নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যস্ত মানুষ https://www.facebook.com/sajjadustc

সাাজ্জাাদ

আমিতো গিয়েছি জেনে ,প্রণয়ের দারুণ আকালে,নীল নীল বনভূমি ভিতরে জন্মালে,কেউ কেউ এভাবে চলে যায়,চলে যেতে হয়..................... কেউ কেউ এভাবে চলে যায়বুকে নিয়ে ব্যাকুল আগুন।

সাাজ্জাাদ › বিস্তারিত পোস্টঃ

জার্নি বাই নৌকা....উইথ দালাল ....টু ইতালি।

১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৫



ডাক নাম রঞ্জু (ছদ্ম নাম)। অবশ্য তার ভাল পুরো নাম টা কেউ জানি না।সে কখনও বলেনি। একটু চাপা টাইপের ছেলে ছিল। দু-চোখে ছিল স্বপ্ন। আড্ডার মাঝে নিত্য নতুন থিওরি, নিত্য নতুন স্বপ্ন আমাদের হাসাত, ভাবাত। খুব ধূমপান করত আর নেশার প্রতি ছিল তীব্র ঝোঁক।এক রোখা আর গানের প্রতি ছিল প্রচণ্ড নেশা।ডিগ্রি পাশ করে চাকরির জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু তার স্বপ্ন পুরনের জন্য এই সব চাকরির চেষ্টা তাকে দিয়ে হতো না। বাঙলার চিরায়ত শাশুড়ি-বউ এর কলহ নিজের বাসায় দেখে দেখে সব সময়ই বিষণ্ণতায় ভুগত। জিজ্ঞেস করলে বলত এসব এর কারনে বাসায় মন টিকে না।প্রতিনিয়ত ঝামেলার কারনে বাবার সাথে দূরত্ব অনেক আগেই বেড়ে গেছে।এখন বাবার সাথে তার সম্পর্ক শুধুই বকা খাওয়ার।গ্রুপের সবাই ধীরে ধীরে বিজি হয়ে যাওয়ার কারনে আড্ডা আর নিয়মিত হতো না আর সবার সাথে এ কারণে যোগাযোগও একটু হাল্কা হয়ে গিয়েছিল।
একদিন হঠাৎ ফোন করে বলল,দোস্ত একটু দেখা কর, জরুরী কথা আছে।দেখা করলাম, দেখে একটু হতাশ মনে হচ্ছিল।বলল,বাবার সাথে ঝগড়া হয়েছে,পরিবারের কলহ চরম আকার ধারন করেছে।সে যাই হোক,বাবা ব্যবসা করার জন্য তাকে ৩ লক্ষ টাকা দিয়েছে।এই টাকা দিয়ে কিছু একটা করে খেতে হবে।আমার বন্ধুটি যথেষ্ট মেচিউরড। সে ভেবে দেখেছে কি করা যায়।এই জন্যই আমাকে মূলত আমাকে ডাকা।সে ভালো করেই জানে এই টাকা টা দিয়ে কিছু করতে না পারলে সে আর বাড়িতে মুখ দেখাতে পারবে না।তার ফ্যামিলির কাছে তার আর এক ফোটা মূল্য থাকবে না।আমার ভয় হচ্ছিল পুরো টাকাটা না নেশায় শেষ করে ফেলে।আমি মোটামুটি পজেটিভ সাজেশন দিলাম কিন্তু দেখে মনে হল কোন ডিসিশান নিতে পারেনি।
যথারিতি যার যার কাজে আবার বিজি হয়ে গেলাম।মধ্যখানে তার বাবা একবার ফোন করেছিল,সে কি করছে,কার সাথে করছে তা খোঁজ নেয়ার জন্য।এবং বলল সে নাকি রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে।
এর কিছুদিন পর তার সাথে রাস্তাই দেখা।মনে হয় কিছু খেয়েছে।একটু দিকভ্রান্ত।আমার হাতেও যথেষ্ট সময় ছিল তাই ওর সাথে ওই দিন অনেকক্ষণ কথা হল।তার মা এবং ভাবির সম্পর্ক আরও খারাপ হয়ে গেছে।তার বাবা এখন আর তাকে কিছু বলে না।সে বলল তার বাবার নীরবতা তার কাছে আগের চেয়ে আরও ভয়ঙ্কর মনে হয়।কি করছে জিজ্ঞেস করতেই বলল ব্যবসার চিন্তা বাদ দিয়েছে।তাকে দিয়ে ব্যবসা আর হবে না।বিদেশ যাওয়ার ব্যাপার এ চিন্তা ভাবনা করছে।তা কোন দেশে যাচ্ছে জিজ্ঞেস করতেই বলল সময় হলে সব জানতে পারবি।কথা বলতে বলতে আমরা মার্কেটেও কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম।ও মিতালি মুখার্জি আর হৈমন্তীর কিছু সিডি কিনল।
সে দিনটাই ছিল বিদেশ যাওয়ার আগে আমার সাথে ওর শেষ দেখা।
একদিন বাসায় গিয়ে দেখল তার মায়ের সাথে ভাবির ঝগড়া চলছে।তার মাথাই হটাত রক্ত উঠে গেলো।হাত এর কাছে পেয়েছিল লাটি। এরপরের কাহিনি আর নাই বললাম।
সর্বমোট ২ লক্ষ ৬৫ হাজার টাকায় তাদের সাথে চুক্তি হল।দেড় লাখ টাকা এডভান্স।বাকি টাকা ইটালি গিয়ে দিতে হবে।বন্ধু বুঝতে পেরেছে যে তাকে গলাকাটা ভিসা নিয়ে ইটালি যেতে হবে।২মাসের মত লাগতে পারে।বন্ধু তো একরোখা,ডিসিশান নিয়ে ফেলল।কিছু কাপড় আর প্রয়োজনীয় কিছু জিনিষ আর তার পছন্দের কিছু গানের সিডি নিয়ে বের হয়ে পড়লো।
কাউকে কিছু বলল না।
তাদের ফ্লাইট হচ্ছে ঢাকা এয়ারপোর্ট থেকে।ট্রানজিট হবে শ্রীলংকা।ওখান থেকে সুবিধা মত গন্তব্য ঠিক করে পরে ইটালি জেতে হবে।এজেঞ্চি থেকে একজন লোক সর্বদা তাদের সাথে আছে।অনেক লোককেই দেখল তার মত ইটালি যাওয়ার জন্য রেডি তবে সংখ্যায় কতো তা অনুমান করতে পারল না।
যথা সময়ই ফ্লাইট ছেঁড়ে দিলো।শেষ বারের মত একবার বাংলাদেশকে দেখে নিলো দুচোখ ভরে।জানেনা তার কপালে কি আছে।
কোথায় তার নিয়তি আর কি তার পরিনাম।........ (চলবে)

