| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কঁাকন
আমি স্বপ্ণের ফেরিওয়ালা স্বপ্ন খূঁজে ফিরি
১।
ক)কথাকলি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ফেরার পথে জনৈক বালিকাকে খুব বাজে ভাবে টিজ করা হয়েছে ; এরকম বাজে টিজ শোনার পরো মেয়েটা বেচেই আছে এখনো ঠিক আত্মহত্য করে উঠতে পারেনি; সাহস কম কিনা, আত্মহত্যা করে উঠলে নিদেন পক্ষে আত্মহত্যার ট্রাই নিলে জনমত তার পক্ষেই থাকতো, আমরা এখনো এতখানি খারাপ হইনি মৃতার চরিত্র নিয়ে অযথা খারাপ কথা বলবো। আত্মহত্যা না করায় বিষয়টা কি দাঁড়ালো আসুন দেখি:
বালিকা১: কণাটার ভাব বেশি; টিজ করসে তো কি হইছে ফিরা উত্তর দেয়া লাগবো
বালিকা২: ছেলেরা একটু আঁধটু বলেই। অত ধরলে হয়
বালিকা৩: আমরা তো প্রতিদিন যাই কই কোনদিন তো কিছু শুনিনা; ওরেই কয় কেন?
বালিকা৪: হ ওর দোষ না থাকলে পোলাপান সাহস পায়, যেমনে কোমর দুলায় দুলায় হাটে মরা মানুষ জাইগা উঠবো আর ওরা তো ওরা, ........................
খ) বালক উচ্চ বিদ্যালয়ের জনৈক বালক টিজ শুনলে তার বন্ধু মহলের প্রতিক্রিয়াটাও একটু দেখি:
বালক ১: আমাদের শুভকে আজকে মেয়েরা টিজ করছে; শুভ পার্টি দে
বালক ২: মনটা উদাস হয়ে গেল, আহারে কেউ কোন দিন আমারে তো টিজ করলো না আআআআ
বালক৩: কিরে বলদ তোরে মাইয়ারাও টিজ করে
বালক ১: আজকালকার মেয়েরা কঠিন চিজ, তিনটার সাথে প্রেম করে, পাঁচটারে ঝুলায় রাখে; এরা টিজ করবো না তো কি করবো......
২।
ক)বিথির পুরোনো প্রেম এবং আধুনিক প্রেমের অন্যান্য উপসর্গ সম্পর্কিয় ঘটনা জানার পরো জুবায়ের আর বিথির বিয়েটা বেশ ভালোভাবেই টিকে যায় এবং এ সংক্রান্ত কোন সাংসারিক জটিলতা বাস্তবিকই তৈরী হয় না।
এ ব্যাপারে বিথির বান্ধবিদের মনোভাব জানা যাক:
রূমা: শুনেছিস কনা বিথির ব্যাপারটা?
কনা: হুমম, বিথির ভাগ্যটা ভালো। জুবায়ের ভাই খুবি ভালো মানুষ উদার মনের মানুষ।
রূমা: হুমম, একদম হাম দিল দে চুকে সনম এর অজয় দেবগণ
খ)জুবায়ের এর পুরোনো প্রেম এবং আধুনিক প্রেমের অন্যান্য উপসর্গ সম্পর্কিয় ঘটনা জানার পরো জুবায়ের আর বিথির বিয়েটা বেশ ভালোভাবেই টিকে যায় এবং এ সংক্রান্ত কোন সাংসারিক জটিলতা বাস্তবিকই তৈরী হয় না।
এ ব্যাপারে জুবায়ের বান্ধুদের মনোভাব জানা যাক:
জাহিদ: হ্যালো, সুমন শুনছিস তো জুবায়েরের বিয়ে, ডাক্তার মেয়ে
সুমন: হ, শালায় ভার্সিতিতেও মৌজে থাকসে এখন বিয়াও করতেসে ভালো।
জাহিদ: হুমম, আজকালকার মেয়েরা পয়সা ছাড়া কিছু চিনে নাকি, ছেলের ক্যারিয়ার ভালো; শ্বশুরের পয়সা আছে আর কী লাগে...
সুমন: আর মেয়েও ধোয়া তুলশী পাতা নাকি খোজনিলে দেখা যাবে সেও কয়েক ঘাটের পানি খাওয় & ব্লা ব্লা ব্লা
৩।
ক)
স্কলাস্টিকা কিন্টারগার্ডেন এর গেটের পাসের মাঠে ইতস্তত বিক্ষিপ্ত হয়ে বিভিন্ন ভাবিরা দলবেধে আড্ডা দিচ্ছে স্কুল ছুটির অপেক্ষায়, আসুন আমরা কোন এক আড্ডায় ঢুকে যাই:
ভাবি১:ভাবির চেইনটা তো খুব সুন্দর, এত সরু চেইনেও নকশাটা কি সুন্দর ফুটে উঠেছে
ভাবি২: আমার সেঝ মামা দিয়েছিল বিয়েতে সৌদি থেকে আনানো
আচ্ছা ভাবি অর্থির মা কে দেখিনা বেশ কিছুদিন, জানেন নাকি কিছু?
ভাবি১: ওমা ভাবি আপনি জানেন না; কি আর বলবো লজ্জ্বার কথা, অর্থির বাবার সাথে ওদের বাসার কাজের মেয়ে................................................................................................................................................................................
ভাবি২: কি যে অবস্থা ভাবি, আজকালকার কাজের মেয়েগুলোর ওপর কোন বিশ্বাস নেই, সবগুলো বাড়ির পুরুষদের মাথা খারাপ করার জন্য তৈরী হয়ে থাকে, সাজের কি বাহার, ইচ্ছা করে করে ওর সামনে দিয়ে একশো বার উপুর হবে এটা ওটা ছুতোয়, কাজের লোক রাকাহই যাবে না মনে হচ্ছে, ভালো মেয়ে কোথায় পাবো.........
খ) নিশ্চিন্তপুর গ্রামের বারোয়ারি পুকুরঘাটে কাপড়-চোপর ধুচ্ছে রহিমুদ্দি কলিমুদ্দির বৌ অথবা বাসন মাজছে রাম-শ্যাম-যদু-মধুর মায়েরা, আসুন আমরা তাদের কথোপকথন শুনি:
অই পচার মা ইট্টু সইরা ব, আমি বাসনডি ধুইয়া লইয়া যাই
পচার মা; ভাবি কি যেন হুনি হাচানি
ভাবি:হাচা না তয় মিছা নাকি; আমি আগেই কইছিলাম মাগীর খাই বেশি, জামাইডা বৈদেশে আর হ্যা বাড়ির রাখালের সাথে ........ কাইল এক্কারে হাতে নাতে ধরা পরছে, কতায় আছে না চুরের দশদিন গেরস্থের একদিন।
পচার মা:হ আমারো হ্যার ভাবসাব ভালো ঠেকতো না; এত জ্বালাও থাকে গতরে, এই কাম করার আগে মরতে পারলো না, অরে তো একঘরে করার কাম , গেরামটা নষ্ট হইয়া গেল.........
২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৫
কঁাকন বলেছেন: হ
মজাই মজা
২|
২২ শে অক্টোবর, ২০০৯ ভোর ৫:৩৫
স্বপ্নকথক বলেছেন: মনের কথা পরে জানলো কেমনে????
২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৫
কঁাকন বলেছেন: ??
৩|
২২ শে অক্টোবর, ২০০৯ ভোর ৬:৪৪
'লেনিন' বলেছেন: হুমমম
২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৫
কঁাকন বলেছেন: ধন্যবাদ
৪|
২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ৭:৫৫
~স্বপ্নজয়~ বলেছেন: Hothath ei post keno re? Post priyo te.
