নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর দাম বৃদ্ধি! এইটা কোন কথা! ************************************************

০৭ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:২৮


এমনিতেই বিগত বছর খানেক ধরে দেশের অনেক জিনিসপত্রে দাম বেড়েছে। মানুষ হাশফাশ করছে। নিত্য দিনের পণ্য দ্রব্য কিনতেই মানুষের দম বেরিয়ে যাচ্ছে।


আগের মানুষ কি সুন্দর দিন কাটাইতো!
এরই মধ্যে ব্যবসায়ীরা নীরবে বাড়িয়ে দিয়েছেন একটি অত্যন্ত দরকারী পণ্য - সব ধরনের জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর দাম । আফসোস! এটা সক্ষম দম্পতিদের জন্য বড়ই আফসোসের একটি ব্যাপার। এই কঠিন সময়ে এই কাজটি করা সঠিক হয়নি।

হঠাৎ করে বলা নেই কওয়া নেই এই সব অতি দরকারি জিনিসের দাম ডবল করে দিল। এটা কোন কথা। যেই বেলুন পাওয়া যেত ২০ টাকায় তা করে দিল ৪০ টাকা! এটা কোন কথা হলো! এগুলো এমন পণ্য যার দাম বাড়ালে মানুষ টু শব্দটি করবে না এটা বোধ হয় ব্যবসায়ীরা জানে।

কিন্তু এই দাম বৃদ্ধিতে আখেরে ক্ষতি হবে দেশের । এমনিতেই দেশের জনসংখ্যা হুহু করে বেড়ে যাচ্ছে। এর মধ্যে মরার উপর খরার ঘা।

এখন গরীব ও কম আয়ের মানুষ কি ভাবে তাদের পরিবার কে পরিকল্পিত আকারে সীমিত রাখবে? তাদের সংসার চালানোই তো দায়। এর মধ্যে ডবল দামে কে যাবে বেলুন ফেলুন কিনতে। অথচ মায়াবড়ি, ফেমিকন এই সব জিনিস চাল ডালের চেয়ে কোন অংশে কম বলুন!

আমি এই সব অতি দরকারী নিত্যপণ্যের মূল বৃদ্ধির তেব্র প্রতিবাদ করছি।


দেশের জনসংখ্যা সীমিত রাখতে এই সব পণ্যের দাম সবার সামর্থ্যের নাগালে রাখা দরকার।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:০৩

বাকপ্রবাস বলেছেন: সরকার যদি জনসংখ্যা বাড়ানোর প্ল্যান করে তাহলে ঠিক আছে

২২ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

দেখেন আগের ২ খানা মন্তব্য মুছে দিয়েছে। জানি না তারা কি লিখেছেন।
মানুষের মত প্রকাশের স্বাধীনতা কমে যাচ্ছে। !
আফসোস!

মানুষের খরচ বেড়ে গেছে।
অন্ততঃ এই খাতে ভর্তুকি দেয়া দরকার।
ম্যালথাস সাহেবের থিওরি এখন আমাদের দেশের জন্য প্রযোজ্য। অতএব সাধু সাবধান।

২| ০৭ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:২৪

আহলান বলেছেন: দেশের ক্ষতি হবে... এই কথা চিন্তা ভাবনা জাদুঘরে !

০৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


সবার উপর দেশ সত্য তাহার উপর নাই।

৩| ০৭ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৩১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অবিবাহিতরা বলছে বাইরে ফেলতে কিন্তু বাইরে ফেললে অর্ধেক শান্তি বিনাশ সেটা কে তারা জানে?

০৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

জীবন চলবে জীবনের গতিতে।

৪| ০৭ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৩১

শেরজা তপন বলেছেন: সব কিছু সস্তায় করার দিন শেষ!!! নিয়ন্ত্রন ও এখন সস্তায় হবে না :)

০৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:০৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


এখনই দেশে ২২ কোটি আদম সন্তান। আল্লাহর এই ২২ কোটি বান্দা-বান্দীর খাওন কই থেকে আসবে?
তাই জনসংখ্যা নিয়ন্ত্রণ বিষয়ক মন্ত্রণালয়ের উচিত এই খাতে প্রচুর পরিমাণে ভর্তুকি দেয়া। একটা বেলুনও হতে পারে বিরাট বিনিয়োগ।

৫| ০৭ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১৪

শিশির খান ১৪ বলেছেন: ধুর মিয়া বহু মানুষ আছে , যাদের গত তিন বছরে কসাই এর দোকান থেকে গরুর মাংস কিনার সুভাগ্য হয় নাই।অনেকে বাচ্চার জন্য দুধের ডিব্বা কিনতে যায়া দাম শুইনা কান্নাকাটি লাগায় দেয় আর আপনারা আছেন বেলুন এর দাম নিয়া।

০৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আমাদের দাদা-নানারা যদি বয়সকালে সময় মতো ও পরিমাণ মতো বেলুন পেতেন এবং সেগুলি ঠিক মতো কাজে লাগাতে পারতেন তাহলে কি আজ আমাকে কষ্ট করে এই পোস্ট লিখতে হতো বলেন!

আজকের দুধের ডিব্বার দাম গতকালের বেলুনের দামের বিপরীত আনুপাতিক এটা স্কুলের শিক্ষকরা কেন যে শিখান নাই।

আফসোস!

৬| ০৭ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:০০

রাজীব নুর বলেছেন: আপনি কি জানেন আমাদের দেশের চেয়ে পাকিস্তানে জিনিসপত্রের দাম অনেক বেশি।

০৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

পাকিস্তান আমাদের দেশ না । আমি কেন পাকিস্তান নিয়ে ভাববো।
পাকিস্তান নিয়ে চিন্তা করবেন নওয়াজ শরীফ আর তাদের সেনাবাহিনী।

আমার চিন্তায়-চেতনায় বাংলাদেশ।

৭| ০৭ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:০৫

মোতাব্বির কাগু বলেছেন: তাতে কি হইছে? আপনারা পলিথিন ব্যবহার করেন। একটু বুদ্ধি না থাকলে এ বাজারে চলা যায় না =p~

০৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আপনার মতো এতো বুদ্ধি থাকলে তো জানি এখন ২২০০ সালের নভেম্বর মাসের ৮ তারিখে থাকতো।
সেটা তো নেই।
আফসোস!

৮| ০৭ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০২

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা দেশকে চালাতে পারছেন না; কিন্তু উনি যতটুকু করছেন, এটুকু করার মতোও অন্য কেহ নেই।

০৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:৪৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


উনার পরিবার তো ছোট্ট।
১ টি ছেলে আর ১ টি মেয়ে।
উনাকে সবার অনুসরণ করা দরকার।

৯| ০৮ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৩৮

নতুন বলেছেন: দাম বাড়াইতে আমাদের দেশের ব্যবসায়ীরা ওস্তাদ.... এই জিনিসে মানুষ শব্দ করবেনা তাই চুপচাপ দাম বাড়াইছে...

০৮ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

মানুষের বাজেট ফেল।

১০| ০৯ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:০৬

ডার্ক ম্যান বলেছেন: দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য কোন বড়ি থাকলে ভাল হত

০৯ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


মানুষ নীতিবান হলেই দেশে কোন দুর্নীতি থাকবে না।
এই দেশের মাটি উ্ত্তম। কিন্তু ৮০% মানুষ খারাপ।

১১| ০৯ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: পাকিস্তান আমাদের দেশ না । আমি কেন পাকিস্তান নিয়ে ভাববো। পাকিস্তান নিয়ে চিন্তা করবেন নওয়াজ শরীফ আর তাদের সেনাবাহিনী।
আমার চিন্তায়-চেতনায় বাংলাদেশ।

শুধু নিজে কেমন সেটা জানলে হবে না। আপনার আশেপাশের মানুষ গুলো কেমন সেটাও জানতে হবে।
ঠিক তেমনি বিশ্ব সংসারের খোজ খবর আপনাকে রাখতে হবে।

১২ ই নভেম্বর, ২০২৩ সকাল ১০:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


কবি বলেছেনঃ
আপনে বাঁচলে বাপের নাম।

আগে তো নিজে বাঁচুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.