মন্তব্য ৩০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো। আমাদের এলাকার ছেলেরা ওমান, গ্রীস, তুরস্ক হয়ে খুব যাচ্ছে। কেউকেউ মরছেও ডুবে টুবে। গত ওয়াল্ডকাপ উপলক্ষে কয়েকজন রাশিয়ায় গিয়ে মহা বিপদে আছে।

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৫

সাাজ্জাাদ বলেছেন: হুম, আসলে একটুখানি সুখের আশায় মানুষ কত কি যে করছে, অনেকে জীবনও দিয়ে দিচ্ছে। এইগুলি কত জনের কাম্য? একটু সঠিক গাইড লাইন পেলে এরাই হয়ে উঠত দেশের রত্ন।

২| ১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভালই হচ্ছে।

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৪

সাাজ্জাাদ বলেছেন: ধন্যবাদ, মাইদুল সরকার।
অনেক অনেক শুভেচ্ছা নিবেন।

৩| ১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৪

রাজীব নুর বলেছেন: ভয়াবহ।

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৪

সাাজ্জাাদ বলেছেন: আসলেই ভয়াবহ।
খেয়াল করেছেন কি, এসব নিউজ এখন আর পেপারে আসে না। আসলেই কি বন্ধ হয়ে গেছে?

৪| ১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

মাহবুবুল আজাদ বলেছেন: এ অবস্থার কারনে কত পরিবার যে নিঃস্ব হয়ে গিয়েছে। আর কত প্রাণ পথেই শেষ হয়ে গিয়েছে। স্বপ্ন স্বপ্নই থেকে গেছে।

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩৯

সাাজ্জাাদ বলেছেন: যারা যেতে পেরেছে তাদের দেখেই অনেকে অনুপ্রাণিত হচ্ছে। কিন্তু সবার ভাগ্যে একই পরিনতি জুটছে না। এভাবে মরার কোন মানেই হয় না।

৫| ১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অনেকেই নৌকায় চেপে মালয়েশিয়াতে এসে এখন বিপদে আছে। জীবন বড় কঠিন।

১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২২

সাাজ্জাাদ বলেছেন: আসলে মালেয়শিয়া প্রধান রুট হিসেবে ব্যবহার হয়। মালেয়শিয়া থেকে বিভিন্ন দেশে পাঠিয়ে দেয়া হয়। আর যারা কম টাকা দেয় বা কোনও দিকে সুবিধা করতে পারে না তারাই মালেয়শিয়া থেকে যায়।
মন্ত্যব্যে অনেক অনেক ধন্যবাদ।