২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৫
কঁাকন বলেছেন: ধন্যবাদ
৫|
২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ৮:৩৭
আকাশ_পাগলা বলেছেন: প্রতিটা পার্ট ঠিক আছে। কিন্তু ১ এর ভিতরে ক আর খ এর এরেঞ্জমেন্টে মনে হল সমস্যা আছে।
"ত্রিকাহভোস্তকী" নাম রাশিয়ায় কাউরে দিলে ব্যাপারস না, কিন্তু আমাদের দেশে দিলে সেইটা একটা ভয়ানক ব্যাপার। আমার মনে হয়, ১ এর ক আর খ এর এরেঞ্জমেন্টটা একেবারেই সেইরকম হইছে। পরিবেশ আলাদা হইলেও অন্তত সেইম প্লট রাখা উচিত ছিল।
মানে, বুঝাতে চাচ্ছি, একটা ছেলের টিজ/বিরক্ত করা আর একটা মেয়ের টিজ/ফাজলামি একেবারেই আলাদা ব্যাপার। তাই না? মানে, আমার মনে হল ১ এর ভিতরে মনস্তাত্তিক পার্থক্যটা দেখাতে চাইছেন। আসলে, প্লটটা আলাদা হওয়ায় ব্যাপারটা জমল না।
আর ২ এর ক কতটুকু ঠিক বা সবসময়েই এমনটা ঘটে কী না সেই ব্যাপারে সন্দেহ আছে অল্প।
(তবে শেষ মেষ যা বুঝাতে চাইছেন বা মূল কথা যা ছিল, সেটা বুঝা গেছে। সেই ব্যাপারে সহমত)
২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৪
কঁাকন বলেছেন: ১ এর ভেতর ক আর খ এর এরেন্জমেন্ট আমার দৃষ্টিতে ঠিকই আছে;
"মানে, বুঝাতে চাচ্ছি, একটা ছেলের টিজ/বিরক্ত করা আর একটা মেয়ের টিজ/ফাজলামি একেবারেই আলাদা ব্যাপার। তাই না? "--- এইটাই বুঝাতে চাইছি এবং ঠিকই বুঝছেন, এই যে আলাদা সেটা তো সামাজিক দৃষ্টিভঙ্গীর কারনেই, তাই না?
না জমলেও সমস্যা নাই ; ক্ষেদ ঝাড়তে চাইছি শুধু আর কিছু না
২ অনেকাংশে অনেক সময়ি সত্য, সব সময় তো আর কিছুই ঘটেনারে ভাই, প্রত্যেক মানুষ আলাদা তাদের সম্পর্কও আলাদা
৬|
২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ৮:৫০
শাওন৩৫০৪ বলেছেন: চরম হৈছে....কিন্তু আমি কৈ, তোমরা কিছুই করতে পারবানা....
কোনো এক থার্টি ফাস্টে মনে আছে, ঢাকা ভার্সিটির বাঁধনে'র কাহিনী?
কতগুলা পোলাপাইন....যাই হোক...ঘটনার পর আমি আমার মা-খালার কারো কাছেই শুনলাম না, পোলাগো কোনো দোষ....
মাইয়াটা এত রাইতে উগ্র ভাবে বাইর হৈলো কেন?পোলারা এইসব দেখলে তো এমন করবোই...
আমি কৈলাম, ধরলাম, মাইয়ার দোষ আছে, এতে কি পোলাগো দোষ মাফ হৈয়া গেলো? ...হ, মাইয়াগো আর পোলাগো হিসাব আলাদা...
কৈলাম, ঐ পোলাগো মাঝে আমি থাকলেও তাইলে তো আমার কোনো দোষ হৈতোনা?.....বেশি শিক্ষা ফালাইছোস?
.............
.............
আমার নৈতিক বোধের অবস্থা বরই করুন...মাইয়ারা ছোটো জামা-কাপড় পড়লেও চোখে লাগেনা, বৈনেরা প্রেম করলেও ভাই ভাব প্রবল হৈয়া উঠেনা......আমার আর এই জীবনে মানুষ হওয়া হৈলোনারে আফসুস...![]()
![]()
২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:৩৩
কঁাকন বলেছেন: হুমম
ইয়াসমিন আর বাঁধনের হিসেব একই hoy ক্লাসের পার্থক্য ছাড়িয়ে নারী জাতির সমতাই প্রধান হয়ে ওঠে
বন্ধুদের সাথে পিকনিকে গিয়ে অথবা প্রেমিকের মেসে প্রেমিকের বন্ধুরা ; ঐ মাইয়া গেল কেন?
ধরলাম, মাইয়ার দোষ আছে, এতে কি পোলাগো দোষ মাফ হৈয়া গেলো? -- সেটাই
আর দোষগুলাও খিয়াল কইরা
তবে মা-খালারা এইভাবে চিন্তা করলে আমার খুব একটা গায়ে লাগে না, একেক সময়ের মানুষ একেক ভাবে চিন্তা করবে স্বাভাবিক কিন্তু ভাই,বোন,বন্ধু, স্বামি এদের মুখে এইটাইপ কথা শুনলে খারাপ লাগে।
.................
আফসুস
৭|
২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ৮:৫৪
প্রণব আচার্য্য বলেছেন: হুম! বেশ ভালো কিছু বিষয় তুলে এনেছেন। আপাত দৃষ্টিতে বিষয়গুলো খুব সরল নির্দোষ হলেও এর প্রভাব ব্যপক এবং মর্মান্তিক;
২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:৩৩
কঁাকন বলেছেন: ধন্যবাদ
ভাবনার এই দৈন্যের বীজ ই হয়তো বিভেদের বৃক্ষের জন্ম দেয়
৮|
২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:০৪
তরু বলেছেন: ঝয়ংকর হইছে।
২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:৩৩
কঁাকন বলেছেন: ধন্যবাদ
৯|
২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:২৯
সুস্ময় সুমন বলেছেন: বেশ ভালো লাগলো।
ফাটাফাটি।
২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৫
কঁাকন বলেছেন: ধন্যবাদ
১০|
২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:২৯
একলব্যের পুনর্জন্ম বলেছেন: এবং এখন আমাদের এই লেখা খুব ই সময়োপযোগী , সাহসী , বিচক্ষণ লাগবে । বাহবা দিয়ে সরাসরি প্রিয়তে নিয়ে আমাদের বোধের প্রাবল্য বোঝানোর আগে নিস্তার নাই ।
-------------------------------------
যেখানে মেয়েদের পক্ষে কথা বললে হয় "পুরুষবিদ্বেষ" "নারীবাদ" আর পুরুষের পক্ষে কথা বললে হয় "মানবতাবাদ" --- সেখানে ---
আমি কিছু বলি নাই ।
২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:৩৯
কঁাকন বলেছেন: ![]()
![]()
![]()
তুমি কী আমার পক্ষে বললা না বিপক্ষে ?
এখানে কিন্তু নারীর আচরণ বিশ্লেষণে আমাদের সমাজের একচোখা দৃষ্টিটাকেই তুলে ধরতে চাচ্ছিলাম (পারছি কি না জানিনা), নারী-পুরষ নির্বিশেষে সবাই এভাবেই ভাবে শাওনের মন্তব্যের মা-খালা অংশটুকু পড় তাহলে বুঝবা।
আর আমাদের পুরুষরা বোধয় খুবি নিরাপত্মাহীনতায় ভোগে, নারীদের সীমানা টা ঠিক কোথায় এটা যেন নারী/পুরুষ কার কর্তৃক ই লঙ্ঘিত না হয়, জেনেটিক্যালি কোড করা -- নারী অধিকার চাক পুরুষ আদায় করার জন্য মাঠে নামবে নারী যেন যুদ্ধটা না করে, সে ঠাকুর ঘরে অথবা জায়নামাজে পুরুষের বিজয় কামনা করবে
১১|
২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪০
রাতমজুর বলেছেন:
১ আর ৩ = কইষ্যা থাবড় দরকার সবগুলারে।
২ = দুই পক্ষেই কমন।
২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩৩
কঁাকন বলেছেন: বিচারকের ভার আমরা না নেই
ঘটনাগুলোতে আসলে আমি ফোকাস করতে চাইনাই ঘটনাগুলোরে যেভাবে বিচার করা হইতেসে সেটাই মূল
থাবরাইয়া তো আর কারো চিন্তাচেতনা বদলানো যাবে না
বাড়ির পোলা কাজের মেয়ের সাথে কিছু করলে সেটা পারিবারিক সমস্যাই হয় কিন্তু বাড়ির বৌ রাখালের সাথে গেলে সামাজিক সমস্যা আর মূল্যবোধের অবক্ষয়ই বড় হয়ে ওঠে
এক্স রেটেড মুভিতে আমরা প্রতিনিয়ত নববধুর মুখ দেখি কিন্তু হবু বরের মুখটা ঝাপসাই থেকে যায়
১২|
২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:৫২
একলব্যের পুনর্জন্ম বলেছেন: হাহাহাহাহাহা দিদি - আপনার লেখা নিয়ে বলি নাই তো
--------------------------------------------
বলেছি যে , এখন এই পোস্ট নিয়ে অনেক রকম কথা আসবে - অনেক সমাজ উদ্ধার করা কথাবার্তা -- অনেক বুদ্ধিজীবি টাইপ -- তরপর আবার একই মানুষ অন্য জায়গায় গিয়ে সেই - যে লাউ সেই কদু । হাহাহাহাহা -- এখনকার সমাজে সবচেয়ে সস্তা ট্যাগিং হৈলো - "নারীবাদী"
ব্লগ তো সমাজের বাইরে না । তাই একই চক্র , আর কি ! আমার অবশ্য "ভালো মনের পুরুষ" দের সোজা সরল পোস্টের কৌতুক "না বুঝে" "ফাল পাড়ার" পুরোনো বদনাম আছে -- এমনকি গালির বিনিময়ে বন্ধুত্ব উপহার দেয়ার উপদেশ ও শোনা আছে । ![]()
------------------------------
তাই বললাম , আমি কিছু বলি নাই । আপনি কি কিছু শুনেছেন ?
