নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়ায় কভিড ১৯ আজকের আপডেট ০৭ মে ২০২০

০৭ ই মে, ২০২০ বিকাল ৩:২৭

মালয়েশিয়ার কভিড১৯ এর বিগত ২৪ ঘন্টার সারসংক্ষেপঃ

* সুখবর হলো আজকে করোনা ভাইরাস আক্রান্ত কোন রোগী মারা যাননি।

* গতকাল পর্যন্ত মোট মারা গেছেন ১০৭ জন আক্রান্ত ব্যক্তি।

* আজ নতুন রোগী রেকর্ডভুক্ত হয়েছে হয়েছেন ৩৯জন ।
* সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৭৪ জন রোগী ।
* ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেনঃ ১৯ জন
* তাদের মধ্যে ভেন্টিলেশন লাগছে ৮ জনের ।

* আজকের নতুন আক্রান্ত ৩৯জনকে ধরে ভাইরাস মালয়েশিয়াতে ভাইরাস আসার পর থেকে এ পর্যন্ত সর্বমোট রোগী রেকর্ডভুক্ত হয়েছেন ৬,৪৬৭ জন।

* আজকের ৭৪ জন সহ এ পর্যন্ত সুস্থ হযে বাড়িতে ফিরে গেছেনঃ ৪,৭৭৬ জন।

* বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ১,৫৮৪ জন রোগী ।
মোট পজিটিভ কেসকে বিবেচনায় নিলে আজকের হিসাবে মালয়েশিয়াতে রিকভারি রেট হচ্ছে ৭৩.৯০%।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০২০ বিকাল ৫:০০

রাজীব নুর বলেছেন: আজকে করোনা উপসর্গে কেউ মারা যায়নি। দেখেছেন আমরা বাইরের দেশ থেকে কতো এগিয়ে আছি?

০৭ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মে মাস্টা বাংলাদেশের জন্য সব চেয়ে ঝুঁকিপূর্ণ একটি মাস। এ মাসের মধ্যে পড়ে প্রতিদিন দুই আড়াইশো মারা যেতে পারে।

২| ০৭ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:৪৪

চাঁদগাজী বলেছেন:



মালয়েশিয়া কখন আবার খুলে দেবে?

০৭ ই মে, ২০২০ সন্ধ্যা ৭:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এরা অপেক্ষায় আছে এক ডিজিটের জন্য।
যদি প্রতি দিন এক ডিজিট করে রোগে আক্রান্ত হয় তাহলে খুলে দিতে পারে।

৩| ০৭ ই মে, ২০২০ রাত ১০:৫১

নেওয়াজ আলি বলেছেন: বাংলাদেশে গত ২৪ ঘন্টায় তের জন মারা গিয়েছে

০৮ ই মে, ২০২০ ভোর ৬:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অপেক্ষা করতে থাকুন। তেরো সংখ্যাটা তেরোশো হয়ে যেতে দেরী লাগবে না।

৪| ০৮ ই মে, ২০২০ সকাল ৭:৫৩

চাঙ্কু বলেছেন: নাম্বারগুলো দেখেতো মনে হচ্ছে তাড়াতাড়িই সবকিছু খুলে দিবে!

০৮ ই মে, ২০২০ সকাল ৯:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সম্ভাবনা রয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.