নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মহিউদ্দিন ইয়াসিন

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৩



মাহাথির মোহাম্মদের পদত্যাগের এক সপ্তাহের মধ্যে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন সদ্য বিলুপ্ত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন। আজ রাজপ্রাসাদের ঘোষণার কথা বলা হয়েছে।

মিস্টার ইয়াসিন মাহাথিরের নিজের দল বারসাতু এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন । মাহাথিরএই দলের চেয়ারম্যান।

মিস্টার ইয়াসিন এর নিয়োগ লাভের মধ্য দিয়ে আনোয়ার ইব্রাহিমের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন আপাতত স্বপ্নই রয়ে গেল।

তবে নতুন প্রধানমন্ত্রী শপথ নিলেও কয় দিন টিকে থাকতে পারবেন সেটাই দেখার বিষয় । কেননা মাহাথিরের অনুসারীরা ও দাবি করেছেন যে সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে । তাই নতুন প্রধানমন্ত্রী সংসদে আস্থা ভোটে হেরে যেতে পারেন বলে আমার মনে হয় ।সেটা খুব দ্রুত ঘটতে পারে।

মন্তব্য ৪২ টি রেটিং +০/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:


ইব্রাহিম লাভবান হয়েছে; ইব্রাহিম প্রধানমন্ত্রী হলে, সে একদিন জেলে যেতোই; আপনার বিবিধ পোষ্টে, আমি মন্তব্য এই কথা বলেছিলাম বহুবার।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি অসংখ্যবার বলেছেন একথা সত্যি। তবে একথা সত্যি যে ডক্টর মাহাথির অনেকবারই বলেছেন, আমি প্রতিশ্রুতি রক্ষা করবেন। আনোয়ার ইব্রাহিমের হাতে ক্ষমতা দিয়ে তিনি প্রস্থান করবেন ‌ শেষ পর্যন্ত তিনি প্রতিশ্রুতি রাখলেন না । এক জন বড় নেতার কাছ থেকে এটা আশা করা যায় কিনা বুঝতে পারছি না।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তবে নতুন প্রধানমন্ত্রীকে শপথ নিলেও কয় দিন টিকে থাকতে পারবেন সেটাই দেখার বিষয় । কেননা মাহাথিরের অনুসারীরা ও দাবি করেছেন যে সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে । তাই নতুন প্রধানমন্ত্রী সংসদে আস্থা ভোটে হেরে যেতে পারেন বলে আমার মনে হয় ।সেটা খুব দ্রুত ঘটতে পারে।

২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫২

সামছুল মালয়েশিয়া প্রবাসী বলেছেন: মালয়েশিয়াতে মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহীম "আউট" মুহিদ্দীন ইয়াসিন "ইন"।। দুই দশক ধরেই ক্ষমতার লড়াইয়ে মুখোমুখি ছিলেন মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহীম।আজকে ৭২ বছর বয়সী মুহিদ্দিন ইয়াসিনকে মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির রাজা। আগামীকাল রোববার মালয়েশিয়া সময় সকাল সাড়ে ১০টায় দেশটির অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন তিনি।কট্টর জাতীয়তাবাদী নেতাকে অভিনন্দন।।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রতিটি দেশের প্রতিটি প্রধানমন্ত্রী বা বড় নেতাই কট্টর জাতীয়তাবাদী হয়ে থাকেন
আমাদেরকে বুঝতে হবে জাতীয়তাবাদ জিনিসটা কি।
আমরা অনেকেই মনে করে থাকি, বিএনপি সাপোর্ট করলেই জাতীয়তাবাদী হয়ে যায় । আসলে ব্যাপারটা কিন্তু তা নয়।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তবে নতুন প্রধানমন্ত্রীকে শপথ নিলেও কয় দিন টিকে থাকতে পারবেন সেটাই দেখার বিষয় । কেননা মাহাথিরের অনুসারীরা ও দাবি করেছেন যে সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে । তাই নতুন প্রধানমন্ত্রী সংসদে আস্থা ভোটে হেরে যেতে পারেন বলে আমার মনে হয় ।সেটা খুব দ্রুত ঘটতে পারে।

৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৩

চাঁদগাজী বলেছেন:


@সামছুল মালয়েশিয়া প্রবাসী,

আপনি বলেছেন, " কট্টর জাতীয়তাবাদী নেতাকে অভিনন্দন।। "

-ওখানকার বাংগালীদের অবস্হা কি হবে?

