নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

একটি সিএনজির দাম কত**********

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:১০

সিএনজি গাড়ির দাম কত?!

ঢাকা শহরে যাতায়াত করার মতো ভালো কোন বাস নেই। উবার দ্বারা পরিচলিত কিছু গাড়ী পাওয়া যায় তাও অত্যন্ত ব্যয়বহুল এবং দুর্লভ। এছারা পাঠাও দ্বারা পরিচালিত মোটর সাইকেল হচ্ছে আরেক মরণ ফাঁদ।

ফলে ঢাকা বাসীদের যাতায়াতের জন্য সহজলভ্য কোন উপায় আসলে খুঁজে পাওয়া যায় না । মন্দের ভালো একটি পরিবহন আছে যেটাকে বলে সিএনজি।

ছবিঃ সাত মসজিদ রোড লালমাটিয়া থেকে তোলা।

এই সিএনজি আবার ভয়াবহ ধরনের ব্রাহ্মণ পরিবহন। সব জায়গায় যেতে চায় না । কম দূরত্ব হলে তো যাবেই না। আছে নানান ফ্যাকরা।

সিএনজির জন্য সরকার কর্তৃক ভাড়া নির্ধারিত আছে। কিন্তু কোন চালক সেই ভাড়া মানতে চায় না।


সিএনজি ভাড়া করার সময় কঠিন ভাবে দামাদামি করে নিতে হয়। দামাদামি ঠিক হলে সিএনজি চালক যাত্রীকে জিজ্ঞেস করে রাস্তায় পুলিশে যদি জিজ্ঞেস করে তাহলে বলবেন যে মিটারেই যাচ্ছেন।

ভন্ড সিএনজি চালকের আহবানে অনেক যাত্রী রাজি হন যে পুলিশ জিজ্ঞেস করলে তারা মিটারের কথাই বলবে। আবার অনেকে বলে, না আমি যাচ্ছি তোমার সাথে চুক্তি করে। পুলিশকে কেন মিথ্যা কথা বলতে যাব!

আমি সিএনজিতে উঠলে মাঝেমধ্যে তাদের সাথে দু এক কথা বলার চেষ্টা করি । এক চালককে জিজ্ঞেস করে জানতে পারলাম, একটি সিএনজির দাম নাকি ২৭ লক্ষ টাকা।

শুনে আমার আক্কেল গরম কেননা ২৭ লক্ষ টাকা দিয়ে ঢাকা শহরে ব্যবহার করা দুইটা গাড়ি কেনা সম্ভব।

আমাদের চালক মহাশয় বললেন গাড়ির সাথে সিএনজির কোন তুলনা হয় না । সিএনজির অনেক দাম। সিএনজি সবাই কিনতেও পারে না।

ঢাকা শহরে বেশিরভাগ সিএনজি চালকই মালিকের কাছ থেকে ভাড়া নিয়ে চালান । এজন্য প্রতিদিন মালিককে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয় । এটাকে বলে জমা। আমি এক। চালককে জিজ্ঞেস করলাম। সে বলল তাকে নাকি প্রতিদিন ১২০০ টাকা জমা দিতে হয়।

সিএনজি চালকদের প্রচুর চাহিদা আছে। ঢাকা শহরে হাজার হাজার যাত্রী । ফলে খেপের কোন অন্ত নাই।


কিন্তু সমস্যা একটাই । এদের উপর পুলিশরা ব্যাপক কুনজর দিয়ে রাখে। ফলে পুলিশদেরকে প্রতিদিন একটা বিরাট অংকের টাকা নজরানা দিতে হয়।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৫৯

কামাল১৮ বলেছেন: সিনএনজির দাম বেশি না।ঢাকায় রোড পারমিট পাওয়া সমস্যা।আপনি যদি বুড়িগঙ্গা পার না হন তবে বেশি দাম না।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



সিএনজি যে ধরনের যন্ত্রপাতি দিয়ে তৈরি করা তাতে এর দাম কোন ভাবেই দুই লাখ টাকার উপরে হবে না দাম যত বেশি করেই ধরা হোক না কেন।
কিন্তু কোন অজ্ঞাত কারণে আমার মনে হয় বিভিন্ন ঘাটে ঘাটে টাকা দিতে হয়।
যার জন্য দাম হয়তো এরকম বেশি হয়।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:০১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


সিএঞ্জির দাম ২৭ লক্ষ টাকা নয়। চালক আপনাকে মিথ্যা বলেছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আমি বুঝতে পারছি না সিএনজি চালক আমার সাথে মিথ্যা বলতে যাবে কেন?!
আমি তো আর আয়কর বিভাগের কেউ না।
এমনকি আমি বিআরটিএ-র ও কেউ না।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০৫

জ্যাক স্মিথ বলেছেন: আমি জানি এই সিএনজির দাম ১০/১২ লাখ টাকার মধ্যে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আপনি যেটা জানেন সেটাও যদি হয় তাহলে এটার দাম অনেক অনেক বেশি।
হালকা লোহা লক্কর দিয়ে তৈরি একটা জিনিস ।
এটার দাম এত বেশি কখনই হতে পারে না ।
এর মধ্যে নিশ্চয়ই কোন জাদু আছে।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫

রাজীব নুর বলেছেন: এখন আমি আর লোকাল বাসে চলাচল করি না।
এখন আমি সিএনজি অথবা উবার ব্যবহার করি। বাসের ভিড় আমার সহ্য হয় না।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




আপনের টাকা আছে।

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনের টাকা আছে।
না আমার অনেক টাকা না।
আমি দরিদ্র মানুষ। সেই সাথে অসহায়ও বটে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আপনি তো কখনো বাসে চড়েন না ।
দরিদ্র মানুষ সব সময় বাসে চলে ।
চাপাচাপি করে যাতায়াত করে ।
গাড়ি তাদের কাছে কেবলই স্বপ্ন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.