নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়াতে আজকের Covid 19 স্ট্যাটাস (২০-০৫-২০২০)

২০ শে মে, ২০২০ বিকাল ৩:২৮

মালয়েশিয়ার কভিড১৯ এর বিগত ২৪ ঘন্টার সারসংক্ষেপঃ

* মালয়েশিয়াতে আজকে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
* এ নিয়ে গতকাল আজ পর্যন্ত মোট মারা গেছেন ১১৪ জন আক্রান্ত ব্যক্তি।
* আজ নতুন রোগী রেকর্ডভুক্ত হয়েছেন ৩১ জন । এদের মধ্যে ১০ জন বিদেশী নাগরিক।
* আজকের নতুন আক্রান্ত ৩১ জনকে ধরে মালয়েশিয়াতে ভাইরাস আসার পর থেকে এ পর্যন্ত সর্বমোট রোগী রেকর্ডভুক্ত হয়েছেন ৬,০০৯ জন।
* আজ সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৬০ জন রোগী ।
* আজকের ৬০ জন সহ এ পর্যন্ত সুস্থ হযে বাড়িতে ফিরে গেছেনঃ ৫,৭০৬ জন।
* বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ১,১৮৯ জন রোগী ।
* ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেনঃ ১১ জন
* তাদের মধ্যে ভেন্টিলেশন লাগছে ৭ জনের ।
মোট পজিটিভ কেসকে বিবেচনায় নিলে আজকের হিসাবে মালয়েশিয়াতে রিকভারি রেট হচ্ছে ৮১.৪০%।

বিগত কয়েক দিনের নতুন রোগী সনাক্ত হবার প্রবণতা নিম্নরূপঃ
১৯ মে নতুন রোগী ৩৭ জন।
১৮ মে নতুন রোগী ৪৭ জন।
১৭ মে নতুন রোগী ২২ জন।
১৬ মে নতুন রোগী ১৭ জন।
১৫ মে নতুন রোগী ৩৬ জন।
১৪ মে নতুন রোগী ৪০ জন।
১৩ ই মে নতুন রোগী ৩৭ জন।
১২ ই মে নতুন রোগী ১৬ জন
১১ মে নতুন রোগীঃ ৭০ জন ।
১০ মে নতুন রোগীঃ ৬৭ জন ।
০৯ মে নতুন রোগীঃ ৫৪ জন ।
০৮ মে নতুন রোগীঃ ৬৮ জন ।

বিগত ২৪ ঘন্টায় বাংলাদেশে নতুন রোগী ১৬১৭ জন। একই সময়ে করোনায় মারা গেছেন ১৬ জন।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০২০ বিকাল ৩:৪৫

সোহানাজোহা বলেছেন: বাংলাদেশ, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার প্রতি সমবেদনা ও প্রার্থনা সহ সমগ্র বিশ্বের মঙ্গলের জন্য প্রার্থনা করছি।
আপনার অক্লান্ত পরিশ্রমি নিউজ আপডেট অব্যাহত থাকুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

২০ শে মে, ২০২০ বিকাল ৪:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনিও অনেক অনেক ভালো থাকুন। পৃথিবীর সকল মানুষ মুক্ত জীবন লাভ করুক। দুঃসময় কেটে যাক।

২| ২০ শে মে, ২০২০ বিকাল ৪:৪৪

রাজীব নুর বলেছেন: আমরা আছি ১০ নম্বর মহা বিপদ সংকেতের মধ্যে।

২০ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কোন বিপদই বাংলাদেশের জন্য বিপদ নয়।
বাংলাদেশের কাছে এগুলি ডালভাত।

৩| ২০ শে মে, ২০২০ রাত ৮:১৯

নেওয়াজ আলি বলেছেন:
দেশে করোনা ও ঘূর্ণিঝড় একসাথে চেপে ধরেছে

২০ শে মে, ২০২০ রাত ৯:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মালয়েশিয়াতে গত রাতে ছিল 'মহিমান্বিত রজনী'। আজকের রাত্রি আবার সাধারন।
মালয়েশিয়া বাংলাদেশ থেকে খুব বেশী একটা দূরে ও না। মাত্র সাড়ে তিন ঘন্টার যাত্রা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.