নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।
আমাদের দেশের কিছু মানুষ আছেন চির আপোষহীন ও চির বয়কটী।
তারা আপোষ করতে নারাজ তবে তারা বয়কট করতে রাজি। তারা জীবন নিয়ে করে নানান ভাওতাবাজি।
একই ভাবে তারা আমাদের ভাষার শব্দগুলোতেও ধর্মী ছোয়া লাগিয়ে দিয়েছেন। ফলে অনেক শব্দ উচ্চারণ করতে গেলে আমাদের ইমানে ধাক্কা লাগে। আমরা বেচাইন হয়ে যাই।
যেমন আমাদের প্রতিদিনের জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি উপাদান পানি। এটাকে ইংরেজিতে বলে Water.
সমস্যা সেটা নয়। সমস্যা এটা আমরা যখন বলি তখন। এটাকে আমরা যারা মমিন মুসলমান তারা বলি পানি। ।।
পক্ষান্তরে যারা মমিন মুসলমান নন অর্থাৎ সনাতন ধর্মের (মালাউন?!) তারা বলেন জল।
মমিন মুসলমানরা কবিতায় কখনো জল বললেও গদ্যে মানে বাস্তব জীবনে কখনোই জল বলেন এরকম শোনা যায় না।
অপরদিকে বাংলাদেশে যারা সনাতন ধর্মের অনুসারী তারা সাধারণত পানি বলেন না । অনেক সময় পরিস্থিতির কারণে লজ্জায় হয়তোবা তারা পানি বলেন।
আমাদের দেশে অনেক শব্দ কিংবা অনেক জায়গার নামের মধ্যেও ধর্মীয় লেবাসের ছোঁয়া লাগিয়ে দেয়া হয়েছে। ফলে মুমিন মুসলমানরা সেই শব্দগুলো পারতো পক্ষে বলেন না বা এড়িয়ে চলেন।
আফসোস!
১২ ই মার্চ, ২০২৪ দুপুর ১:১০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশের রাষ্ট্রীয় নীতি হচ্ছে- কারো সঙ্গে বৈরিতা নয় সকলের সাথে বন্ধুত্ব ।
এটা আমাদের প্রত্যেকের বাস্তব জীবনেও সত্য ।
সবার সাথে মিলেমিশে থাকতে হবে।
কেননা একে অপরের সহযোগিতা ছাড়া পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব নয়।
২| ১১ ই মার্চ, ২০২৪ রাত ১১:৪২
মোহাম্মদ গোফরান বলেছেন: আফসোস!
১২ ই মার্চ, ২০২৪ দুপুর ১:১৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বড়ই আফসোস!
বড়ই আক্ষেপ!!
৩| ১২ ই মার্চ, ২০২৪ রাত ১২:৩২
মিথমেকার বলেছেন: শব্দ; স্থান, কাল, পাত্র ইত্যাদিতে পরিবর্তিত হয়। যেমন ভারতেই কলকাতার বাইরে বেশির ভাগ প্রদেশে পানি বলে। দিল্লি, বেনারস, চেন্নাই, জয়পুর, আগ্রা, কাশ্মীর আরও অনেক। পূর্ব ভারতে আবার জল বলার এর আধিক্য বেশি।
পানি হিন্দি শব্দ, জল বাংলা শব্দ। এই দুটোরই জন্ম সংস্কৃত থেকে। একটা তদ্ভব আরেকটা তৎসম।
পানি যদি আসলেই মুসলিম শব্দ হতো তাহলে আরব দেশগুলোতে পানি কে তাঁরা পানি বলত।
কিন্তু তাঁরা পানি কে পানি না বলে কী বলে? আরবিতে পানি বা জল কে বলে মাহ, মাই, মোইয়া(বিভিন্ন ডায়ালক্ট)।
এই বলে কী বাঙ্গালী হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ বা অন্য ধর্মের যারা আছেন তাঁদের মা কে মা ডাকা বাদ দিবেন? মা আরবি ভাষা তাই? বাঙ্গালী কয়জন আছেন যে মা কে জননী ডাকেন? আপনি নিজের মা কে কী ডাকেন জননী নাকি মা?
