নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়ায় বহুল ব্যবহৃত কিছু শব্দ সংক্ষেপ। ******************

২৬ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:২৮

ভৌগোলিক, কূটনৈতিক রাজনৈতিক, ধর্মীয় ও প্রবাসী আয় ইত্যাদি দিক দিয়ে বিবেচনা করলে মালয়েশিয়া বাংলাদেশের খুবই বিশ্বস্ত একটি বন্ধু রাষ্ট্র।

মালয়েশিয়াতে কিছু কিছু জায়গার নাম তারা এব্রিভিয়েশন আকারে ব্যবহার করে থাকে। সম্ভবত পুরো শব্দটা উচ্চারণ করতে সময় লাগে অথবা আরামদায়ক নয় বিধায় তারা অনেক ক্ষেত্রেই এই শব্দ সংক্ষেপে বা এব্রিভিয়েশন ব্যবহার করে থাকে ।

এখানে কয়েকটি জায়গার নামের উদাহরণ দেওয়া যেতে পারে। যেমন-
১। রাজধানী কুয়ালালামপুর কে সচরাচর বেশিরভাগ মানুষই কুয়ালালামপুর না বলে কেএল বলে থাকে। Kuala Lumpur -KL
Abbreviation for Kuala Lumpur, the capital city of Malaysia: We arrive in KL at 8:05 am. He works at the U.S. embassy in KL.

২। Kuala Lumpur City Center - KLCC

৩। পেতালিং জায়া Petaling Jaya - PJ

একইভাবে আরো কয়েকটি বিখ্যাত জায়গা যেমন
৪। জহর বাহরুকে জেবি Johr Bahru - JB,
৫। পেতালিং জায়াকে পিজে Petaling Jaya - PJ নামে ডাকতে বেশি অভ্যস্ত মালয়েশিয়ানরা ।

যারা তাবলীগ জামাতে সময় লাগান বা মেহনত করেন তাদের কাছে শ্রী পেতালিং Sri Petaling জায়গাটি খুবই পরিচিত একটি নাম।


আমরা অনেকেই জানি না যে পড়াশোনার জন্য বাংলাদেশের অনেক ছাত্র-ছাত্রীদের প্রিয় দেশ হচ্ছে মালয়েশিয়া ।
মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলিতে বাংলাদেশের কয়েক হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করছে ।
অন্তত দেড় থেকে ২০০০ পিএইচডি শিক্ষার্থী আছে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ।
এ বিশ্ববিদ্যালয়গুলোকেও তারা শর্টকাট নামে ডাকে।
যেমন একটি বিশ্ববিদ্যালয়ের শর্টকাট নাম হচ্ছে
1. UPM- University Putra Malaysia
2. UTM- University Technology Malaysia.
3. IIUM- International Islamic University Malaysia ইত্যাদি।

একইভাবে পর্যটক হিসেবে যারা বেড়াতে যায় তারাও এটাতেই অভ্যস্ত হয়ে যায় । এমনকি প্রবাসী বাংলাদেশী শ্রমিকরাও এই শব্দ সংক্ষেপ দারুনভাবে অভ্যস্ত।


তবে এই সমস্ত শব্দ সংক্ষেপ এর মধ্যে অনেক সময় মানুষও পরে যান।

যেমন মালেশিয়ার জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব তুন ডক্টর মাহাথির মোহামাদকে পত্রপত্রিকা এবং মিডিয়া জগতে ডঃ এম নামে ডাকা হয় ।

৬। Tun Dr Mahathir Mohamed - Dr M

বড়ই আচানক ঘটনা বটে।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:০২

মোহাম্মদ গোফরান বলেছেন: জানলাম।

অ:ট:
ব্লগার চাঁদগাজীকে দেখছিনা। কই গেসেন?

২৬ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আছেন বাসায় হয় তো বয়স হয়ে গেছে।
শরীরে নানান ধরনের সমস্যা দেখা দেয়।

২| ২৬ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৩৯

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: কখনও মালেয়শিয়া যাওয়া হবে কিনা জানিনা, তাও জেনে রাখলাম

২৬ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



প্রতি বছর বাংলাদেশ থেকে দেড় লাখের মতো মানুষ মালয়েশিয়াতে বেড়াতে যায় ।
আপনিও যেতে পারবেন ।
শুধু সময় এবং সুযোগের অপেক্ষা মাত্র।

৩| ২৬ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৪৯

হাসান কালবৈশাখী বলেছেন:

