নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

বেকুব কেন তিন বার হাসে?

২৩ শে মে, ২০২০ রাত ১০:৩৫








প্রায়ই বিভিন্ন আলোচনায় বা আড্ডায় একটি কথা শোনা যায় সেটা হচ্ছেঃ
বেকুব তিন বার হাসে।




প্রশ্নঃ বেকুব কেন তিন বার হাসে? এক বার হাসলে সমস্যা কী?


আরো একটি কথা ব্যাপক ভাবে চালু আছেঃ
সস্তার তিন অবস্থা।

প্রশ্নঃ সস্তার এই তিন অবস্থা কী কী? সস্তা এক বা দুই অবস্থা কেন নয়?


আমাদের মধ্যে আমরা যারা অবেকুব বা ননবেকুব আছি তারা তো মনে হয় উত্তর অবশ্যই জানি। জানলে উত্তরটি কমেন্টে লিখে ফেলি।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০২০ রাত ১০:৪৪

নেওয়াজ আলি বলেছেন: এখন জানলাম বেকুবের হাসির কারণ

২৫ শে মে, ২০২০ সকাল ৯:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমি এখনো জানতে পারলাম না।
অথচ জানা খুবই দরকার।
ঈদ মোবারক।

২| ২৩ শে মে, ২০২০ রাত ১০:৫৭

চাঁদগাজী বলেছেন:


ঘটনা বুঝের আগেই বেকুব হেসে ফেলে; সবার সাথে আরেকবার হাসে; অবশেষে ঘটনা বুঝার পর আরেকবার হাসে।

২৫ শে মে, ২০২০ সকাল ৯:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এটা একটা থিওরি হিসেবে কাজ করতে পারে। এটা আমাদের মনে রাখা দরকার। ধন্যবাদ। ঈদ মোবারক।

৩| ২৩ শে মে, ২০২০ রাত ১১:২৫

উদাসী স্বপ্ন বলেছেন: চাদগাজী ওস্তাদ মানুষ। ছুটোবেলাতে আমিও শুনতাম বেশী। আমার ক্লাশের পুলাপানরা বলতো। মেলা দিন পর চাদগাজী এই সেম কথাটা রাজীব নূর কে বললো আর আপনেও পোস্টাইলেন!

ভালোই

২৫ শে মে, ২০২০ সকাল ৯:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সঠিক উত্তর। আমারও উত্তরটা জানতে খুব ইচ্ছা ছিল। কেননা , প্রশ্ন টা অনেক আগে থেকেই শুনে আসছি । কিন্তু উত্তরটা কেউ বলে নাই।
ঈদ মোবারক।

৪| ২৩ শে মে, ২০২০ রাত ১১:৪১

সুপারডুপার বলেছেন: বেকুব একবার পোস্ট লেখে হাসে, এরপর পোস্টে করা মন্তব্য দেখে হাসে, সবশেষে মন্তব্যের উত্তর না দিয়ে হাসে। সস্তার তিন অবস্থা হচ্ছে সলিড, লিকুইড ও গ্যাস। সস্তার এক বা দুই অবস্থা নয়, কারণ সস্তা হলেও জিনিসটিতো অপদার্থ নয়।

২৫ শে মে, ২০২০ সকাল ৯:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুচিন্তিত গবেষণার ফসল । খুবই ভালো। ঈদ মোবারক।

৫| ২৩ শে মে, ২০২০ রাত ১১:৪২

রাজীব নুর বলেছেন: বেকুব মানূষদের জন্য আমার মায়া হয়।

২৫ শে মে, ২০২০ সকাল ৯:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বেকুব মানুষ চিনব কিভাবে?
অথবা আমি নিজেই যে বেকুব কিনা সেটা বুঝবো কিভাবে?

৬| ২৪ শে মে, ২০২০ রাত ১২:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বেকুব যে বোঝেনাই,
সেটা যে আমি বুঝেছি
সেটাও সে বোঝে নাই

২৫ শে মে, ২০২০ সকাল ৯:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এটাও হতে পারে।

৭| ২৪ শে মে, ২০২০ রাত ১২:৫৬

শায়মা বলেছেন: বেকুবকে বেকুবের মত লাগে তাই বেকুবের মত হাসে মানে না বুঝে সবাই হাসে তাই....
বেকুবকে বেকুবের মত লাগছে এটা বুঝেও সে লজ্জায় হেসে ফেলে.....

২৫ শে মে, ২০২০ সকাল ৯:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সঠিক উত্তর।
সঠিক উত্তর।
উত্তর সঠিক।

৮| ২৪ শে মে, ২০২০ রাত ১:১০

মুক্তা নীল বলেছেন:

বুঝে , না বুঝে এবং এমনিতেই / নাকি ৩টা বেকুব ছিলো
ওখানে ।

২৫ শে মে, ২০২০ সকাল ৯:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: হতে পারে। ঈদ মোবারক।

৯| ২৪ শে মে, ২০২০ সকাল ৭:৪৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমি এতই বেকুব যে তিনবার নয়, চারবার হাসি।

২৫ শে মে, ২০২০ সকাল ৯:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খুবই ভালো লাগলো আপনার এই কথা। ঈদ মোবারক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.