একটি শিশু শৈশব থেকে যা শুনে বড় হয়; শব্দ বা ভাষা সে ওটাই বলে অভ্যস্ত হয়। ফ্যামিলি প্রাকটিস বলতে পারেন।
মুসলিম হাউসহোল্ড এ পানি বলা হয় সাধারণত, অন্যদিকে হিন্দু হাউসহোল্ড এ জল বলে।
এটা সম্পূর্ণটাই প্র্যাক্টিস, বহুদিনের প্র্যাক্টিস! এখানে ধর্মের গন্ধ খোঁজা বোকামি ছাড়া আর কিছুই নয়।
আপনার লেখার টপিকটা ইন্টারস্টিং। কিন্তু, বাইঅ্যাসনেস আছে।
ধন্যবাদ।
১২ ই মার্চ, ২০২৪ রাত ১০:০১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি অসাধারণ সুন্দর মন্তব্য করেছেন যেটা বলাই বাহুল্য ।
এত সুন্দর মন্তব্য যিনি করতে পারেন তিনি অবশ্যই একজন বিচক্ষণ ও গুণী ব্যক্তি তাতে কোন সন্দেহ নেই।
আপনি অনেক অনেক ভাল থাকুন।
আনন্দে থাকুন।
৪| ১২ ই মার্চ, ২০২৪ রাত ৩:৪৩
তানভীর রাতুল বলেছেন: 'মালাউন' শব্দের ব্যবহার দিয়েই বোঝা যাচ্ছে আপনার সংকীর্ণ চিন্তাধারাটা। আর 'মমিন-মুসলমান' আবার কোন উপজাতি? এইসব অল্পজ্ঞানী ফাতরামি ভুলভালবালছাল লেখার চেয়ে রসময় গুপ্তের চটিবই ভালো।
১২ ই মার্চ, ২০২৪ রাত ৯:৩৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমার সম্পর্কে আপনার সঠিক ধারণা নেই।
আমার পুরাতন নতুন নতুন সব লেখাগুলো পড়ুন ।
আমাকে বুঝতে পারবেন।
ধন্যবাদ ।
ভালো থাকবেন সব সময় ।
আনন্দে থাকবেন সব সময়।
৫| ১২ ই মার্চ, ২০২৪ সকাল ৯:০৯
এম ডি মুসা বলেছেন: জল হলো তৎসম শব্দ এবং পানি হলো হিন্দি শব্দ।
১২ ই মার্চ, ২০২৪ রাত ৯:৩৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি অনেক সঠিক কথা বলেছেন।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
ভালো থাকবেন ।
সব সময় আনন্দে থাকবেন।
৬| ১২ ই মার্চ, ২০২৪ সকাল ৯:১১
এম ডি মুসা বলেছেন: অপ, বারি, উদক, সলিল, অম্বু, নীর, পয়ঃ, তোয়; বৃষ্টি। এই সব শব্দ প্রচলিত নয় তাই এই গুলো ব্যবহার করে না
১২ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৩০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সঠিক বলেছেন।
৭| ১২ ই মার্চ, ২০২৪ সকাল ৯:৪৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: পানি হলো হিন্দি শব্দ। হিন্দি সনাতনিরা পানি বললেও বাঙ্গালী সনাতনিরা জল বলে। বাঙ্গালী মুসলমান হিন্দি পানি বলে। এতে মুসলমানির কিছু নাই। আর জল বলাতেও হিন্দুয়ানির কিছু নাই।
১২ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৩০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি নিজে কী বলেন?
পানি বলেন?
নাকি জল বলেন?
কেন বলেন?
৮| ১২ ই মার্চ, ২০২৪ দুপুর ২:০০
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি হিন্দি পানি বলি। পানি বলতে ভালো লাগে সেজন্য বলি।
১২ ই মার্চ, ২০২৪ দুপুর ২:৪৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমিও পানি বলি।
তবে যখন ইংরেজিতে কথা বলতে হয় তখন বলি: Water
মালয় ভাষায় বললে- Air ( আয়ের)
ফরাসীতে বলে- Eau
৯| ১২ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৬:৩৭
রাজীব নুর বলেছেন: মুমিন, আলেম আর হাফেজদের সমস্যা হলো তারা আজও মানুষ হতে পারেনি।
১২ ই মার্চ, ২০২৪ রাত ১০:০৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মানবতাই সব চেয়ে বড় ধর্ম ।
কবি বলেছেন- সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।
১০| ১২ ই মার্চ, ২০২৪ রাত ১১:২২
মিথমেকার বলেছেন: আপনি অসাধারণ সুন্দর মন্তব্য করেছেন যেটা বলাই বাহুল্য ।
এত সুন্দর মন্তব্য যিনি করতে পারেন তিনি অবশ্যই একজন বিচক্ষণ ও গুণী ব্যক্তি তাতে কোন সন্দেহ নেই।
আপনি অনেক অনেক ভাল থাকুন।
আনন্দে থাকুন।
মোহাম্মদ সাজ্জাদ হোসেন অনেক অনেক ভালোবাসা আপনার জন্য!