২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩৬
কঁাকন বলেছেন: আমি জানতাম তুমি মহা বিদ্রোহি রণক্লান্তের উদাহরণ কিন্তু বাঙালীর সেন্স অফ ৈউমার খুবি নিণ্মমানের এইটারো যে উদাহরণ তুমি আজ জানলাম
১৩|
২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:৫৬
বৃত্তবন্দী বলেছেন: কড়া কড়া সব সত্যি কথা...
২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩৬
কঁাকন বলেছেন: ধন্যবাদ
১৪|
২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:০১
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: ১ এবং ৩ এর খ সম্পর্কেই বলি।
০১.
ছেলেরা টিজ করে ধর্ষকামী মানসিকতা থেকে।
কেননা ছেলেরা প্রসবযন্ত্রণা জানে না। তাই মেয়ে দেখলেই তেপায়া হয়ে যায়।
আর মেয়েরা প্রকৃতপ্রস্তাবে টিজ করে না। দুষ্টুমি ফাজলামো আর টিজ একজিনিশ না।
০৩.
যে লোক বিয়ে করে বউকে রেখে বছরের পর বছর দেশের বাইরে থাকে। সে নিশ্চত ব্রথেলে যায়। সুতরাং দেশে তার বউয়েরও যেকোনো জায়গায় যাওয়ার অধিকার আছে।
--------------------------------------------------
পোস্টের জন্যে ধন্যবাদ, কঁাকন
২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৪২
কঁাকন বলেছেন: আমি আসলে কোন কিছুর ঐচিত্য অনৌচিত্য নিয়ে পোস্ট টা দেইনি জাস্ট আমাদের চিন্তা-ভাবনাগুলো কত একপেশে সেটাই বলতে চেয়েছি
আপনি যদি আমাকে রাস্তায় বিপাশা বসু বলেন তাহলে সেক্স সিম্বল বিপাশা কেই বোঝাবেন এবং আসেপাশের লোকজন আমি আসলেই ততটা সেক্সি কিনা সেই বিচারে লেগে যাবে সাথে আমার পোশাক আশাকের শালিনতা এবং চালচলন বিশ্লেষন প্লাস উপরি হবে যদি অতীত কোন ঘটনা-রটনা কারো জানা থাকে বাট আমি আমাকে জন আব্রাহাম বললে এবং জন আব্রাহাম/মিলিন্দ সুমন বললে পুরুষ সেক্স সিম্বল হলেও সেটা আপনার জন্য কমপ্লিমেন্ট & এখানেও উপরি আমার মত মেয়েদের চারিত্রিক গুণকীর্তন এবং কেয়ামতের আলামত নিদর্শন এই পার্থক্যটা কেন
১৫|
২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:১১
তাজা কলম বলেছেন:
কথোপথনগুলো আমাদের সমাজের বাস্তব চিত্র প্রতিফলিত। সমাজ অবক্ষয়ের (না কি আধুনিকায়নের?) বাস্তব ছবি পাওয়া গেল। ধন্যবাদ লেখক।
২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৪৩
কঁাকন বলেছেন: সামাজিক অবক্ষয় বা আঢুনিকায়ন কোনকিছুর চিত্র তুলে ধরার বাসনাই ছিল না জাস্ট আমাদের চিন্তাভাবনার একপেশেভাবটা তুলে ধরতে চাইছিলাম
১৬|
২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:১৪
পুরাতন বলেছেন: @নির্ঝর নৈঃশব্দ্য:
যে লোক বিয়ে করে বউকে রেখে বছরের পর বছর দেশের বাইরে থাকে। সে নিশ্চত ব্রথেলে যায়।
ভাইজান এইটা কি কইলেন ??
১৭|
২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৫
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: @পুরাতন, *নিশ্চত=নিশ্চিত
১৮|
২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৮
আহমেদ রাকিব বলেছেন: এইটা একটা অসাধারন পোষ্ট হইছে। সোজা প্রিয়তে। সামাজিক প্রেক্ষাপট থেকে যা যা বলা হয়েছে আমি মোটামুটি একমত। তবে এইটা একেবারে ভুলে যাওয়া ঠিক না যে এখনো এমন কিছু মানুষ আছে যারা হয়তো এভাবে ভাবে না। তবে এটা নিশ্চিত যে তাদের সংখ্যা এখনো খুব কম। এটা খুব দুঃখজনক।
১ (খ) পড়তে পড়তে মনে পইরা গেল, কলেজে থাকতে একবার আমি ক্লাস করতে যাইতেছিলাম। কেমিস্ট্রি ক্লাস, কেমিস্ট্রির ক্লাস করতে মাইয়াদের কমন রুমের সামনে দিয়া যাইতে হয়। আমি হাইটা যাইতেছিলাম, তখন আমার ক্লাসের কয়েকটা মাইয়া আমারে টিজ করছিল।
আমি এম্নিতেই মাইয়াগো ডরাইতাম তখন
। ক্লাসের কুনু মাইয়ার লগে এম্নিতেই কথা কইতাম না। এই ঘটনার পর ডর আরো বাইরা গেছিল। তারপর আরেকটা অনেক ঘুরাইন্না রাস্তা আছিল। ওইটা দিয়া কেমিস্ট্রি ক্লাস করতে যাইতাম।
২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৪৯
কঁাকন বলেছেন: সবাই না ভাবলেও ম্যাক্সিমাম ভাবে;
বাঁধনের নাম আপনি জানেন কিন্তু ঐ ছেলেগুলোর নাম জানেন?
