নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

ভাষা নিয়ে ভাসা ভাসা**********

১৭ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৪৩




* নতুন একটি ভাষা শেখার চেষ্টা করা আসলেই দারুন একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা। যারা নতুন একটি ভাষা শিখতে শুরু করেছেন তারা নিশ্চয়ই আমার সাথে এক মত হবেন।



* রোমান ভাষা (Romance Language)- Latin ( Vulgar Latin) থেকে জাত ভাষাকেই রোমান ভাষা বলে।
বহুল ব্যবহৃত রোমান ভাষাগুলো হচ্ছেঃ

( ১) স্প্যানিশ ভাষা- ৪৮০ মিলিয়ন লোকের দেশজ ভাষা।

(২) পর্তুগিজ ভাষা- ২৫৫ মিলিয়ন লোকের দেশজ ভাষা।

(৩) ফরাসি ভাষা- ৭৭ মিলিয়ন লোকের দেশজ ভাষা।

(৪) ইতালিয়ান ভাষা- ৬৫ মিলিয়ন লোকের দেশজ ভাষা।

(৫) রুমানিয়ান ভাষা- ২৪ মিলিয়ন লোকের দেশজ ভাষা।

* পৃথিবীতে ২৯ টি দেশের দাপ্তরিক ভাষা হচ্ছে ফরাসি ভাষা।

*ফরাসি ভাষায় সচরাচর সবচেয়ে বেশি ব্যবহৃত অক্ষর হচ্ছে E

বিভিন্ন দাওয়াতপত্রে বহুল ব্যবহৃত ফরাসি বাক্য যা সংক্ষিপ্ত আকারে ব্যবহৃত হয় সেটা হচ্ছেঃ।

R. S. V. P.
( Répondez S'il Vous Plaît).

এর সহজ সরল ইংরেজি হচ্ছেঃ Please Respond.

আমার নিজের ধারণা অল্প কয়েকটি শব্দ শিখে ও কোন একটি ফরাসি দোকানের দোকানদারের সাথে আলাপ করে কেনাকাটা সেরে আসা সম্ভব ।কেননা দোকানে জিনিসপত্রের দাম ট্যাগ লাগানোই থাকে। তারপরেও দুই এক কথা বলতে চাইলে এই কথাগুলো বলা যেতে পারে-

১) Hello: Bonjour! অথবা Salut (এটা বেশি ঘনিষ্ঠ লোকেরা ব্যবহার করে)
2) How are you?-Comment vas-tu? অথবা ça va ?
4( I'm fine- Ça va.
3) Thank you very much -Merci beaucoup.
4) Bye bye- Au revoir অথবা Salut
5) See you -À bientôt.


* এবার একটি মজাদার তথ্য শেয়ার করিঃ

১০৬৬ সাল থেকে ১৩৬২ সাল পর্যন্ত প্রায় ৩০০ বছর ইংল্যান্ডের সরকারী/দাফতরিক ভাষা ছিল ফরাসী ভাষা। ।

কারণ সেই সময় ফরাসিরা ইংল্যান্ড দখল করে নিয়েছিল।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৪৯

সোনাগাজী বলেছেন:



ফরাসী সুন্দর ভাষা।
আপনি যদি বাইরে কাজ করতে চান, জার্মান কিংবা জাপানী শিখলে কাজে লাগতে পারে।

১৮ ই মার্চ, ২০২৪ রাত ১২:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আমার বয়সটা সাপোর্ট করছেন না ।
এছাড়া আমার সেই পরিমাণ টাকা পয়সা নাই ।

আসলে ফরাসি ভাষার খুব একটা খারাপ না।
ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, সুইজারল্যান্ড এই সমস্ত দেশে ফরাসি ভাষা এক নম্বর ভাষা ।
এ ছাড়া আরো অনেক দেশে ফরাসি ভাষা এক নম্বর হিসেবে আছে ।
এই সমস্ত দেশে ফরাসি ভাষায় পড়াশোনা করা খুব বেশি ব্যয়বহুল নয়।
ভালো রকম একটা ডিপ্লোমা করে ওখানে কাজ যোগানো সম্ভব।
কানাডা সহ অনেক দেশেই দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃত।
এছাড়া জাতিসংঘের দ্বিতীয় অফিসিয়াল ভাষা হিসেবে ফরাসি ভাষা স্বীকৃত।

২| ১৭ ই মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫

মোহাম্মদ গোফরান বলেছেন: আফসোস!

১৮ ই মার্চ, ২০২৪ রাত ১২:০৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:





বিরাট আফসোস।

৩| ১৭ ই মার্চ, ২০২৪ রাত ৯:০৫

কামাল১৮ বলেছেন: আপনার এই আফসোস এর অর্থ কি?

১৮ ই মার্চ, ২০২৪ রাত ১২:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



এক একটা লেখা বা বক্তব্যের প্রেক্ষাপটে এটার বিভিন্ন রকম অর্থ হতে পারে ।
তাই এটার সুনির্দিষ্ট কোনো অর্থ আসলে ব্যাখ্যা করে বলা সম্ভব নয় ।
প্রয়োগের সময় বুঝে নিতে হবে এটার অর্থটা আসলে কি হতে পারে।

৪| ১৭ ই মার্চ, ২০২৪ রাত ১০:৫৯

শেরজা তপন বলেছেন: ফ্রেঞ্চ ভাষাগুলোর বাংলা উচ্চারণ লিখে দিলে সুবিধা হত।

১৮ ই মার্চ, ২০২৪ রাত ১২:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আপনাদের রুশ ভাষার শব্দের মত ফরাসি ভাষার শব্দগুলো বাংলা ভাষায় লেখা আরো বেশি কঠিন ।
কারণ এখানে যেই হারে চন্দ্রবিন্দু আর র এর উচ্চারণগত সমস্যা সেটা আসলেই কঠিন।
এই ভাষায় র-য়ের উচ্চ্চারণ করা আজ পর্যন্ত আমি পারি নাই।

৫| ১৭ ই মার্চ, ২০২৪ রাত ১১:৩৪

জ্যাক স্মিথ বলেছেন: আমার ফ্রেঞ্চ আর স্প‌্যানিশ শিখার উচ্ছে আছে।

১৮ ই মার্চ, ২০২৪ রাত ১২:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



ইংরেজি ভাষার কাছাকাছি দুইটা কাজিন হচ্ছে ফরাসি ভাষা ও স্প্যানিশ ভাষা ।
কোন একজন মানুষ যদি ইংরেজিটা মোটামুটি জানে তাহলে সে খুব দ্রুতই স্প্যানিশ ও ফরাসি ভাষা শিখতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস রয়েছে।
সেই বিবেচনায় আপনি অত্যন্ত স্মার্ট একজন মানুষ।
আপনার এই দুইটা ভাষা শিখতে মোটেও খুব বেশি কষ্ট হবে না।
আপনার জন্য অনেক অনেক শুভ কামনা থাকলো।

৬| ১৮ ই মার্চ, ২০২৪ সকাল ১১:৩৬

রাজীব নুর বলেছেন: জীবনে বাংলা ছাড়া আর কোনো ভাষাই পারি না।
আফসোস। বিরাট আফসোস।

১৮ ই মার্চ, ২০২৪ দুপুর ১:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



হিন্দী তো ঠিকই পারেন।
আবার কথায় কথায় ঠিকই লেকচার মারেনঃ বয়কট ইন্ডিয়া!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.