![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বপ্ণের ফেরিওয়ালা স্বপ্ন খূঁজে ফিরি
এর আগে ভাবসম্প্রসারন এবং রচনা সমগ্র সংগ্রহ করায় আপনারা অভূতপূর্ব সারা দিয়েছিলেন (যদিও ৮০% ভাবসম্প্রসারন মৃন্ময় আহমেদ আর ৬০% এর বেশি রচনার নাম এপু লিখছিলো)।যাই হোক এখন আমার মন চাইতেছে খাস বাংলা (গ্রাম বাংলার) প্রবাদ প্রবচন সংগ্রহ করতে। আপনারা আপনাদের আন্চলিক প্রবাদ সমূহ মন্তব্যের ঘরে রেখে যান। তবে খাস বাংলা প্রবাদ দেয়ার চেষ্টা করবেন।
যেমন "চোরের সাক্ষী গাইদ কাটা" এটা খাস বাংলা প্রবাদ তবে চোরে চোরে মাসতুত ভাই এটা একটা ইংরেজী প্রবাদের বঙ্গানুবাদ মনেহয়।
তো ব্লগার রা আমি স্টার্ট করছি আপনারা আশা করি কন্টিনিউ করবেন:
১) চোরের সাক্ষী গাইদ কাটা
২)ঐ দিন আর নাইরে নাতু, খাবলা খাবলা পায়রার ছাতু
৩)সেই তো মল খসালি তবে কেন লোক হাসালি
৪)কইলাম কথা সবার মধ্যে; যার কথা তার গায়ে যায় বিন্দে
৫)যার বিয়া তার খবর নাই পারা পড়শির ঘুম নাই
৬)কী জামানা আইলো রে নানী; বাঘের খাচায় ছাগল ঢুইকা করে কত মস্তানি
৭)শিয়ালের কাছে মুরগী বর্গা
৮)অতি বড় সুন্দরি না পায় বর
অতি বড় ঘরণী না পায় ঘর
৯)আপনি খেতে ভাত পায় না শংকরারে ডাক
১০)ভাত পায় না চা খায়
১১) আপ ভালা তো জগৎ ভালা।
১২) সব রসুনের একই কোয়া।
১৩) নিজে বাচলে বাপের নাম।
১৪) নাতিখাতি বেলা গেলু শুতি পারলামনা।
১৫) নংটার নাই বাটপাড়ের ভয়।
১৬) যারে দেখতে নারি তার চলন বাঁকা।
১৭) ঘোমটার তলে খেমটা নাচ।
১৮) যারে নিন্দে, তারে পিন্দে।
১৯) আপনে বাঁচলে বাপের নাম
২০) সকল কিচু মানি, তাও ভাই তালগছডি হামারই (বিচার মানি তালগাছ আমার)
২১)সুনার আংটি আবার ব্যাকা-সুজা
২২) স্বর্ণকারের খুটখাট কামারের এক ঘা!
২৩)কামারের দুহানে কুরান শরীফ পরুমনি?
২৪)হাতী কাদায় পড়লে চামচিকায়ও লাথি মারে
২৫)হোদল বনে শিয়াল রাজা
২৬) তোর গোয়ালে মোর বিয়াইছে গাই সেই সুত্রে তালতো ভাই
২৭)ঠাকুর ঘরে কে রে ? আমি কলা খাই না
২৮)নোন ছাড়া ঘি মাটি
২৯)কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে টাঁশ টাঁশ
৩০)হাতি ঘোড়া গেল তল মশ বলে কত জল
৩১)লাখ টাকা লাখ টাকা তিন কুড়ি তিন টাকা
৩২) কই হইল আগরতলা
আর, কই চৌকিরতলা
২৪)যেই না মাইয়ার চেয়ারা
নাম রাইখছে ফেয়ারা জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
২৫) নদীর পানি ঘোলা ভালো; জাতের মেয়ে কালো ভালো
২৬)আগে দর্শনধারী পরে গুণ বিচারি
২৭)কিয়ের মইধ্যে কী পান্তাভাতে ঘি
২৮)বারো হাত কাঁকুড়ের তেরো হাত বিঁচি ।
২৯)মায়ের চেয়ে মাসির দরদ বেশি
৩০)ভাত দেয়ার ভাতার নাই ; কিলানোর গোসাই
৩১)হাতে দৈ মুখে দৈ
তবু কয় কৈ দৈ?
