নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্কারফেস

স্কারফেস › বিস্তারিত পোস্টঃ

মাত্র ৩৫ হাজার স্কয়ার ফিট ভূমিতে আমরা খুজে বের করে আনতে পারছি না শতাধিক নিখোজ প্রান! কি বলা সমীচিন প্রান নাকি লাশ?

০১ লা মে, ২০১৩ দুপুর ২:৩৫

আহত বা নিহত যা হোক একটি পরিচয় অন্ততযাদের মিলেছে তারা সেইসব দুর্ভাগ্যবান মানুষ র যাদেরকে না আহত না নিহত বা জীবিত কোন সংগাতে ফেলাতে পারবে আমাদের রাষ্ট্র, তাদের চাইতে ভাগ্য বিতারিত এক ভাগ্যবান বলতে পারেন । এসব নিখোজ স্বজনেরা কিভাবে স্বান্তনা খুজে পাবেনসেই উত্তরও কারো জানা আছে কিনা আমার জানা নাই। তাদের স্বজনরা কি পারবেন ক্ষতিপূরনের আশায় ক্ষতিগ্রস্থদের কাতারে দাড়াতে। কিভাবে প্রমান মেলাবেন, যে তার নিখোজ মানুষটি রানার শাষানিতে ঘর থেকে বের হয়ে গিয়েছিল সেদিনের সেই মৃত্যুর মিছিলে? যখন এক শাহিনার লাশ বুঝে পেতে হয়রানি আর লজ্জা পেতে হযেছে শাহিনার পরিবারকে তখন নিখোজ মিছিল থেকে এদের কি বের করে আনতে পারবে কোন সরকার? সময়ের স্রোতে হয়ত এসব নিখোজ মানুষদের স্বজনের আহাজারি ক্যামেরায় আর ফলাও হবে না আমরাও ভুলে যাব, শুধু ভুলতে পারবে না সন্তান হারা মা অথবা নিখোজ বাবা মার সন্তানেরা, যাদের থাকবেনা বেচে থাকার কঠিন সংগ্রামেবাবা মার মমত্বময় কোন অবলম্বন।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৩ দুপুর ২:৪৫

আমি মোঃ চয়ন বলেছেন: বাংলাদেশ সমর্থ বলেই বিদেশী সহায়তা নেয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বার্তা ডটকম
ঢাকা: সাভারে ভবন ধ্বসের ঘটনায় উদ্ধারকাজ সামলাতে বাংলাদেশই যথেষ্ট, একারণেই বিদেশী সহায়তার প্রস্তাব ফিরিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী এ কথা বলেন।

ধসে পড়া ভবনটিতে আটকে পড়া তিন হাজারজনের মধ্যে দুই হাজার ৪৩০ জনকেই জীবিত উদ্ধার করা হয়েছে-জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "এ ধরনের পরিস্থিতিতে গড়পরতা আন্তর্জাতিক মানের চেয়েও এক্ষেত্রে আমরা ভালো করেছি।"

তিনি বলেন, “আমরা অনেক ভালো কাজ করেছি এবং আমাদের দমকল কর্মী, সেনা সদস্য, পুলিশ এবং স্বেচ্ছাসেবকসহ যারা উদ্ধার কাজে সহায়তা করেছে তাদের জন্য আমি গর্বিত।”

উদ্ধারকাজে বৃটেন ও আমেরিকার বিশেষজ্ঞ দলের সাহায্যের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ, বৃটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফে এমন সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকেই সমালোচনার মুখে পড়ে আওয়ামী লীগ সরকার। বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগের সাইটগুলোতে অনেকেই মন্তব্য করেন, বিদেশী বিশেষজ্ঞদের সাহায্য নিলে হয়তো আরো মানুষকে বাঁচানো যেত।


এই হইল আপনার প্রশ্নের উত্তর।


২| ০১ লা মে, ২০১৩ দুপুর ২:৫১

স্কারফেস বলেছেন: অনুগ্রহ করে টেলিগ্রাফের লিংক দিয়ে দিতেন আরো ভাল হতো

৩| ০১ লা মে, ২০১৩ দুপুর ২:৫৯

আমি মোঃ চয়ন বলেছেন: বাংলাদেশ সমর্থ বলেই বিদেশী সহায়তা নেয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

৪| ০১ লা মে, ২০১৩ বিকাল ৩:২১

স্কারফেস বলেছেন: Bangladesh: UK rescue aid rejected after Dhaka factory collapse

৫| ০১ লা মে, ২০১৩ বিকাল ৪:৩৭

স্কারফেস বলেছেন: এই মাত্র ইন্ডিপেন্ডিন্ড চ্যানেল সূত্রে জানতে পারলাম মাত্র শতাধিক নিখোজ আমি এর সাথে কোন প্রকার আপত্তি না করে মেনে নিলাম সেই ষ্ট্যাস্টিকস অর্থাৎ নিখোজের সংখ্যা সহস্রাধিকের বদলে শতাধিক হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.