সত্যি আপনার মন্তব্য পড়ে প্রথমে বিশ্বাস হচ্ছিল না। খুব অল্প সংখ্যক মানুষই ভিন্নমত প্রকাশ কে সম্মান জানাতে পারে। আমি চাইলেই আপনাকে অশ্রাব্য ভাষায় আক্রমণ বা ব্যক্তি আক্রমণ করতে পারতাম। কিন্তু লাভ কী হত? যদি কোন লেখক স্বাধীন এবং মার্জিত ভাবে নিজের লেখা বা চিন্তা প্রকাশ করতে না পারেন, তাঁর সমমনাদের সাথে তবে সে সমাজে তথ্য জ্ঞান এর চর্চা স্থবির হয়ে পড়ে। আমাদের সমাজেই একটু তাকিয়ে দেখুন না বেশির ভাগ মানুষই ভিন্নমত সহ্য করতে পারেন না। যদিও কিছু কিছু সময় সেটার কিছু কিছু কারণ ও আছে ভিন্নমত এর প্রকাশ মার্জিত হয়না ইত্যাদি ইত্যাদি।
ওয়েস্টার্ন বা উন্নত দেশ গুলোতে যারা একাডেমীশিয়ান, রিসার্চার, লেখক, কবি, সাহিত্যিক সবাই নিজেদের মধ্যে দারুণ এক তথ্য জ্ঞান চর্চায় বাস্ত থাকেন, তাঁরা ভিন্নমতের প্রতিক্রিয়া করেন খুবই মার্জিত ভাবে। কবি তাঁর কবিতার সমলোচনা করেন কবিতা দিয়েই। লেখক লেখনী দিয়ে, রিসার্চার হাইপোথিসিস প্রমাণ করার মাধ্যমে। দারুণ এক পরিবেশ তাদের মধ্যে, দারুণ এক বন্ধন! কিন্তু আমাদের মধ্যে সেটা নেই আছে শুধুই হিংসা আর ঘৃণা। আর ধর্ম নিয়ে মারামারি হাউকাউ!
সবার ধর্য-সহ্য শক্তি বাড়ুক এটাই কামনা করি।
সুস্থ থাকেবন ভালো থাকবেন লেখক, আবারও অনেক অনেক ভালোবাসা!
১৩ ই মার্চ, ২০২৪ রাত ১২:০১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনাকে আবারও সম্মান এবং ধন্যবাদ জানাই ।
আমি একজন অসুস্থ মানুষ।
লেখা এবং পড়া আমার দীর্ঘ দিনের একটা পুরনো অভ্যাস ।
বাংলাদেশে আসার পরে এই অভ্যাসটা আবার জেগে উঠেছে ।
তাই আমি পরিকল্পনা করেছি সম্ভব হলে যদি টাকা পয়সা জোগাড় করতে পারি এক বছরের মধ্যে কমপক্ষে একটা বই বের করবো।
সে লক্ষ্যে কাজ করছি ।
ভালো থাকবেন ।
পরবর্তী পোস্টে আবার দেখা হবে।
১১| ১৩ ই মার্চ, ২০২৪ রাত ১২:০৫
মিথমেকার বলেছেন: আপনাকে আবারও সম্মান এবং ধন্যবাদ জানাই ।
আমি একজন অসুস্থ মানুষ।
লেখা এবং পড়া আমার দীর্ঘ দিনের একটা পুরনো অভ্যাস ।
বাংলাদেশে আসার পরে এই অভ্যাসটা আবার জেগে উঠেছে ।
তাই আমি পরিকল্পনা করেছি সম্ভব হলে যদি টাকা পয়সা জোগাড় করতে পারি এক বছরের মধ্যে কমপক্ষে একটা বই বের করবো।
সে লক্ষ্যে কাজ করছি ।
ভালো থাকবেন ।
পরবর্তী পোস্টে আবার দেখা হবে।
শুভ কামনা আপনার জন্য।
১৩ ই মার্চ, ২০২৪ রাত ১২:১০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভালো থাকবেন সব সময়।
সময় গুলো হোক অনিন্দ্য সুন্দর।
১২| ১৩ ই মার্চ, ২০২৪ সকাল ৯:০৪
শেরজা তপন বলেছেন: আপনার এই পোস্টের সবচেয়ে বড় পাওনা ব্লগার মিথমেকার মন্তব্য। দারুণ লিখেছেন উনি।
১৩ ই মার্চ, ২০২৪ দুপুর ২:১৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আসলেই অনেক সুন্দর লিখেছেন উনি।
মানুষের হাত দিয়ে কখন যে সুন্দর একটা অসাধারণ মানের লেখা বের হয়ে আসবে আগে ভাগে বলা যায় না।
১৩| ১৩ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:৫০
মিথমেকার বলেছেন: @শেরজা তপন
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ!
১৩ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৫১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এত সুন্দর মন্তব্য আমিও কখনো দেখিনি।
কেননা ব্লগে বেশিরভাগ মন্তব্য দেওয়া হয় খোঁচা মূলক।
১৪| ১২ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:০৬
Rose Black বলেছেন: যতই কঠিন পরিস্থিতি হোক না কেন, আশা হারাবেন না। https://agargame.io
১৫| ২৬ শে ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:০১
পওলয়পওলয় তআছক বলেছেন: The graphics in PolyTrack use a low-poly style, creating a unique beauty and helping the game run smoothly on many different devices.
১৬| ২০ শে জানুয়ারি, ২০২৫ সকাল ৮:৩৬
টবগমৃুাপৃসত বলেছেন: From the detailed characters to the rich upgrade system, Chill Guy Clicker is a masterpiece of fun and creativity. You’ll love every second of it!
©somewhere in net ltd.
১| ১১ ই মার্চ, ২০২৪ রাত ১১:১৬
শূন্য সারমর্ম বলেছেন:
বয়কটবিদ্যা শিখতে পারা সহজ।