৩২)আকামের মাঝু
কদু কুটনের যম। (মানে কী??)
৩৩)নুন খাই যার গুন গাই তার
৩৪)কাছা দেয়ার কাপড় নাই মাথার ওপর ঘোমটা চাই
৩৫)গরীবের বৌ হগ্গলের ভাবি
৩৬)১৮+
রাজায় কইছে ুদি'র ভাই
আনন্দের আর সীমা নাই।
(১৮+
রাজায় কইছে শালার ভাই
আনন্দের আর সীমা নাই।
)
৩৭)বিলাইর মুতে আছার খাওয়া (পচা শামুকে পা কাটা)
৩৮)শাক দিয়া মাছ ঢাকা
৩৯)আপনের চেয়ে পর ভালো; পরের চেয়ে জঙ্গল ভালো
৪০)ধোঁয়া আর প্রেম চেপে রাখা যায় না
৪১)প্রেমের মরা জলে ডুবে না
৪২) এমনেই নাচুনে বুড়ি তার ওপর ঢোলের বাড়ি
চেষ্টা চরিত্র করলে মনে হয় আরো কিছু লিখতে পারবো তবে আমি সব লিখলে আপনারা কী লিখবেন; আর আপনারা কিছু না লিখলে পোস্ট হিট হবে কেমনে
২| ১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:০৫
জনৈক আরাফাত বলেছেন: "কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে টাঁশ টাঁশ"
৩| ১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:১২
~স্বপ্নজয়~ বলেছেন: নাচতে না জানলে উঠান বাঁকা
৪| ১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:১২
হাসান মাহবুব বলেছেন: Click This Link
৫| ১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:১৪
চাঙ্কু বলেছেন: বেশী কিছু কইতাম পারি না ।
তবে ১টা ব্লগীয় প্রবাদ কইতে পারি - "আপনার পোষ্টটা ভাল লেগেছে"
৬| ১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:১৫
পলাশমিঞা বলেছেন: নোন ছাড়া ঘি মাটি
৭| ১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:১৬
মুক্ত বয়ান বলেছেন: ১০) ভাত পায় না, চা চায়
৮| ১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:১৬
বিডি আইডল বলেছেন: চাঙ্কু বলেছেন: বেশী কিছু কইতাম পারি না ।
তবে ১টা ব্লগীয় প্রবাদ কইতে পারি -
কস্কি মমিন!
৯| ১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:১৭
আমি এবং আঁধার বলেছেন: ১১) আপ ভালা তো জগৎ ভালা।
১২) সব রসুনের একই কোয়া।
১৩) নিজে বাচলে বাপের নাম।
১৪) নাতিখাতি বেলা গেলু শুতি পারলামনা।
১৫) নংটার নাই বাটপাড়ের ভয়।
১৬) যারে দেখতে নারি তার চলন বাঁকা।
১৭) ঘোমটার তলে খেমটা নাচ।
১৮) যারে নিন্দে, তারে পিন্দে।
১৯) চাচা আপন প্রাণ বাঁচা।
২০) সকল কিচু মানি, তাও ভাই তালগছডি হামারই।
১০| ১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:২২
মুক্ত বয়ান বলেছেন:
১. কই হইল আগরতলা
আর, কই চৌকিরতলা
২. যেই না মাইয়ার চেয়ারা
নাম রাইখছে ফেয়ারা
১১| ১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:৩০
শয়তান বলেছেন:
"ঠাকুর ঘরে কে রে ? আমি কলা খাই না "
১২| ১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:৩৩
হোরাস্ বলেছেন: বারো হাত কাঁকুড়ের তেরো হাত বিঁচি ।
১৩| ১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:৩৪
হোরাস্ বলেছেন: মায়ের চেয়ে মাসীর দরদ বেশি।
১৪| ১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:৩৯
'লেনিন' বলেছেন:
সেইদিন আর নাইরে নাতি
খাবলা খাবলা খাতি।
ভাত পায়না চা খায়
সাইকেল দৌড়াইয়া হাগবার যায়।
বৃষ্টি নামে আগনে
রাজানামে মাগনে।
বৃষ্টি নামে মাঘের শেষ
ধন্যি রাজার পুন্যি দেশ।
১৮+
রাজায় কইছে ুদি'র ভাই
আনন্দের আর সীমা নাই।
একহাত বল্লা, দুইহাত শিং
উড়ে যায় বল্লা, ধা তিং তিং
হাতে দৈ মুখে দৈ
তবু কয় কৈ দৈ?
