নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে নিয়মের ছকে ভেবোনা, কক্ষনো ভেবোনা,,,আমি তোমাদের মত !!

আবরার রুমী

জীবনের উল্টো পিঠেও আমি বৃত্তের মত বাস্তবতার কাছে বন্ধী

আবরার রুমী › বিস্তারিত পোস্টঃ

ফু,,,কবিরাজি এক মহৌষধ !!!

০৮ ই মে, ২০১৩ বিকাল ৩:০৮

ফু,,,কবিরাজি এক মহৌষধ!বাংলা সংস্কৃতিতে যার দাম্ভিক পদচারনা অনেক অনেক পূরনোকাল থেকে।কালের পরিবর্তনের ধারায় এই ফু'য়েরও ঘটেছে অনেক পরিবর্তন।তাই এবার ঐ ওঝা,কবিরাজেরা তাদের ফু'য়ের গতি আর অবস্থানটাকে পাল্টে নিয়ে হয়েছে আধুনিক এবং তাদের ফু'য়ের বাজার বসিয়েছে অনলাইন সোসাল মিডিয়াগুলোতে।



বরাবরের মতোই এই ফু'বাজের মধ্যেও সাধু ফু'বাজ এং অসাধু ফু'বাজ দুটোই আছে।মতিঝিলের ঘটনায় সমস্ত মিডিয়ায় জ্বলতে থাকা আগুনটাকে ফু দিয়ে তা আরো বিকট আকারে দেশ বিদেশে ছড়িয়ে দেওয়া ফু'বাজদের ঐসব ফু'য়ের কারিশমা মনোযোগ দিয়ে পর্যবেক্ষন করলাম।এবং সেই সাথে একশ্রেনীর মানুষের উপর ঐ ফু'য়ের তীব্র আছর দেখে একদিকে যেমন হতবাক হলাম অন্যদিকে ঠিক তেমনিই নিজের ভেতরে রাগ আর দুঃখ্যের চাপা যন্ত্রনায় কেমন যেন স্তব্ধ হয়ে গেলাম।



'জাতীয়তাবাদি হেফাজতে শিবির' এর ওঝা আর কবিরাজগুলো লাগাতার অপপ্রচারনার ফু দিয়ে পরিস্থিতিকে উত্তপ্ত করছে আর আছর পড়ছে সেইসব মানুষের উপর যারা ধ এ ধর্ম ছাড়া অন্য কোন শব্দ গঠন করতেই নারাজ।ধর্মীয় মুল্যবোধের পরে শ্রদ্ধা রেখেই বলছি সেই সকল আছরকৃতদের চোখ কান একটু খুলে রাখার পরামর্শ দেওয়া ছাড়া আমার কিছুই বলার নাই।তবে যারা তাদের মগজের পিন্ডি চটকাচ্ছে সেই সব ফু'বাজ জাতীয়তাবাদি শিবিরের জন্য ঐ ধ দিয়েই আরো তিনটা শব্দ গঠন করে দিলাম 'ধূরন্দর' ধান্দাবাজ' 'ধিক্কার'এই ফু'বাজদের এখন একটাই লক্ষ্য তা হল দেশে বড় রকমের একটা গৃহযুদ্ধ বাধিয়ে দেওয়া।যা অভ্যন্তরিন এবং আন্তর্জাতিক দুই দিক দিয়েই বাংলাদেশের জন্য বড় একটা হুমকি।



বর্তমান এই সঙ্কটময় মুহুর্তে যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন ধর্ম এবং রাজনীতির মধ্যেকার দেয়াল ভেঙ্গে দিয়ে,ভেদাভেদ ভুলে দেশাত্ত্ববোধের অনুভুতিতে এক হয়ে এই হুমকির মোকাবেলা করা,সেখানে দেশের সাধারন জনতার দেশাত্ত্ববোধের অনুভুতি নিয়ে ঘৃন্য রাজনৈতিক খেলা খেলে একটা কৃত্রিম জতিলতা সৃষ্টি করে দেশটাকে জঙ্গিবাদের উত্থানের হুমকির মুখে ঠেলে দিয়ে ধ্বংসের উম্মাদনায় ভাসছে আওয়ামী সরকার।পরবর্তি নির্বাচনে নিশ্চিৎ জয়ের চকচকে দিবাস্বপ্ন দেখছে তারা।তার উদ্দ্যেশে শুধু একটা কথাই বলতে চাই 'সাপের কামড়েই ওঝার মরন হয়' বহু প্রমানিত বাংলার এই তত্ত্ববাহী প্রবাদটা যারাই অগ্রাহ্য করেছে তাদের কোননা কোন এক সময় পস্তাতে হয়েছে চরম ভাবে।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.