নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

আধা কেজি আদা কিনবেন তাও আবার দাম জিগান! ***************************************************

১৮ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:০০

কিছু দিন আগে কথা। ঘরে আদা নেই। তরকারী রান্না বন্ধ হবার উপক্রম। তাই ছুটলাম বাজারে।
উদ্দেশ্য- যে করেই হোক একটু আদা কিনে ঘরে ফেরা।

জেনে রাখা ভালো যে, এখন বাজারে যে কোন দোকানীরাই ক্রেতাদের তুচ্ছ তাচ্ছিল্য করতে ছাড়ে না। কেননা , ক্রেতা বেশী। বিক্রেতা কম। পণ্য কম, দাম বেশী।

আমি এক দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম- আদা কত করে কেজি?

দোকানী বললেন- কয় কেজি নেবেন?

আমি বললাম- দামে পোষালে আধা কেজি ( ৫০০ গ্রাম) নেব।

দোকানী টিপ্পনী কেটে বললেন- আধা কেজি আদা কিনবেন তাও আবার দাম জিগান!

তার ভাবখানা এই যে আমি আদার দাম জিজ্ঞেস করে মহা অপরাধ করে ফেলেছি। কোন ক্রেতা যেন দাম না জিজ্ঞেস করেই কিনবেন।

দোকানী বললেন- এক দাম ৫০০ টাকা কেজি। বাছাবাছি করতে পারবেন না। ( অর্থাৎ তিনি পচা আদা দিলে সেটাও নিতে হবে)।

এক সময় আদার ব্যাপারী জাহাজের খবর নিতে সাহস পেত না। এখন জাহাজের ব্যাপারীও আদার খবর নিতে ভয় পায়। সময় কারো চিরকাল এক রকম যায় না।

আফসোস!

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:০২

রাতুল_শাহ বলেছেন: কেনাকাটা বাদ দিয়ে দেন।

১৮ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৩:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পেট না থাকলে তো তাই করতাম।
কিন্তু পেট আছে।
আফসোস!

২| ১৮ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:০৩

সোনাগাজী বলেছেন:


অসুস্হ পরিবেশে আছে জাতি।

১৯ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


এখানে মানুষের মেজাজ সব সময়ই গরম।
মানুষ হাসে না। সবার মুখ থাকে গোমরা।

৩| ১৮ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:২১

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: আফসোস

১৯ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

এভাবেই চলছে কোটি মানুষের কষ্টের জীবন।
কে রাখে কার খবর?

৪| ১৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১:৪৮

রাজীব নুর বলেছেন: হা হা হা---

১৯ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

মানুষ এখন হাসে না।
তারা হাসতে ভুলে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.