১৫| ১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:৪৪
বিডি আইডল বলেছেন: আর লাগবো না
১৬| ১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:৪৬
হরিসূধন বলেছেন:
মনে আসলে কমু নি
১৭| ১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:৪৭
'লেনিন' বলেছেন:
কলা রুয়ে না কেটো পাত
তাতেই কাপড় তাতেই ভাত
হাভাইত্যায় গেছে পাতা কাটতে
মাটিতে দে র খাই
১৮| ১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:৫৫
'লেনিন' বলেছেন:
আকামের মাঝু
কদু কুটনের যম।
১৯| ১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:৫৬
শূন্য আরণ্যক বলেছেন: নুন খাই যার গুন গাই তার
~~
চাচা আপন প্রান বাচা
~~
এটা একটু অশ্লীল
( **য় নতুন *ল গজাইলে কাহই কিন্না দেও )
~~~
হাতী কাদায় পড়লে চামচিকায়ও লাথি মারে
~~
আপনে বাচলে বাপের নাম
~~
হোদল বনে শিয়াল রাজা
~~
কানা ছেলের নাম পদ্মলোচন ।
২০| ১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:৫৮
মনজুরুল হক বলেছেন:
১। স্বর্ণকারের খুটখাট কামারের এক ঘা!
২। কামারের দুহানে কুরান শরীফ পরুমনি? (আমি যদি কোন সুরা বা কুরান হাদীসের রেফারেন্স দেই তখন এটা আমার বেটার হাফ বলেন)
২১| ১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৫:০৫
শয়তান বলেছেন: মনজুরুল হক বলেছেন: ২। কামারের দুহানে কুরান শরীফ পরুমনি? (আমি যদি কোন সুরা বা কুরান হাদীসের রেফারেন্স দেই তখন এটা আমার বেটার হাফ বলেন)
২২| ১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৫:১০
মনজুরুল হক বলেছেন:
@শয়তান। ঐ মিয়া হাসেন ক্যান? কথা সত্য! ঢাকাইয়া লুক, কথায় কথায় শ্লোক ঝাড়ে!
২৩| ১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৫:১৬
দেশী পোলা বলেছেন: মনজুরুল ভাই একবার একটা শ্লোক ঝাড়ছিলেন পুরুষমানুষের মূল্য নিয়া,
ধুরো ! সুনার আংটি আবার ব্যাকা-সুজা
এইডা আমার বউরে মাঝে মাঝে শুনাইয়া ঠিক রাখি, মানীর দাম আল্লায় রাখে
২৪| ১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৫:২২
শয়তান বলেছেন: শ্লোক এর ব্যবহার দেশের কোন অংশে বেশী আসলে । আমার নানী দাদীরে দেখতাম প্রায় প্রতি কথাতেই দুর্বোধ্য শ্লোক ঝারতো
২৫| ১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৫:৩৮
দন্ডিত বলেছেন: @মনজুরুল ভাই কামারের দোকানের টা আমার "হাফ" বেটার হাফ ও বলে।
২৬| ১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৫:৪৩
বিডি আইডল বলেছেন: কামারের দুহানে কুরান শরীফ পরুমনি? মানে কি??
