নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

আর সত্যি কথা বলবেন না আবুল কালাম আজাদ।

৩০ শে মার্চ, ২০২৪ ভোর ৫:০২

জাতীয় সংসদের মাননীয় সদস্য জনাব আবুল কালাম আজাদ সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তার এই যুগোপযোগী সিদ্ধান্ত সত্যিই অত্যন্ত প্রশংসার দাবিদার।


দেশের আমজনতার জন্মের পর থেকেই জানে যে সত্য কথার ভাত নেই। কিন্তু মাননীয় সংসদ সদস্য বোধ হয় এই কথাটি জানতেন না। তাই তিনি মুখ ফসকে সত্য কথাটি বলে ফেলেছেন।

তবে সে যাই হোক তিনি খুব দ্রুত নিজের ভুল বুঝতে পেরেছেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছেন । বাস্তবতার আলোকে লব্ধ অভিজ্ঞতা থেকে প্রাপ্ত এই সিদ্ধান্ত সত্যি তার পরবর্তী জীবনে কাজে লাগবে।‌ তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আর সত্য কথা বলবেন না।

নাটোর-১ (লালপুর) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ নির্বাচনে খরচ করা এক কোটি ২৬ লাখ টাকা তোলার ঘোষণা দিয়ে এখন তোপের মুখে। সংবিধান ও আইন লঙ্ঘনের অভিযোগে তার শাস্তি দাবি করছেন অনেকে।

এ প্রসঙ্গে সংসদ সদস্য আবুল কালাম আজাদ ডয়চে ভেলেকে বলেন, "আমি যে কথা বলেছি তা সত্য এবং সরল বিশ্বাসে বলেছি। তবে এখন মনে হচ্ছে সব সত্য কথা এভাবে বলতে নাই। ভবিষ্যতে এভাবে সত্য কথা বলবো না।”

- ইত্তেফাক অনলাইন ও ড্য়চেভেলে জার্মানি।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০২৪ ভোর ৫:৩৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


দেশে কত কিছু যে ঘটে যাচ্ছে!!!

আমি খবরে কাগজ পড়ি না, টিভির খবরও কম পড়ি! তাই, অনেক কিছুই জানতে পারি না।

ব্লগে এসে আপনাদের লেখা পড়লে অনেক কিছু জানা যায়!!!

৩০ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




আমারও একই অবস্থা।
অনেক বড় বড় মানুষ সম্পর্কে কেবলমাত্র রেডিও টেলিভিশনে পড়েছি।
পত্র-পত্রিকায় দেখেছি ।
কিন্তু তাদের সম্পর্কে জানা ছিল না কিছুই।
আফসোস!!!!

২| ৩০ শে মার্চ, ২০২৪ সকাল ৮:৫৫

সোনাগাজী বলেছেন:



ডাকাতের উপর আরো ডাকাত আছে।

৩০ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



কবি বলেছেন,
বাপের ও বাপ আছে।
বাবার আছে দাদা।

৩| ৩০ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৪০

মহাজাগতিক চিন্তা বলেছেন: মিথ্যা বলতে বলতে মুখ ফসকে সত্য বেরিয়ে যায়। তাঁর সে দশা ঘটেছে। আগামীতে তিনি সাবধান থাকবেন নিজের নিরাপত্তার জন্য। এটা একান্তই তাঁর ব্যক্তিগত ব্যাপার।

৩০ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



পৃথিবীতে সবচেয়ে দামি হচ্ছে সত্য কথা ।
আর সেই ব্যক্তিই সবচেয়ে মূল্যবান যিনি সর্বদাই সত্য কথা বলেন।
তোর মত আদর্শ আর সম্মানিত ব্যক্তি কমই আছে।

৪| ৩০ শে মার্চ, ২০২৪ সকাল ১১:২৫

আমি মিয়াবাড়ির ছেলে বলেছেন: আসলেই সত্য বললে বিপদ!

৩০ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




আমাদের উচিত সব সময় মিথ্যা পরিহার করা।
মিথ্যা হচ্ছে কঠিন ভাইরাস যা করোনা ভাইরাসের খ্যাতিকেও ধ্বংস করে দিতে পারে।

৫| ৩০ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:৪১

ধুলো মেঘ বলেছেন: এরা এমন ভাব করে যেন সারা জীবন কেবল সত্যি কথাই বলে এসেছে, সত্যি বই কোন মিথ্যা কখনও বলেনি, কোন সত্য গোপন করেনি। এই বাইচলামি এরা ইচ্ছে করেই করেছে। যাতে ওপেন সিক্রেট ব্যাপারটা নিয়ে মানুষ একটু রঙ্গ তামাশা করতে পারে।

৩০ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



সমাজে উনারাই পরম পূজনীয় বরনীয় ব্যক্তি ।
উনারাই সবচেয়ে আরাম আয়েশী জীবন যাপন করে থাকেন।
উনারা হচ্ছেন প্রাঃতস্মরণীয় ব্যক্তি।

৬| ৩০ শে মার্চ, ২০২৪ বিকাল ৩:০৫

পুরানমানব বলেছেন: সত্য মিথ্যা যাহাই বলিয়া থাকুক না কেন , তাহার টাকা তিনি উঠিয়াই লইবে।এতে যাহা হবার হবে। কেননা তাহারা লজ্জা শরম একজায়গায় বাঁধিয়া রাখিয়া মাঠে নামিয়াছেন। ইহাদের পাছায় হাজার লাত্থি মারিলেও কিচ্ছু হইবে না। অনেকেই আবার বলিবেন, এযাবৎ কালের সর্বোৎকৃষ্ট নির্বাচন ইহা কিন্তু খরচটা খানিক বেশি হইয়াছে আর কি।

৩০ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




টাকায় টাকা আনে।
মানি বিগেটস মানি।
বড়ই আচানক ঘটনা।

৭| ৩০ শে মার্চ, ২০২৪ রাত ১১:৩৩

রাজীব নুর বলেছেন: বড় ভাই, আসুন দুজন মিলে একদিন একসাথে ইফতারী করি।
রহমত শেষ, মাগফিরাত শেষ। আগামীকাল থেকে নাজাত শুরু ।

৩১ শে মার্চ, ২০২৪ রাত ১২:৪১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




ভাইয়া, আমার কাছে নাজাত ফাজাত কোন ব্যাপার না ।
প্রতিটি দিনই আমার কাছে নাজাত দিবস।
প্রতিটি দিনে আমার কাছে রোজার মত লাগে।
প্রতিটা দিনই আমার কাছে একই রকম।

আমি খুবই আর্থিক কষ্টে জর্জরিত আছি নইলে ।
আপনাকে আমি হোটেল রেডিসনে নিয়ে গিয়ে ইফতার করিয়ে আনতাম ।

কারণ আমি জানি আপনার ছোটখাটো জায়গায় আসলে খেতে ভালো লাগে না ।
কিন্তু কি করবো । আমার আসলে এই মুহূর্তে কোন সামর্থই নাই ।
যদি আমার অনেক টাকা পয়সা হয় আপনাকে নিয়ে ডাইরেক্ট রেডিসনে চলে যাব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.