নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

গ্রামোফোন এর বাংলা কী **********************

৩০ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৫১


জাবেদ আলী স্যার একদিন ক্লাসে বললেন, "ধপাস করে তাল পরে, তাই না?"
আমরা অনেকেই বললাম, "হ্যাঁ স্যার, ধপাস করে তাল পরে"।

স্যার বললেন, "তোমরা হয়তো লক্ষ্য করো নাই তাই বলছ। ব্যাপারটা আসলে ঠিক না।
ধপাস করে তাল পরে না। তাল পরার পরে ধপাস করে!"

আমরা অবাক বিস্ময়ে ভেবে দেখলাম তাই তো। তাল যখন মাটিতে এসে পরে তর কাজ শেষ করে তখনই না ধপাস শব্দটি আমরা শুনতে পাই।

আর সেদিন আরো বললেন গ্রামোফোন নামক যে যন্ত্রটি আছে সেটার বাংলা নাম কী?

আমরা কেউ কেউ বললাম, " স্যার, গ্রামোফোনের বাংলা হবে কলের গান।"

স্যার বললেন," না, হয়নি। গ্রামোফোন থেকে যে জিনিসটি বের হয়ে শ্রোতাদেরকে আনন্দ দেয় সেটাই হচ্ছে গান আর যেই কলটা থেকে গান বের হয়ে আসে সেটাই হচ্ছে গ্রামোফোন অর্থাৎ যন্ত্রটার নাম হবে গানের কল।"

তিনি আরো বললেন, "তোমরা আজই বাসায় গিয়ে ডিকশনারি দেখবে। অর্থটা জানা সবারই দরকার।

এখন বল ইংরেজিতে গ্রামোফোন বানান কী?"

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০২৪ বিকাল ৫:৫৪

সোনাগাজী বলেছেন:



কলের গানই শুদ্ধ

৩১ শে মার্চ, ২০২৪ রাত ১২:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



আমরা শুদ্ধ বলে মেনে নিচ্ছি।
কিন্তু একটু খেয়াল করলে দেখবেন যে জিনিসটা শুদ্ধ না।

২| ৩০ শে মার্চ, ২০২৪ সন্ধ্যা ৭:৩৭

সোনাগাজী বলেছেন:



এই ধরণের পোষ্ট কি লোকজন পছন্দ করবেন?

৩১ শে মার্চ, ২০২৪ রাত ১২:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

সত্যি কথা বলতে কি আমি আসলে পোস্ট লিখি আমার লেখাগুলো সেভ করে রাখার জন্য ।
এই সেম লেখাগুলো আমি আমার ফেসবুকের পাতাতেও দিয়ে রাখি ।
আগে ইমেইলে সেভ করে রাখতাম।
কিন্তু আমার ইমেইলের ১৫ জিবি লিমিট পার হয়ে গেছে ।
ফলে ইমেইলে আর রাখা সম্ভব হচ্ছে না ।
ফেসবুকে সম্ভবত সীমাহীন রাখা যাবে।

ওখান থেকে আমি পরবর্তীতে প্রয়োজন অনুসারে অন্য কোথাও নিয়ে ব্যবহার করব।
কোন পাঠক আমার লেখা পড়লে পড়লো না পড়লে না পড়ল।
এটা নিয়ে আমার আসলে তেমন কোনো মাথাব্যথা নাই।


আর এই সমস্ত লেখা ব্লগে লিখে নিজের যে কোন লাভ আছে তাও না ।
এক সময় আমি পত্রপত্রিকাতে লিখতাম এবং তাদের কাছ থেকে মোটামুটি ভালো মানের টাকা ও পেতাম ।
ব্লগে লিখলে কেউ কি আমাকে ৪ আনা দিবে!?

৩| ৩০ শে মার্চ, ২০২৪ রাত ৯:১৯

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: হয়ত গানের কলই শুদ্ধ। গানের কলই হওয়া উচিত৷ কিন্তু ডিকশনারিতেও কলের গান পেলাম।

৩১ শে মার্চ, ২০২৪ রাত ১২:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



কলটিতে ব্যাটারি লাগিয়ে চালালে যে জিনিসটা বের হয় সেটাই হচ্ছে গান ।
তাহলে স্পষ্টতই বুঝা যায় যন্ত্রটি হচ্ছে গানের কল আর আমরা যেটা শ্রবণ করি সেটা হচ্ছে কলের গান।
অর্থাৎ কল থেকে যে গান বের হয়ে আমাদের কানে এসেছে।

৪| ৩০ শে মার্চ, ২০২৪ রাত ৯:৩০

রাজীব নুর বলেছেন: বড় ভাই, আপনি কেমন আছেন?

৩১ শে মার্চ, ২০২৪ রাত ১২:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


ভাইয়া, আমি খুবই ভালো আছি ।
কিন্তু বিরাট সমস্যায় আছি।
সেটা হচ্ছে দারুন আর্থিক সংকটে পড়েছি।
মুর্শিদ বিনা এই সংকট থেকে উদ্ধারের কেউ নাই।

৫| ৩১ শে মার্চ, ২০২৪ সকাল ১০:০০

মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক আছে।

৩১ শে মার্চ, ২০২৪ রাত ১১:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




অবশ্যই ঠিক আছে!
ঠিক না থেকে কি উপায় আছে!?

৬| ৩১ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:০৫

রাজীব নুর বলেছেন: দীর্ঘদিন প্রবাস জীবনে ইনকাম করেছেন নিশ্চয়ই?
সেই টাকা গুলো কৈ? ব্যাংকে না জমিজমা কিনে রেখেছেন?

৩১ শে মার্চ, ২০২৪ রাত ১১:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



বিদেশে একবার কামলা দিয়ে যদি দেখতেন তাহলে বুঝতে পারতেন যে কত টাকা ইনকাম করা যায় ।
আপনি সৌদি আরব গিয়ে কত টাকা ইনকাম করতে পেরেছিলেন নিশ্চয়ই ভুলে যাননি।
বিদেশে কামলা দিয়ে পেটে ভাতে বেঁচে থাকা যায়।

৭| ০১ লা এপ্রিল, ২০২৪ সকাল ৯:০৭

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ভালো লাগলো।

০১ লা এপ্রিল, ২০২৪ দুপুর ১২:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আপনি কষ্ট করে পড়েছেন জেনে আমি বড়ই খুশী হলাম।
ভালো থাকবেন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.