নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'\'Ahmmm... just remember that sometimes, the way u think about a person isn\'t the way they actually are\" :v !!

সাজ্জাদ দীপ্ত

মনের ভাষাগুলো প্রকাশের জন্য পর্যাপ্ত শব্দ আমাদের অভিধানে নেই। যদি থাকত তাহলে কেউ তার ভেতরের কথাগুলো বুঝাতে নিশ্চয়ই ব্যর্থ হতো না।

সাজ্জাদ দীপ্ত › বিস্তারিত পোস্টঃ

ইংরেজি শব্দের মজার তথ্য

২২ শে মে, ২০১৫ রাত ১:৫৪

ইংরেজি শব্দের মজার তথ্য উপস্থাপন করছি

১। সবচেয়ে লম্বা ইংরেজি শব্দ হল- Floccinaucinihilipilification

২। 80 কে letter marks বলা হ্য় কারণ L=12, E=5, T=20, T=20, E=5, R=18(অক্ষরের অবস্হানগত সংখ্যা) সুতরাং 12+5+20+20+5+18=80

৩।ইংরেজি madam ও reviver শব্দকে উল্টো করে পড়লে একই হবে।

৪। “a quick brown fox jumps over the lazy dog” বাক্যটিতে ইংরেজি ২৬টি অক্ষর আছে।

৫। “ i am” সবচেয়ে ছোট ইংরেজি বাক্য।

৬। “Education” ও “Favourite” শব্দে সবগুলো vowel আছে।

৭। “Abstemious ও Facetious ” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে ( a-e-i-o-u) আছে।

৮। ইংরেজি Q দিয়ে গঠিত সকল শব্দে Q এ পরে u আছে।

৯। একই অক্ষরের পুনরাবৃত্তি না করে সবচেয়ে দীর্ঘ শব্দ হল Uncopyrightable।

১০। Rhythm সবচেয়ে দীঘ ইংরেজি শব্দ যার মধ্যে vowel নাই।

১১। Floccinaucinihilipilification সবচেয়ে বেশি vowel সমৃদ্ধ শব্দ যাতে ১৮টি vowel আছে।

১২। vowel যুক্ত সবচেয়ে ছোট শব্দ হল A (একটি) ও I (আমি) ।

১৩। vowel বিহীন সবচেয়ে ছোট শব্দ হল By।

১৪। গুপ্তহত্যার ইংরেজি প্রতিশব্দ Assassination মনে রাখার সহজ উপায় হল গাধা-গাধা-আমি-জাতি।

১৫। Lieutenant শব্দের উচ্চারণ লেফট্যান্যান্ট বানান মনে রাখার সহজ উপায় হল মিথ্যা-তুমি-দশ-পিপড়া।

১৬। University লেখার সময় v এর পরে e ব্যবহৃত কিন্তু Varsity লেখার সময় v এর পরে a ব্যবহৃত হয়।

১৭। “Uncomplimentary” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো উল্টো ক্রমানুসারে ( u-o-i-e-a) আছে।

১৮। “Exclusionary” ৫টি vowel সমৃদ্ধ এমন একটি শব্দ যার মধ্যে কোন অক্ষরের পূনারাবৃত্তি নাই।

১৯।”study, hijak, nope, deft” শব্দগুলোর প্রথম ৩ টি অক্ষর ক্রমানুসারে আছে।

২০। “Executive ও Future“এমন দুটি শব্দ যাদের এক অক্ষর পর পর vowel আছে।

২১। Mozambique এমন একটি দেশের নাম যাতে সবগুলো vowel আছে।

২২। A1 একমাত্র শব্দ যাতে ইংরেজী অক্ষর ও সংখ্যা আছে।

************************

মন্তব্য ১১ টি রেটিং +৬/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৫ রাত ২:২৭

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: মজার তথ্যে মজা পেলাম ভাই :-B

২| ২২ শে মে, ২০১৫ রাত ৩:০৫

sdfsdfsdsdfsdfssdfeq বলেছেন: Click This Link
Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis - Longest word in a major dictionary
Floccinaucinihilipilification - Longest unchallenged nontechnical word

৩| ২২ শে মে, ২০১৫ রাত ৩:০৮

sdfsdfsdsdfsdfssdfeq বলেছেন: সবচয়েে বড় শব্দ vowel ছাড়া: twyndyllyngs

৪| ২২ শে মে, ২০১৫ রাত ৩:২০

মিউজিক রাসেল বলেছেন: পড়ে মজা পেলাম, =p~

৫| ২২ শে মে, ২০১৫ ভোর ৪:০৫

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: দুদার্ন্ত :-)

৬| ২২ শে মে, ২০১৫ সকাল ১১:০৭

এ আর ১৫ বলেছেন: ইংরেজিতে EYE উলটিয়ে লিখলে EYE হয় এবং বাংলায় নয়ন শব্দ উলটিয়ে লিখলে নয়ন হয় !!!!!!

৭| ২২ শে মে, ২০১৫ দুপুর ২:৩৪

সজা১২৩ বলেছেন: যিনি ৮০ মার্ককে লেটার মার্ক নামকরন করেছেন তিনি কিভাবে মিলালেন। তিনি নিশ্চয়িই ওহী পেয়েছেন!!

৮| ২২ শে মে, ২০১৫ রাত ১০:২৬

বৃক্ষের বচন বলেছেন: অনেক ভালো লাগলো :)

৯| ২৩ শে মে, ২০১৫ দুপুর ১:২৪

সুমন কর বলেছেন: চমৎকার শেয়ার।

১০| ২৩ শে মে, ২০১৫ বিকাল ৫:৪৭

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
মজার পোস্ট।

২৩ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

সাজ্জাদ দীপ্ত বলেছেন: আসলেই ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.