নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

ফুরিয়ে যাবে গ্যাস সম্পদ। **************************

১৪ ই মার্চ, ২০২৪ দুপুর ১:১০

আমি যখন অনেক ছোট তখন আমার দাদী মারা যান। তার একটি কথা আমার আজো মনে আছে। তিনি অনেক অনেক রূপ কথার গল্প জানতেন। অসংখ্য পিঠার নাম জানতেন। বানাতে পারতেন। এক দিন রূপকথা শোনার বায়না ধরতেই দারুণ একটি রূপ কথা শুনালেন । শেষে একটি নীতি কথাও বলেছিলেন। তা হল: ঝিনুকের চামচ দিয়ে যদি মেপে মেপেও খরচ করা হয় তাহলে রাজার গোলাও এক দিন শেষ হয়ে যায়। পৃথিবীতে সম্পদের ভান্ডার অসীম নয়।

বাংলায় একটি কথা আছে, মারি তো গন্ডার, লুটি তো ভান্ডার!

সাধারণ প্রজারা ধরেই নিতে পারে যে, রাজার গোলা (ভান্ডার) অনেক বড়। কিন্তু তা যদি মেপে মেপেও খরচ করা হয় তাহলেও তা শেষ হয়ে বাংলায় একটি কথা আছে , মারি তো গন্ডার, লুটি তো ভান্ডার!

সাধারণ প্রজারা ধরেই নিতে পারে যে, রাজার গোলা (ভান্ডার) অনেক বড়। কিন্তু তা যদি মেপে মেপেও খরচ করা হয় তাহলেও তা শেষ হয়ে যাবে। তাই যে কোন কিছু খরচের ব্যাপারে মিতব্যয়ী হওয়া প্রয়োজন। তার মানে, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কোন খরচ করা উচিত নয়।

কিন্তু আমাদের দেশের অনেক জায়গায়ই দেখি প্রয়োজন না থাকলেও খরচ করা হয়।

বিধাতার এক অসামান্য দান বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস। এতে মিথেনের পরিমান অনেক বেশী বলে সরাসরি এই গ্যাস ব্যবহার করা যায়। শোধন করতে হয়না। কিন্তু বাংলাদেশের মানুষ গ্যাস রেখে খেতে পারল না এটাই আফসোস। তাই যে গ্যাসে ৫০০ বছর চলতে পারত তা হয়তো ৫০ বছরেই শেষ হয়ে যাবে।

অনেক আগে ঢাকা শহরে গ্যাসের মিটার ছিল। আমাদের উচিত ছিল মিটারকে আরো উন্নত করে নিখুঁত রিডিং পাবার ব্যবস্থা করা। তা না করে পরবর্তীতে সেই মিটার খুলে নেয়া হয়। ফলে যত পার খরচ কর। কিন্তু বিল আসবে সেই ৫০০ টাকাই । তারপর সব মিটার তারা খুলে নিয়ে গেল। মিটারের কোন দরকার আর রইলো না।

আম জনতা এই সুযোগ লুফে নিল। সেই থেকে কেউ আর ম্যাচ কিনে না। ২ টাকা খরচ করে ম্যাচ কেনা বাদ দিল সবাই । সকালে উঠে সেই যে চুলা জ্বালায় আর রাত ১২ টা না বাজলে নেভানোর নাম করে না। কেনই বা করবে? বিল তো একই । আপনি যদি চুলা জ্বালান তাহলে মাস শেষে যে বিল উঠবে আর না জ্বালালেও মাস শেষে সেই একই বিল উঠবে। আমরা তো আর বোকা নই। বিল যখন দেবই সারা দিন জ্বালিয়েই বিল দেই। তখন থেকে মানুষ কাপড় শুকায় গ্যাসের চুলোয়। মাস শেষে গ্যাসের বিল দেয়। দাম তুলে নিতে হবে না।

এই ভাবে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে এবং গেছে আমাদের গ্যাস সম্পদ। সেই দিন বেশী বাকি নেই যেদিন ঢাকা বাসীকে আবারও কাঠ,কয়লা, কেরসিন কিংবা এলপি গ্যাসের সিলিন্ডার কিনে চুলা জ্বালাতে হবে। আজকের গ্যাসের গ্যাসের ব্যবহার সেদিন হবে রূপকথার গল্প। আমরা সেই রূপকথার গল্পে দিকে ক্রমশ অগ্রসর হচ্ছি।

