নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Merchant of dream

এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক........

কঁাকন

আমি স্বপ্‌ণের ফেরিওয়ালা স্বপ্‌ন খূঁজে ফিরি

কঁাকন › বিস্তারিত পোস্টঃ

এমনি এমনি পোষ্ট করলাম

০১ লা মে, ২০০৯ সকাল ৭:৫৪

ছোটবেলায় কত ভাব সম্প্রসারন করছি, আপনারাও করেছেন নি:শ্চই, সেইসব ভাবসম্প্রসারনের একটা লিস্ট করতে মন চাইছে। খুব বেশি হবার কথা না ঘুরে ফিরে সবাই একি জিনিষ পড়ে, দেখি কার কি মনে আছে:



১) কী যাতনা বিষে , বুঝিবে সে কি সে

কভু আশীবিষে দংশেনি যারে



২) গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন

নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন



৩) অসি অপেক্ষা মসি শ্রেয়



৪) ২৭ যদি হইতো ১২৭



৫) দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য



৬) রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম

ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম

পথ ভাবে `আমি দেব', রথ ভাবে `আমি'

মূর্তি ভাবে `আমি দেব'--- হাসে অন্তর্যামী (বিষাক্ত মানুষ )



৭)শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির,

লিখে রেখো, এক ফোঁটা দিলেম শিশির (বিষাক্ত মানুষ )



৮)নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস,

ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস।

নদীর ও পার বসি দীর্ঘশ্বাস ছাড়ে---

কহে, যাহা কিছু সুখ সকলই ও পারে (বিষাক্ত মানুষ )



৯)`কত বড়ো আমি' কহে নকল হীরাটি

তাই তো সন্দেহ করি নহ ঠিক খাঁটি (বিষাক্ত মানুষ )



১০) ধ্বনিটিরে প্রতিধ্বনি সদা ব্যাঙ্গ করে

ধ্বনির কাছে সে ঋণী পাছে ধরা পরে



১১) তরুলতা সহজেই তরুলতা, পশুপাখি জন্মেই পশুপাখি ,কিন্তু মানুষ অনেক চেষ্টার পর মানুষ (তনুজা)



১২) কাটা হেরি ক্ষান্ত, কেনো কমল তুলিতে

দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে... (মৃন্ময় আহমেদ,খারেজি)



১৩)ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল

গড়ে তুলো মহাদেশ, সাগর অতল... (মৃন্ময় আহমেদ)



১৪)জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। (মৃন্ময় আহমেদ)



১৫)এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি'(সিফাতরক্‌স )



১৬)"আলো বলে অন্ধকার তুই বরো কালো অন্ধকার বলে...."(সিফাতরক্‌স,)



'১৭)যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি আশুগৃহে তার...('সিফাতরক্‌স)



১৮) নহে আশরাফ যার আছে শুধু বংশ পরিচয়

সে-ই আশরাফ জীবন যার পূণ্য কর্মময়... (মৃন্ময় আহমেদ )



১৯)ভোগে নয়, ত্যাগেই সুখ।(মৃন্ময় আহমেদ)



২০) বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে... (মৃন্ময় আহমেদ)



২১)আপনি আচরি শেখাও অপরে। (মৃন্ময় আহমেদ)



২২) আম্র বলে একদিন হে মাকাল ভাই (খারেজি)[এইটা কমন পরে নাই, আমি এইটা পড়িনাই]



২৩) দেখা হয় নাই চক্ষু মেলিয়া

ঘর হইতে বাইরে দুপা ফেলিয়া

একটি ঘাসের শিষের উপর একটি শিশির বিন্দু



২৪)পেঁচা রাষ্ট্র করে দেয় পেলে কোন ছুতা

জান না আমার সঙ্গে সূর্যের শত্রুতা (তনুজা)



২৫) শিক্ষা জাতির মেরুদন্ড।(মৃন্ময় আহমেদ)



২৬)যে সহে সে রহে।(সাব ষ্ট্যান্ডার্ড)



২৭)আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে

সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে (তনুজা)



২৮)জীবে সেবা করে যেজন, সেজন সেবিছে ঈশ্বর। (মৃন্ময় আহমেদ)



২৯)স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায়

দাসত্বশৃংখল কে পরিবে পায় হে কে পরিবে পায় (রোবোট)



৩০)স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন(মৃন্ময় আহমেদ,রোবট)



৩১)এ পৃথিবীতে যা কিছু মহান চির কল্যানকর

অর্ধেক তাহার করিয়াছে নারী, বাকি অর্ধেক নর

কোনকালে একা হয়নিকো জয়ী পুরুষের তরবারী

সাহস যোগায়েছে শক্তি দিয়াছে বিজয়লক্ষী নারী(রোবোট)



৩২)চকচক করিলেই সোনা হয় না(মৃন্ময় আহমেদ)



৩৩) কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর

মানুষেরি মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর (তনুজা)



৩৪) জ্ঞানবান ব্যক্তি নত হয়, ফলবান বৃক্ষ নত হয়

------------

শুষ্ক কাষ্ঠ ও মূর্খ লোক নত হয় না (উত্থাপিত বাই মৃন্ময় আহমেদ পূর্নতা প্রাপ্ত বাই তনুজা) [কমন পরে নাই]



৩৫)ইচ্ছা থাকিলে উপায় হয়।(মৃন্ময় আহমেদ)



৩৬)পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি (তনুজা)





৩৭)দাও ফিরে সে অরণ্য লও এ নগর (তনুজা)



৩৮)দশে মিলে করি কাজ

হারি জিতি নাহি লাজ (মৃন্ময় আহমেদ)



৩৯)আপনারে বড়ো বলে, বড়ো সেই নয়

লোকে যারে বড়ো বলে, বড়ো সে-ই হয় (উত্থাপিত বাই মৃন্ময় আহমেদ কারেক্টেড বাই রোবোট)



৪০)দশের লাঠি একের বোঝা(উত্থাপিত বাই মৃন্ময় আহমেদ কারেক্টেড বাই সবাই)



৪২)দশে মিলে করি কাজ

হারি জিতি নাহি লাজ (মৃন্ময় আহমেদ)



৪৩)

যে আশা করে সে-ই ভোগে

যে ভুল করে সে-ই সাহসী হয়। (মৃন্ময় আহমেদ)[কমন পরে নাই, এইটা আমি পড়ি নাই]



৪৪)উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে

সে-ই মধ্যম, যে চলে তফাতে। (মৃন্ময় আহমেদ)



৪৫) অন্যায় যে করে, অন্যায় যে সহে

তব ঘৃণা তারে তৃণসম দাহে (মৃন্ময় আহমেদ)



৪৬)বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র

নানাভাবে নতুন জিনিস শিখছি দিনরাত্র,

এই পৃথিবীর বিরাট খাতায়, পাঠ্য যেসব পাতায় পাতায়

শিখছি সেসব কৌতুহলে সন্দেহ নাই মাত্র(অপ্সরা)



৪৭) প্রয়োজন ই উদ্ভাবনের জনক



৪৮)দুঃসময়ের বন্ধুই প্রকৃত বন্ধ(মৃন্ময় আহমেদ )



৪৯) সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। (মৃন্ময় আহমেদ )



৫০)ভাবিয়া করিয়ো কাজ, করিয়া ভাবিও না। (মৃন্ময় আহমেদ )



৫১) চোরে না শুনে ধর্ম কাহিনী।(মৃন্ময় আহমেদ )[কমন পরে নাই]



৫২) বলেছেন: "অযোগ্য লোককে দায়িত্বপূর্ন কাজ দেওয়া চরম দায়িত্বহীনতা" ( আবু সালেহ)[কমন পরে নাই]

৫২)"অসত্যের দাপট ক্ষনস্থায়ী, কিন্তু সত্যের গৌরব চিরস্থায়ী....."( আবু সালেহ )[কমন পরে নাই]



৫৩)কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়

তাই বলে কি হায় কুকুরেরে কামড়ানো মানুষের শোভা পায়(রোবোট)



৫৪)মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সুয্য হাসে (নাফসানিয়াত ফাতেমা )



৫৫)কতরূপ স্নেহ করি দেশের কুকুর ধরি

বিদেশের ঠাকুর ফেলিয়া(তনুজা)[কমন পরে নাই]