২৭| ১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৫:৪৪
শয়তান বলেছেন: দন্ডিতর বেটার হাফ কি রেজিস্টার্ড
২৮| ১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৫:৫৫
'লেনিন' বলেছেন: শনির সাত মংগল এর তিন বাকি সব দিন দিন। শনিবার বৃষ্টি শুরু হলে একটানা ৭ দিন চলবে। মংগলবার শুরু হলে একটানা ৩ দিন চলবে।
২৯| ১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৬:১৪
দুরের পাখি বলেছেন: আমার দুই দুইখান পুস্ট আছিলো এডি নিয়া । খুইজ্যা লন । আইলসামি কম করেন ।
৩০| ১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৮:২১
শাওন৩৫০৪ বলেছেন:
পোলাগো শীত কানে,
মাইয়াগো শীত রানে।
৩১| ১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৮:৪৫
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: শাওন৩৫০৪ বলেছেন:
পোলাগো শীত কানে,
মাইয়াগো শীত রানে।
হা হা বি খা (হাস্তে হাস্তে বিড়ি খাইলাম )
৩২| ১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৭
'লেনিন' বলেছেন:
মঙ্গলে শুরু বুধে পা
যথা ইচ্ছা তথা যা।
৩৩| ১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:১৮
পুরাতন বলেছেন:
যেইনা আমার চেহাড়া
কুত্তায় দেয় পাহাড়া
৩৪| ১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫৭
বৃত্তবন্দী বলেছেন: ইস্টার্টিংয়েই ভানাম্বুল
চোরের সাক্ষী গাঁইট কাটা
--------------------------------
অতি বাড় বেড়ো নাকো ঝড়ে পড়ে যাবে
অতি ছোট হয়ো নাকো ছাগলে মুড়ে খাবে
৩৫| ১৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:১০
দন্ডিত বলেছেন: @শয়তান বেটার হাফের আগে আরেকটা হাফ আছে ,খুব খিয়াল কৈরা।
৩৬| ১৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:১৯
ভুরিদত্ত বলেছেন: ১ক. সত্যি কথায় বেড়াল বেজার
১খ. শুঁড়ির সাক্ষী মাতাল
১গ. সূর্যের চেয়ে বালি গরম
২ক. স্যাকরার ঠুক ঠুক কামারের এক ঘা
২খ. ওস্তাদের মার শেষ রাতে
৩৭| ১৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:১৯
শয়তান বলেছেন: এসব সুক্ষ্ম জিনিশ বোল্ড কৈরা দিতে হয় @দন্ডিত
৩৮| ১৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:১৪
একলব্যের পুনর্জন্ম বলেছেন: ধুরো এই পোস্টে লাগে তনুজাদিরে
৩৯| ১৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:১৪
হাল্ক বলেছেন: উপকারী গাছের বাকল থাকে না।
৪০| ১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৩
অদৃশ্য বলেছেন: কাঁকন ............. ভালো লাগলো এই কাঁকনীয় পোষ্টটি.....
ভাবতেছিলাম.......
৪১| ১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৩১
আহমেদ রাকিব বলেছেন: সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: শাওন৩৫০৪ বলেছেন:
পোলাগো শীত কানে,
মাইয়াগো শীত রানে।
----------------------------------------
হা হা প গে। কিছুই মনে পড়তাছে না। মনে পড়লে দিমুনি।
৪২| ১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৪৭
রাফা বলেছেন: বাঙ্গালে পাইছে রাজধানী ; কাহাইলরে বানাইছে পিকদানি।
৪৩| ১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৫৪
রাফা বলেছেন: ১।কালা ছেলের নাম পদ্মলোচন।
২।চোরায় না শুনে ধর্মের কাহিনী।
৩।গোবরে পদ্ম ফুল।
৪।বানরের গলায় মুক্তার মালা।
৫।যাহা বহান্ন , তাহাই তিপ্পান্ন।
ধন্যবাদ।
৪৪| ১৭ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০৮
রাস্তার ছেলে বলেছেন: ব্যাপকতর পোস্ট!
৪৫| ১৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:২০
আবু সালেহ বলেছেন: যেখানে রাইত সেখানেই কাইত....
৪৬| ১৮ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৫০
রাতমজুর বলেছেন:
অফ: শিরোনামহীন ১ খ লিখুম? মানে "১ ক চলতেওপারে নাও পারে" ঐডা শেষ করুম?