আমার দাদী গ্যাস দেখেছিলেন কিনা আমার মনে নেই। তবে তার নীতি কথাটা আমার চিরদিনই মনে থাকবেঃ চামচ দিয়ে যদি মেপে মেপে খরচ করা হয় তাহলে রাজার গোলাও একদিন শেষ হয়ে যায়।

আমাদের প্রাকৃতিক গ্যাসের মজুদ শেষ হয়ে আসছে। কবে এক দিন শুনবঃ কোথাও গ্যাস নেই। আর গ্যাস আসবে না। শত মিছিল করলেও গ্যাস আর আসবে না। হ্যামিলন শহরের সেই দুষ্ট বাশিওয়ালা শহরে সব শিশুদের নিয়ে পালিয়ে গিয়েছিল । আমাদের গ্যাসও সেই ভাবে হারিয়ে যাবে।

আফসোস!

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০২৪ দুপুর ১:১৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: আফসোস!

১৪ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



বড়ই চমেৎকার।
বড়ই মর্মান্তিক!

২| ১৪ ই মার্চ, ২০২৪ দুপুর ১:২১

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ঢাকার অনেক জায়গায় গ্যাসে প্রিপেইড মিটার চালু হয়েছে। আস্তে আস্তে সব জায়গায় প্রিপেইড হয়ত চলে আসবে।

১৪ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

গ্যাস ফুরিয়ে গেলে গ্যাসের সাপ্লাই তো থাকবে না ।
তখন মিটার দিয়ে কি করবেন ?
এটা এমন কোন জিনিস না যে সাজিয়ে রাখতে পারবেন।
গ্যাস আছে তো মিটারের গুরুত্ব আছে ।
গ্যাস নাই তো মিটারের কোন গুরুত্ব নাই।

৩| ১৪ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৩৪

মিথমেকার বলেছেন: দারুণ লিখেছেন, পড়ে ভালো লাগল।
আমাদের দেশটা পিছিয়ে পড়ার মূল কারণ নৈতিকতার অভাব। এখন আর কোথাও শিশুদের তেমন নৈতিকতা শিক্ষা দেওয়া হয়না, পরিবার স্কুল কোথাও না। (মুষ্টিমেও কিছু পরিবার বাদে)
এখন পরিবার থেকে শিশুরা শিক্ষা পাচ্ছে; জীবন একটা রেস তোমাকে যেভাবেই হোক ওপরে উঠতে হবে। পিছিয়ে পড়লে চলবে না। এখন বাবা মা সন্তানের চাকরির জন্য ঘুষ দিয়ে হজ এ যায়, আল্লার ঘর ধরে কালো পাথরে চুমু খেয়ে বলে; হে খোদা আমাকে মাফ করে দাও। আমার সন্তানের চাকরিটা যেন হয়, ওই লোক যেন আমার টাকাটা না মেরে দেয়।
শিশুদের নৈতিকতা এবং দেশ প্রেম শিক্ষা না দিলে একদিন এই শিশুরাই বলবে; সরকারি মাল দরিয়ামে ঢাল। আত্ম কেন্দ্রিক হয়ে পড়বে প্রতিটি মানুষ। দেশটা হবে ডাষ্টবিন; দুই স্তর বিশিষ্ট ডাস্টবিন।
দেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে, তখন দেশে মাত্র দুটো শ্রেণী থাকবে বিত্তবান এবং গরিব। মধ্যবৃত্ত বা তৃতীয় কোনো শ্রেণি থাকবে না।
ওদিকেই এগিয়ে যাচ্ছে দেশ।

১৪ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আপনার চিন্তাধারা অসাধারণ ।
আপনার মন্তব্য গুলো আমার খুবই উপভোগ্য লাগে।
মাঝে মাঝে মনে হয় আপনার মন্তব্য গুলো সংগ্রহ করে সুন্দর একটা লেখা তৈরি করি।

৪| ১৪ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৩৭

আরইউ বলেছেন:




খুব ভালো টপিক, সাজ্জাদ!

গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা মানে ১. অগ্নিঝুঁকিঃ অসাবধানতাবশত আগুন লেগে বড় দূর্ঘটনা ঘটতে পারে; ২. স্বাস্থ্যঝুঁকিঃ যেমন অ্যাজমার ঝুঁকি বাড়তে পারে (বিশেষ করে শিশুদের ক্ষেত্রে)।

১৪ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আমার কাছে প্রায়ই মনে হয় রান্না করার জন্য জ্বালানি হিসেবে গ্যাসের চেয়ে ইলেকট্রিসিটি অনেক বেশি ভালো এবং মনে হয় নিরাপদ ।
আমাদের যদি উপায় থাকতো তাহলে আমরা বাসায় গ্যাস ব্যবহার না করে ইলেকট্রিসিটি ব্যবহার করতাম ।
কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের কোন উপায় নেই ।
তাই বাধ্য হয়ে আমাদের গ্যা, সিলিন্ডার গ্যাস, লাইনের গ্যাস এসব ব্যবহার করতে হয়।
আফসোস!

৫| ১৪ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৫৮

রবিন.হুড বলেছেন: সকলের বোধ উদয় হোক।

১৪ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আমাদের অন্যতম সমস্যা হচ্ছে আমরা সমষ্টিগতভাবে নিজেদের ভালো কখনোই চাই না।
আমরা ব্যক্তিগতভাবে নিজের ভালো চাই এবং সেটা যদি জাতীয় স্বার্থের ক্ষতি করে ও হয় সেটাই আমরা চাই।
আফসোস!!

৬| ১৪ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:১৭

সোনাগাজী বলেছেন:



জাতিটার বড় অংশই ইডিয়ট

১৪ ই মার্চ, ২০২৪ রাত ৮:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আমরা প্রত্যেকটা মানুষই ভিতরে ভিতরে প্রচন্ড ভাবে ব্যক্তি কেন্দ্রিক ।
ব্যাক্তি কেন্দ্রিক হওয়া ভালো।
কিন্তু জাতীয় স্বার্থের ক্ষতি করে হলেও আমরা ব্যক্তিগত স্বার্থটাকে বড় করে দেখি।
আফসোস!!

৭| ১৪ ই মার্চ, ২০২৪ বিকাল ৫:২৮

শূন্য সারমর্ম বলেছেন:


আশেপাশে বাসা খুজতে গিয়ে মনে হচ্ছে,গ্যাস সহ বাসা পাওয়া সোনার হরিণ।এখনই সিলিন্ডারের জয় জয়।

১৪ ই মার্চ, ২০২৪ রাত ৮:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



সবচেয়ে ভালো হবে যদি ঢাকা শহর থেকে দূরে গ্রাম অঞ্চলে গিয়ে থাকতে পারেন।
এটা হতে পারে কোন মফস্বল শহর কিংবা উপজেলা শহর সেখানে আপনি ঢাকার চেয়ে অনেক ভালো থাকতে পারবেন

৮| ১৪ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০৯

বিষাদ সময় বলেছেন: আম জনতা এই সুযোগ লুফে নিল। সেই থেকে কেউ আর ম্যাচ কিনে না। ২ টাকা খরচ করে ম্যাচ কেনা বাদ দিল সবাই । সকালে উঠে সেই যে চুলা জ্বালায় আর রাত ১২ টা না বাজলে নেভানোর নাম করে না। কেনই বা করবে? বিল তো একই । আপনি যদি চুলা জ্বালান তাহলে মাস শেষে যে বিল উঠবে আর না জ্বালালেও মাস শেষে সেই একই বিল উঠবে। আমরা তো আর বোকা নই। বিল যখন দেবই সারা দিন জ্বালিয়েই বিল দেই। তখন থেকে মানুষ কাপড় শুকায় গ্যাসের চুলোয়। মাস শেষে গ্যাসের বিল দেয়। দাম তুলে নিতে হবে না।

