![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকেই নাকি প্রেমে পরলে কবি হয়
আমারও আজ তোমাকে দেখে কবিতা লিখতে ইচ্ছে হল
তবে কি আমি প্রেমে পরেছি?
উত্তরটা আমার জানা নেই
তবে তোমাকে দেখলে আমার বুক ধড়ফড় করে
তোমার ছবির দিকে তাকালে তোমার চাহনিতে পাগল হই
তোমাকে পাওয়ার অদ্ভুত এক কামনা মনে বাসা বাঁধে
একি প্রেম?
কিন্তু কবিতা লিখব কি করে?
ব্যকরন, ছন্দ, চরণ, মাত্রা কিছুই বুঝিনা
তবে বুঝি তোমাকে দেখলে আমার কবিতা লিখতে ইচ্ছে করে
একি প্রেম?
উত্তরটা আমারও জানা নেই
কারণ কখনই তোমাকে বলতে পারবনা ''ভালবাসি"
আগেও পারিনি কেউকে
তাদের চোখও আমাকে কবি বানাতে চেয়েছিল
প্রত্যেকটি চাহনিতে আমি পাগল হয়েছিলাম
কিন্তু পাশাপাশি প্রত্যেকবার ভেঙেছিল আমার হৃদয়
কোনমতে অনেক কষ্টে জোড়া লাগাই
আবার কিছুদিন পর সে মন আবার ভাঙে
ভাঙা গড়ার এ খেলায় আমি ক্লান্ত
অনেক ক্লান্ত
এসব কি প্রেম ছিল?
জানিনা
কিন্তু জানি কেউই আমার কখনই হবেনা
কেন হবেনা, সে প্রশ্নের উত্তরটাও আমি যে চাইলেও দিতে পারবনা !
©somewhere in net ltd.