৬| ১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:


বাংগালীর জন্ম বাংলাদেশে, কর্মস্হান আরব, মালয়েশিয়া, ভুমধ্যসাগর হয়ে ইউরোপে

১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৯

সাাজ্জাাদ বলেছেন: যারা দেশে আছে তারা দেশ ছাড়তে চায় আর যারা প্রবাসে আছে তারা দেশে আসতে চায় না।
মানুষ দেশ ছাড়তে গিয়ে মারা গেলেও দেশের কোনও দায় থাকছে না।

৭| ১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

চাঙ্কু বলেছেন: কি ভয়ানক!

১৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২২

সাাজ্জাাদ বলেছেন: আসলেই ভয়ানক। এগুলোর অবসান চাই।

৮| ১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

সোহানী বলেছেন: অনুসরনে থাকলাম জানার জন্য।

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫৪

সাাজ্জাাদ বলেছেন: সাথে থাকুন, ইনশাআল্লাহ খুব শিগ্রই দিব।
বাই দ্যা ওয়ে, আপনি আমার ফেবারিট একজন ব্লগার।
অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য।

৯| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১০

ঢাবিয়ান বলেছেন: জার্নি বাই নৌকা....উইথ দালাল ....টু ইতালি যার অপর নাম মৃত্যফাদ

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩০

সাাজ্জাাদ বলেছেন: মৃত্য ফাদ। সুন্দর বলছেন। যাদের মৃত্য হয় তাদের খবরও পাওয়া যায় না। কি সপ্ন নিয়ে যায় আর কি পরিনাম হয়।

১০| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৯

আখেনাটেন বলেছেন: ভালো টপিক চুজ করেছেন। মানুষ লাখ লাখ টাকা খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে এই শ্বাপদ-সংকুল পথ পাড়ি দিচ্ছে। ভাবতেই কেমন লাগে?

কয়দিন আগেও শুনলাম বেশ কয়জন সলিল সমাধি ঘটেছে।

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৩

সাাজ্জাাদ বলেছেন: মানুষ এর সঠিক গাইডেন্স এর অভাব। এতগুলো টাকা নিয়ে এত রিস্ক নেয়া উচিত না। সরকারের ভাল উদ্দ্যেগ থাকলে সবাই দেশেই ব্যবসা করত।

১১| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০০

রাকু হাসান বলেছেন: ভাল একটি প্লট মনে হলো ,করুণ বাস্তবতার একটি গল্প হতে যাচ্ছে মনে হয় । চলুক ।

১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:১৫

সাাজ্জাাদ বলেছেন: রাকু হাসান ভাই, অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য।
করুণ বাস্তবতার নাকি জানিনা কিন্তু কাহিনীটা কিন্তু সত্য।

১২| ১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৭

পরছায়ার প্রতিধ্বনি বলেছেন: চলতে থাকুক।

১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:২৮

সাাজ্জাাদ বলেছেন: ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য।

১৩| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৪

চাঙ্কু বলেছেন: পরের পর্ব দেন না কেন? X((

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৮

সাাজ্জাাদ বলেছেন: চানকু ভাই, ভালো করে বসার টাইম ই পাচ্ছি না। শুধু মন্ত্যব্বের রিপ্লে দিয়ে বের হয়ে যায়। পরশু দিব ইনশাল্লাহ।

১৪| ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২২

মোস্তফা সোহেল বলেছেন: প্রথম পর্ব তো পড়াই ছিল আগে কমেন্ট করা হয়নি।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২২

সাাজ্জাাদ বলেছেন: ধন্যবাদ ভাই।
প্রথম পর্ব সহ বাকি পর্ব গুলো পড়ে কেমন লাগলো জানাবেন।
শুভ কামনা রইল।

১৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: শুরুটা জানা হলো ।

বেশ কষ্টকর জীবন আর জীবনবোধ।
এমন বাস্তবতাই কি ঠেলে দেয় ঝুকিপূর্ণ এডভেঞ্চারে?

++++

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫

সাাজ্জাাদ বলেছেন: নানান মানুষ নানান রকম স্বপ্নে বিভোর হয়ে এই পথ অনুসরন করে, পিছনে রেখে যায় কতো পিছুটান, কতো ঋণ আর কতো দেনা।
এটি আসলে বাস্তবতাকে সঠিক ভাবে উপলব্ধি করার অভাব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.