বলবেন পত্রিকায় আসেনাই পত্রিকায় আসেনাই কেন?কারন আপনি আমি আমরা বাঁধনের নামটা জানতেই বেশি আগ্রহী
ভালো থাকুন
অট: মিলাদ দেন; সুপুরুষ রাকিব
সুন্দরি মেয়েরাই বেশিমাত্রায় টিজের স্বীকার হয় কিনা তাই ধরে নিলাম আপনি সুপুরুষ
১৯|
২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩৯
রাতমজুর বলেছেন:
বাড়ির পোলা কাজের মেয়ের সাথে কিছু করলে সেটা পারিবারিক সমস্যা, আর বাড়ির পোলা কাজের মেয়ের সাথে ভাগলে সেটা কৈলাম সামাজিক সমস্যাই।
পোলার মুখটা আমিও দেখতে চাই, বিষাক্ত সাপ চিনতে চাই।
আফসোস, পাইনা। তবে যেখানে লেন্সের দিকে আরো দিলখোলা হাসি দেখি, সেইখানে ঘেন্না লাগে।
২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫৬
কঁাকন বলেছেন: বাড়ির পোলা কাজের মেয়ের সাথে ভাগলে তো আমি কোন সমস্যাই দেখি না; যার যার পছন্দ
আর ঐটা গেলে মানে পালায় যাওয়া বুঝাই নাই কিছু করাটাই বুঝাইছি
আর বিষাক্ত সাপ চিনতে আসলেই চাই কিনা সন্দেহ থেকেই যায়
ইয়াসমিন মরছিল বইলা ইয়াসমিনরে নিয়া পোস্টার পরে, দলছুট তারে নিয়া গান গায়, নারীমন্চের পাতা ভরে,
যদি জিবীত ইয়াসমিন বিচার দাবি করতো খবরি আছিল; ঐটাইপ মেয়েদের চরিত্র কত ভালো হয় আমাদের সবারি জানা; ঐটা কী আসলেই রেপ ছিল, রেপের সঙ্গা ও বিশ্লেষন তারপর এই সিদ্ধান্তে বড়জোর আসা যাইত যে ঠেলারা যা করে আর কি কামশেষ কইরা টাকা দিতে চায় নাই অথবা রেট নিয়া গন্ডোগোল যা হইছে আপসে
আমাদের সমাজে ভালো মেয়েরা রেপড হয়না আর হলেও বেচে থাকে না বেচে থাকলেও বিচার চায় না
২০|
২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৪২
একলব্যের পুনর্জন্ম বলেছেন: কি যে কৈলা দিদি --- মাথামে ঢুকা নেহি
-----------------------------------------
বাড়ির পোলা কাজের মেয়ের সাথে ভাগছে এমন নজির আছে নাকি ! অ্যাবরশন করায়া বাসা থেকে বাইর কৈরা দেওয়াটাই শুনছি ।
২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫৬
কঁাকন বলেছেন: আমারি ভুল
২১|
২২ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০১
ভাঙ্গন বলেছেন: দৃষ্টিভঙ্গির পার্থক্য.....!
২২|
২২ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০৩
একলব্যের পুনর্জন্ম বলেছেন: ভুল !
----------------------------------
আমাদের সমাজে ভালো মেয়েরা রেপড হয়না আর হলেও বেচে থাকে না বেচে থাকলেও বিচার চায় না
-----------------------------------
হাহাহাহাহাহা ! আমাদের ছোটোবেলায় বরিশালে একটা মেয়ে -- মেয়েটা লিখতো পত্রিকায় । ও অনেকদিন ক্যামনে যেন বেঁচেই ছিলো - এখোনো মনে হয় আছে । তবে ওর বেঁচে থাকাটা মানুষের স হ্য হৈতো না । এইরকম ঘটনার পর একটা মেয়ে বাপ মার মুখে চুনকালি দিয়ে বেঁচে আছে, কলেজেও যাচ্ছে - বেশ ভালো একটা মুখরোচক আলোচনার বিষয় ছিলো !
২২ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০৯
কঁাকন বলেছেন: ঐটা ভালো মেয়ে না, ভালো মেয়ে হইলে বাপমার মুখে চুনকালি দিয়া বাইচা থাকতো না বরিশালে কী নদীটডি নাই নাকি
২৩|
২২ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০৮
কঁাকন বলেছেন: আমি আসলে লিখালিখিতে খুব একটা পারঙ্গম না; তাই ফোকাসটা ঠিকমত করতে পারিনাই বেশিরভাক মন্তব্যকারি ঘটনাগুলোর ওপর জোর দিতেসে আমি আসলে ঘটনাগুলোর সামাজিক মূল্যায়নে বেশিরভাগ সময় যে একপেশে দৃষ্টিভঙ্গি ফুটে ওঠে সেটাই ফোকাস করতে চেয়েছি।
** অপরাহ উইনফ্রে ১৩ বছর বয়সে ধর্ষিত হয়েছিলেন তার মায়ের কাজিন দ্বারা এবং গর্গবতীও হয়ে পরেন; তার শরীর তখন এরজন্য প্রস্তুত ছিল না এ্যাবরশনের জন্যও না; একটি মৃত সন্তান প্রসব এবং বন্ধত্ব বরণ করেন।
আমাদের দেশে জন্মালে কি অপরাহ বেঁচে থাকতো?
যে ধর্ষন করলো সে আমেরিকায় করুক আর বাংলাদেশে দোষটা একি বাট আমাদের দেশে আমরা সবাই অপরাধি ঐ মেয়ের কাছে তার জীবন দুর্বিসহ করে তোলার জন্য।**
২৪|
২২ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৫
একলব্যের পুনর্জন্ম বলেছেন: কথা তো বুঝতে পারছি দিদি - কিন্তু বুঝতে পারলাম না , যে কেন আপনার মনে হৈলো একপেশে হবে না !
-------------------------------------------
এখানে তো নারী বা পুরুষ ঘটনার নিয়ন্ত্রক না । নিয়ন্ত্রক হোলো আমাদের পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা। যেখানে নারীর চোখ - মন - শিক্ষা থেকে শুরু করে ভ্রুণ পর্যন্ত সব কিছুর মালিক পুরুষতন্ত্র ।
নারীর সতীত্ব আর পুরুষের সততার ডেফিনেশন যদি কোনোদিন এক হয় - সেদিন একপেশে ভিউ থাকবে না হয়তো । তার আগে পর্যন্ত না হওয়াটাই তো অস্বাভাবিক । না ?
২৩ শে অক্টোবর, ২০০৯ ভোর ৫:২৪
কঁাকন বলেছেন: সেটাই
২৫|
২২ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৬
রাতমজুর বলেছেন:
@ এপু,
উদাহরন দিবার পারি, পোলার নাম বিদ্যুৎ, এলাকার। অকর্মার ঢেঁকি একমাত্র পোলা বৈলা মাইনা নিছে ফ্যামিলি।
@ কাঁকন
ভালো মেয়ের সঙ্গা আমার কাছে আলাদা, টাইপিক্যাল পুতুপুতু মাইয়া না।
আর বাঁধন আমার ইস্যু না, তার লাইফ তার, কি করবো সেইডা তার নিজের ব্যপার, সমাজ কারোই নিরাপত্তা দিবার পারে না, সেইখানে একটু সামলাইয়া বাইর হওয়া ভালো, পোলা হউক আর মাইয়া। সে হিসাবে ভুল করছে এইডাই সমস্যা।
জীবিত ইয়াসমিন বিচার দাবী করলে আসলেই খবর আছিলো, আপনের বলা "ঠেলারা যা করে আর কি কামশেষ কইরা টাকা দিতে চায় নাই অথবা রেট নিয়া গন্ডোগোল যা হইছে আপসে" এইডাই হৈত পাক্কা কৈবার পারি।
এইখানেই আপত্তি আমার, নারীপক্ষ, নারীমঞ্চ এরা মৃতার পক্ষে দ্যাশ উদ্ধার কৈরা দিবে, দিক ভালো কথা, ফার্দার এরকমটা না ঘটার জন্যে কিছু করেও না হালারা।
২৩ শে অক্টোবর, ২০০৯ ভোর ৫:২৪
কঁাকন বলেছেন: ঐ ভালো মেয়ের সঙ্গাটা ব্যাঙ্গ করে বলা হইছে
