নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

স্যার, জনাব, মহাশয়--

১৮ ই মে, ২০২০ সকাল ৭:৩১

সম্ভবত ব্রিটিশ আমল থেকেই "স্যার" শব্দটির প্রতি এ দেশের কতিপয় মানুষের কিঞ্চিৎ দুর্বলতা ছিল এবং এখনো উহা রয়েছে। বরং ক্ষেত্র বিশেষে আগের চেয়ে বেড়েছে।

বড় বড় পদে যারা আসীন থাকেন তারা স্যার শব্দটি শুনতে বেশ আরাম বোধ করেন। তাই বোধ হয়, ব্রিটিশ সরকার বিভিন্ন দেশের গুণীজনকে স্যার উপাধি দিয়ে খুশী করে থাকেন।

বাংলাদেশে এক মাত্র এক জনই স্যার উপাধি পেয়েছিলেন । তিনি হচ্ছেন স্যার ফজলে হাসান আবেদ।

স্যার এর বাংলা প্রতিশব্দ সম্ভবত জনাব হবে। কিন্তু কিছু আবেদনপত্র ছাড়া বাংলাদেশে বাস্তব ক্ষেত্রে জনাব শব্দটি খুব একটা ব্যবহার করা হয় না বলেই প্রতীয়মান হয়। কাগজে-কলমে যদিও জনাব লেখার প্রচলন রয়েছে কিন্তু মুখে মুখে কেউ সচরাচর জনাব বলে কাউকে সম্বোধন করেন না।

কিন্তু গুলিস্তান-ফার্মগেটের ক্যানভাসারদের মুখে 'তবে জনাব--" ইত্যাদি অনেক বার শুনেছি। তারা খুবই আগ্রহ নিয়ে জনাব বলেন।

স্যার বলে জনাব বললে অসুবিধা কি খুব বেশী? সাম্প্রতিককালে বাংলাদেশের কয়েক জন কর্মকর্তাকে 'স্যার' না বলে আপা বা দিদি বলাতে বেশ কয়েক জন লোক নিগৃহীত হয়েছেন বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। আচ্ছা, স্যার না বলে জনাব বললে অসুবিধাটা কোথায়?

মনে হয় যারা বেশী বেশী স্যার শুনতে চান তারা স্যার মানে জনাব মনে করেন না। হয় তো প্রভু বা জমিদার জাতীয় কিছু একটা মনে করে থাকেন।

তবে হ্যাঁ, স্যার এর মানে যদি জনাব হয় তাহলে কোথায় ভিক্ষুককে ও আমরা স্যার বলতে পারি। এটা কোন সমস্যা নয়। কিন্তু স্যার মানে যদি প্রভু, জমিদার বা এই জাতীয় কিছু হয় তাহলে কোন হোমরা-চোমরাকেও স্যার বলা সঠিক হবে না। এতে করে সংশ্লিষ্ট ব্যক্তির অহমিকা বৃদ্ধি পাবে।

আমরা শিক্ষকদেরকে স্যার বলে ডেকে থাকি । শিক্ষকদের কি স্যার ডাকা উচিত । তাদেরকে তো গুরুজী, ওস্তাদ জী জাতীয় শব্দ দিয়ে ডাকা যেতে পারতো।

আমি নিজে অপরিচিত কোন ব্যক্তিকে সচরাচর স্যার সম্বোধন করে থাকি। মালয়েশিয়াতে যারা Grab Taxi চালান তাঁরা সাধারণত প্রতিষ্ঠিত পরিবারের সদস্য হয়ে থাকেন। অনেকেই অবসর সময়টা নষ্ট না করে গ্রাব চালিয়ে থাকবে। যারা গ্রাব ব্যাবহার করেন তারা দেখবেন গ্রাব বুক করলে অনেক সময় মার্সিডিস কিংবা বিএমডব্লিউ গাড়ি চলে আসে। এই সব গাড়িচালকদের কে স্যার সম্বোধন করাটা খারাপ না। আমি এই জাতীয় লোকজন, গ্রাব চালক, সুপার স্টোরের সেলসম্যান , পুলিশ এমনকি ভবনের নিরাপত্তা বিভাগের লোকজনদের কে ও স্যার সম্বোধন করে থাকি।

