত্যকের নীজের জন্য নীজের থেকেই নীজের মধ্যে আগে জাগাতে হবে । শুধু বর্তমানের দিকে
দৃষ্টি না রেখে ২ হাত আগে পিছে গিয়ে মুল কারণ অনুধাবন করে সে পথটি বন্ধ করার জন্য সকলের দৃষ্টি দিতে
হবে । যে সমস্ত মুল অন্তরায়গুলি জাতিকে বিভক্ত করে রেখেছে সেগুলির সমাধান না করে অন্য কোন কিছুতেই
সকলের মাঝে দেশ প্রেম জাগানো সম্ভব নহে । সকলকে এক বৃন্তে আসতে হবে । তা না হলে বিভিন্ন পথ মতের
দিশারী হয়ে নিরাপত্তাহীণতায় ভুগে নীজের আখের গুছনোর জন্য যে যেভাবে পারে সেভাবেই দেশ প্রেম জলাঞ্জলি
দিয়ে নীজের ব্যক্তিগত সম্পদের পাহাড় গড়তে চাইবে, যেন প্রয়োজনে সে গুলি নিয়ে নীজের জন্য নিরাপদ আবাস
তালাস করতে পারে । দেশ প্রেম জলাঞ্জলি দিয়ে সম্পদের পাহাড় যারা গড়েছে তাদের সকলেরই ঠিকানা দেখা যায়
বিদেশভুমেই একটা রয়েছে ( অবশ্য অনেকেই জীবিকার তাগিদে বিদেশ বিভুই এ আছেন তবে তাঁদের দেশ প্রেম
আছে বলেই দেশ রেমিটেন্সের পাহাড়ের উপর বসে আছে ) আর সেগুলি দিয়েই ক্ষমতার শীর্ষ হতে শুরু করে এর
চারিধারে যারা আছে তাদের অনেকেই দিনে রাতে লুটু পুটু খেলছে আর মুখে দেশ প্রেমের পরাকাষ্ঠা দেখাচ্ছে ।

ধন্যবাদ মুল্যবান পোষ্টটির জন্য

০৩ রা অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এক জন বিজ্ঞ, প্রাজ্ঞ ও গুণী জনের মন্তব্য। অসাধারণ সব কথা বলেছেন। আপনার কথাগুলো পড়ে যেকোনো লোকেরই ভালো লাগবে। সুন্দর একটা মন্তব্য করেছেন বিধায় অনেক অনেক কৃতজ্ঞতা। সব সময় অনেক সুস্থ থাকুন, সুন্দর থাকুন । আপনার জীবন হোক সুখময় আর ঝরঝরে প্রাঞ্জল। মানুষকে পথের দিশা দেওয়ার জন্য আপনার মত লোকের লেখনী সচল থাকা প্রয়োজন।

১৪| ০৩ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:০০

ডার্ক ম্যান বলেছেন: আপনি কি দেশের বাইরে থাকেন?
দেশে থাকতেও দেশের জন্য মায়া ছিল এখনো আছে।

০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ৮:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দ্বিতীয়বার মন্তব্য করতে আসার জন্য আপনার প্রতি সীমাহীন কৃতজ্ঞতা । আপাতত বাইরে আছি । তবে সব চেয়ে ভালো হতো চিরতরে বাইরে চলে যেতে পারলে। দেশের পরিস্থিতি আমার সাথে মানায় না।

১৫| ০৩ রা অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সততা আনা যায় ৩ ভাবে।
১. ধর্মীয় ভাবে পরকালের কথা অথবা পাপের জন্য শাস্তি ভাবলে
২. নিজের বিবেকবোধ ঠিক থাকলে
৩. আইন শক্ত করে অসততার পথ বন্ধ করলে।

১ নং পয়েন্ট ঠিক থাকলে ২ ও ৩ নং-এ যেতে হবে না। বাংলাদেশের চোর চাট্টাদের কাছে ২ নং কখনোই আশা করা যায় না। তাই বাংলাদেশীদের জন্য ৩ নং পয়েন্টেই জোর দিতে হবে। সেটা কিন্তু ব্যক্তিগত ভাবে হবে না। রাষ্ট্রীয় কাঠামোর মাধ্যমেই করতে হবে...

০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ৮:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ‌। আপনি যথেষ্ট সুন্দর একটা ফর্মুলা দিয়েছেন। যার যেটা প্রযোজ্য সে অনুযায়ী কেউ প্রথম ধারা, কেউ দ্বিতীয় ধারা আবার কেউবা তৃতীয় ধারা অনুসরণ করতে পারেন।

১৬| ০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৫

ডার্ক ম্যান বলেছেন: বিগত এক যুগ আমি অনেক বিপদের মুখোমুখি হয়েছিলাম কিন্তু কখনও পুরোপুরি দেশ ছেড়ে চলে যাবার চিন্তা কখনো করি নাই।
ভাল হোক মন্দ হোক মাতৃভূমির সাথে অন্য কিছুর তুলনা চলে না।
আপনি কোথায় থাকবেন সেটা অবশ্যই আপনার ব্যক্তিগত ব্যাপার ।

০৪ ঠা অক্টোবর, ২০১৯ ভোর ৫:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দেশে যারা একটু বেশী ভালো অবস্থায় আছেন তাদের উচিত দেশেই থেকে যাওয়া। সবাই তো আর দেশে ভালো ভাবে থাকার সুযোগ পায় না। তাই তারা যদি অন্য দেশে গিয়ে একটু ভালো থাকতে পারে সেটা করা উচিত।

দেশের সার্বিক পরিস্থিতে কোন ভদ্রলোকের পক্ষেই বর্তমানে দেশে ভালোবাবে বেঁচে থাকার সুযোগ নেই।

১৭| ০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:১৯

খায়রুল আহসান বলেছেন: সততাই সর্বোৎকৃষ্ট পন্থা- প্রাচীন কথা, কিন্তু সর্বযুগের জন্য সত্য। দেশশাসনের জন্য এ পন্থাটি একটি অপরিহার্য পূর্বশর্ত।
চাঁদগাজীর ৪ নং মন্তব্য এবং বিচার মানি তালগাছ আমার এর ১৫ নং মন্তব্যের সাথে একমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.