নারীপক্ষ নারীমঞ্চ বা যেকোন পত্রিকার ক্ষমতাই সীমিত, এরা মৃতা ইয়াসমিনরে নিয়া এত লিখালিখি করসে দেইখাই আমার ইয়াসমিনের নাম মনে আছে এবং একজন জীবিত বাঁধনের পক্ষে আমি কিছু করতে / বলতে না পারলেও সে সামলাইয়া চলেনাই বইলাই এটা তারসাথে ঘটসে অথবা তার হিসেবের ভুল ছিল এটা ভাবি না আমি ঘটনা টা দেখি কিছু বিকৃত রুচির কামুক পুরুষের ব্যাভিচার হিসেবে আর অবশ্যই এই ঘটনা ঘটাইতে তাদের সাহস যুগাইছে আমাদের দৃষ্টিভঙ্গি অবচেতনে হইলেও তারা জানে জনতাজনার্দন আগে মেয়েটারি চরিত্রের ব্যাবচ্ছেদ করবে।
২৬|
২২ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৬
একলব্যের পুনর্জন্ম বলেছেন: @ রাতমজুর , ঐটা মনে হয় উদাহরণ বলে না । বলে ব্যতিক্রম । কারণ ঢাকা শহরের অনেক ক্লিনিক টিক্যা আছে বড়লোকের পোলার আকামের নিশানা মিটাইতে । আমার কথা না এইটা ।
২৭|
২২ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩০
রাতমজুর বলেছেন:
@ এপু, একমত, মেরিস্টোপস এর পক্ষে না আমি।
খারাপ লাগে কি জানেন? আশপাশ দেইখাও শিখেনা মানুষ।
২৮|
২২ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩৬
কাক ভুষুন্ডি বলেছেন: এক্সেপ্শন ইজ নটা এ্যন এক্সাম্পল
২৯|
২২ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪০
রাতমজুর বলেছেন:
@কাউয়া,
বইনে নজির দেখেন নাই বৈলা দেখানি। ঐডা তর্কের খুঁটি না।
৩০|
২২ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:০২
নাজনীন১ বলেছেন: ব্যাপার হলো এতোদিন ধরে নারীরা ঘরেই ছিল, কোণ মতবাদ তৈরী করেনি, ঘরের পুরুষেরা যা বলেছে মাথা কাত করে অনুগতভাবে মেনে নিয়েছে। আস্তে আস্তে মেয়েরা বাইরে আসছে, কিন্তু এখনো পর্যন্ত মেয়েরা নতুন মতবাদ, দৃষ্টিভঙ্গী তেমন করে দিচ্ছে না, শুধু এতোদিন কি হলো, কি হচ্ছে এসব নিয়েই প্রতিবাদ করা হচ্ছে।
আমরা দেখি নারীর সতীত্ব টার্ম নিয়ে পক্ষে বিপক্ষে পুরুষেরাই আলোচনা করছে, আমরা কোন নারী তো সেখানে গিয়ে কোন কথা বলি না, আমিও না। আমরা এখনো কিন্তু নিজেদের ভিতরে গুটিয়ে থাকতেই পছন্দ করি। আমাদের সিদ্ধান্ত দেবার মতো চিন্তাভাবনা গড়ে তুলতে হবে, অন্য কারো কথায় চালিত হয়ে নয়, নিজের ভিতর থেকে। যেদিন আমরা এরকমটা পারবো, সেদিন সমাজের অনেক দৃষ্টিভঙ্গীও পালটে যাবে।
২৩ শে অক্টোবর, ২০০৯ ভোর ৫:২৮
কঁাকন বলেছেন: মেয়েদের দৃষ্টিভঙ্গী বা নতুন মতবাদের আসলে দরকার নাই দরকার হোলো নারী বিরোধী ফতোয়ার আমদানি প্রতিহত করা
৩১|
২২ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:৫৫
শ্রাবনের ফুল বলেছেন: সুশীল আকবরে দুনিয়া ভইরা গেলো দেখা যায়.. যারা নারীগো ইজ্জত লইয়া টানাটানি করতে একবিন্দু ভাবেনা তারাই আবার এইখানে আইসা নারীগো নসিহত করতেছে হা হা হা হা
কঁাকন অসাধারন পোষ্ট লিখেছেন, প্রিয়তে নিলাম +
২৩ শে অক্টোবর, ২০০৯ ভোর ৫:২৯
কঁাকন বলেছেন: যেহেতু আগের মতন হার্ডকোর ব্লগিং করতেসিনা কিছুদিন অনেককিছুই এড়িয়ে যায় তাই আপনার মন্তব্যের কোন অন্তর্নিহিত তাৎপর্য থাকলে ধরতে পারলাম না।
ভালো থাকবেন
৩২|
২২ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৩
একলব্যের পুনর্জন্ম বলেছেন: @ রাতমজুর ,
১) ভালো মেয়ের ডেফিনেশন ---- টিপিক্যাল পুতুপুতু মেয়ে বলতে কি বোঝালেন ? টিপিক্যাল মানে নরম্যালি মেয়েরা কি টাইপ পুতুপুতু হয় ? আর কি টাইপ হলে ভালো হয় ?
২) বাঁধন এর নাহয় জামা কাপড়ে সমস্যা ছিলো । আমাদের যে সব মেয়ে প্রতিনিয়ত রেপড হচ্ছে , এসিডের শিকার হচ্ছে - তাদের সবারই নিজের "সামলানোতে" সমস্যা আছে মনে করেন ? মানে তারা অশ্লীল বলেই আক্রমণ হচ্ছে ? বাঁধন হিসাবে ভুল করছে --- সব স্কুল /কলেজের সামনে ডেইলি যা হয় , সব মেয়েই হিসাবে ভুল করছে ?
- @ কাকন্দি , পোস্ট মিলে যাচ্ছে ![]()
৩) নারীমঞ্চ / পক্ষ চালায় কারা ? সমাজের মানুষের আমূল মানসিকতা বদলাতে তারা কি করার ক্ষমতা রাখে ? "হালারা" আর কি কি করতে পারে , সেগুলো আপনি শুরু করছেন না কেন ?
-----------------------------------------------
২৩ শে অক্টোবর, ২০০৯ ভোর ৫:২৯
কঁাকন বলেছেন: কোন পোস্ট কী মিলে যাচ্ছে?
৩৩|
২২ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৩৯
রাতমজুর বলেছেন:
১। ছেলে হৌক আর মেয়ে, হৈতে হবে ব্যালান্সড, লাগলে যারা নিজের সমর্থনে নিজেই দাঁড়াইতে পারে। কিছু হৈলেই কাইন্দা বুক ভাষায় না, আবার যে কোন ব্যপারে নিজের দাবীর সাথে সথে সিচুয়েশনের লিমিটেশনটাও বুঝে। যারা নিজের আইডেন্টিটি বুঝে, ঐন্যের উপরে নিজের ঝামেলা চাপায় না। এর বাইরে "বাংলা হিরোইজম" দেখানি পোলা আর "শাড়ীচুড়ি-সিরিয়াল" মাইয়া দুইডাই হয় পুতুপুতু নাইলে উগ্র।
২। "বাঁধন এর নাহয় জামা কাপড়ে সমস্যা ছিলো" - কৈছি একবারও এইসব? সিচুয়েশন ডিপেন্ডস, রনি কেইসটা দেইখেন, রনির ফাঁসি চাই আমি, তবে মাইয়াগুলান ও কম না, চাকরীর ইন্টারভিউ হোটলে হয় না - এইডা কমনসেন্স। সব স্কুল /কলেজের সামনে ডেইলি যা হয়, মানে পোলাগো টিজিং এর কথা কৈলেন, শুনেন, ঐ পোল আর যে মাইয়া কয়, "পোলারা টিজ না করলে ক্যামনে বুঝুম আমি হট কি না?" দুইডাই অমানুষ - শিক্ষার অভাব। আপনের ভাই যদি মনে রাখে তার একটা বোন আছে, ভেতর থেকে টিজ আসবে না, এই শিক্ষাটা পারিবারিক। ১০% পোলা যেমন অমানুষ তেমনি ১০% মাইয়াও থাকে উশকাইন্যা।
৩। আমি পারি বাসের মইদ্যে কেউ মাইয়ারে হ্যারাস করলে খোমায় কইসা একটা ঘুষা দিতে, যেইটা বাকি কেউ দেয় না (অখনো আঙুল ফুইল্যা আছে, ১৯ তারিখ আজিমপুর কেইস)। আমুল বদলাইত হৈলে আমার বা আপনার একা কিছু করা পসিবল? নিজেরেই জিগান। তার চাইতে প্রথমআলোর নারীমঞ্চ অথবা এনজিও নারীপক্ষ অনেক বড় প্রভাব রাখে মানুষে কাছে ম্যাসেজ পৌছাইতে।
সেইদিন আমার "অনাবশ্যক কমেন্ট" নিয়ে কৈছিলেন, ঐ কমেন্টের কারন আছে, একটু ভাবেন।
হিন্ট:
আপনে এখোনো ছেলে/মেয়ে ভাগ করতেছেন, ঐ কমেন্টে আমি কইছি দুই পক্ষরেই মানুষ হৈতে।
২৩ শে অক্টোবর, ২০০৯ ভোর ৫:৫৪
কঁাকন বলেছেন: ১।আপনি যেগুলা বললেন ঐটা চারিত্রিক বৈশিষ্ট্য; সবার চারিত্রিক দৃঢ়তা একরকম হবে এইটা আশা করা ঠিক না এটা দিয়ে কি ভালোমন্দ ডিফাইন করা যায়?