স্যার এর আরেকটি বাংলা শব্দ হতে পারে মহাশয়। একে আরো সহজ করে বলা যায় মশাই। তবে এই শব্দগুলো সাম্প্রতিক কালের বাংলাদেশের কোন মানুষ গ্রহণ করবে বলে মনে হয় না। এই শব্দ দুটিকে অনেকেই হিন্দুয়ানী শব্দ বলবেন।

মন্তব্য ৩৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০২০ সকাল ৮:৪৮

জাফরুল মবীন বলেছেন: 'স্যার' শব্দটির দুটো ব্যবহারিক অর্থ আছে ১)সম্বোধনমূলক- অর্থাৎ কাউকে ডাকার জন্য যেমন 'হ্যালো স্যার' 'ওহে জনাব' 'ওহে মহাশয়' অর্থে ২)সম্মানসূচক- যেমন ব্রিটিশ রাজ কোন ব্যক্তিকে সম্মানিত করতে 'স্যার' উপাধি দিয়ে থাকেন যেমন স্যার রিচার্ড হ্যাডলি।আমাদের দেশেও এর দুটো ব্যবহার দেখা যায় এবং সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার না করার কারণে বিপত্তিও বাঁধে।

১৮ ই মে, ২০২০ দুপুর ২:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
ভালো থাকুন সব সময়।

২| ১৮ ই মে, ২০২০ সকাল ৯:১৩

ভুয়া মফিজ বলেছেন: বৃটিশ নাইটহুড উপাধিপ্রাপ্তরা স্যার হিসাবে আখ্যায়িত হন। বিস্তারিত উপরে মবীনভাই বলেছেন। আমাদের দেশে যারা জোর করে ''স্যার'' ডাক শুনতে চান, তাদের ব্যাপারটা আমার কাছে ছাল ওঠা কুত্তার বাঘা নাম এর মতো লাগে!! =p~

এই ছাল ওঠা কুত্তারা এইটাও জানে না যে, জোর করে সন্মান অর্জন করা যায় না।

১৮ ই মে, ২০২০ দুপুর ২:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যারা "ছার" (স্যার) উপাধি দেয় আপনি তো তাদের দেশেই আছেন এই মুহূর্তে । দেখেন, একটা ছার উপাধি বাগিয়ে দেশে ফিরতে পারেন কিনা । সেটা হবে আমাদের জন্য বিরাট উপহার।

শুভ কামনা ও কৃতজ্ঞতা । ভালো থাকবেন সব সময়।

৩| ১৮ ই মে, ২০২০ সকাল ৯:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো একটা টপিক নিয়ে আলোচনা করছেন। ফেইসবুকে মাঝে মধ্যে এ নিয়ে ছোটোখাটো স্টেটাস দিয়েছি।

অন্যান্য দেশে 'স্যার' শব্দটি যেভাবে যে-উদ্দেশ্যে ব্যবহৃত হয়, আমাদের দেশে ওভাবে হওয়া এখন প্রায় অসম্ভব। এটা চেঞ্জ করার জন্য যে মানসিকতার প্রয়োজন তা আমাদের হোমরা-চোমরাদের নেই।

'স্যার' একটা প্রোটোকোল শব্দ। যারা চাকরিজীবী, তারা উর্ধতনদের 'স্যার' ডাকবেন। আমি সাধারণ নাগরিক হয়ে থাকলে আমি ঐ চাকরিজীবীদেরকে একটা সম্মানজনক শব্দে সম্বোধন করতে পারি- ভাই সাহেব, সাজ্জাদ সাহেব, সাজ্জাদ ভাই, মিস্টার সেক্রেটারি, সেক্রেটারি সাহেব, এমনকি 'স্যার'-ও বলতে পারি। কিন্তু, তাকে 'দিদি' বলে ডাকলে তিনি লাত্থি দিবেন, 'স্যার' না বললে অপমান করে বের করে দিবেন, এসব হলো বেআইনি, অনৈতিক এবং ক্ষমতার অপব্যবহার। বাংলাদেশে নিয়ম করে এসব অরাজকতা প্রতিহত করা উচিত।

বয়স নির্বিশেষে সব শিক্ষককে আমি 'স্যার' বলে সম্বোধন করে থাকি। ছাত্রজীবনে শিক্ষকদের আমি দেখেছি একজন আরেকজনকে স্যার বলে সম্বোধন করেন। সেটা আমি সারাজীবন অনুসরণ করে এসেছি। একমাত্র শিক্ষকদেরকেই 'স্যার' বলে সম্বোধন করা উচিত।