৪৭| ১৮ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৫৬
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
সেদেম নাই এক্কেনা
মিদেগুলি ভাতখানা
৪৮| ১৮ ই অক্টোবর, ২০০৯ ভোর ৬:৩৫
মমমম১২ বলেছেন: কিছু মনে নাই
৪৯| ১৮ ই অক্টোবর, ২০০৯ ভোর ৬:৪৬
বিন্দু উদ্ভিদ বলেছেন: অল্পবিদ্যার কাজী,
বেতমুড়ার বেজী,
ডিঙি নাওয়ের মাঝি,
এই তিনে বড় পাজি।
৫০| ১৮ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪১
ভাঙ্গন বলেছেন: মা রইছে নানীর পেডে
পুত গ্যাছে ঢালুয়ার হাডে।(কোন কথা বা কাজ অগ্রিম কর্লে)
.....
কুনায় আকাশের তারা
কুনায় আম্বিয়ার মা'র খেরের (খড়) পারা।
.....
মায়ে কয়না পুত
মাসি কয় ভইন পুত।
.....
আপাতত:
৫১| ১৮ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০০
সবাক বলেছেন:
আমারে আপনার নিজের লেখা প্রিয় একখান কবিতার লিঙক দিয়েন।
আমার পোস্টে গিয়ে দিয়ে আসলে একটু বেশি উপকার হয়।
৫২| ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:৩৭
মৃন্ময় আহমেদ বলেছেন: মনে পড়ছে তো অনেকগুলোই.. তবে আবার আঁতেল হইবার পারুম না
একটা শেয়ার করি-
খাইতে পায় না ফকিরনী, মাঠা দিয়া শুচে
৫৩| ১৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ৭:০০
নিবিড় বলেছেন: ভাল লাগলো
৫৪| ১৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৯
চাঁদ আমার পকেটে বলেছেন: আমি কতকগুলা রাজনীতিক প্রবাদ প্রবচন দিলাম
১) জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
২) বাংলাদেশ জিন্দাবাদ
৩)বাংলাদেশ চিরজীবি হোক
৪) আমরা ১০ টাকা সের চাল খাওয়াবো
৫) দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে
৬) দুষ্ট লোকেরা পালিয়ে গেছে
৭) দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে
ইত্যাদি ইত্যাদি আধুনিক কালে সৃষ্ট প্রবাদ প্রবচন।
যে প্রবাদ প্রবচনগুলো ঘুরে ফিরে সব রাজনীতিকের মুখেই উচ্চারিত হয়।
৫৫| ১৯ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৫
তাজা কলম বলেছেন: ১। ভাত দিয়ার ভাতার না
কিল দেয়ার গোঁসাই।
২। অতএব তোল মশারী
মইলাম পাদের গন্ধে (মুজতবা আলী কতৃক ব্যবহৃত, সিলেটের আঞ্চলিক)
৫৬| ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:১৭
ইউনুস খান বলেছেন: ১। চারদিকে পানি মাছটা গেলো কই?
২। কি ালের জোহড়া
কুত্তায় দেয় পাহাড়া।
৩। ছিড়ঁতে পারিসনা মুরগীর াল
নাম রাখছিস শেখ জামাল
৪। অল্প বিদ্যা ভয়ংকরী
জুতারে কয় আলমারী
৫। ভিক্ষা করে ভাত পাসনা
ভাতেরে কয় অন্ন
৫৭| ১৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:২১
শাওন৩৫০৪ বলেছেন: আমারটা আপডেট হয় না কেন?