৫৬) নানান বরণ গাভীরে ভাই একই বরণ দুধ

জগৎ ভরমিয়া দেখলাম একই মায়ের পুত (তনুজা)[কমন পরে নাই]



৫৭)দ্বার রুদ্ধ করি দিয়া ভ্রমটারে রুখি

সত্য বলে, 'আমি তবে কোথা দিয়া ঢুকি?'(খলিল মাহমুদ)



৫৮)সংসার সাগরে দু:খ তরঙ্গের খেলা

আশা তার একমাত্র ভেলা(খলিল মাহমুদ)

৫৯) সময় ও নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না

৬০) অর্থ ই অনর্থের মূল



৬১)সততাই সর্বোৎকৃষ্ট পন্থা।( মৃন্ময় আহমেদ)

৬২)অধ্যাবসায় সফলতার চাবিকাঠি। ( মৃন্ময় আহমেদ)



৬৩)তুমি অধম বলে, আমি উত্তম হইব না কেন।( মমমম১২ )



৬৪)আয় বুঝে ব্যয় কর।( মমমম১২ )

৬৬)মানুষ মননশীল প্রাণী।( মৃন্ময় আহমেদ) [কমন পরে নাই]

আরো তো পড়ছিলাম মনে পরতেসে না :(

মন্তব্য ২০৭ টি রেটিং +১৯/-২

মন্তব্য (২০৭) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০০৯ সকাল ৭:৫৮

বিষাক্ত মানুষ বলেছেন: রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম
ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম
পথ ভাবে `আমি দেব', রথ ভাবে `আমি'
মূর্তি ভাবে `আমি দেব'--- হাসে অন্তর্যামী

০১ লা মে, ২০০৯ সকাল ৮:০৪

কঁাকন বলেছেন: এইটা ভোলা ঠিক হয় নাই :(

২| ০১ লা মে, ২০০৯ সকাল ৭:৫৯

শূন্য আরণ্যক বলেছেন: বিদ্বান :)

আমি বান ভুল ধরি না সাধারনত নিজেরই হাজারটা ভুল থাকে;

বাংলা শিক্ষার ক্লাসে একটু মাতবরী করলাম :P

৩| ০১ লা মে, ২০০৯ সকাল ৭:৫৯

বিষাক্ত মানুষ বলেছেন: শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির,
লিখে রেখো, এক ফোঁটা দিলেম শিশির

৪| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:০০

বিষাক্ত মানুষ বলেছেন: `কত বড়ো আমি' কহে নকল হীরাটি
তাই তো সন্দেহ করি নহ ঠিক খাঁটি

৫| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:০১

বিষাক্ত মানুষ বলেছেন:
নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস,
ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস।
নদীর ও পার বসি দীর্ঘশ্বাস ছাড়ে---
কহে, যাহা কিছু সুখ সকলই ও পারে

৬| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:০১

নুশেরা বলেছেন:
বানানটা আশীবিষ হবে

কাঁকন, তুমি বাংলা দ্বিতীয় পত্রের মাস্টারনি খেতাবটা নিশ্চিতভাবেই পেয়ে যাচ্ছ :)

৭| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:০২

বিষাক্ত মানুষ বলেছেন: বাংলাতে লেটার পাই নাই .... নইলে আরো কয়েকটা মনে থাকতো

০১ লা মে, ২০০৯ সকাল ৮:০৪

কঁাকন বলেছেন: লেটার পান নাই তাতেই যে অবস্থা পাইলে যে কী হইতো

কত পাইছিলেন ৭৯ নাকি

৮| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:০৬

মৃন্ময় আহমেদ বলেছেন: আপনি আচরি শেখাও অপরে।

৯| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:০৭

শেরিফ আল সায়ার বলেছেন: মজার বিষয় হচ্ছে কি, এই ভাবসম্প্রসারণগুলো ছোটকালে বই দেখে মুখস্থ করতাম। শুধু আমি কেনো! আমার মতো অনেককেই পাওয়া যাবে।
আমাদের শিক্ষা ব্যবস্থার সমস্যাটা এখানেই। শিক্ষার্থীদের এই বিষয়গুলো সম্বন্ধে দার্শনিক চিন্তায় মগ্ন করার বদলে মুখস্ত দর্শনে উদ্বুদ্ধ করে ।

এখন চিন্তা করি। তখন যদি শুধু পড়ার জন্যই না পড়ে জীবনের জন্য পড়তাম তবে হয়তো সব কিছু অন্যরকম হতে পারতো।

০১ লা মে, ২০০৯ সকাল ৮:১১

কঁাকন বলেছেন: আপনি মনে হয় ভালো ছাত্রদের কাতারে গণ্য হতেন

আমি জীবনেও মুখস্ত করিনাই তবে পরীক্ষার খাতায় পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখতাম কি যে লিখতাম ওপরওয়ালা জানে

১০| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:০৭

মৃন্ময় আহমেদ বলেছেন: বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে...

১১| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:০৮

মৃন্ময় আহমেদ বলেছেন: ভোগে নয়, ত্যাগেই সুখ।

১২| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:০৮

শাওন৩৫০৪ বলেছেন: এইখানে দেখি শুধু ভাব গুলা.....সম্প্রসারন হয়নাই??;);)

০১ লা মে, ২০০৯ সকাল ৮:১২

কঁাকন বলেছেন: সম্প্রসারনের জন্য পপিগাইড দ্রষ্টব্য

১৩| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:০৮

মৃন্ময় আহমেদ বলেছেন: নহে আশরাফ যার আছে শুধু বংশ পরিচয়
সে-ই আশরাফ জীবন যার পূণ্য কর্মময়...

১৪| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:০৯

সিফাতরক্‌স বলেছেন: 'এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি'

"আলো বলে অন্ধকার তুই বরো কালো অন্ধকার বলে...."

'যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি আশুগৃহে তার...'

এই গুলা মুখস্ত করতে করতে জ্বান কয়লা হইয়া যাইত।

১৫| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:০৯

মৃন্ময় আহমেদ বলেছেন: জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো।

১৬| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:১০

খারেজি বলেছেন: ১. কত বড় আমি কহে নকল হীরাটি
২. আম্র বলে একদিন হে মাকাল ভাই
৩. কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে

১৭| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:১০

মৃন্ময় আহমেদ বলেছেন: ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল
গড়ে তুলো মহাদেশ, সাগর অতল...

১৮| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:১১

মৃন্ময় আহমেদ বলেছেন: কাটা হেরি ক্ষান্ত, কেনো কমল তুলিতে
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে...

১৯| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:১২

তনুজা বলেছেন: তরুলতা সহজেই তরুলতা, পশুপাখি জন্মেই পশুপাখি ,কিন্তু মানুষ অনেক চেষ্টার পর মানুষ