'স্যার'-এর বাংলা শব্দ যাই হোক না কেন, তা দিয়ে 'স্যার' প্রতিস্থাপন করা যাবে না; আর যদি প্রতিস্থাপন করা হয়ও, এর গুরুত্ব কিংবা প্রয়োগে কোনো ভিন্নতা আসবে না, জনৈকা পদস্থ চাকরিজীবীনিকে 'জনাবা' না বলে 'দিদি' ডাকলে তিনি লাত্থিতে তার মাছের ডালি ফেলে দিবেন।

সুন্দর লিখেছে সাজ্জাদ ভাই। মাঝে মাঝে সুক্ষ্ম রম্যরসটাও উপভোগ করলাম।

১৮ ই মে, ২০২০ দুপুর ২:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি জ্ঞানীগুণী মানুষ । আপনার জানার অন্ত নেই।

বাংলাদেশের বাইরে বেশীর ভাগ দেশেই শিক্ষকদেরকে স্যার বলে ডাকা হয় না।

বাংলাদেশী এখনো স্যার শব্দটি সব জায়গায় ব্যাপকভাবে চাহিদা বজায় রেখে চলেছে।

শুভ কামনা ও কৃতজ্ঞতা । ভালো থাকবেন সব সময়।

৪| ১৮ ই মে, ২০২০ সকাল ১০:০৭

কালো যাদুকর বলেছেন: ছোটবেলা দরখাস্ত লিখার সময় বাংলাতে লিখলে , লিখতাম, "মহাশয়" এবং সাধু ভাষায় লেখা হোত। ইংরেজিতে লিখতাম "Sir" । সময় পরিবর্তন হয়েছে। এখন হয়তো আর এরকরম চলে না।
বিদেশে সাধারনত সিরিয়াস কোন সিচুয়েসোন হলে "স্যার" ব্যবহার করতে হয়। বসকে স্যার বলার নিয়ম নেই।

১৮ ই মে, ২০২০ দুপুর ২:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর বলেছেন।
শুভ কামনা ও কৃতজ্ঞতা । ভালো থাকবেন সব সময়।

৫| ১৮ ই মে, ২০২০ সকাল ১০:৪৩

রাজীব নুর বলেছেন: জ্বী স্যার ঠিক বলেছেন।

১৮ ই মে, ২০২০ দুপুর ২:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শুভ কামনা ও কৃতজ্ঞতা । ভালো থাকবেন সব সময়।

৬| ১৮ ই মে, ২০২০ দুপুর ১:৪৪

নেওয়াজ আলি বলেছেন: মধ্যপাচ্যে একে অপরকে ওস্তাদ বেশী বলে । দক্ষিণ এশিয়ায় স্যার বলে । শুনা কথা।

১৮ ই মে, ২০২০ দুপুর ২:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: শুভ কামনা ও কৃতজ্ঞতা । ভালো থাকবেন সব সময়।

৭| ১৮ ই মে, ২০২০ দুপুর ২:৫৪

জুন বলেছেন: স্যার ম্যাডাম ডাকটা কেমন যেন যান্ত্রিক মনে হয় আমার কাছে।

১৮ ই মে, ২০২০ রাত ১০:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নিতান্ত অপরিচিত ব্যক্তি ছাড়া এই ডাক না ডাকাই উত্তম।
শুভ কামনা ও কৃতজ্ঞতা । ভালো থাকবেন সব সময়।

৮| ১৮ ই মে, ২০২০ বিকাল ৪:২৬

সুপারডুপার বলেছেন: দেশের প্রধানমন্ত্রী আপা ডাক পছন্দ করেন, ম্যাডাম ডাক ঘৃণা করেন। সেই দেশে এতোদিনেও ক্যামনে স্যার ম্যাডাম ডাক থাকে !?

১৮ ই মে, ২০২০ রাত ১০:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি শুনেছি, ক্যাডার সার্ভিসের মহিলা কর্মকর্তাদেরকে স্যার বলে ডাকতে হয়।
শুভ কামনা ও কৃতজ্ঞতা । ভালো থাকবেন সব সময়।

৯| ১৮ ই মে, ২০২০ বিকাল ৪:৩১

নতুন বলেছেন: সরকারী কম`চারীদের স্যার বলা যাবেনা এমন একটা সরকারী নিদেশ` থাকা দরকার।

বরং জনগনকে সরকারী/বেসরকরাী অফিসের কম`চারী/কম`কতা`রা সন্মান করবেন সেই রকমের একটা নিদেশনা দরকার।