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মাহাথিরের মানবসম্পদ মন্ত্রী বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার জন্য ঢাকা সফরে গিয়েছিলেন। এরই মধ্যে মাহাথির পদত্যাগ করেন। ওই মন্ত্রী দপ্তর বিহীন সাধারণ এমপি হিসেবে মালয়েশিয়াতে ফিরে এসেছেন। ভারতীয় বংশোদ্ভুত তামিল নেতা কুলাসেগারান আবার মন্ত্রী হন কিনা এটা দেখার বিষয়।

শ্রমিক হিসেবে বাংলাদেশিদের অবস্থা আগে খুব একটা ভালো ছিল না‌ এখনো ভালো নেই। সামনে ও ভালো হবে না। নিজের দেশের কাজ করতে না পারলে সেই শ্রমের কোন মূল্য নেই। কাজ করতে হবে নিজের দেশে। থাকতে হবে নিজের দেশে পরিবারের সাথে‌

৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৫০

চাঁদগাজী বলেছেন:


আপনি বলেছেন, " নিজের দেশের কাজ করতে না পারলে সেই শ্রমের কোন মূল্য নেই। কাজ করতে হবে নিজের দেশে। থাকতে হবে নিজের দেশে পরিবারের সাথে‌ "

-অর্থনীতির এই নিয়মটা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর থেকে শুরু করে শেখ হাসিনার মাথায় ঢুকলো না, এরা পিগমী

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার, এটা আমার বিশ্বাস । আমি বিশ্বাস করি , মানুষের একটাই জীবন । এই জীবনটা সুন্দরভাবে ভোগ করতে হবে। জীবনের একটা সেকেন্ড সময় ও অপচয় করা যাবে না।

৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩৪

মানবিক_মানব বলেছেন: শ্রদ্ধেয় ব্লগারবৃন্দ,
অনুগ্রহ করে আমার ব্লগে ঘুরে আসুন।
আমার ১ম পোস্ট ২০১৩-১৯ সাল পর্যন্ত বাংলাদেশে সংঘটিত ধর্ষণের পরিসংখ্যান বিষয়ক।

০২ রা মার্চ, ২০২০ বিকাল ৫:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আচ্ছা।

৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪৩

রাজীব নুর বলেছেন: মুজিব বর্ষে মাহাথির আমাদের আসবেন। হে হে

০২ রা মার্চ, ২০২০ বিকাল ৫:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অপেক্ষা করতে থাকুন।

৭| ০১ লা মার্চ, ২০২০ রাত ১:১০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ডক্টর মাহাথির অনেকবারই বলেছেন, আমি প্রতিশ্রুতি রক্ষা করবেন।
আনোয়ার ইব্রাহিমের হাতে ক্ষমতা দিয়ে তিনি প্রস্থান করবেন ‌
শেষ পর্যন্ত তিনি প্রতিশ্রুতি রাখলেন না ।

..............................................................................................
অত্যন্ত দু:খজনক, এভাবে তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করবেন , মুসলিম হয়ে আমানতের
খেয়ানত করছেন ।

০২ রা মার্চ, ২০২০ বিকাল ৫:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সবই কপালের দোষ । তানাহলে এমন হয় কেন?