২০| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:১২

মৃন্ময় আহমেদ বলেছেন: একটু খোঁচা দিলেই আরো মনে পড়বে... হাহাহাহহাহ... মজাই লাগছে

২১| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:১২

শূন্য আরণ্যক বলেছেন: দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হইতে বাইরে দুপা ফেলিয়া
একটি ঘাসের শিষের উপর একটি শিশির বিন্দু


~~~~~~

*বানান*

২২| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:১৩

তনুজা বলেছেন: পেঁচা রাষ্ট্র করে দেয় পেলে কোন ছুতা
জান না আমার সঙ্গে সূর্যের শত্রুতা

২৩| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:১৩

মৃন্ময় আহমেদ বলেছেন: শিক্ষা জাতির মেরুদন্ড।

আমার না।

২৪| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:১৩

শাওন৩৫০৪ বলেছেন: মাইনাস টা দিলো কে?কেনো?কখন?কি ভাবে?

২৫| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:১৪

আট আনা বলেছেন: যে সহে সে রহে।

২৬| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:১৪

তনুজা বলেছেন: আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে
সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে

২৭| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:১৪

মৃন্ময় আহমেদ বলেছেন: আলো বলে অন্ধকার তুমি বড়ো কালো
আঁধার বলে, . .. . ................ভালো....

এমন কিছু একটা ছিলো

২৮| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:১৫

রোবোট বলেছেন: যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি
আশু গৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ ভাতি

স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায়
দাসত্বশৃংখল কে পরিবে পায় হে কে পরিবে পায়

স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন

এ পৃথিবীতে যা কিছু মহান চির কল্যানকর
অর্ধেক তাহার করিয়াছে নারী, বাকি অর্ধেক নর
কোনকালে একা হয়নিকো জয়ী পুরুষের তরবারী
সাহস যোগায়েছে শক্তি দিয়াছে বিজয়লক্ষী নারী




৪ নংটা কৈ পাইলা? ঐটা মনে হয় গণিতের।

নুশেরার নুশেরাইটিস তো কমে না।
(নুশেরা বলেছেন:
বানানটা আশীবিষ হবে)

২৯| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:১৫

মৃন্ময় আহমেদ বলেছেন: চকচক করিলেই সোনা হয় না।

৩০| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:১৫

তনুজা বলেছেন: যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি
আশুগৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ ভাতি

৩১| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:১৬

তনুজা বলেছেন: কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর
মানুষেরি মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর

৩২| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:১৬

মৃন্ময় আহমেদ বলেছেন: ইচ্ছা থাকিলে উপায় হয়।

উপায়-রা তখন দল বাঁধিয়া ইচ্ছাদের ঘাড়ে ভর করে।

৩৩| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:১৬

শূন্য আরণ্যক বলেছেন: কোথায় স্বর্গ কোথায় নরক

কে বলে তা বহুদূর
মানুষের মাঝে স্বর্গ নরক
মানুষেতেই সূরাসুর

৩৪| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:১৭

মৃন্ময় আহমেদ বলেছেন: জীবে সেবা করে যেজন, সেজন সেবিছে ঈশ্বর।

৩৫| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:১৮

মৃন্ময় আহমেদ বলেছেন: একের লাঠি দশের বোঝা।

৩৬| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:১৮

তনুজা বলেছেন:
~ চকচক করিলেই সোনা হয় না

~পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি


~দাও ফিরে সে অরণ্য লও এ নগর

~ কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে

৩৭| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:১৯

মৃন্ময় আহমেদ বলেছেন:

দশে মিলে করি কাজ
হারি জিতি নাহি লাজ

৩৮| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:২০

শূন্য আরণ্যক বলেছেন: তনুজা এক সাথে হয়ে হয়ে গেলো ..
৮:১৬ :)

~~~~~~~~~~~~~

ইচ্ছা থাকলে উপায় হয়

~~~~~~~~~~~~

পরিশ্রম সাফল্যের চাবিকাঠি



------

এগুলি ভাব সম্প্রসারন কিনা হেইটাও ভুইলা গেছি। :(

৩৯| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:২০

মৃন্ময় আহমেদ বলেছেন: নিজে যারে বড়ো বলে, বড়ো সে তো নয়
লোকে যারে বড়ো বলে, বড়ো সে-ই হয়

৪০| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:২০

তনুজা বলেছেন: কাকন এবার স্কোরটা বলেন তো ভাল মেয়ের মত
অনেক কষ্ট দিলেন

৪১| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:২০

রোবোট বলেছেন: কাকনা আপডেটায় না কেন?

৪২| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:২১

মৃন্ময় আহমেদ বলেছেন: তনুজা এন্ড শূ আ... আমি আরো আগেই লিপিবদ্ধ করিয়াছি।

৪৩| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:২১

মৃন্ময় আহমেদ বলেছেন:
যে আশা করে সে-ই ভোগে
যে ভুল করে সে-ই সাহসী হয়।

৪৪| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:২২

মৃন্ময় আহমেদ বলেছেন: ক্ষুধার রাজ্যে পূর্ণিমার চাঁদও যেনো ঝলসানো রুটি।

৪৫| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:২৩

মৃন্ময় আহমেদ বলেছেন: আর মনে পড়ছে না কেনো...!!!!!!!!!!! ধ্যাৎৎৎৎৎ

৪৬| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:২৩

মৃন্ময় আহমেদ বলেছেন: উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে
সে-ই মধ্যম, যে চলে তফাতে।

৪৭| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:২৪

মৃন্ময় আহমেদ বলেছেন: পরের দুঃখ করিলে চিন্তন
আপন দুঃখ থাকে কতক্ষণ


এমন কিছু একটা...

৪৮| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:২৪

মৃন্ময় আহমেদ বলেছেন: স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।

৪৯| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:২৫

তনুজা বলেছেন: মৃন্ময় আহমেদ বলেছেন: একের লাঠি দশের বোঝা।

খাইছে

ভাব মাঠে মারা গেল

৫০| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:২৫

রোবোট বলেছেন: মৃন্ময় আহমেদ বলেছেন: নিজে যারে বড়ো বলে, বড়ো সে তো নয়
লোকে যারে বড়ো বলে, বড়ো সে-ই হয়

উহু

আপনারে বড়ো বলে, বড়ো সেই নয়
লোকে যারে বড়ো বলে, বড়ো সে-ই হয়

৫১| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:২৬

বিষাক্ত মানুষ বলেছেন: এক ঘষাতে এত ফেনা কে দিলো কে দিলো !
নিরালা নিরালা নিরালা বল সাবান /:)

৫২| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:২৬

বিষাক্ত মানুষ বলেছেন: এক ঘষাতে এত ফেনা কে দিলো কে দিলো !
নিরালা নিরালা নিরালা বল সাবান /:)

৫৩| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:২৬

তনুজা বলেছেন: রোবোট আংকেল যারা ভুলভাল বলে যাচ্ছে তাদের নম্বর অবশ্যই কাটা হবে

কারণ হার্ড কন্টেস্ট হচ্ছে

৫৪| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:২৬

শূন্য আরণ্যক বলেছেন: মৃন্ময় আহমেদ রিভার্স খেলতাসে


ওকে ব্যান করার আহবান জানাচ্ছি :)

৫৫| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:২৬

মৃন্ময় আহমেদ বলেছেন: অন্যায় যে করে, অন্যায় যে সহে
তব ঘৃণা তারে তৃণসম দাহে

৫৬| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:২৮

কঁাকন বলেছেন: মৃন্ময় আহমেদ আপনি যদি বলেন বাংলায় লেটার পান নাই তাহলে শিক্ষা ব্যাবস্থার ওপর ভক্তি-শ্রদ্ধা রাখা কষ্ট হইয়া যাবে

রোবট চাচ্চু: আপডেটাইতেসিলাম তো, আপডেট করতে টাইম লাগে তো নাকি

নুশেরাপু ফাঁকিবাজের মড় বানান ঠিককরে পলাইছে, একফোটা শিশির ও দান করে নাই

৫৭| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:২৮

মৃন্ময় আহমেদ বলেছেন: একের লাঠি দশের বোঝা।!!

হাহাহাহাহাহাহাাা


ধ্যাৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎ

৫৮| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:২৮

তনুজা বলেছেন: কাঁকন আমার নাম যাবে ১২ নম্বরে , আমার সব কটা আসেনি

আম্র কহে রে পুরো কহিতে কন
ভুলে গেছি , তবে আমার পড়া ঐটা

৫৯| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:২৮

শূন্য আরণ্যক বলেছেন: @ বিমা : শহর বন্দর গ্রামে
সব লোকে জানে
কাপড় কাচার সেরা সাবান নিরালা নিরালা ...

;)

৬০| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:২৯

অপ্‌সরা বলেছেন: ছোটো বালুকার কণা, বিন্দু বিন্দু জল
গড়ি তোলে মহাদেশ সাগর অতল।
মুহূর্ত নিমেষ কাল,তুচ্ছ পরিমান,
গড়ে যুগ যুগান্তর অনন্ত মহান,
প্রত্যেক সামান্য ত্রুটি, ক্ষুদ্র অপরাধ
ক্রমে টানে পাপপথে, ঘটায় প্রমাদ।

কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর
মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর।


বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র
নানাভাবে নতুন জিনিস শিখছি দিনরাত্র,
এই পৃথিবীর বিরাট খাতায়, পাঠ্য যেসব পাতায় পাতায়
শিখছি সেসব কৌতুহলে সন্দেহ নাই মাত্র।

৬১| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:২৯

মৃন্ময় আহমেদ বলেছেন: আমি এসএসসিতে ৫/৬ টা লেটার পাইছিলাম...

৬২| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:৩০

মৃন্ময় আহমেদ বলেছেন: মনে নাই..

৬৩| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:৩০

মৃন্ময় আহমেদ বলেছেন: মানুষ মাত্রই ভুল করে।

০১ লা মে, ২০০৯ সকাল ৮:৩২

কঁাকন বলেছেন: এইটা কী স্বীকারোক্তি নাকি ভাবসম্প্রসারনের লাইন :|

৬৪| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:৩১

মৃন্ময় আহমেদ বলেছেন: কে কইচে নিরালা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!১১১১১১১

এক নং পঁচা বল সাবান গেলো কইইইই

৬৫| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:৩২

মৃন্ময় আহমেদ বলেছেন: ঘুমিয়ে আছে শিশুর পিতা, সকল শিশুর অন্তরে।

৬৬| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:৩২

মৃন্ময় আহমেদ বলেছেন: লেখক বলেছেন: এইটা কী স্বীকারোক্তি নাকি ভাবসম্প্রসারনের লাইন ....

দুইডাই+আরেকটা।

৬৭| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:৩৩

তনুজা বলেছেন:
নানান বরণ গাভীরে ভাই একই বরণ দুধ
জগৎ ভরমিয়া দেখলাম একই মায়ের পুত



মৃন্ময় পরীক্ষার হলে এসব বলে লাভ নাই ...নম্বর কাটা হবে

৬৮| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:৩৪

শূন্য আরণ্যক বলেছেন: মৃন্ময় আহমেদ বলেছেন: ঘুমিয়ে আছে শিশুর পিতা, সকল শিশুর অন্তরে


