নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা\'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন

আমি কেউ না।একদা পথ শিশু ছিলাম। বড় হয়ে এখন পথ মানব হয়েছি। বাবা এক দিন স্বপ্ন দেখানোর সুরে বলেছিলেনঃ দেখিস, এক দিন আমাদেরও....! আমার দেখা হয়নি কিছুই । এখনো অপেক্ষায় আছি কিছু একটা হবো, কিছু একটা দেখবো।

মোহাম্মদ সাজ্জাদ হোসেন › বিস্তারিত পোস্টঃ

সুধীর স্যার বললেন, ত্রিকোণমিতি শেষ! ***************

০২ রা এপ্রিল, ২০২৪ রাত ১২:৩৪

সম্ভবতঃ ১৯৮৮ সালের কোন একদিন সুধীর স্যার উচ্চতর গণিতের ক্লাস নিচ্ছিলেন উচ্চতর গণিতের ত্রিকোণমিতি অংশ।

হঠাৎ জিজ্ঞাসা করলেন - তোরা বলতো রেডিয়ান কোণ এর মান কত?

আমরা একটি উপপাদ্য থেকে শিখেছিলাম যে রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ। কিন্তু এর মান কত সে বিষয়ে আসলে তেমন একটা ধারণা আমাদের কারোরই ছিল না ।

তারপরও আমাদের মধ্যে কেউ কেউ কাছাকাছি উত্তর দিতে চেষ্টা করতে লাগলো ‌। কেউ কেউ বলল, রেডিয়ান কোণের মান হচ্ছে ৬০ ডিগ্রি। আমাদের স্যার তাচ্ছিল্যভাবে এটা উপেক্ষা করলেন।

আমি একবার বললাম যে - স্যার, ৬০ ডিগ্রি এর কাছাকাছি হবে তবে ৬০° এর কম।

স্যার এতে কোনো কর্ণপাত করলেন না । কিন্তু আমরা কেউই বলতে পারলাম না ।

স্যার এমন ভাবে ভূঁড়ি দুলিয়ে অভিনয় করলেন যেটা বলে বোঝানো যাবে না ।

তিনি তার ভূঁড়ি নাচাতে থাকলেন আর টিটকারি সহকারে বলতে থাকলেন- ত্রিকোণমিতি শেষ! ত্রিকোণমিতি শেষ!! অথচ রেডিয়ান কোণের মান জানো না!?

এরপর আমরা বইটা ভালোভাবে পড়ে দেখলাম । ঠিকই বইয়ের কোন এক জায়গায় দেয়া আছে রেডিয়ান কোণের আসল মান ।

আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে রেডিয়ান কোণের মান হচ্ছে ! 57.2957795129°



#বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে লেজুড় ভিত্তিক দলীয় সংকীর্ণ রাজনীতি চিরতরে উচ্ছেদ করা হোক ।
নিষিদ্ধ করা হোক ।
এখানে কেবলই জ্ঞান চর্চা হবে ।
রাজনীতি চর্চা করার জন্য অন্য জায়গায় আছে।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিধিবদ্ধভাবে কেবলমাত্র ছাত্র কাউন্সিল থাকতে পারে ।
বাকিগুলো সবই অসভ্যতা।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০২৪ সকাল ৯:২৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক

০২ রা এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




ঠিকই তো আছে।

২| ০২ রা এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৫৭

সাইয়িদ রফিকুল হক বলেছেন: সুধীর-স্যাররা যতই ভুঁড়ি দোলান না কেন, আসলে তাঁরা যোগ্য ছিলেন। শিক্ষক ছিলেন। আর শিখন-শেখানোর কাজে আন্তরিক ছিলেন। শ্রদ্ধা তাঁদের প্রতি। আমি উচ্চতর গণিত শিখেছিলাম একজনের নিকট থেকে। তিনিও ভালো গণিত জানতেন। সবাই জানে না। এখন শিক্ষক হয়ে অনেকেই শুধু অভিনয় করে যাচ্ছে। এদের জন্যই সমাজের এই অবস্থা।

০২ রা এপ্রিল, ২০২৪ দুপুর ১:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


সঠিক!
আ্পনি সঠিক বলেছেন।

৩| ০২ রা এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৬:১৯

এম ডি মুসা বলেছেন: ভালো লাগলো

০২ রা এপ্রিল, ২০২৪ সন্ধ্যা ৭:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

৪| ০২ রা এপ্রিল, ২০২৪ রাত ৯:৪৬

রাজীব নুর বলেছেন: পাই এর মান কত বলুন?

০২ রা এপ্রিল, ২০২৪ রাত ৯:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



22/7

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.