৮| ০১ লা মার্চ, ২০২০ রাত ৩:৩৮

চাঁদগাজী বলেছেন:


@স্বপ্নের ,
আপনি বলেছেন, "এভাবে তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করবেন , মুসলিম হয়ে আমানতের খেয়ানত করছেন । "

-মাহাথির বুদ্ধিমান রাজনীতিবিদ, আপনি বুদ্ধিমান নন; উনি ভেবেচিন্তে সঠিক কাজ করেছেন; আপনার ভাবনাশক্তি নেই।

০২ রা মার্চ, ২০২০ বিকাল ৫:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কোন মানুষের ভুল-ভ্রান্তির উর্ধে নয়। সব মানুষেরই ভুল হয় । সব মানুষেরই লোভ লালসা আছে । লোভ থেকেই মানুষ ষড়যন্ত্র পাকায় । খারাপ কাজ করে।

৯| ০১ লা মার্চ, ২০২০ দুপুর ১:০৬

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: বাহাসা মালায়ুতে তাঁর নাম মহিউদ্দিন এর বদলে মুহিউদ্দিন হবার কথা। ২০১৩ খ্রিস্টাব্দে তাঁর সাথে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থিত মসজিদ পুত্রায় দেখা হয়েছিলো। তিনি তখন নাজীব রাজাক সরকারে উপপ্রধানমন্ত্রী। সেদিন আমাদের সাথে দাঁড়িয়ে জুম্মা পড়েছিলেন নাজিব রাজাক। নামাজ শেষ করে প্রধানমন্ত্রী হেঁটে অফিসে ফিরেছিলেন। তিনি আমাদের সাথে কথা বলেছিলেন। মালয়েশিয়ার নাগরিকদের সাথেও শুভেচ্ছাবিনিময় করেছেন। মসজিদের সামনে দাঁড়িয়ে আমরা সেটা নিয়ে কথা বলছিলাম। একজন বললেন, এমন ধনী একটা দেশের প্রধানমন্ত্রী কতো বিনয়ী। নিরাপত্তা বাহিনীর সদস্যরা পর্যাপ্ত সংথ্যাতেই ছিলেন। এসময় হঠাৎ পেছন থেকে একজন খুব মোলায়েম কণ্ঠে আমাকে বললেন, মাফ করবেন স্যার। দয়া করে একটু জায়গা যদি ছাড়েন তাহলে মাননীয় উপপ্রধানমন্ত্রীর গাড়িটি বের হতে পারবে। আমি পেছনে তাকিয়ে দেখলাম মুহিউদ্দিন ইয়াসীন সাহেব একটি আলফার্ড মাইক্রোবাসের সামনের সিটে বসা। আমি দ্রুত জায়গা ছেড়ে দিয়ে তাঁকে সালাম জানালাম। তিনি গাড়ি থেকে নেমে আমাদের সাথে কুশলবিনিময় করলেন। রাস্তায় দাঁড়িয়ে কথা বলে তাঁর অসুবিধা সৃষ্টি করায় তাঁর কাছে দুঃখ প্রকাশ করায় তিনি বারবার বললেন, না না কোনো সমস্যা নেই। ২০১৫ সালে তহবিল তসরুফ নিয়ে মতভেদে কারণে নজীব রাজাক মুহিউদ্দিন সাহেবকে উপপ্রধানমন্ত্রী পদ থেকে বরখাস্ত করেন।

০২ রা মার্চ, ২০২০ বিকাল ৫:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর অভিজ্ঞতা শেয়ার করার জন্য অসংখ্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

১০| ০১ লা মার্চ, ২০২০ বিকাল ৩:২৫

রাজীব নুর বলেছেন: মাহাথিরের চেয়ে কি মহিউদ্দিন বেশি ভালো ?

০১ লা মার্চ, ২০২০ রাত ৮:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই দেশের নেতাদের নীতিবোধ খুবই কম। অসাধারণ সব ষড়যন্ত্র দেখলাম বিগত কয়েক দিনে
সেই বিবেচনায় বাংলাদেশের বর্তমান নেতারা খুব বেশি খারাপ না। 75 কিম্বা আশির দশকে বাংলাদেশের নেতারা এরকম ছিল।

১১| ০২ রা মার্চ, ২০২০ সকাল ১১:৩৫

মোস্তফা সোহেল বলেছেন: সাজ্জাদ ভাই কেমন আছেন?

