নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়াতে আজকের Covid 19 স্ট্যাটাস (০৭-০৬-২০২০) নতুন আক্রান্ত ১৯ জন, মৃত্যু নেই।

০৭ ই জুন, ২০২০ বিকাল ৫:২৮

মালয়েশিয়ার কভিড১৯ এর বিগত ২৪ ঘন্টার সারসংক্ষেপঃ
* আজকে মালয়েশিয়াতে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে কোন রোগী মারা যায়নি।

* এ পর্যন্ত মোট মারা গেছেন ১১ ৭জন করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি।

* আজ নতুন রোগী রেকর্ডভুক্ত হয়েছেন ১৯জন ।

* আজকের নতুন আক্রান্ত ১৯ জনকে ধরে মালয়েশিয়াতে ভাইরাস আসার পর থেকে এ পর্যন্ত সর্বমোট রোগী রেকর্ডভুক্ত হয়েছেন ৮,৩২২ জন।

* আজ সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৩৯ জন রোগী ।

* আজকের ৩৯ জন সহ এ পর্যন্ত সুস্থ হযে বাড়িতে ফিরে গেছেনঃ ৬,৬৭৪ জন।

* বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে সক্রিয় রোগী চিকিৎসাধীন রয়েছেন ১,৫৩১ জন ।

* ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেনঃ ৫ জন ।
* intensive care units (ICU) তে ভেন্টিলেশন লাগছে না কারোরই।

মোট পজিটিভ কেসকে বিবেচনায় নিলে আজকের হিসাবে মালয়েশিয়াতে রিকভারি রেট হচ্ছে ৮২.২০%।

বিগত কয়েক দিনের নতুন রোগী সনাক্ত হবার প্রবণতা নিম্নরূপঃ

০৬ জুন নতুন রোগী ২৫ জন। ০৫ জুন নতুন রোগী ১৯ জন।
০৪ জুন নতুন রোগী ২৭৭ জন।
০৩ জুন নতুন রোগী ৯৩ জন।
০২ জুন নতুন রোগী ২০ জন।
০১ জুন নতুন রোগী ৩৮ জন।
৩১ মে নতুন রোগী। ৫৭ জন।
৩০ মে নতুন রোগী ৩০ জন।
২৯ মে নতুন রোগী ১০৩ জন।
২৮ শে মে নতুন রোগী ১০ জন।
২৭ মে নতুন রোগী ১৫ জন।
২৬ মে নতুন রোগী ১৮৮ জন।
২৫ মে নতুন রোগী ১৭২ জন।
২৪ মে নতুন রোগী ৬০ জন।
২৩ মে নতুন রোগী ৪৮ জন।
২২ মে নতুন রোগী ৭৮ জন।
২১ মে নতুন রোগী ৫০ জন।
২০ মে নতুন রোগী ৩১ জন।

বাংলাদেশের করোনা আপডেট

দেশে এক দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৪২ জনের মৃত্যু হয়েছে। এটাই এখন পর্যন্ত মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৮৮ জন।

এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে আরো দুই হাজার ৭৪৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৫ হাজার ৭৬৯ জন।

রবিবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে নিয়মিত বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।


তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ৩৫ জন পুরুষ, সাতজন নারী। তাদের মধ্যে ৩০ জন হাসপাতালে এবং ১২ জন বাড়িতে মারা গেছেন।

বুলেটিনে বলা হয়, ১৩ হাজার ১৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। ৫২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৩ হাজার ৯০৩ জন।।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:০১

রাজীব নুর বলেছেন: আমাদের দেশে এত লোক যে মারা যাচ্ছে তাদের কবর কোথায় হচ্ছে? তাদের কবর কে দিচ্ছে? তাদের কি জানাজা হচ্ছে? চাতদিনের মিলাদ হচ্ছে?

০৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কেউ মরে গেলে কবর দেওয়াটা ই জরুরী । কেউ জানাজা পড়লো কিনা, কেউ মিলাদ দিল কিনা সেটা জরুরি বিষয় নয়।

২| ০৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৮

মীর আবুল আল হাসিব বলেছেন: প্রতিদিন মালেশিয়ার স্টাটাস দেখি আর আফসোস করি।

০৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশের পরিস্থিতি ও জুন মাসের শেষের দিকে ভালো হতে শুরু করবে বলে আমার মনে হয়।

৩| ০৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৪

চাঁদগাজী বলেছেন:


মালয়েশিয়ায় ১/২ সপ্তাহের জন্য ফার্নিসড সাধারণ বাসা পাওয়া যায়? ডলারে মুল্য কেমন?

০৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই জাতীয় বাসাকে এখানে বলে সার্ভিস অ্যাপার্টমেন্ট ।

এতে লাভ হয় বলে প্রচুর পরিমাণে পাওয়া যায়। বাংলাদেশ থেকে যেসব পরিবার ঘুরতে আসে তাদের অনেকেই এই জাতীয় সার্ভিস এপার্টমেন্ট গুলি ভাড়া নেয় । এর সুবিধা হল হোটেলের চেয়ে তুলনামূলকভাবে কম খরচ পরে।

। আর যেহেতু সাথে কিচেন থাকে তাই অনেকে রান্নাবান্না করেও খেতে পারে। একই সাথে পারিবারিক আবহ বজায় থাকে।

আপনি অবসর সময়ে অনলাইনে এগুলো চেক করে দেখতে পারেন । ডলারে ভাড়া হিসাব করলে দৈনিক 70-80 ডলারের মধ্যে অনেক ভালো এপার্টমেন্ট পাবেন। তবে টুইন টাওয়ারের যত কাছে থাকবেন ভাড়ার পরিমাণ ততটাই বেশি হয়। টুইন টাওয়ার থেকে একটু দূরে থাকলে ভাড়ার পরিমাণ ও কমে আসে।

বর্তমানে সবগুলোই হোটেল-মোটেল এখন ফাঁকা আছে । সার্ভিস অ্যাপার্টমেন্ট গুলিও ফাঁকা । তবে কিছু কিছু হোটেলকে মালয়েশিয়ান সরকার কোয়ারেন্টিন সেন্টার হিসেবে ব্যবহার করছে।

৪| ০৭ ই জুন, ২০২০ রাত ৮:৪০

মীর আবুল আল হাসিব বলেছেন:


লেখক বলেছেন: বাংলাদেশের পরিস্থিতি ও জুন মাসের শেষের দিকে ভালো হতে শুরু করবে বলে আমার মনে হয়।
==============================================================

কোন সুনির্দিষ্ট কারন আছে???
আপনার কথা যেন সত্যি হয়।

০৭ ই জুন, ২০২০ রাত ৮:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুনির্দিষ্ট কোনো কারণ নাই । আমার মন বলছে এটা ঘটবে।

৫| ০৭ ই জুন, ২০২০ রাত ৮:৪৫

রাজীব নুর বলেছেন: জানাজা, মিলাদ না দলে ক্ষতি নাই।
মাটি না দিলে সমস্যা পচে গন্ধ ছড়াবে।

০৭ ই জুন, ২০২০ রাত ৮:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: যে কোন প্রাণী মারা গেলে মাটির নিচে রেখে দেওয়াই উত্তম । পরবর্তীতে উহা মাটির সাথে মিশে যাবে। গন্ধ ছড়াবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.