নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে নিয়মের ছকে ভেবোনা, কক্ষনো ভেবোনা,,,আমি তোমাদের মত !!

আবরার রুমী

জীবনের উল্টো পিঠেও আমি বৃত্তের মত বাস্তবতার কাছে বন্ধী

আবরার রুমী › বিস্তারিত পোস্টঃ

>>>>>>>>>>>>>>

০৯ ই মে, ২০১৩ রাত ১:২০

মতিঝিলের অভিযানে নিহতের সংখ্যা নিয়ে নানা আলোচনা-সমালোচনা প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ বলেছেন, এসব গুজব। যাঁরা এ ধরনের তথ্য প্রকাশ করছেন, তাঁদের কাছে তিনি মৃত ব্যক্তিদের তালিকা চেয়ে বলেন, ‘তালিকা দেওয়া হোক, আমরা খুঁজে দেখব।’



হেফাজত তো সব মা বাবা ছাড়া এতিম শিশুদের জোর করে নিয়ে এসেছিলো,এতিমদের মারলে স্বজন পাওয়া যাবে কোথায় আর মৃতের তালিকাই বা আসবে কোত্থেকে ??? মাঝখানে পড়ে প্রান হারাল কিছু অসহায় এতিম !!! জানিনা মৃতের সঠিক সংখ্যা কত তবে যাই হোক পুলিশ কিংবা কোন অসহায় এতিম এবং যদি তা কেবল একজনও হয়ে থাকে তবে সেই হত্যার দায় 'হেফাজতে ইসলাম' 'হেফাজতে শিবির' 'জাতিয়তাবাদী হেফাজতে শিবির' এবং 'আওয়ামিলীগ' এদের সবার !!!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৩ রাত ১:২৬

মুহসিন বলেছেন: অন্ধকার না করে লাইভ টিভির সামনে অভিযান চালালেই এতো প্রশ্নের জন্ম হতোনা।

হানাহানির রাজনীতি পরিহার করে আমরা বড় দুই দলকে কি প্রস্তাব দিতে পারিনা একটা অনাক্রমণ চুক্তি করতে পোড়ামাটি নীতির পরিবর্তে? তাহলে পাঁচ বছর পরপর দুদলই পালাবদল করে ক্ষমতায় থাকবে এবং সরকার ও বিরোধীদল হরতাল ধ্বংসযজ্ঞ গোলাগুলি আর এসব সংখ্যাতত্বের কচকচানি বন্ধ করে পরস্পর সহযোগিতায় জনকল্যাণমূলক কাজ করে জাতিকে এগিয়ে নেবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.