০২ রা মার্চ, ২০২০ বিকাল ৫:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আলহামদুলিল্লাহ, ভাই। ভালো আছি। আপনি কেমন আছেন?

১২| ০৩ রা মার্চ, ২০২০ রাত ২:৩০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মাহাথির বুদ্ধিমান রাজনীতিবিদ, আপনি বুদ্ধিমান নন;
উনি ভেবেচিন্তে সঠিক কাজ করেছেন; আপনার ভাবনাশক্তি নেই।

...............................................................................................
উনি যে বেকুব আর বয়সের ভারে নুজ্য তার প্রমান হয়ে গেছে,
এবার আম ছালা দুটাই গেছে ।

০৪ ঠা মার্চ, ২০২০ রাত ৯:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উনি এক জন বিচক্ষণ রাজনীতিবিদ।

১৩| ০৪ ঠা মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৭

স্বপ্নীল ফিরোজ বলেছেন: মাহাথির সঠিক কাজ করেছেন।

০৪ ঠা মার্চ, ২০২০ রাত ৯:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অবশ্যই। আমি হলেও তাই করতাম।

১৪| ০৫ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




আনোয়ার ইব্রাহিম বাদ পরে যাবেন - মনে আছে আমার কথা।

০৫ ই মার্চ, ২০২০ বিকাল ৫:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আসলে বাদ পড়ে গেছেন মাহাথির স্বয়ং নিজেই । তাঁর পাকাতান হারাপান জোট থেকে তাঁর এক সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিনন নিজেই বের হয়ে গিয়েছেন এবং নতুন জোট বেঁধেছেন সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের দল নিয়ে।

১৫| ০৫ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৪৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




স্বপ্নের শঙ্খচিল, আনোয়ার ইব্রাহিম উগ্রপন্থি মুসলামান। মাহাথির মোহাম্মদ আনোয়ার ইব্রাহিমকে প্রচুর টাইট দিয়েছেন। এটি ছিলো (সম্ভবত) শেষ টাইট। মাহাথির মোহাম্মদ সেই ব্যক্তি যার নাম নেওয়ার আগে দশবার মাননীয় সম্মানীয় বললেও কম পরে। মাহাথির মোহাম্মদ নাম টি পিএচডি সাবজেক্ট হবে।

০৫ ই মার্চ, ২০২০ বিকাল ৫:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মাহাথিরের অনুসারীরা উনার সাথে বিশ্বাস ঘাতকতা করেছেন। পাকাতান হারাপান জোট ভেঙে দিয়ে তারা মাহাথির এর পদত্যাগ অনিবার্য করে তুলে ছিলেন।

নতুন জোটে সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক এর দল ও আছে।
এই দেশের নেতারা অনেক অনেক লোভী।

১৬| ০৫ ই মার্চ, ২০২০ রাত ৯:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন:




মালয়েশিয়া আমেরিকার চেয়েও অর্থশালী দেশ (হয়তোবা)। এখানে রাজনীতি ও ক্ষমতা নিয়ে কলহ ও লোভ লালসা হওয়াটা অনিবার্য। আমেরিকা যুদ্ধ বানিজ্য ছেড়ে দিলে মালয়েশিয়ার ধারে কাছে দাড়ানোর অর্থবিত্ত আমেরিকার কাছে হবে না (হয়তোবা)। আগামী কিছুদিনে আরো অনেক কিছূ ঘটার সম্ভবনা আছে - আমরা আরো অনেক কিছুই দেখবো।

০৬ ই মার্চ, ২০২০ রাত ৮:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নতুন প্রধানমন্ত্রী ৮ মার্চ তারিখে অনুষ্ঠিতব্য পার্লামেন্ট অধিবেশন পিছিয়ে দিয়েছেন । এখন পার্লামেন্ট অধিবেশন বসবে ১৮ ই মে ২০২০। তবে মনে হয় না যে কোন অঘটন ঘটবে । কেননা সব কেনাবেচা আপাতত শেষ। এখন শুধু পার্লামেন্টে গিয়ে বললেই হবে আমি উনার সাথে আছি।