এখানে আমাদের নীতি, নৈতিকতার দৈন্যতা ফুটে উঠেছে । এই নৈতিকতার অভাবের ফলে আমরা সবখানে দেশের ক্ষতি করছি।

তাই যে গ্যাসে ৫০০ বছর চলতে পারত তা হয়তো ৫০ বছরেই শেষ হয়ে যাবে।


কিন্তু আপনার এ কথার সাথে দ্বিমত পোষণ করছি। কারণ মোট ব্যবহৃত গ্যাসের মাত্র ৪% গ্যাস ব্যাবহার হয় ডোমেস্টিক কাজে ।বাকি ৯৬% গ্যাসের ব্যহারকারীরা হলো সারকারখানা, বিদুৎ প্ল্যন্ট এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান যাদের সকলেরই মিটার আছে(যদিও এসব মিটারে চুরি হচ্ছে একটা বড় ফ্যাক্টর)। কাজেই আমরা বাসাবাড়ির মানুষেরা চেষ্টা করেও ৫০০ বছরের গ্যাস ৫০ বছরে শেষ করতে পারবো না। আশা করি আমার বক্তব্যে কিছু মনে করবেন না। ধন্যবাদ।

১৪ ই মার্চ, ২০২৪ রাত ৮:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




বাংলাদেশ গ্যাসের সরবরাহ ব্যবস্থা সত্যিকার অর্থেই কোন শৃঙ্খলা আছে কিনা সেটা আমার অন্তত জানা নেই ।
আপনি যেটা বলেছেন বাসাবাড়িতে খুবই কম গ্যাস ব্যবহার করা হয় ।
সেটা শুনে খুবই ভালো লাগলো ।

কিন্তু দেখেন বাসাবাড়িতে যে খুবই অল্প পরিমাণ গ্যাস ব্যবহৃত হয় সেই অল্প পরিমাণ গ্যাস ও কিন্তু এখন আর সংযোগ দিচ্ছেন না।
কারণ কর্তৃপক্ষ জানে তাদের ভান্ডারে খুব বেশি গ্যাস নেই।
সুতরাং বাসা বাড়ির গ্যাস বন্ধ রেখে হলেও কিছুটা গ্যাস তারা অন্যত্র ব্যবহার করার চেষ্টা করছে ।

এটা একটা ভালো দিক হতে পারে ।
আর আপনি কল কারখানার যে গ্যাসের কথা বললেন সেই ক্ষেত্রে আসে কলকারখানার গ্যাসেও চলছে বিরাট অরাজকতা ।
অনেকেই সঠিক সময় সঠিক পরিমাণে গ্যাসের সাপ্লাই পায় না ।
তারপরে আছে বিলিং এর ক্ষেত্রে বিরাট কারচুপি ।

দেখা গেছে ৫০ লাখ টাকার গ্যাসের বিল ঘুষ দিয়ে ৭০-৮০ হাজার টাকায় নিয়ে আসে।
তাহলে গ্যাস কোম্পানি লস খায় ।
পকেট ভরে কর্মচারীদের ।

গ্যাসের যদি এতই ভালো ভান্ডার থাকে তাহলে গ্যাস আমদানি করতে হচ্ছে কেন?

এটা কি আপনি জানেন ?
মধ্যপ্রাচ্যের দেশ কাতার হতে ট্রনকে টন গ্যাস আনা হচ্ছে।
তারপরেও গ্যাসের চাপ বাড়ানো যাচ্ছে না।
আফসোস।

৯| ১৪ ই মার্চ, ২০২৪ রাত ৮:২৬

বিষাদ সময় বলেছেন: আমাদের গ্যাসের মজুদ মোটেও বেশি নাই এটা সত্য। কল কারখানায় যে গ্যাসের হরিলুট চলছে সেটা আমি আমার পূর্বের মন্তব্যেই সামান্য আভাস দিয়েছি।
বাসাবড়িতে গ্যাস বন্ধ করে গাড়িকে সিএনজি দেয়া একটি বিতর্কিত সিদ্ধান্ত এবং এ বিতর্ক চলছে বগুদিন ধরে। এলপিজির ব্যবসা সম্পসারণের জন্য বাসাবাড়িতে গ্যাস বন্ধ করা একটা সুকেৌশলি সিদ্ধান্ত। এ ছাড়া আরো কিছু কারণ আছে যা স্বল্প পরিসরে আলোচনা সম্ভব না।