~~~~~~~~~~~~~~~
বিজ্ঞাপন :

গিল্লি গিল্লি প্পা প্পা ... সোনা জাদুমনি :)

৬৯| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:৩৪

মৃন্ময় আহমেদ বলেছেন: স্কুল থেকে কলেজ পর্যন্ত শুরু কইরা ভাব-সম্প্রসারণ মুখস্ত করা হইলো সময় নষ্ট।। ভাবের সম্প্রসারণ হইবেক পরীক্ষার হলে...

৭০| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:৩৪

তনুজা বলেছেন:
কতরূপ স্নেহ করি দেশের কুকুর ধরি
বিদেশের ঠাকুর ফেলিয়া


৭১| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:৩৫

মৃন্ময় আহমেদ বলেছেন: @শূ আ

দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো


আবার

নাই মামার চেয়ে কানা মামা ভালো

৭২| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:৩৫

নাফসানিয়াত ফাতেমা বলেছেন: মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সুয্য হাসে .

৭৩| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:৩৬

মৃন্ময় আহমেদ বলেছেন: মানুষ হইয়া কুকুরকে কামড়ানো কী আমার শোভা পায়!

৭৪| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:৩৭

বিষাক্ত মানুষ বলেছেন: সোনা বউয়ের চুলে এলো
ঢলো ঢলো চান্দের আলো
এ টি পনের কেশ তেল

৭৫| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:৩৭

মৃন্ময় আহমেদ বলেছেন: নাফসানিয়াত ফাতেমার টা মাথায় এসেছিলো মাত্র...

