নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়াতে আজকের Covid 19 স্ট্যাটাস (১০-০৫-২০২০)

১০ ই মে, ২০২০ বিকাল ৩:৫৫

* আজকে করোনা ভাইরাস আক্রান্ত কোন রোগী মারা যায়নি।

* গতকাল পর্যন্ত মোট মারা গেছেন ১০৮ জন আক্রান্ত ব্যক্তি।

* আজ নতুন রোগী রেকর্ডভুক্ত হয়েছে হয়েছেন ৬৭ জন । এদের মধ্যে বিদেশী কর্মী আছেন ৪৯ জন। গতকালের চেয়ে ১৩ জন রোগী বেশি রেকর্ডভুক্ত হয়েছে।
* সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৯৬ জন রোগী ।

* ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেনঃ ১৮ জন
* তাদের মধ্যে ভেন্টিলেশন লাগছে ৬ জনের ।

* আজকের নতুন আক্রান্ত ৬৭ জনকে ধরে মালয়েশিয়াতে ভাইরাস আসার পর থেকে এ পর্যন্ত সর্বমোট রোগী রেকর্ডভুক্ত হয়েছেন ৬,৬৫৬ জন।

* আজকের ৯৬ জন সহ এ পর্যন্ত সুস্থ হযে বাড়িতে ফিরে গেছেনঃ ৫,০২৫ জন।

* বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ১,৫২৫ জন রোগী ।
মোট পজিটিভ কেসকে বিবেচনায় নিলে আজকের হিসাবে মালয়েশিয়াতে রিকভারি রেট হচ্ছে ৭৫.৫০%।

মালয়েশিয়াতে কোন করোনা রোগী শনাক্ত হলে তাকে জাতীয়ভাবে একটি সিরিয়াল নাম্বার প্রদান করা হয়। সেই হিসেবে আজকের সর্বশেষ রোগীর সিরিয়াল নম্বর হচ্ছেঃ ৬৬৫৬

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০২০ বিকাল ৪:১৮

সামছুল মালয়েশিয়া প্রবাসী বলেছেন: মালয়েশিয়ায় ফের চার সপ্তাহের জন্য বাড়লো লকডাউন । ঈদে গ্রামে যাওয়া ও যে কোন ধরনের ভ্রমণ নিষিদ্ধ ।

১০ ই মে, ২০২০ বিকাল ৪:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মালয়েশিয়াতে এখন যেটা চলছে সেটাকে লকডাউন বলা যাবে না। এটাকে বলা যেতে পারে, শর্তসাপেক্ষে চলাচল নিয়ন্ত্রণ অফিস (Conditional Movement Control Order-CMCO). পুলিশ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে অনেক জায়গাতেই যাওয়া সম্ভব।

২| ১০ ই মে, ২০২০ বিকাল ৪:৩৫

চাঁদগাজী বলেছেন:


সংক্রমণ বাড়ছে, নাকি টেষ্ট বাড়ছে?

১০ ই মে, ২০২০ রাত ৮:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রবাসী শ্রমিকরা গাদাগাদি করে থাকে। সে সমস্ত জায়গায় নতুন নতুন সংক্রমণ ধরা পড়েছে । এগুলিকে বলে ক্লাস্টার।

৩| ১০ ই মে, ২০২০ বিকাল ৪:৫৬

সামছুল মালয়েশিয়া প্রবাসী বলেছেন: ভাই, আশা করি এই নিয়ে কিছু লিখবেন বিস্তারিতো।মালয়েশিয়ায় চলমান লকডাউনে বিদেশিদের দ্বারা পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানে সিটি কর্পোরেশন ও ডিবিকেএল-এর অভিযান। সম্প্রতি ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক খায়রুল দাজাইমি দাউদ এর ঘোষণার প্রেক্ষিতে নিয়মিত অভিযান চলছে।১০ মে রবিবার ‘কুয়ালালামপুরের ব্যস্ততম এলাকা বুকিত বিনতাং এ বিদেশিদের কয়েকটি ব্যবসা প্রতিষ্টান বন্ধ করে দিয়েছে সিটি কর্পোরেশন ও ডিবিকেএল।

১০ ই মে, ২০২০ রাত ৮:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রবাসে হোস্ট কান্ট্রির আইন-কানুন মেনে চলা উচিত।

৪| ১০ ই মে, ২০২০ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: আমাজে আমাদের দেশে ১৪ জন মারা গেছে।

১০ ই মে, ২০২০ রাত ৮:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। মহান আল্লাহ সুবহানাতায়ালা সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন । আমিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.