সত্যিই আাফসোস।

১৫ ই মার্চ, ২০২৪ রাত ১১:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আলোচনার দরকার আছে ।
আপনি এই বিষয়ের উপর একটা পোস্ট দেন ।
আমরা আরো জানতে চাই।

১০| ১৪ ই মার্চ, ২০২৪ রাত ৮:৪৪

কামাল১৮ বলেছেন: নীতি কথাটি আমরা শুনেছি এই ভাবে।বসেখেলে একদিন রাজার ভান্ডার শেষ হয়ে যায়।

১৪ ই মার্চ, ২০২৪ রাত ১০:৩৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


সঠিক।
খুবই সুন্দর ভাবনা।

১১| ১৪ ই মার্চ, ২০২৪ রাত ১১:৪৩

মিথমেকার বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন,
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য!
মাস্টার মেকার ঋত্বিক ঘটক এর একটা চলচ্চিত্র আছে "তিতাস একটি নদীর নাম"; শ্রী অদ্বৈত মল্ল বর্মণ এর উপন্যাস এর ওপর নির্মিত। অসাধারণ এক চলচ্চিত্র! চলচ্চিত্রে "2:2:00" এই সময় (কাদের মিয়া) গোলাম মুস্তাফা তাঁর ছেলে কে বলেন: "দে, তোর পুতেরে মক্তবেই দে। কিন্তু কইয়া রাখলাম, যদি মিথ্যা কথা শেখে আর যদি পরেরে ঠোকাইতে শেখে তাইলে অরে, অরে কিছু কোমু না। তোমার মাথাখান আমি ফাটায়ে রাখুম সাদের মিয়া"!
ওই সময়কার নিরক্ষর কৃষকের কাছে অক্ষর জ্ঞান থেকে নৈতিকতা বড় ছিল। সে শঙ্কায় ছিলো যে তাঁর নাতি মক্তবে গেলে মিথ্যা কথা শিখবে, পর কে ঠকাতে শিকবে! আর এখন আমরা নৈতিকতা সততার অস্তিত্বই ভুলতে বসেছি।
চলচ্চিত্রটি যদি আগে দেখে না থাকেন, দেখতে পারেন। বাংলা চলচ্চিত্রে এক অমর সৃষ্টি।

১৫ ই মার্চ, ২০২৪ রাত ১১:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




এই সিনেমা আমার কাছে নতুন কিছু নয়।
অনেকবারই দেখা আছে।

১২| ১৫ ই মার্চ, ২০২৪ রাত ১২:২৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

এই সিনেমা আমার কাছে নতুন কিছু নয়।
অনেকবারই দেখা আছে।

১৫ ই মার্চ, ২০২৪ রাত ১১:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আচ্ছা।
ঠিক আছে।

১৩| ১৫ ই মার্চ, ২০২৪ সকাল ১১:২২

রাজীব নুর বলেছেন: আপাতত যতটুকু গ্যাস আছে, তা দিয়ে ৩৫ থেকে ৩৫ বছর পার হয়ে যাবে। উক্ত গ্যাস শেষ হওয়ার আগেই আশা করি নতুন গ্যাস ফিল্ড আবিস্কার হয়ে যাবে।

১৫ ই মার্চ, ২০২৪ রাত ১১:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



সেই আশায়ই থাকেন।

১৪| ১৫ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:৪৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তাও তো বিল দিয়ে সারাদিন জ্বালিয়ে রাখে চুলা। কিন্তু এমন এমন অবৈধ সংযোগ আছে যেখানে বছরের পর বছরও কেউ বিল দেয় না, অথচ গ্যাসও ব্যবহার হচ্ছে। এটাই বাংলাদেশ। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি...

১৫ ই মার্চ, ২০২৪ রাত ১১:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



বড়ই খারাপ কথা!
আমাদের দেশের সবাই খালি নিজের স্বার্থটা বোঝে,জাতীয় স্বার্থ বোঝে না।
আফসোস!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.