২।ইন্টার ভিউ হোটেলে হয় না কথাটা ঠিক না; আমার কাজিন (ছেলে) সে হোটেলে গিয়াই ইন্টারভিউ দিছিলো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিছিল (আর ম্যারিটাল রেপ বলে একটা টার্মের সাথে বাঙালীরা প্র্যাকটিক্যালি পরিচিত না সেটার সাথে তুলনা করা ঠিক না তবুও বলি মেয়েটা সব জাইনাই গেছে রনির সাথে কিন্তু তখন কি রনি তারে রেপ বা অন্যান্য শারিরীক অত্যাচারের অধিকার রাখে--ভ্রু কেটা দেয়া; পতিতারে রেপ করাও আইনত অপরাধ বাট এখানেও প্রশ্ন সে গেল কেন )।
ঐ পোল আর যে মাইয়া কয়, "পোলারা টিজ না করলে ক্যামনে বুঝুম আমি হট কি না?" দুইডাই অমানুষ - শিক্ষার অভাব। -- আমি আসলে এরকম মেয়ে দেখিনি তবে আপনি অবশ্যই এক্সাম্পল দিতে পারবেন আমি জানি এবং আমি যে মেয়েটা টিজ শুনে কান্নাকাটি করে অথবা আত্মহত্যা করে তারচেয়ে অনেক বেশি পয়েন্ট দেই সেই ক্যাটাগরি যারা এটা গায়েই মাখে না অথবা পাল্টা জবাব দেয় অথবা -- ""পোলারা টিজ না করলে ক্যামনে বুঝুম আমি হট কি না" এই ভাবনার ধারক, শুনতে খুবি খারাপ শোনায় এবং আদতে সম্ভবো না বাট তবুও বলি "ইফ ইউ কান্ট রেসিস্ট জাস্ট এনজয়"।
আপনের ভাই যদি মনে রাখে তার একটা বোন আছে, ভেতর থেকে টিজ আসবে না, এই শিক্ষাটা পারিবারিক।-- আমার ভাই তো আমারে টিজ করেনা আর আপনিও আপনার বোনরে না কোন ভাই ই তার বইনরে টিজ করে না তবে টিজ না করার জন্য মা-বোন ভাবা লাগলে সমস্যা ; মানুষ হিসেবেই তো এইটা করা উচিৎ না।
আর নারী-পুরুষ জটিলতার আলোচনায় মা-বোন,বাপ-ভাই ইকুয়েশন খাটেনা আপনার বোন আপনার বোনই আপনার কাছে সে কখনো নারী হয়ে ওঠেনা বাট অন্য পুরুষের কাছে সে নারী।
"১০% পোলা যেমন অমানুষ তেমনি ১০% মাইয়াও থাকে উশকাইন্যা।" -- কিক্স খিক্স খিক্স , হাহাপগে
একটা পরিসংখ্যান দেই, ২০০৫-২০০৬ এর
বাংলাদেশে বিয়ের আগে ৬০% ছেলের শারিরীক সম্পর্কের অভিজ্ঞতা হয় আর মেয়েদের ক্ষেত্রে ১০%, দুই বছরে গঙ্গা-পদ্মায় অনেক জল গরাইছে মানি বাট ওগুলা নদীই আছে সাগর মহাসাগর হয়ে যায়নাই।
৩। মানুষ তার নিজের পরিবেশ ও চিন্তা চেতনা দিয়া যা শিখে তা কোন পত্রিকার মেসেজ খুব একটা প্রভাবিত করতে পারে না।
আর আপনি ঐ লোকরেও ঘুষি দিতেসেন আবার বাঁধনরেও সামলাইয়া চলতে বলতেসেন & ১০%-১০% এর হিসেবও দিতেসেন। যতদিন পর্যন্ত ৫৫+% মানুষ ভাববো উচ্শৃংখল মেয়েরা পোলাগো টিজ করে & মেয়েদের উশৃংখলতার কারনেই তারা টিজে & আদার সমস্যার সম্মুখীন হয় ততদিন দুই একটারে পিটাইয়া খুব একটা লাভনাই এখাত দিয়ে একটারে পিটাইতেসেন এবং আপনার চিন্তাধারা দ্বারা আরো দশটারে সাহস যুগাইতেসেন
৩৪|
২২ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫২
একলব্যের পুনর্জন্ম বলেছেন: হাহাহাহা --- জামাকাপড়ে সম্পূর্ণ শালীনতা (আমাদের সমাজের দিক থেকে - বোরখা পরি নাই , ধর্ম জনিত কারণে ) -- বজায় রাখার পরও আমি নিজে স্কুল / কলেজ/ ইউনি তে অনেক অশালীনতার মুখোমুখি হয়েছি কিনা , তাই বললাম । প্রথম সেই ফোর এ - নিউ মার্কেটে - তখনও নারী না পুরুষ ধারণা প্রবল ছিলো না ।
তখন সেই বয়সে আটকায়া দুইটা চড় মারার ক্ষমতা ছিলো না । আর এখন লাইব্রেরিতে পড়ার সময় দূর থেকে মোবাইলে ছবি তুললেও সব সময় আটকানো যায় না -- কারণ , প্রুফ টা পরিষ্কার না । ভীড়ের বাসে কে গায়ে হাত দিলো - খুঁজেও সবসময় পাওয়া যায় না । এখন সিচুয়েশন বুঝে চলতে গেলে বাসে ওঠাই ছাড়তে হয় !!
---------------------------------------
বাঁধন এর ব্যাপারে যে বললেন , সামলায়া চলা - তার মানে কি বুঝতে পারি নাই তাইলে ।
-----------------------------------------
সিচুয়েশন এর লিমিটেশন অনেক আছে । সব মানা সম্ভব না । হুমম - তাতে খারাপ মেয়ে শুনতে হৈলে কিছু করার নাই ।
=================================
কমেন্ট টা অনাবশ্যক ছিলো তার প্রমাণ - আপনি ঝড়কন্যাকে একই কথা বলেন নাই । একই কথা বলেন কিনা সেটা দেখার জন্যই সে কমেন্ট টা করেছিলো - আমিই তাকে পোস্ট টা দেখিয়েছিলাম -- তাকে আপনি বোনের মত দেখেন , তাই করেন নি । আমাকে বা ফারহানা আপুকে বলতে পেরেছেন ; === কারণ টা উপরে আপনিই বলে দিয়েছেন , আমি আর ব্যাখ্যা করলাম না । ![]()
২৩ শে অক্টোবর, ২০০৯ ভোর ৬:০০
কঁাকন বলেছেন: জামাকাপরে সম্পূর্ন শালিনতা বজায় রাখসো এই গ্যারান্টি তুমি দিতে পারো না এপু, কোন মেয়ে কি ১০০% নিঃশ্চিৎ হয়ে বলতে পারবে কখনো বুক থেকে ওড়না সরে যায় নাই, ব্রা এর স্ট্রাইপ বের হয়ে যায়নাই অথবা ব্লাউজ ভেদ করে ব্রাটা বোঝা যায় নাই এন্ড......
আর বোরখাও সব সময় শালীন হয়না, যে সব বোরখায় শরীরের ভাঁজ বোঝা যায় ঐসব বোরখা শালীন কিনা সেটা নিয়াও একবার ব্লগে গবেষনা হইছিল
রবীবাবুরে নকল কইরা কইতে হয়
"সখি শালিনতা কারে কয়?"
এরে কেমনে ডিফাইন করুম, দেশ-কাল-পাত্রভেদে কি এটা পরিবর্তিত হয়, আপার লিমিট লোয়ার লিমিট কি? সংখ্যা রেখায় এইটা ক্লোজ না ওপেন & আমি তোমার দৃষ্টিতে অশালীন পোশাক পরলেই আমারে অপমান করার অধিকা তুমি রাখ কিনা
৩৫|
২২ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫৯
একলব্যের পুনর্জন্ম বলেছেন: ১০% পোলা যেমন অমানুষ তেমনি ১০% মাইয়াও থাকে উশকাইন্যা।
-----------------------------------------
চমৎকার বলেছেন । খুব ই সুন্দর স্ট্যাটিক্স !!!