মেঘের আড়ালে সূর্য হাসে।

৭৬| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:৩৭

বিষাক্ত মানুষ বলেছেন: সোনা বউয়ের চুলে এলো
ঢলো ঢলো চান্দের আলো
এ পি পনের কেশ তেল

৭৭| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:৩৭

শূন্য আরণ্যক বলেছেন: তাই এই বিপন্নতা পুন্ড্রের কথক!
হাজার যুগের আলো
জাতিস্মর চোখে
ভেসে ওঠে ভূর্জপত্রে উত্তরাধিকার

~~~~~~~~~~~~~~~~~~~`

চ্যালেনজ .......... পারলে এটার ভাব সম্প্রসারন করেন

;)

৭৮| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:৩৮

তনুজা বলেছেন: বিমা মাইনাস
এগুলো আপনার ভাব হইতে পারে কিন্তু সম্প্রসারণ করতে গেলে আমাদের মানিব্যাগ সংকোচন করা লাগবে

৭৯| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:৩৯

শূন্য আরণ্যক বলেছেন: রাজকুমারী তোমার মাথায় এতো চুল কে দিল

আরাম ষোলো আনা খারি আরাম !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


হাহাহাহাহাহাহ

হা হা চে থে প গে :D :D :D :D

৮০| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:৩৯

তনুজা বলেছেন: শূন্য নিজে করেন --------যত্তসব আজাইর‌্যা
আপনার ঘরের কাজ নেই ?

৮১| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:৪০

মৃন্ময় আহমেদ বলেছেন: পাপীকে নয়, পাপকে ঘৃণা করো।

৮২| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:৪০

মৃন্ময় আহমেদ বলেছেন: আমি খুবই পাপী মানুষ।

৮৩| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:৪১

খলিল মাহমুদ বলেছেন:
দ্বার রুদ্ধ করি দিয়া ভ্রমটারে রুখি
সত্য বলে, 'আমি তবে কোথা দিয়া ঢুকি?'

সংসার সাগরে দু:খ তরঙ্গের খেলা
আশা তার একমাত্র ভেলা
__________________
ছেলেমেয়েদের রচনা বইয়ে এরকম দেড়শ'র মতো আছে। আলসেমির জন্য বই থেকে তুলে দিতে পারলাম না বলে মর্মাহত। :) :(

৮৪| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:৪২

বিষাক্ত মানুষ বলেছেন: তনুজা ...

পড়ালেখার ফাকে ফাকে টিভির বিজ্ঞাপনও দেখা উচিত ।

"মিল্লাত ঘামাচি পাউডার"

৮৫| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:৪৩

রোবোট বলেছেন: সেলিব্রেটি ব্লগারের এক পোস্টে যা কমেন্ট পড়ে আমার মত অখ্যাত ব্লগারের ব্লগে এক বছরেও তা পড়ে না




কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়
তাই বলে কি হায় কুকুরেরে কামড়ানো মানুষের শোভা পায়

৮৬| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:৪৩

রোবোট বলেছেন:

৮৭| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:৪৩

মৃন্ময় আহমেদ বলেছেন: বিমা, তিব্বত স্নো।

৮৮| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:৪৪

শূন্য আরণ্যক বলেছেন: সকালে উঠিয়া আমি মনে মনে বলি
সারাদিন আমি যেন ভালো হয়ে চলি
আদেশ করেন যাহা মোর গুরু জনে
আমি যেন সেই কাজ করি ভালো মনে।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~

হানিফ সংকেত ভার্ষন:

সকালে উঠিয়া আমি মনে মনে বলি
সারাদিন আমি যেন মিছা কতা বলি :)
আদেশ করেন যাহা পার্টির গুরুজনে
আমি যেন সেই কাজ করি ভালো মনে

;)

৮৯| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:৪৪

মৃন্ময় আহমেদ বলেছেন: দুঃখের মতো পরশপাথর আর কিছু নাই।

৯০| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:৪৪

আবু সালেহ বলেছেন:
কাঁকন এর পর মৃন্ময়.....ভেলকি....!!!

"অসত্যের দাপট ক্ষনস্থায়ী, কিন্তু সত্যের গৌরব চিরস্থায়ী....."


৯১| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:৪৭

আবু সালেহ বলেছেন: "অযোগ্য লোককে দায়িত্বপূর্ন কাজ দেওয়া চরম দায়িত্বহীনতা"

৯২| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:৪৮

মৃন্ময় আহমেদ বলেছেন: চোরে শুনে না ধর্ম কাহিনী।

৯৩| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:৪৯

মৃন্ময় আহমেদ বলেছেন: ভাবিয়া করিয়ো কাজ, করিয়া ভাবিও না।

৯৪| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:৫০

ঘাসফুল বলেছেন: এখেনে দেখি বাংলা ক্লাসের আসর বৈছে ;)

৯৫| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:৫১

মৃন্ময় আহমেদ বলেছেন: সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।

৯৬| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:৫৩

অদৃশ্য বলেছেন: কাঁকন............................এ যে দেখি রিতিমত স্কুল চলতেছে। আমি আপাতত উপস্থিত থাকলাম..........

''দেখিতেছি ভাবের সম্প্ররসারন
হইতেছে বাঙলার প্রসারন''


সবার জন্য শুভকামনা..............

৯৭| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:৫৪

রোবোট বলেছেন: কাকনা ব্লগায় চমৎকার
এক ঘন্টায় ১০০ পার।

ইকোনো লেখে চমৎকার
এক কলমে মাইল পার।

মৃনময় আমার পোস্টের টাইটেল মারায় দিককার

৯৮| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:৫৭

মৃন্ময় আহমেদ বলেছেন: রোবোট, ব্লগ ঘুরে এসে বুঝলাম। নুশেরা কে বলেন আপনার ব্লগ ঘুরে আসতে, তাহলে মানুষ বানান ভুল তা আপনাকে জানান দিবে।

৯৯| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:৫৮

মৃন্ময় আহমেদ বলেছেন: আবু সালেহ বলেছেন:
কাঁকন এর পর মৃন্ময়.....ভেলকি....!!!


সালেহ মিয়া, কী কইলা বুঝি নাই।

১০০| ০১ লা মে, ২০০৯ সকাল ৮:৫৯

মৃন্ময় আহমেদ বলেছেন: দুঃসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু।

১০১| ০১ লা মে, ২০০৯ সকাল ৯:০০

মমমম১২ বলেছেন: সবাই তো সব বলে দিছে,আমার জন্য কিছু রাখে নাই।:(

মৃন্ময় কি স্কুলে বাংলা পড়ায়!!!!!

১০২| ০১ লা মে, ২০০৯ সকাল ৯:০৫

মৃন্ময় আহমেদ বলেছেন: NBA এর ম্যাচ দেখতে ছিলাম, জটিল ম্যাচ হইলো...

যাহোক কেমন চলছে ...

১০৩| ০১ লা মে, ২০০৯ সকাল ৯:০৬

মৃন্ময় আহমেদ বলেছেন: Necessity know no law.

১০৪| ০১ লা মে, ২০০৯ সকাল ৯:০৭

মৃন্ময় আহমেদ বলেছেন: উপ্‌স... আমি দেখি ইংরেজীই লেইখা দিছি... মন যে আমার কোথায় !!!

আসলে খেলার উত্তেজনা এখনো যায় নাই...

১০৫| ০১ লা মে, ২০০৯ সকাল ৯:০৮

মৃন্ময় আহমেদ বলেছেন: মানুষ মননশীল প্রাণী।

এইটা আন-কমন। তবে আমি করছিলাম, মনে আছে।

০১ লা মে, ২০০৯ সকাল ৯:১৮

কঁাকন বলেছেন: মানুষ মননশীল প্রাণী। নাকি মরণশীল?

১০৬| ০১ লা মে, ২০০৯ সকাল ৯:১০