দেশে সরকারী কম`চারীদের আচরনের উপরে অভিযোগ করার ব্যবস্তা থাকলে ভালো হতো। অনেকেই জনগনকে সম্মান করেনা।

১৮ ই মে, ২০২০ রাত ১০:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মহোদয় এক দিন এরকম একটি কথা বলেছিলেন। পত্রিকাতে পড়েছি।
শুভ কামনা ও কৃতজ্ঞতা । ভালো থাকবেন সব সময়।

১০| ১৮ ই মে, ২০২০ রাত ১১:১২

সুপারডুপার বলেছেন:



লেখক বলেছেন: আমি শুনেছি, ক্যাডার সার্ভিসের মহিলা কর্মকর্তাদেরকে স্যার বলে ডাকতে হয়।
- এতে ঐ কর্মকর্তাদের জেন্ডার নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে !!!

শুভকামনার জন্য অনেক ধন্যবাদ। আপনিও অনেক ভালো থাকবে ।

১৯ শে মে, ২০২০ সকাল ৭:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি আবারো খোঁজ নিয়ে কনফার্ম হয়েছি। ঘটনা সত্য
আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা।

১১| ১৯ শে মে, ২০২০ সকাল ৮:২৬

সোহানী বলেছেন: দেশে সরকারী মহলে স্যার ডাকতে ডাকতেতো জিহবা খুলে পড়ে যায়। এরপর যদি বাংলা মহাশয় বলা শুরু করে তাহলেতো প্রতি ডাকেই গলা শুকিয়ে যাবে!!!

ভালো টপিক! আমার ও এ নিয়ে বহুবার বিড়ম্বনার অভিজ্ঞতা আছে জীবনে!

১৯ শে মে, ২০২০ বিকাল ৪:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রতি মিনিটে ১০ বার স্যার না বললে নাকি চাকরি থাকে না। এটা বাংলাদেেশের সামরিক বেসামরিক সব জায়গাতেই নাকি সমানভাবে প্রযোজ্য । জুনিয়ররা প্রতি বাক্যে স্যার না বলে প্রমোশন নাকি আটকে যেতে পারে।

এটা আমার শোনা কথা। বাস্ততা জানি না।

ভালো থাকবেন।

১২| ১৯ শে মে, ২০২০ সকাল ৮:৩১

কল্পদ্রুম বলেছেন: এ ব্যাপারে আমার মত একটু বিস্তারিত।দেখি এই নিয়ে একটা পোস্ট দেওয়া যায় কি না।আপনার পর্যালোচনা ঠিক আছে।

১৯ শে মে, ২০২০ বিকাল ৪:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অবশ্যই পোস্ট দিবেন। আমি আপনার পোস্ট পড়ার অপেক্ষায় রইলাম।

ভালো থাকুন সব সময়।

১৩| ১৯ শে মে, ২০২০ সকাল ৯:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: মশাই অ মশাই
একটু শুনুন
তাহাদের বৃত্তান্ত
একটু জানুন।

ভাব তাহাদের ভীষম
যেন কেউ কেটা
পুরুষ থেকে নারী সরেস
আরো কয়েক কাটা।।

আসতে স্যার যেতে স্যার
বলতে হবে
ফোনেও কথার আগে পিছু
জুড়তে হবে।

মনে মনে ভাবেন বুঝি
মালিক প্রভু
দুর্বলতা অনেক তাদের
শুনতে তবু

সরকারী চাকর এমন
ছিলেন কয়েক জন
বললে তাদের ভাই দিদি
রেগে একশা হন।

দেখিয়ে দেন ক্ষমতার
কতনা বাহার
লাথি দিয়ে ভাঙ্গেন
তাদের দোকার রুটিরুজির।

শিক্ষা গুরু তাকেই বলি
হৃদয় থেকে স্যার
বাকী সবাই নস্যি মানি
জোরে- মেলেনা নমস্কার।

ব্রিটিশরাজে দেয় উপাধী
সে এক ভীন্ন স্যার
সম্মানেরই সে এক লকব
ভিন্ন উপকথার।

জনাব মহাশয়
কিংবা মুশাই
বাংলা ভাষায়
দারুন অর্থ হয়।।

কেউ ডাকেনা
ডাকলে ও বা
সবে অবাক
চমকে চেয়ে রয়।।







১৯ শে মে, ২০২০ বিকাল ৪:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ কবিতা। আমি বিমুগ্ধ।
শুভেচ্ছা সব সময়। ভালো থাকুন।

