নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যস্ত মানুষ https://www.facebook.com/sajjadustc

সাাজ্জাাদ

আমিতো গিয়েছি জেনে ,প্রণয়ের দারুণ আকালে,নীল নীল বনভূমি ভিতরে জন্মালে,কেউ কেউ এভাবে চলে যায়,চলে যেতে হয়..................... কেউ কেউ এভাবে চলে যায়বুকে নিয়ে ব্যাকুল আগুন।

সাাজ্জাাদ › বিস্তারিত পোস্টঃ

আমি ও আমার......

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৮



জোস্নার অবিরাম বর্ষণ,
আর আমার নির্লিপ্ত উল্লাস...
নিয়তির উদ্দেশ্যে আমার নিষ্ফল যাত্রা,
বেদনাকে ভাসিয়ে নিয়ে যাওয়া,
লাল নীল জোস্নার প্লাবন,
কুচি কুচি করে ঝরে পড়া আমার অব্যক্ত ভালবাসা,
এই সব কিছুই আমার।
এই সব কিছুই আমি সাজিয়েছি, রঙধনুর মতো করে,
বেদনাকে দিয়েছি নীল রঙ আর ভালবাসাকে লাল,
আমার বিষণ্ণতাকে সাজিয়েছি আসমানির রঙে
আর, তোমাকে না পাওয়ার দুঃখকে দিয়েছি,
বিবর্ণ হলুদের রঙ।
দুঃখগুলো বার বার রঙ বদলাতে গিয়ে
চাই ঝরে পড়ে আবার নতুন করে সাজতে,
কিন্তু বারবার নিস্তেজ হয়ে পড়া এই আমি
পাইনা নতুন কোনও রঙের সন্ধান।
পুরনো সব রঙই যে দুঃখ আয়োজনে ব্যাস্ত।
আমিই শুধু বয়ে চলি আমার বেদনার,বিষণ্ণতার রঙধনু
আর তোমরা ভাবো, আমি কতো ভাগ্যবান,
কতো বড় রঙধনুর স্বত্বাধিকারী আমি।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৬

বিজন রয় বলেছেন: এ তো দেখি রঙের কবিতা।

অনেক কিছুর রঙ দেখলাম।
বেদনা, বিষণ্নতার, বিবর্ণতার, ভালবাসার।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৪

সাাজ্জাাদ বলেছেন: সব রঙ আমাদের মাঝেই থাকে। আমাদেরই বুঝতে হবে কাকে কোন রঙ দেয়া যায়।
আমি বেদনা কে নীল দিলাম, আপনি দিতে পারেন অন্য কোনও রঙ।
আচ্ছা রঙ পরিবর্তন হলেই কি অনুভুতি গুলোর পরিবর্তন হবে?

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৭

বিজন রয় বলেছেন: আচ্ছা, আপনার নিজের রঙ কোনটি কবি?

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৬

সাাজ্জাাদ বলেছেন: আমার রঙ কালো। সব রঙেরই অনুপস্থিতি।
অনেক শুভ কামনা বিজন রয়।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪

সাাজ্জাাদ বলেছেন: ধন্যবাদ , সনেট কবি সাহেব।
ভালো থাকবেন।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৫

আকিব হাসান জাভেদ বলেছেন: রঙধনুর সব রং দিলে আর থাকে কি ? তবে থাকে শুধু ভালোবাসা । যে ভালোবাসার কোন রং নেই । থাকবে শুধুএকটা সুন্দর মন ।
সুন্দর রং কাব্য ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৫

সাাজ্জাাদ বলেছেন: ধন্যবাদ আকিব হাসান জাভেদ, অনেক সুন্দর মন্তব্যের জন্য।
আপনার মনেও কিন্তু ভালবাসা আছে।
লিখে ফেলুন।

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪০

বিজন রয় বলেছেন: আচ্ছা রঙ পরিবর্তন হলেই কি অনুভুতি গুলোর পরিবর্তন হবে?................ অবশ্যই রঙ পরিবর্তন হলে অনুভূতির পরিবর্তন হয়, কিন্তু অনুভূতির পরিবর্তন হলে রঙের পরিবর্তন হয় না।

সেজন্য বলা হয়ে থাকে বেদনার রঙ নীল, কিন্তু নীলে অনুভূতি কি তা কেউ বলতে পারে না।

হা হা হা .........

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭

সাাজ্জাাদ বলেছেন: অনেক চিন্তা করে দেখলাম, আপনিই সঠিক।
রঙ পরিবর্তন হলে অনুভূতির পরিবর্তন হয়, কিন্তু অনুভূতির পরিবর্তন হলে রঙের পরিবর্তন হয় না।- এর বিপক্ষে কোনও যুক্তি দাঁড়াচ্ছে না।
অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকবেন।

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪

রাজীব নুর বলেছেন: সুন্দর।

০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪২

সাাজ্জাাদ বলেছেন: ধন্যবাদ , রাজিব ভাই।
আল্লাহ আপনার সমস্ত বিপদ আপদ দূর করে দিক।
ভালো থাকবেন।

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১০

ফারিহা হোসেন প্রভা বলেছেন: খুব সুন্দর হয়েছে। শুভকামনা রইলো।

০২ রা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৮

সাাজ্জাাদ বলেছেন: ধন্যবাদ । অনেক শুভ কামনা ।

৮| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০১

খায়রুল আহসান বলেছেন: রঙধনুর সাত রঙের সমাহার দেখে আমি কখনোই বিষণ্ণ বোধ করি না। আমি মনে করি রঙধনু জীবনের হাসি কান্নার, ব্যথা বেদনার এ এক মিশ্রিত চিত্র, এক অপূর্ব কোলাজ।
টাইপোঃ ব্যাস্ত < < ব্যস্ত হবে।

০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০

সাাজ্জাাদ বলেছেন: আমার ব্লগে একজন গুণী আর দামি মানুষের পদার্পণে নিজেকে সম্মানিত বোধ করছি।
আপনার লেখা আমি হৃদয় দিয়ে পড়ি।
অনেক অনেক ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য।
শরীরের যত্ন নিবেন। ভালো থাকবেন।

৯| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০৪

খায়রুল আহসান বলেছেন: আমার (৮ নং) মন্তব্যের দ্বিতীয় লাইন থেকে শব্দটা বাদ যাবে। ভুলক্রমে ওটা বসে গেছে।

০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১

সাাজ্জাাদ বলেছেন: ঠিক আছে। অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.