মমমম১২ বলেছেন: মনে পড়ছে
তুমি অধম বলে, আমি উত্তম হইব না কেন।

আয় বুঝে ব্যয় কর।

এগুলো কেউ বলছে কিনা জানিনা।

১০৭| ০১ লা মে, ২০০৯ সকাল ৯:১৩

মৃন্ময় আহমেদ বলেছেন: পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। এর মতো আরেকটা আছে..


অধ্যাবসায় সফলতার চাবিকাঠি।

১০৮| ০১ লা মে, ২০০৯ সকাল ৯:১৭

মৃন্ময় আহমেদ বলেছেন: 'ফলবান বৃক্ষ' নিয়া একটা লাইন ছিলো কারো সঠিকটা মনে আছে নাকি!!

১০৯| ০১ লা মে, ২০০৯ সকাল ৯:১৮

কঁাকন বলেছেন: ও মানিক কি বাত্তি লাগাইলি

কেন ফিলিপস

মাছের রাজা ইলিশ আর বাত্তির রাজা ফিলিপস

১১০| ০১ লা মে, ২০০৯ সকাল ৯:১৮

মৃন্ময় আহমেদ বলেছেন: সততাই সর্বোৎকৃষ্ট পন্থা।

১১১| ০১ লা মে, ২০০৯ সকাল ৯:১৯

মৃন্ময় আহমেদ বলেছেন: ঝাঁকে ঝাঁকে জাটকা
কারেন্ট জালে আটকা

১১২| ০১ লা মে, ২০০৯ সকাল ৯:১৯

মৃন্ময় আহমেদ বলেছেন: মাছ আল্লাহর দান
তিনি মেহেরবান

১১৩| ০১ লা মে, ২০০৯ সকাল ৯:১৯

মৃন্ময় আহমেদ বলেছেন: মননশীল।

১১৪| ০১ লা মে, ২০০৯ সকাল ৯:২০

কঁাকন বলেছেন: বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় -- এরকম একটা কথা শুনসি কিন্তু এর ভাবসম্প্রসারন করি নাই :(

১১৫| ০১ লা মে, ২০০৯ সকাল ৯:২৩

অক্ষর বলেছেন: লেখক বলেছেন: সম্প্রসারনের জন্য পপিগাইড দ্রষ্টব্য

আসুন যে কোনো গাইডকে বর্জন করি, কাঁকন আপাকে ফলো করি

১১৬| ০১ লা মে, ২০০৯ সকাল ৯:২৪

মৃন্ময় আহমেদ বলেছেন: এইটা তো এক কথাই,

নামে নয়, কর্মেই পরিচয়...



আমি বলছি অন্য একটার কথা। 'তরু' নামে একটি কবিতায় দুটা লাইন ছিলো... যার মানে ছিলো, গাছ যখন ফলে পরিপূর্ণ থাকে তখন নত হয়, যেমন জ্ঞানী তার গুণে...

১১৭| ০১ লা মে, ২০০৯ সকাল ৯:২৪

দূরন্ত বলেছেন: দূর যেটা লিখতে যাই সেটাই দেখি আছে। কি যে করি :(

১১৮| ০১ লা মে, ২০০৯ সকাল ৯:২৫

রোবোট বলেছেন: মৃন্ময় আহমেদ বলেছেন: ঝাঁকে ঝাঁকে জাটকা
কারেন্ট জালে আটকা

এইটা কি সদরঘাট বোর্ডের পরীক্ষায় আসত?

আমার ব্লগে মানুষ বানান ঠিক আছে।ঐ পোস্টে নুশেরা অলরেডী ঘুরে আসছে

১১৯| ০১ লা মে, ২০০৯ সকাল ৯:২৬

মৃন্ময় আহমেদ বলেছেন: দৃষ্টি আকর্ষণ- ২৮ এবং ৩৪

১২০| ০১ লা মে, ২০০৯ সকাল ৯:২৭

সজল শর্মা বলেছেন: অনেক দিন পর আবার একসাথে এতগুলো নীতিকথা দেখলাম। অনেক ধন্যবাদ আপনাকে। বাংলা ব্যাকরণ পাঠের কথা মনে হয়ে গেল।

১২১| ০১ লা মে, ২০০৯ সকাল ৯:২৮

মৃন্ময় আহমেদ বলেছেন: রোবোট ভাইজান...

আপনার পোস্টের শিরোনাম কপি করে আনলাম-

"সবার উপর মানুয সত্য তাহার উপর নাই"

এখন আমি লিখি-

সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই

১২২| ০১ লা মে, ২০০৯ সকাল ৯:২৮

তনুজা বলেছেন: জ্ঞানবান ব্যক্তি নত হয়, ফলবান বৃক্ষ নত হয়
------------

শুষ্ক কাষ্ঠ ও মূর্খ লোক নত হয় না


(মূল: চাণক্য শ্লোক )


@মৃন্ময়

১২৩| ০১ লা মে, ২০০৯ সকাল ৯:২৯

মৃন্ময় আহমেদ বলেছেন: আর ওইগুলা মজার জন্য... পুরাতন অ্যাডগুলার কথা ফাঁকে ফাঁকে মনে পড়ে খুব।

১২৪| ০১ লা মে, ২০০৯ সকাল ৯:৩২

মৃন্ময় আহমেদ বলেছেন: ধন্যবাদ তনুজা।

মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছিলো। অনেক ধন্যবাদ।

১২৫| ০১ লা মে, ২০০৯ সকাল ৯:৩৩

খলিল মাহমুদ বলেছেন:
তুমি অধম, তাই আমাকেও অধম হতে হবে। :)

প্রাণ থাকলেই প্রাণী, কিন্তু মান না থাকলে মানুষ হয় কী করে? :)

মহাজ্ঞানী মহাজন যে-পথে করে গমন
হয়েছেন প্রাত:স্মরণীয়
সে-পথ অবশ্যই বর্জনীয়। :)

দশের লাঠি দশজনেই টানি। :)

একতাই বোকামি। :)

দিনে দয়া করো, রাতে নয়। :)

___________________

এদিক দিয়ে আবারও যাচ্ছিলুম। এ কটা মনে পড়লো, তাই দিয়ে গেলুম।

১২৬| ০১ লা মে, ২০০৯ সকাল ৯:৩৩

তনুজা বলেছেন: এ পৃথিবীতে যা কিছু মহান চির কল্যানকর
অর্ধেক তাহার করিয়াছে নারী, বাকি অর্ধেক নর
কোনকালে একা হয়নিকো জয়ী পুরুষের তরবারী
সাহস যোগায়েছে শক্তি দিয়াছে বিজয়লক্ষী নারী(রোবোট)

কাঁকন কারেকশন দেন

বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর
কোনকালে একা হয়নিকো জয়ী পুরুষের তরবারী
প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয়লক্ষী নারী

১২৭| ০১ লা মে, ২০০৯ সকাল ৯:৩৫

আবু সালেহ বলেছেন:

মৃন্ময় মিয়া....

কথায় আছে
"ভবিষ্যতকে জানার জন্য আমাদের অতীত জানা উচিত"

১২৮| ০১ লা মে, ২০০৯ সকাল ৯:৩৬

রোবোট বলেছেন: তনুজা ও %E

১২৯| ০১ লা মে, ২০০৯ সকাল ৯:৩৬

অক্ষর বলেছেন:
"অধিক কমেন্টে পোস্ট নষ্ট"

এইটারে কি কওয়া যাইবো?

০১ লা মে, ২০০৯ সকাল ৯:৪১

কঁাকন বলেছেন: X( X( X(

১৩০| ০১ লা মে, ২০০৯ সকাল ৯:৩৭

মৃন্ময় আহমেদ বলেছেন:
.. ... ... ...

অতীত তুমি কাজ করে যাও গোপনে গোপনে।

১৩১| ০১ লা মে, ২০০৯ সকাল ৯:৩৭

রোবোট বলেছেন: তনুজা ও অন্য সবাই
আমি চোখে কম দেখি। (বুড়া মানুষ) আমার তো ২ জনের বানানই ১ লাগে। হ্ব্রস্ব উকার, মূর্ধণ্য ষ।


এনিওয়ে, ২৮এ কল্যাণকর হবে, কল্যানকর না।

১৩২| ০১ লা মে, ২০০৯ সকাল ৯:৩৮

চোরকাঁটা বলেছেন: "নাই মামার চাইতে কানা মামা ভালো"
"দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো"
;)

০১ লা মে, ২০০৯ সকাল ৯:৪১

কঁাকন বলেছেন: এগুলা কী আসলেই ভাবসম্প্রসারন বইতে আছিল নাকি পোলাপাইন গণহারে সব প্রবাদ প্রবচন তুলে দিতাসে

১৩৩| ০১ লা মে, ২০০৯ সকাল ৯:৩৯

রোবোট বলেছেন: করেকশনের জন্য ধন্যবাদ@তনুজা

১৩৪| ০১ লা মে, ২০০৯ সকাল ৯:৪০

তনুজা বলেছেন: হিহিহি আংকেল সেটা না তবে শব্দ ওলটপালট ছিল আপনার
ব্যাপার না বস

আমার আবার কবিতা বেশি মুখস্ত ছিল ঐ বয়সে , তাই মনে আছে এখনও

১৩৫| ০১ লা মে, ২০০৯ সকাল ৯:৪১

মৃন্ময় আহমেদ বলেছেন: রোবট ভাইজান,


১৩৬| ০১ লা মে, ২০০৯ সকাল ৯:৪৪

ইশতিয়াক অাহমেদ বলেছেন: এগুলোর আধুনিকায়ন প্রয়োজন...

এমন হতে পারে...

যেখানে বাঘের ভয়, সেখানে না যাওয়াই ভালো...

১৩৭| ০১ লা মে, ২০০৯ সকাল ৯:৪৫

মৃন্ময় আহমেদ বলেছেন: দুনিয়াডা বড্ড আজব জায়গা। হাহ্‌... আর আমি একজন হীন মানুষ।

১৩৮| ০১ লা মে, ২০০৯ সকাল ৯:৪৬

অপ্‌সরা বলেছেন: মৃন্ময় আহমেদ বলেছেন: এইটা তো এক কথাই,

নামে নয়, কর্মেই পরিচয়...



আমি বলছি অন্য একটার কথা। 'তরু' নামে একটি কবিতায় দুটা লাইন ছিলো... যার মানে ছিলো, গাছ যখন ফলে পরিপূর্ণ থাকে তখন নত হয়, যেমন জ্ঞানী তার গুণে...