১৪| ১৯ শে মে, ২০২০ দুপুর ২:৪০

সুপারডুপার বলেছেন:



লেখক বলেছেন: আমি আবারো খোঁজ নিয়ে কনফার্ম হয়েছি। ঘটনা সত্য
- প্রধানমন্ত্রীর ধোলাই খেলে মনে হয় ঠিক হবে।

আপনার সময়গুলো অনেক সুন্দর কাটুক। শুভ কামনা নিরন্তর।

১৯ শে মে, ২০২০ বিকাল ৪:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উনাকেও কিন্তু স্যার বলেন উনার অফিসের সবাই। এটা আমি অনেক আগে এক পত্রিকাতে পড়েছি।

১৫| ১৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৪১

সুপারডুপার বলেছেন:



লেখক বলেছেন: উনাকেও কিন্তু স্যার বলেন উনার অফিসের সবাই। এটা আমি অনেক আগে এক পত্রিকাতে পড়েছি।

-কিন্তু প্রধানমন্ত্রীতো মুখে বলেছেন উনি আপা ডাক প্রত্যাশা করেন। উনার অফিসে অবশ্য কখনো যাওয়া হয় নি। জানি না অফিসে উনি কি ডাক চান! অফিসে পুরুষ ডাক চায়, অফিসের বাহিরে মহিলা ডাক চায়, বড়ই আজব !!! যদি হয় তাহলে এটারই প্রভাব পড়েছে। কিছুদিন পরে দেশের স্কুলে, কলেজে, ভার্সিটিতেও মাডামরা স্টুডেন্টদের থেকে 'স্যার ডাক' চাইবে ! ফলে তাদের জেন্ডার আইডেন্টিফাই করতে সমস্যা হবে। তবে, আমার সময়ে স্কুলে শিক্ষিকাকে আপাই বলতাম।

মালেশিয়াতে স্টুডেন্টরা স্কুল, কলেজ ভার্সিটিতে শিক্ষক - শিক্ষিকাকে ও কর্মকর্তারা অফিসের বসকে কি বলে সম্বোধন করেন? মি. / মিসঃ X , ডক্টর হলে ডঃ X , প্রফেসর হলে প্রফেসর X (X = নামের শেষের অংশ) এই রকম কিনা ?

শুভ কামনা নিরন্তর।

১৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উনার অফিসের যারা উনার অধীনে কাজ করে তারা সবাই সরকারি কর্মচারী । অফিসের বাইরে যারা আছেন তারা দলীয়
কর্মী। দলীয় কর্মীরা সবাইতো আপা বলেই ডাকে।


বাংলাদেশের বাইরে বেশীর ভাগ দেশেই শিক্ষকদেরকে স্যার বলে ডাকা হয় না। মালয়েশিয়াতেও ঠিক তাই।


১৯ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: প্রধানমন্ত্রীর কথা আমরা বাদ দিতে পারি । তিনি এ রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী পদে আছেন। তাঁর কথা আলাদা। বিসিএস ক্যাডার সার্ভিসের মহিলারা অফিসাররাও হরতাল বাকি শুনতে পছন্দ করেন।

১৬| ২০ শে মে, ২০২০ ভোর ৪:০২

অনল চৌধুরী বলেছেন: চুরি-ছিচকামী করে বিশ্ববিদ্যায়ের মালিক ও বিরাট ক্ষমতাবান এক নেতাকে স্যার না বলে ভাই না বলায় ২০১১ সালে সে আমার সমস্যা শোনেনি এবং অশোভন ব্যবহার করেছে।
অথচ তাকে তার দলের সব শ্রেণীর লোকরা সারাদিন ভাই বলে কিন্ত বিশ্ববিদ্যায়ের শিক্ষক না হলেও শুধু মালিক হওয়ার কারলে সে এই সম্বোধন শুনতে চায়,যেটা বলতে ছাত্ররা বাধ্য না।
বাংলাদেশে হয় স্যার সম্বোধন উঠিয়ে দেয়া উচিত অথবা সরকারী সব পদের লোকজন জনগণকে স্যার বলবে-এমন নিয়ম চালু করা উচিত।কারণ তাদের জন্যই করের টাকার বেতনে কর্মচারীদের রাখা হয়েছে।

২০ শে মে, ২০২০ দুপুর ১২:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনি খুব সুন্দর একটা কথা বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.