নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়াতে আজকের Covid 19 স্ট্যাটাস (১৫-০৫-২০২০)

১৫ ই মে, ২০২০ দুপুর ২:৫৮

মালয়েশিয়ার কভিড১৯ এর বিগত ২৪ ঘন্টার সারসংক্ষেপঃ
* আজকে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে কোন রোগী মারা যাননি ।
* গতকাল পর্যন্ত মোট মারা গেছেন ১১২ জন আক্রান্ত ব্যক্তি।
* আজ নতুন রোগী রেকর্ডভুক্ত হয়েছে হয়েছেন ৩৬ জন । এদের মধ্যে ২৮ জন বিদেশী নাগরিক।
* আজকের নতুন আক্রান্ত ৩৬ জনকে ধরে মালয়েশিয়াতে ভাইরাস আসার পর থেকে এ পর্যন্ত সর্বমোট রোগী রেকর্ডভুক্ত হয়েছেন ৬,৮৫৫ জন।
* সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৮৮ জন রোগী ।
* আজকের ৮৮ জন সহ এ পর্যন্ত সুস্থ হযে বাড়িতে ফিরে গেছেনঃ ৫,৪৩৯ জন।
* বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ১,৩০৪ জন রোগী ।

* ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেনঃ ১৪ জন
* তাদের মধ্যে ভেন্টিলেশন লাগছে ৫ জনের ।

মোট পজিটিভ কেসকে বিবেচনায় নিলে আজকের হিসাবে মালয়েশিয়াতে রিকভারি রেট হচ্ছে ৭৯.০৩%।

বিগত কয়েক দিনের নতুন রোগী সনাক্ত হবার প্রবণতা নিম্নরূপঃ
১৪ মে নতুন রোগী ৪০ জন।
১৩ ই মে নতুন রোগী ৩৭ জন।
১২ ই মে নতুন রোগী ১৬ জন
১১ মে নতুন রোগীঃ ৭০ জন ।
১০ মে নতুন রোগীঃ ৬৭ জন ।
০৯ মে নতুন রোগীঃ ৫৪ জন ।
০৮ মে নতুন রোগীঃ ৬৮ জন ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০২০ সন্ধ্যা ৬:১৩

রাজীব নুর বলেছেন: গত ২৪ ঘন্টায় করোনায় মৃত ১৫,
নতুন আক্রান্ত ১২০২,
সুস্থ ২৭৯ জন।
নমুনা পরীক্ষা ৮৫৮২
মোট মৃত ২৯৮,
আক্রান্ত ২০০৬৫,
সুস্থ ৩৮৮২ জন।

১৫ ই মে, ২০২০ রাত ৮:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: জয় হোক বাংলার মেহনতী মানুষের।

২| ১৫ ই মে, ২০২০ রাত ৮:২৪

সুপারডুপার বলেছেন:

মালয়েশিয়া খুব ভালো নিয়ন্ত্রণ করতে পেরেছে। এখনকার পরিস্থিতিতে মনে হচ্ছে মালয়েশিয়াতে অতি ধীরে ধীরে সর্বমোট রেকর্ডভুক্ত রোগী ১০,০০০ এর কাছাকাছি হওয়ার পর আর কোনো নতুন রোগী পাওয়ার সম্ভবনা নাই (বিস্তারিত: উপরের লেখচিত্র)। কাজেই নো চিন্তা ডু ফুর্তি। ঈদে দলে দলে মসজিদে বা ঈদগাতে সমবেত হওয়ার চিন্তা করছেন কী না !

=========================================================================
সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন-এই অপূর্ব ছন্দে একাত্ন হয়ে সুখ-সাফল্যের পথে এগিয়ে যাবেন এই শুভকামনা করি।

১৫ ই মে, ২০২০ রাত ৮:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শোনা যাচ্ছে, ঈদের জামাত হতে পারে। তবে 30 জনের মধ্যে সীমিত রাখতে হবে।

৩| ১৫ ই মে, ২০২০ রাত ৯:৩৭

আহমেদ চঞ্চল বলেছেন: ভয়ের বিশয় আমারা কোন নিয়ম ই মানছিনা ।

১৫ ই মে, ২০২০ রাত ৯:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নিয়ম না মানার ও একটা পজিটিভ দিক আছে। বাংলাদেশে একসাথে কোটি কোটি লোকের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি তৈরি হয়ে যাবে। এটা একটা বিরাট অর্জন। নিতান্ত সহজ কথা নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.