৫৮| ২০ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১৭
অরণ্যচারী বলেছেন: জনস্বার্থে স্টিকি করা হৌক।
৫৯| ২১ শে অক্টোবর, ২০০৯ ভোর ৫:০৪
কঁাকন বলেছেন: sbaIke dhonnobad
zara probad ebng link diyecen sob eksathe kore update kore dibo dekhi aro kicu probad pai lina
bar bar update kora jhamela
৬০| ২১ শে অক্টোবর, ২০০৯ ভোর ৫:২৮
মনজুরুল হক বলেছেন:
বিডির ২৬ নম্বরের উত্তরঃ অর্থাৎ যেখানকার কাজ সেখানেই করতে হয়।কামারের ধামাধাম শব্দের মধ্যে অন্য কিছুতেই মননিবেশ করা যায় না।
@লেখক। ভাল একটা পোস্ট দিয়েছেন। এবার আসল কথা বলি........এখানে উল্লেখিত অধিকাংশ প্রবচনই বাঙালি জাতিকে জাতি হিসেবে উন্নতজাতি করেনি। যেমন..."আপনি বাঁচলে বাপের নাম"বা "চাচা আপন প্রাণ বাঁচা"এই জঘন্য প্রবচনগুলি সারা দেশেই কমবেশি সবাই জানে এবং মানে।
অর্থাৎ এই প্রবচনগুলি মানলে মানুষ পরোপকারী হওয়ার বদলে সেলফিশ হয়ে ওঠে, এবং সেলফিশ হওয়ার জন্য প্রবচনটি মানুষকে প্রলুব্ধ করে।
২১ শে অক্টোবর, ২০০৯ ভোর ৫:৩৪
কঁাকন বলেছেন: এই প্রবাদগুলোকি মানুষ কে সেলফিশ হওয়ার জন্য প্ররোচিত করে নাকি মানুসের স্বার্থপরতা থেকেই এই প্রবচন গুলো তৈরি হয়েছে
৬১| ২১ শে অক্টোবর, ২০০৯ ভোর ৫:৪২
মনজুরুল হক বলেছেন:
কোন এক কালে যদি মানুষের স্বার্থপরতার কারণে প্রবাদগুলি তৈরিও হয় তাহলে এখনও সমাজে তার চল থাকা মানে এসব মানুষ খাচ্ছে বা খাওয়ানো হচ্ছে।
"প্রত্যেকে আমরা সবার তরে" এটা অশিক্ষিতদের মধ্যে কয়জন জানে? কিন্তু "ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো" প্রায় সবাই জানে।
২১ শে অক্টোবর, ২০০৯ ভোর ৫:৪৭
কঁাকন বলেছেন: তা ঠিক
৬২| ২১ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪৯
অনন্ত দিগন্ত বলেছেন: ওরে বাপরে, এত্তগুলো জমা হয়েছে .... আচ্ছা তাইলে আমিও একটা দেই
"সঙ্গ দোষে, লোহা ভাসে "
৬৩| ২৬ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৮
'লেনিন' বলেছেন: "অতি ছৈয়ালের টুই উদলা"
ছৈয়াল= যে ঘর ছায়/তৈরি করে
টুই=ঘরের চালের একেবারে শীর্ষে যে আচ্ছাদন থাকে
উদলা=খোলা বা নাই
৬৪| ২৮ শে অক্টোবর, ২০০৯ সকাল ৭:৫৮
মাহবুবুল আলম লীংকন বলেছেন: যেইবা রঙ্গের কালিজিরা
তার লাইগা আবার মাথার কিরা।
৬৫| ২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:০৬
বোহেমিয়ান কথকতা বলেছেন: অতি বড় সুন্দরি না পায় বর
অতি বড় ঘরণী না পায় ঘর
এইটার পুরুষ ভার্সান কি?
৬৬| ১৫ ই নভেম্বর, ২০০৯ ভোর ৫:৪২
ভাইটামিন বদি বলেছেন: সংসার সুখের হয় রমণীর গুনে...
কইলে কথা রমণীরে....
কানে ন'শুনে।।।
৬৭| ১৫ ই নভেম্বর, ২০০৯ ভোর ৫:৪৪
ভাইটামিন বদি বলেছেন: মইষঅরে নাফা...
দাশঅরে থাবা..
ছইয়রে গিল...
বউঅরে কিল।।।।
...পার্লে বুইজ্জা লন।।।
৬৮| ১৪ ই এপ্রিল, ২০১০ ভোর ৪:১১
আলম ৯০ বলেছেন: ভাল লাগল .......
৬৯| ২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৮:৪৭
সৈয়দ মোহাম্মদ আলী কিবর বলেছেন: আমার মনের মত
৭০| ০৮ ই জুলাই, ২০১২ বিকাল ৪:০৭
আরজু পনি বলেছেন:
দারুণ সংগ্রহ!
শেয়ার নিলাম
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:০৪
বিডি আইডল বলেছেন: আভমান