মালয়েশিয়ার ভাষা ছিল মালয় বা মালে ভাষা।
মালয়েশিয়ান নিজস্ব বর্ণমালা ছিল। অনেকটা থাই ও তামিল বর্ণমালার কাছাকাছি।
কিন্তু মালয়েশিয়া উন্নত হওয়ার সুবিধার্থে কিছু মাথা মোটা বুদ্ধিজীবীরা মালয়েশিয়ার বর্ণমালা ল্যাটিন আলফাবেট করে পরিবর্তন করেছিল। শুধুমাত্র টাইপ রাইটিং করার সুবিধার্থে।
মানে একটি ইংলিশ টাইপ রাইটার কিনে 'মুরাদ টাকলায়' লিখে সহজে ব্যবহার করার জন্য।
এত সমৃদ্ধ নিজস্ব বর্ণমালা পরিত্যাগ করা খুবই বিস্ময়কর।
ইন্দোনেশিয়া ও তুরস্ক একই কাজ করেছে। তুচ্ছ টাইপ রাইটিং সুবিধার জন্য নিজের অতি মূল্যবান ভাষাকে মুরাদ টাকলা করেছে।
পাকিস্তান আমলে ৫২ সালের আগে পূর্ব বাংলার কিছু বুদ্ধিজীবী ও বাংলা ভাষাকে ল্যাটিন অক্ষরে মুরাদ টাকলা করার একটি প্রস্তাব ছিল। কিন্তু ভাষা আন্দোলনের প্রবল উত্তাপে সেই চেষ্টা বিলুপ্ত হয়।



২৬ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৪| ২৬ শে মার্চ, ২০২৪ রাত ১১:০২

শূন্য সারমর্ম বলেছেন:


মালয় ভাষা শিখলে ঐ দেশে চাকুরী পাবার সম্ভাবনা কেমন?

২৭ শে মার্চ, ২০২৪ রাত ১:১৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



জিরো।

৫| ২৭ শে মার্চ, ২০২৪ সকাল ৮:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: ভালো কিছু তথ্য জানা হলো, ধন্যবাদ সাজ্জাদ ভাই।

২৮ শে মার্চ, ২০২৪ রাত ১২:২৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




এরা এদের বিশ্ববিদ্যালয়গুলোকেও সংক্ষিপ্ত নামে ডাকে।
অবশ্য বাংলাদেশে ও বিশ্ববিদ্যালয়কে সংক্ষিপ্ত নামে ডাকার নিয়ম আছে।
যেমন- ঢাবি, রাবি, খুবি, চবি ইত্যাদি।

৬| ২৭ শে মার্চ, ২০২৪ দুপুর ১:৩১

শায়মা বলেছেন: বুঝলাম তারা পিপু ফিশু এর জাঁত ভাই।

আলসা নাম্বার ওয়ান। একটা শব্দ বলতেও এতো আলস্য!!! :(


২৮ শে মার্চ, ২০২৪ রাত ১২:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


কথা সামান্য হলেও সত্য।
এরা আসলেই মোটামুটি ধরনের অলস জাতি।
সে কারণেই বাংলাদেশের শ্রমিকদের এখানে কর্মসংস্থান হয়েছে লাখে লাখে।
নইলে আসলে এতটা কর্মসংস্থান হওয়ার কথা না।

৭| ২৭ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৪৮

রাজীব নুর বলেছেন: আমেরিকাতেও মানুষকে বা বিভিন্ন শব্দকে ছোট করে ডাকা হয়।
যেমন জেনিফার লোপেজ কে বলবে লোপেজ।

২৮ শে মার্চ, ২০২৪ রাত ১২:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আপনি যেটা বলেছেন এটা সব দেশেই করা হয়।
এমনকি বাংলাদেশও করা হয় ।
এটাতে নতুনত্ব তেমন কিছু নাই।

৮| ২৮ শে মার্চ, ২০২৪ সকাল ১১:৩৯

শায়মা বলেছেন: গুড গুড তারা আরও পিপু ফিশু হোক আমাদের শ্রমিকেরা আরও কাজ পাক! :)

২৯ শে মার্চ, ২০২৪ সকাল ১১:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



সেটাই।
আমাদের কাজ দরকার।
আর দরকার রিঙ্গিত ।
দেশে পাঠাতে হবে টাকা।

৯| ২৯ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:৩০

নতুন বলেছেন: আমি ২০০৬ -২০০৮ পযন্ত মালোয়েশিয়াতে ছিলাম।

Bandar Sunway, Sunway Pyramid, Sunway Collage, PJ, KLCC, Buket Bintang, লংকাউই।

আরো কত কিছু মনে পড়ে গেলো।

আবার যেতে হবে ঘুরতে...

২৯ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৩৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




মালয়েশিয়া খুবই চমৎকার একটি দেশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.