৩৬|
২২ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:০৯
ফারা তন্বী বলেছেন: এক্কুপু হাইসা খুন হইতাছি। লাঞ্চ করছেন এক্কুপু? আসেন আমার বাসায় এক সাথে লাঞ্চ করি। ![]()
![]()
৩৭|
২২ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১০
ফারা তন্বী বলেছেন: Click This Link
এইটা কাঁকন দি'র জন্য।
২৩ শে অক্টোবর, ২০০৯ ভোর ৬:০৩
কঁাকন বলেছেন: ধন্যবাদ
৩৮|
২২ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১৫
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: মর্মান্তিক।
আমি একটা সময়ে ভাবতাম আমার চিন্তাধারণা কেন আশেপাশের সবার সাথে খাপ খায় না (এই ব্যাপারগুলোতে)। কেন সবাই এভাবে ভাবে, কথা বলে, সেভাবে কেন আমি ভাবতে পারি না। এই বৈসাদৃশ্যগুলো শিশু বা কিশোরের মনে ধরা পড়ে, তারপরে সমাজ-বন্ধু-গুরুজন সবাই মিলে সেটাকে বদলে "এটাই স্বাভাবিক" এরকম একটা ধারণা বানিয়ে দেয়।
আমি ভাগ্যবান যে আমার ক্ষেত্রে সেটা হয়নি...
কোন জাজমেন্টও নাই আসলে।
=====
"আই ফর অ্যান আই উইল লীভ দ্য নেশন ব্লাইন্ড" -- ম.ক.গান্ধী।
২৩ শে অক্টোবর, ২০০৯ ভোর ৬:০৩
কঁাকন বলেছেন: ধন্যবাদ
আপনি আসলেও ভাগ্যবান; সমাজে ভাগ্যবানের সংখ্যা বাড়ুক
৩৯|
২২ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১৭
রাতমজুর বলেছেন:
@এপু, আপনার এই "খুব ই সুন্দর স্ট্যাটিক্স !!!
" নীচের পোষ্ট থেকে নেওয়া।
Click This Link
৪০|
২২ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪০
শ্রাবনের ফুল বলেছেন: এখানে তো দেখি ব্যাপক বিনোদন চলতেছে হাসতেই আছি
৪১|
২২ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪৩
শ্রাবনের ফুল বলেছেন: এক্কুপুরে জাঝা ![]()
৪২|
২২ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১৪
একলব্যের পুনর্জন্ম বলেছেন: @ রাতমজুর , ওঃ আচ্ছা ।
@ ফারা , কষ্ট কৈরা লিংক দেওনের দর্কার কি আছিলো ? চৈলাই আসছে তো
৪৩|
২২ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১৭
একলব্যের পুনর্জন্ম বলেছেন: আন্দালিব ভাই , আসলেই কোনো জাজমেন্ট নেই । তবে আমাদের আগামী প্রজন্মের জন্য কিছু দায়বদ্ধতা আছে । সেজন্যই---
কোটেশন টা ঠিক - আবার সব ক্ষেত্রে নাও । ভাবনার অবকাশ আছে এখানে ।
৪৪|
২২ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩৫
শাওন৩৫০৪ বলেছেন: চলছে গাড়ি যাত্রা বাড়ি....
ধুরর, সব দোষ মাইয়াগো...
এই যেমন কঁাক্না এই পোস্ট দিছে...
৪৫|
২২ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩৮
শ্রাবনের ফুল বলেছেন: শাওন৩৫০৪ বলেছেন: চলছে গাড়ি যাত্রা বাড়ি....
ধুরর, সব দোষ মাইয়াগো...
এই যেমন কঁাক্না এই পোস্ট দিছে...
হা হা হা হা ![]()
৪৬|
২২ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪০
অন্ধ দাঁড়কাক বলেছেন: ঘটনাগুলো খুবই মজার হলেও বাস্তবে এটাই ঘটে। এবং একই সাথে ব্যাপারটা দু:খজনক।
তবে মেয়েদের বদনাম করার ক্ষেত্রে মেয়েরাই যে এগিয়ে এটা বুঝতে পারছেন আশা করি।
২৩ শে অক্টোবর, ২০০৯ ভোর ৬:০৭
কঁাকন বলেছেন: জ্বী ভাই "মেয়েদের বদনাম করার ক্ষেত্রে মেয়েরাই যে এগিয়ে" ব্লগে আশার আগে এরকম টা ভাবতাম বটে তবে ব্লগে এসে বুঝেছি আমার মা-চাচী রা বাটনা বাটতে বাটতে যা বলে আমার বাপ-কাকারা সিগ্রেট টানতে টানতে আর মাছের পেট টিপতে টিপতে ঐ কথাগুলোই বলে শুধু আমি সেখানে থাকিনা হয়তো
৪৭|
২২ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৩
ভুরিদত্ত বলেছেন: যারা মনে করে কাপড়চোপড় সামলিয়ে না রাখার জন্যে রেপ হয়েছে তাদের লুঙ্গিতে সমস্যা হ্যাজ।
"There is no evidence that scanty dress induces rape," Coyne says.
Click This Link
এই থর্নহিল সায়েবের ন্যাচরাল হিস্ট্রী অফ রেপ আসলেই বেশ ইন্ট্রেস্টিঙ একটা বই। পড়তে চাইলে জানিও। কোমলকপি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হইবেক।
২৩ শে অক্টোবর, ২০০৯ ভোর ৬:০৬
কঁাকন বলেছেন: ধন্যবাদ
কোমল কপি কি ইংলিশ? তাহলে পড়া হবেনা অত ধৈর্য্য নাই
৪৮|
২২ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫০
শাফ্ক্বাত বলেছেন: নারী যা কিছু ঘটে তোমার দোষেই ঘটে বটে, তুমি দড়জায় তালা দিতে ভুললে অথবা যে তালার চাবি চোরের কাছে আছে সেই তালা লাগাইলে চোর তো চুরি কোরবোই, চুরের কী দোষ, তুমি প্রলুব্ধ করতেসো চোররে চুরি করার লাইগা তোমারে মাইনাস। ছি ছি ছি ![]()
২৩ শে অক্টোবর, ২০০৯ ভোর ৬:০৬
কঁাকন বলেছেন: ![]()
৪৯|
২২ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:০০
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: অপর্ণা, উদ্ধৃতিটা অনেকক্ষেত্রে হয়তো খাটে না, কিন্তু এখানে তুলে আনার কারণ এটি এখানেই সবচেয়ে বেশি খাটে।
প্রথমত, আমার বিশ্বাস এই পোস্ট বা এই ধরনের কোন পোস্ট দিয়ে কোন মানুষের চিন্তাভাবনা বা ওরিয়েন্টেশন বদলানো অসম্ভব। এবং যার একটা পক্ষের প্রতি পক্ষপাত চলে আসছে, তার সামনে এগুলোর বয়ান মতৈক্য বা মতানৈক্য ছাড়া আর কোনো আউটপুট দিবে না।
দ্বিতীয়ত, আমি এটাও মানি, হিংসা বা ক্ষেদের কথা দিয়ে কখনো কাউকে প্রভাবিত করা যায় না। সেক্ষেত্রে আগামী প্রজন্মের কথা তোলাটাও এখানে খাটে। বিদ্যমান দুই পক্ষের মাঝে নমনীয়তা বা ভুলত্রুটি স্বীকারের পথ একেবারে বন্ধ বলেও আমার কাছে বাদানুবাদ ছাড়া কিছুই পৌঁছাচ্ছে না। সেজন্যেই এই উক্তি।
===
কঁাকন, আপনার পোস্ট ভালো লেগেছে। এটাও পজেটিভলি নিচ্ছি যে আপনি জাজমেন্টে যান নাই। কারণ কে কীভাবে ভাববে সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। যেটা করা সম্ভব সেটা হলো ধীরে ধীরে সামাজিক এই বাজে-প্রথাগুলো ভেঙে ফেলা। সমাজের ভালোর জন্যেই এইসব সামন্তবাদী প্রথা বানানি হৈছে এই ফাউল কথাটা মানতে আমি নারাজ।
২৩ শে অক্টোবর, ২০০৯ ভোর ৬:১৯
কঁাকন বলেছেন: জাজমেন্টে গিয় কোন লাভ নাই ,একটা বয়ষের পর কারো জাজমেন্ট কেউ মানে না সবাই নিজ নিজ তালগাছে সার পানি ঢালে.