কেহ বা সরল সাধু-হৃদয় যেমন
ফলভারে নত কেহ গুণীর মতন।

এদের স্বভাব ভালো মানবের চেয়ে
ইচ্ছা যার দেখো দেখো গিয়ান চক্ষে চেয়ে,

যখন মানবকূল ধনবান হয়,
তখন তাদের শির সমুন্নত রয়।

কিন্তু ফলশালী হলে এই তরুগণ,
অংহকারে উচ্চশির না করে কখন।
ফলশূন্য হলে সদা থাকে সমুন্নত
নীচ প্রায় কার ঠাঁই নহে অবনত।

১৩৯| ০১ লা মে, ২০০৯ সকাল ৯:৪৬

মৃন্ময় আহমেদ বলেছেন: অক্ষর বলেছেন:
"অধিক কমেন্টে পোস্ট নষ্ট"

এইটারে কি কওয়া যাইবো?

লেখক বলেছেন: X( X( X(


নানা মুনির নানা মত।

১৪০| ০১ লা মে, ২০০৯ সকাল ৯:৪৬

অক্ষর বলেছেন: প্রবাদ প্রবচণ আর ভাব সম্প্ররসারণে প্যাচ লাগাইয়া গুলাইয়া ফালাইছে

১৪১| ০১ লা মে, ২০০৯ সকাল ৯:৪৭

অপ্‌সরা বলেছেন: আবার মেমোরী বেশী ভালো । পুরা কবিতা মুখস্থ আছে। হিহিহি

১৪২| ০১ লা মে, ২০০৯ সকাল ৯:৪৭

অক্ষর বলেছেন: আধিক সন্নাসিতে গাঁজন নষ্ট

এইটাও কওয়া যাই, আমিও তাই কৈতে চাইছিলাম

১৪৩| ০১ লা মে, ২০০৯ সকাল ৯:৪৮

মৃন্ময় আহমেদ বলেছেন: অপ্‌সরা . .. .

অনেক দিনের চাওয়া পূর্ণ করে দিলেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আজকে চাইছিলাম অনেক মেজাজ খারাপ নিয়া ঘুমাইতে যামু.. কিন্তু এখন বেশ ঝরঝরে মন...

১৪৪| ০১ লা মে, ২০০৯ সকাল ৯:৪৯

মৃন্ময় আহমেদ বলেছেন: তরু... কবিতাটা কার লেখা? @অপ্‌সরা

১৪৫| ০১ লা মে, ২০০৯ সকাল ৯:৫০

শূন্য আরণ্যক বলেছেন: খলিল মাহমুদ বলেছেন:
তুমি অধম, তাই আমাকেও অধম হতে হবে। :)

প্রাণ থাকলেই প্রাণী, কিন্তু মান না থাকলে মানুষ হয় কী করে? :)

মহাজ্ঞানী মহাজন যে-পথে করে গমন
হয়েছেন প্রাত:স্মরণীয়
সে-পথ অবশ্যই বর্জনীয়। :)

দশের লাঠি দশজনেই টানি। :)

একতাই বোকামি। :)

দিনে দয়া করো, রাতে নয়। :)

___________________

এদিক দিয়ে আবারও যাচ্ছিলুম। এ কটা মনে পড়লো, তাই দিয়ে গেলুম।


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


জাঝা !!!!!!!!!!!!!!

@@@@@@@@@
বন্যেরা বনে সুন্দর ; গরুরা গোয়াল ঘরে

@@@@@
অসততাই (বংগদেশে) সর্বোৎকৃষ্ঠ পন্থা।

@@@@@@@@@@
কুকুরের কাজ কুকুরে করছে কামড় দিয়েছে পায়
তাই বলে জলংতাকের ভ্যাকসিন না নেয়া মানুষের শোভা পায় ??
@@@@@@@@@@@@


ঋন করে ঘি খাও ।
ভাতের উপর চাপ কমাও

@@@@@@@@@@@@

ভোগে নয় , ত্যাগে নয় --- বেচে থাকায় সব সুখ


১৪৬| ০১ লা মে, ২০০৯ সকাল ৯:৫১

প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেছেন:
জীবনে তো কোনোদিন ভাবসম্প্রসারণ, রচনা, চিঠি এসব পড়সি বলে মনে পড়েনা......আমার কাছে এগুলা সব 'আনসিন' ই থাকতো!......পরীক্ষার হলে বসেই বানায় বানায় লিখতাম..................:)

১৪৭| ০১ লা মে, ২০০৯ সকাল ৯:৫২

মৃন্ময় আহমেদ বলেছেন: ৪৩)
যে আশা করে সে-ই ভোগে
যে ভুল করে সে-ই সাহসী হয়। (মৃন্ময় আহমেদ)[কমন পরে নাই, এইটা আমি পড়ি নাই] ..


এটা আসলে ভাব-সম্প্রসারণের উক্তি হিসেবে না রাখাই শ্রেয়। তবে এটা আমার প্রিয় উক্তি।

১৪৮| ০১ লা মে, ২০০৯ সকাল ১০:১১

সার্কিট বলেছেন: যেখানে দেখিবে ছাই
উড়াইয়া দেখিও তাই
পাইলেও পাইতে পার
অমূল্য কঁাকন।

১৪৯| ০১ লা মে, ২০০৯ সকাল ১০:১২

েজবীন বলেছেন: মৃন্ময়@ বড় কষ্টে দিন গুজরান করছে বুঝা গেল!!.........এতো গুলা যার এখনো মনে আছে...কতোগুলা না জানি তারে পড়তে হইছিল!!!!.....:(


বিমা, শূ.আ@ বিটল বিস্কুটের এ্যডটা বাদ পড়ল যে!!...

বিটল বিস্কুট খাইতে খাইতে যায় বেলাআআআ.... :D

১৫০| ০১ লা মে, ২০০৯ সকাল ১০:১৫

আগুন পাখি বলেছেন:

(১)
কেরোসিন শিখা বলে মাটির প্রদীপেরে,
ভাই বলে ডাক যদি দেব গলা টিপে।
হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা,
কেরোসিন শিখা বলে এসো মোর দাদা।

(২) ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে

১৫১| ০১ লা মে, ২০০৯ সকাল ১০:১৬

নাফিস ইফতেখার বলেছেন: ক্লাস ফোরে বাংলায় ১০০ তে ১০০ পাইসি! রেয়ার! /:)

১৫২| ০১ লা মে, ২০০৯ সকাল ১০:২১

চোরকাঁটা বলেছেন: যাহা বাহান্ন, তাহাই তিপান্ন ;)

১৫৩| ০১ লা মে, ২০০৯ সকাল ১০:২৬

মৃন্ময় আহমেদ বলেছেন: @েজবীন... এগুলোতেই চোখ বুলিয়ে গেছি, সম্প্রসারণ অংশটুকু তেমন পড়িনি।। আর ব্যাখ্যা, ভাব-সম্প্রসারণ পরীক্ষার হলেই ক'পাতা লিখে দিতাম। আন-কমন পড়লেই বেশী মজা লাগতো।

১৫৪| ০১ লা মে, ২০০৯ সকাল ১০:৩১

নাজনীন১ বলেছেন: মানুষ মাত্রই দ্বিজ।

১৫৫| ০১ লা মে, ২০০৯ সকাল ১০:৩৪

অপ্‌সরা বলেছেন: মৃন্ময় আহমেদ বলেছেন: অপ্‌সরা . .. .

অনেক দিনের চাওয়া পূর্ণ করে দিলেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আজকে চাইছিলাম অনেক মেজাজ খারাপ নিয়া ঘুমাইতে যামু.. কিন্তু এখন বেশ ঝরঝরে মন..

মৃন্ময় আহমেদ বলেছেন: তরু... কবিতাটা কার লেখা? @অপ্‌সরা

অনেক ধন্যবাদ।
কবির নাম ছিলো কৃষ্নচন্দ্র( সঠিক বানানটা লিখতে পারিনা এখানে)

উনি খুব দরিদ্র ছিলেন। তরু কবিতাটি সদ্ভাব শতক একটি ফারসী কবি হাফেজের কবিতার ছায়া অবলমবনে লেখা হয়েছিলো।

১৫৬| ০১ লা মে, ২০০৯ সকাল ১০:৩৬

মৃন্ময় আহমেদ বলেছেন: কৃষণ চন্দর হতে পারে। তবে শিউর না।

১৫৭| ০১ লা মে, ২০০৯ সকাল ১০:৪৪

অপ্‌সরা বলেছেন: আমি শিওর।

কৃষ্নচন্দ্র

১৫৮| ০১ লা মে, ২০০৯ সকাল ১০:৪৫

অপ্‌সরা বলেছেন:

কৃষ্নচন্দ্র মজুমদার

১৫৯| ০১ লা মে, ২০০৯ সকাল ১০:৪৭

মৃন্ময় আহমেদ বলেছেন: হু... কৃষ্ণচন্দ্র মজুমদার (১৮৩৪-১৯০৭)

১৬০| ০১ লা মে, ২০০৯ সকাল ১০:৪৮

অপ্‌সরা বলেছেন: গুড জব মৃন্ময় আহমেদ

১৬১| ০১ লা মে, ২০০৯ সকাল ১০:৪৯

অপ্‌সরা বলেছেন: আরো আছে ১৯০৭ এর ১৩ই জানুয়ারী

১৬২| ০১ লা মে, ২০০৯ সকাল ১০:৪৯

মৃন্ময় আহমেদ বলেছেন: ষ+ণ = ষ্ণ

ধন্যবাদ অপ্‌সরা।

১৬৩| ০১ লা মে, ২০০৯ সকাল ১০:৫১

মৃন্ময় আহমেদ বলেছেন: কোথায় পেলেন!! আরো ডিটেইল্‌স আছে নাকি। দেশে থাকলে এতোক্ষণ অবশ্য আমিও খুঁজে বের করে ফেলতাম। :)

১৬৪| ০১ লা মে, ২০০৯ সকাল ১০:৫২

কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
....................প্রত্যেকে আমরা পরের তরে, মেঘ...........আড়ালে তার সূর্য হাসে, ঘর পোড়া গরু................

১৬৫| ০১ লা মে, ২০০৯ সকাল ১০:৫৪

অপ্‌সরা বলেছেন: আছে উনার আরো সব কাব্য গ্রন্থের নাম

১৬৬| ০১ লা মে, ২০০৯ সকাল ১০:৫৫

কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন:
লেইখ্যা দেখি, ২ খান কমন,


