নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নযাত্রার খেয়াতরী

সাজ্জাদ সজীব

সাজ্জাদ সজীব › বিস্তারিত পোস্টঃ

পরাশ্রয়ী

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৭

সময় যখন বয়ে চলে নদীর স্রোতের মতো

আমি তখন পচতে থাকি বদ্ধ পুকুরে

ভাবিঃ কচুরি পানার জীবনটা বুঝি সার্থক হল এবার।



তোমরা যখন সামনের দিনগুলোর স্বপ্নে বিভোর,

ভালোবাসার সোনালী আভা তোমাদের চোখেমুখে

আমি তখনও বয়ে বেড়াই বিবর্ণ অতীতটাকে,

ভুলগুলোর কাটাছেঁড়ায় পার করি অনেকটা সময়,

অনুশোচনায় ভুগি আর ভাবিঃ

আবার যদি সেই দিনগুলোতে ফিরে যেতে পারতাম!



মাঝরাতে অন্যের অঙ্কশায়িনী তুমি যখন

সুখের আবেশে কেঁপে উঠে ধরা দিচ্ছ স্বামীর বুকে

আমি তখন ভরা পূর্ণিমায় অমাবস্যার ছায়া দেখি

দুঃস্বপ্নে জেগে উঠি বারবার আর খুঁজতে থাকি জীবনের মানে!



আর...........

আর এইতো আমার জীবন!

অবিশ্বাস, ভুল আর আত্মগ্লানিতে ভরা!

তোমাদের থেকে একটু আলাদা, একটু বেশি নাজুক,

একটু বেশিই পিছিয়ে পড়া একজন।

যে নিজের অজান্তে সুখের আশাটাই যেন হারিয়ে ফেলেছে কবে!



কিন্তু...........

সময় তো কখনও থেমে থাকে না।

জীবন কখনও থেমে থাকে না।

থেমে থাকি শুধু

আমি, আমরা আর আমাদের কালবেলা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪৪

এহসান সাবির বলেছেন: ভালো লেগেছে, ব্লগে স্বাগতম।

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

সাজ্জাদ সজীব বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সাথেই থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.