০৬ ই মার্চ, ২০২০ রাত ৮:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমেরিকার একটা অঙ্গরাজ্যের সমান সম্পদ ও মালয়েশিয়ার আছে বলে আমার মনে হয় না।

১৭| ০৬ ই মার্চ, ২০২০ রাত ৮:৩৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনি মালয়েশিয়া থাকেন। মালয়েশিয়া সম্পর্কে আপনি ভালো জানার কথা। আমেরিকা ওয়ারক্রাইম ছেড়ে দিলে অবস্থা দিন আনি দিন খাই মানবেতর হয়ে যাবে। আমেরিকা যারা বার্গার শপে ওয়েটারি আর গ্যাস ষ্টেষনে কাজ করেন তাদের পক্ষে জানা সম্ভব না মালয়েশিয়া পাম ওয়েল সাম্রাজ্য! কিন্তু আপনি মালয়েশিয়া থাকেন মালয়েশিয়া সম্পর্কে আপনি ভালো জানার কথা।

সাবাহ ও সারাওয়াক হেলিকপ্টারে করে যারা দেখেছেন তাদের একটি কথাই মনে হবে এটি কি দেখেছি ! এটি কি - এটি কি।

বাংলাদেশী মালয়েশীয়াতে যে ধরণের জীবন যাপন করছেন এটি গর্বের বিষয়। আমেরিকাতে বাংলাদেশীর আ্উডি কিউ-৭, ডজ, ভক্স ওয়াগন, ভলভো, শেভ্রলেট স্যুবারব্যান কয়জনের আছে জানি না। মালয়েশিয়া্ আপনি জানেন। মালয়েশিয়ার ফিনান্সিয়াল অবস্থা হয়তো নাও জানতে পারেন।







১৮| ০৮ ই মার্চ, ২০২০ দুপুর ২:০০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: উনি একজন বিচক্ষণ রাজনীতিবিদ ছিলেন ।
...........................................................................
উনার পূর্বের প্রশংসনীয় কাজের জন্য সর্বদা শ্রদ্ধা জানাই,তবে
বৃদ্ধ বয়সে ভূল কাজের জন্য শ্রদ্ধা জানানো যায় না ।চুক্তি করে তা
ভঙ্গ করা কখোনই সর্মথন করা যায় না । উনার ভূল আর লোভের কারনে
এখন সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক এর দল ক্ষমতায় এলো ।
এই ক্ষমার অযোগ্য বিষয়টি ও ইতিহাসে লিপিবদ্ধ থাকবে ।

১০ ই মার্চ, ২০২০ রাত ৯:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি 19 নম্বর মন্তব্যটি দেখুন।

১৯| ১০ ই মার্চ, ২০২০ রাত ৩:২৫

খায়রুল আহসান বলেছেন: মালয়েশীয় জনগণ কি বাঙালিদের মত রাজনীতি সচেতন?
নতুন প্রধানমন্ত্রীর একজন রাজনীতিবিদ হিসেবে জনপ্রিয়তা কেমন?

১০ ই মার্চ, ২০২০ রাত ৯:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশের মতো রাজনীতিসচেতন অথবা রাজনৈতিক পাগল মানুষ আমার মনে হয় অন্য কোন দেশে নেই ।
আর নতুন প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার কথা না বলাই ভালো। কেননা, তিনি এসেছেন দাবার গুটির ছক ফেলে । একই দলের নেতা মাহাথির কে ফেলে দিয়ে।

২০| ০২ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:১৭

রাজীব নুর বলেছেন: মালোশিয়ায় করোনা পরিস্থিতি নিয়ে কিছু লিখুন।

০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৪:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভয়াবহ আতঙ্কে আছি। মনটা খুবই খারাপ থাকে। মনে হয় আর বাংলাদেশে আসতে পারবো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.