আরেকটা থাক, দুষ্ট গরুর....................শূন্যগোয়াল ......।

মানে আমার দুইটা গরু নিয়াই হইল।

১৬৭| ০১ লা মে, ২০০৯ সকাল ১০:৫৭

মৃন্ময় আহমেদ বলেছেন: অনলাইনে বাংলাপিডিয়ায় কিছু নাম আমিও পেলুম।

আচ্ছা কোন্‌ ক্লাসে কবিতাটা ছিলো জানেন নাকি!

১৬৮| ০১ লা মে, ২০০৯ সকাল ১১:১৩

অপ্‌সরা বলেছেন: জানি । ক্লাস এইটে।

১৬৯| ০১ লা মে, ২০০৯ সকাল ১১:১৫

মৃন্ময় আহমেদ বলেছেন: থ্যাংকু। বইটা কি সাথে আছে নাকি :)

১৭০| ০১ লা মে, ২০০৯ সকাল ১১:২৬

অপ্‌সরা বলেছেন: হাহাহাহা না সাথে নেই। বিশ্বাস না হলে অন্য কোনো কবিতায় টেস্ট নিতে পারো।

১৭১| ০১ লা মে, ২০০৯ সকাল ১১:৪৮

মৃন্ময় আহমেদ বলেছেন: আরে টেস্ট নিতে যাবো কেনো?! থাকলে জানতে চাইতাম, অষ্টম শ্রেণীতে আর কী কী কবিতা ছিলো....

১৭২| ০১ লা মে, ২০০৯ সকাল ১১:৫৭

নীল-দর্পণ বলেছেন: রবিবার বাংলা পরীক্ষা।
ভাব সম্প্রসারনের সাথে অপসন থাকত। দরখাস্তই দিতাম। নাম্বার বেশী পাওয়া যায়;)

১৭৩| ০১ লা মে, ২০০৯ দুপুর ১২:০৮

নাজনীন১ বলেছেন: প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হয় না।

১৭৪| ০১ লা মে, ২০০৯ দুপুর ১২:৩০

তায়েফ আহমাদ বলেছেন: গত কাইলক্যার বিসিএস পড়িক্ষায় ভাব সম্প্রসারণ আইছে-
"কষ্ট না করিলে কেষ্ট মিলে না"

আমি ও সম্প্রসারন করার মাঝপথে একখান ঝাইরা দিসি-
"কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে,
দুঃখ বিনা সুখ লাভ হয় কী মহীতে"

হেহেহে

১৭৫| ০১ লা মে, ২০০৯ দুপুর ১:৪৯

অরণ্যচারী বলেছেন: বাংলা ভাবসম্প্রসারণের দারুণ কালেকশন হৈছে। ;)

১৭৬| ০১ লা মে, ২০০৯ দুপুর ২:৩৩

নুশেরা বলেছেন: আমার বহুত নিন্দামন্দ হইসে দেখা যায়! (রাগে কান দিয়ে ধোঁয়া বের হবার ইমো)


মৃন্ময়, দেখুন তো এটা কিনা:
"নদী কভু পান নাহি করে নিজ জল
তরুগণ নাহি খায় নিজ নিজ ফল"


কাঁকন, আরেকটা বোনাস নাও:
"প্রাচীরের ছিদ্রে এক নামগোত্রহীন
ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দীন
ধিক ধিক করে তারে কাননে সবাই
সূর্য উঠি বলে তারে, ভালো আছো ভাই?"

আচ্ছা, আরেকটা:
"কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে
ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে
হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা
কেরোসিন শিখা বলে, এসো মোর দাদা"

একইভাবে:
"কহিল ভিক্ষার ঝুলি টাকার থলিরে
...................................................."
(সর্বনাশ, ভুলে গেছি তো! মৃন্ময় আহমেদ পারবেন মনে হয়।)

১৭৭| ০২ রা মে, ২০০৯ সকাল ৭:৩৫

নুশেরা বলেছেন: কি ব্যাপার, কাঁকন কই গেল???

১৭৮| ০২ রা মে, ২০০৯ সকাল ৭:৩৯

মৃন্ময় আহমেদ বলেছেন:
কহিল ভিক্ষার ঝুলি টাকার থলিরে,
আমরা কুটুম্ব দোঁহে ভুলে গেলি কি রে?
থলি বলে, কুটুম্বিতা তুমিও ভুলিতে
আমার যা আছে গেলে তোমার ঝুলিতে।

১৭৯| ০২ রা মে, ২০০৯ সকাল ৭:৪১

মৃন্ময় আহমেদ বলেছেন:

আম্র কহে, একদিন, হে মাকাল ভাই
আছিনু বনের মাঝে সমান সবাই
মানুষ লইয়া এল আপনার রুচি
মূল্যভেদ শুরু হল, সাম্য গেল ঘুচি

১৮০| ০২ রা মে, ২০০৯ সকাল ৮:১০

রোবোট বলেছেন: মৃন্ময় আহমেদ (জনাব ভাব সম্প্রসারণ সমগ্র)
য আর ষ দেখতে একরকম লাগে কেন? বানান ঠিক করসি। বললেই হত অন্তস্থ য লিখসি। এমনি বুড়া মানুষ।

১৮১| ০২ রা মে, ২০০৯ সকাল ১০:১২

মৃন্ময় আহমেদ বলেছেন: রোবোট ভাইজান, আমি ভাবিনি যে আপনি ওটা খেয়াল করেননি। ;)



আচ্ছা সবাই,


"এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান"


এইটা কি ভাব-সম্প্রসারণে ছিলো?

১৮২| ০২ রা মে, ২০০৯ রাত ৯:০৪

সবাক বলেছেন:
‍"বিশ্রাম কাজের অঙ্গ একসাথে গাঁথা
নয়নের অঙ্গ যেন নয়নের পাতা"


ম্যালা কাম কর্চেন এ্যালা খ্যান্ত দ্যান :)

১৮৩| ০৩ রা মে, ২০০৯ সকাল ১১:২৭

সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: ম্যালা কাম কর্চেন, এলা ক্ষ্যান্ত দেন ...

১৮৪| ০৩ রা মে, ২০০৯ সন্ধ্যা ৭:২১

~স্বপ্নজয়~ বলেছেন: নুশেরা ও ~স্বপ্নজয়~ বলেছেন: কাঁকন, তুমি বাংলা দ্বিতীয় পত্রের মাস্টারনি খেতাবটা নিশ্চিতভাবেই পেয়ে যাচ্ছ ;)

১৮৫| ০৪ ঠা মে, ২০০৯ ভোর ৫:২৯

একলব্যের পুনর্জন্ম বলেছেন: আমার জন্য কোনোটাই বাকি নাই :(

০৪ ঠা মে, ২০০৯ ভোর ৬:০২

কঁাকন বলেছেন: নাহ মৃন্ময় আহমেদ একাই একশ :(

১৮৬| ০৪ ঠা মে, ২০০৯ ভোর ৬:০৪

একলব্যের পুনর্জন্ম বলেছেন: হু :


দেরি কৈরা ফেলছি নাইলে আমি একাই ২০০

০৪ ঠা মে, ২০০৯ ভোর ৬:০৬

কঁাকন বলেছেন: হ
যখন রচনার লিস্টি বানাবো তুমি ২৫০ টা রচনার নাম দিও

১৮৭| ০৪ ঠা মে, ২০০৯ ভোর ৬:০৮

একলব্যের পুনর্জন্ম বলেছেন: আচ্ছা আপনারে একটা গোপন কথা কৈ এস এস সি তে আমি বাংলা রচনা লিখছিলাম ২৭ পেইজ আর ভাব সম্প্রসারণ ৮ পেইজ

খিক খিক কী এত লিখছিলাম এখন ভাবলে অবাক লাগে :)

০৪ ঠা মে, ২০০৯ ভোর ৬:১২

কঁাকন বলেছেন: কী রচনা আর কোন ভাবসম্প্রসারন :|

চাপাবাজি ছাড়া কোন রচনাই ২৭ পেইজ লিখা সম্ভব না

১৮৮| ০৪ ঠা মে, ২০০৯ ভোর ৬:১৫

একলব্যের পুনর্জন্ম বলেছেন: খিক খিক

রচনা - জাতীয় জীবনে টেলিভিশনের ভূমিকা

ভাব সম্প্রসারণ ঠিক মনে নাই ,,মনে হয় "প্রাণ থাকিলে ......" ঐটা

০৪ ঠা মে, ২০০৯ ভোর ৬:২১

কঁাকন বলেছেন: জাতীয় জীবনে টেলিভিশনের ভুমিকা -- ২৭ পেইজ :|

হবে তোমারে দিয়াই হবে

১৮৯| ০৪ ঠা মে, ২০০৯ ভোর ৬:৩৮

একলব্যের পুনর্জন্ম বলেছেন: খিকজ খিকজ

ইন্টারে আর এত পারি নাই :(


আপু ফিরি নাই বই ,এইটা পাইসি খালি হিহিহিহি

Click This Link

১৯০| ০৪ ঠা মে, ২০০৯ ভোর ৬:৫০

মৃন্ময় আহমেদ বলেছেন: তবে শিপিং কিন্তু ফ্রি ;)

১৯১| ০৪ ঠা মে, ২০০৯ সকাল ৭:২০

একলব্যের পুনর্জন্ম বলেছেন: হ আবার আউট অফ মার্কেট ও লিখা আছে

:)

১৯২| ০৪ ঠা মে, ২০০৯ সকাল ৭:৩৬

মৃন্ময় আহমেদ বলেছেন: এপু

পরীক্ষায় লেখায় লাইন স্পেস কতটুকু ছিলো শুনি!!!

১৯৩| ০৪ ঠা মে, ২০০৯ সকাল ৭:৩৮

একলব্যের পুনর্জন্ম বলেছেন: অবশ্যই শোনেন মেনু ভাই :)

১৪ থেকে ১৬ এর মধ্যে

১৯৪| ১৩ ই মে, ২০০৯ সকাল ১০:৫৬

জেরী বলেছেন: সারাংশ নিয়া কিছু বলেন ......আমার সারাংশ ও ভাব-সম্প্রসারণ হয়ে যেত:(

১৩ ই মে, ২০০৯ সকাল ১১:১৩

কঁাকন বলেছেন: জেলী দি আমি আপনার পথের পথিক
সারাংশও ভাবসম্প্রসারন হয়ে যাইতো
সারাংশর মুল ভাব কুনদিনই ধরতে পারিনাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.