"সমাজের ভালোর জন্যেই এইসব সামন্তবাদী প্রথা বানানি হৈছে এই ফাউল কথাটা মানতে আমি নারাজ। "
ধন্যবাদ
ভালো থাকবেন
৫০|
২২ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:২৯
একলব্যের পুনর্জন্ম বলেছেন: আমি কোটেশন টার বাস্তবে ব্যবহারের প্রেক্ষিতে বলছিলাম । পোস্ট এর ব্যাপারে একমত । এই বাদানুবাদ অনেক হওয়ার পরও এইধরণের ব্লগের মাধ্যমে কারো স্ট্যান্ড পরিবর্তন সম্ভব না। সেটার সাথে সমাজের আরো অনেক উপাদান প্রভাব ফেলছে । @ আন্দালিব ভাই ।
৫১|
২৩ শে অক্টোবর, ২০০৯ ভোর ৬:২১
অ্যামাটার বলেছেন: নারীবাদী নারীবাদী!! বিশাল নারীবাদী পোষ্ট!!![]()
২৩ শে অক্টোবর, ২০০৯ সকাল ৭:২১
কঁাকন বলেছেন: পোস্টে তো কোন নারীবাদি কথা নাই সবি ফ্যাক্ট; আর মন্তব্যে নারীবাদি কথা আছে অন্যেরাও কইছে আমিও কইছি আমি সর্বদা হারুপাট্টির দিকে হেলে থাকি জিম্বাবুয়ে সাউথ আফ্রিকাকে অথবা কেনিয়া ভারত কে হারালে বিমল আনন্দ লাভ করি
৫২|
২৩ শে অক্টোবর, ২০০৯ ভোর ৬:৫৭
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
কাঁকন, কি বলবো...আমাদের মানসিক গড়ন...!
আপনার দেখার চোখ, দৃষ্টিভঙ্গির গভীরতা ভালো লেগেছে ।
২৩ শে অক্টোবর, ২০০৯ সকাল ৭:২১
কঁাকন বলেছেন: ধন্যবাদ
ভালো থাকবেন
৫৩|
২৩ শে অক্টোবর, ২০০৯ ভোর ৬:৫৮
নুশেরা বলেছেন: হুমমম, সেই অজুহাতের তত্ত্ব। বাঙালীর তিন হাত। অপরাধের ডানহাত-বামহাত, আর তৃতীয় হাত হইলো অজুহাত। অজুহাতের কারণ না ঘটলে কি আর "ভুল" হয়? অতি অবশ্যই এইরকম "ভুলের" অথবা "উচিত শিক্ষার" ঘটনায় মেয়েটাই দায়ী। সরাসরি সে না হোক, পরোক্ষভাবে অন্য কোন মেয়েরই দোষ। টিভি- সিনেমা- নেট- রাস্তাঘাটে কাউরে সেইরাম দেখলে পোলাগো মাথা আউলাইবো না? সেই আউলানি তো যার তার উপরে প্রয়োগ হইতেই পারে, নাকি কও!
আসো আমরা অজুহাত তত্ত্ব মনেপ্রাণে গ্রহণ করি। তাইলে কোন সমস্যা নাই। ব্লগে তো আরও ভালো। "গুড পোস্ট, পোস্টে প্লাস" "অনেক ধন্যবাদ ভাইয়া"- এই আদানপ্রদান জিন্দাবাদ।
[ব্লগে আসতে আর ইচ্ছা করেনা, তোমার মতো দুচারজনের পোস্ট দেখতে ঢুকি। শ্রদ্ধা রইলো তোমার অন্তর্দৃষ্টি আর লেখনীর জন্য।]
২৩ শে অক্টোবর, ২০০৯ সকাল ৭:২১
কঁাকন বলেছেন: আপু একটা কৌতুক মনে পরলো আমি আবার খুব ভালো কৌতুক শ্রোতা হলেও কৌতুক বলে হাসাতে পারি না তাও একটু বলি
একলোক তার বাসা বদলাবে তো যারা ফার্নিচার মুভ করে তারা আসছে এবং ফার্নিচার মুভ করানোর জন্য যখন বাসা থেকে গাড়িতে তুলছিল একটা ফার্নিচার ভেঙে গেছে সেটা নিয়ে মামলা হইছে আদালতে বিচার চলছে তো জজ বলতেসে মেয়েটা কই তো উকিল বলতেসে কোন মেয়ে নাই, যারবাসা সে বলতেছে আমরা কয়েকজন ব্যাচেলর থাকতাম একসাথে কোন মেয়ে নাই, জজ তো মুচকি মুচকি হাসে, পরে যারা ফার্নিচার মুভ করতেসিলো তাদের মধ্যা একজন বললো হুজুর আমি যখন ফার্নিচার টা ট্রলারে তুলতেসিলাম তখন মুখোমুখি ফ্ল্যাটের বারান্দায় একটা মেয়ে এসে দাঁড়ালো,
ভালোমতন দেখতে গিয়েই ফার্নিচারটা ট্রলার থেকে পরে গেল,
মেয়েটা ঠিক তখনি না এসে আরেকটু পরে আসলে এত বড় দুর্ঘটনাটা ঘটতো না !!!!
৫৪|
২৩ শে অক্টোবর, ২০০৯ সকাল ৭:০৪
হাসান মাহবুব বলেছেন: খারাপগো নিয়া ভালা পুস্টো। পেলাচ।
২৩ শে অক্টোবর, ২০০৯ সকাল ৭:২১
কঁাকন বলেছেন: থ্যাংক্স
খারাপ ভালো ও খুব আপেক্ষিক ![]()
৫৫|
২৩ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪০
একলব্যের পুনর্জন্ম বলেছেন: আরে নুশেরাপু দেখি ! আজকে সুরুয মিয়া কোন দিকে উঠলো !! ![]()
---------------------------
অ্যামাটার ভাই আবারো -- "নারীর উপরে অন্যায়ের প্রতিবাদ করলে নারীবাদী , পুরুষের উপরে অন্যায়ের প্রতিবাদ করলে মানবতবাদী ' ---- হাহাহাহাহা ![]()
@ কাকন্দি , হুমম ঠিক বলতে পারি না । মনে হয় ক্লাস থ্রি ফোর থেকেই আমি খুবই উসকাইন্যা কিসিমের মাইয়া ![]()
৫ ৬ বছরের যে বাচ্চাগুলা রেপড হচ্ছে , ওরাও মনে হয় খুবই উসকাইন্যা মাইয়া হবে । ![]()
৪৬ এর উত্তর পড়ে হাসতেই আছি --- ![]()
২৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৫
কঁাকন বলেছেন: ৫৭ নং উত্তর দ্রষ্টব্য
৫৬|
২৪ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৫০
বোহেমিয়ান কথকতা বলেছেন: টুকরো চিত্র গুলো মন খারাপের... এবং ভাবনার
অনুসিদ্ধান্ত গুলো ভুলে ভরপুর ![]()
অগভীর চিন্তা/কারণ না খতিয়ে দেখার অভ্যাসটা আমাদের বেশির ভাগের মাঝে উপস্থিত! ![]()
চমৎকার লেখা ++
২৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৫
কঁাকন বলেছেন: ধন্যবাদ
৫৭|
২৫ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৪৮
রোবোট বলেছেন: এ পোস্টের কমেন্ট অনেক বড় হবে।
১। বাঁধনকে হেনসথা করায় প্রধান আসামী ছিলো যে তার নাম মনে হয় রাসেল। সেসময় সংসদে আওয়ামী লীগের দুই সাংসদ জয়নাল হাজারী আর পান্না কায়সার এনিয়ে তর্ক করেছিলেন।
২। ধর্ষণ যৌনতা নয়, সন্ত্রাস (খানিকটা বিকারও)। ভূরি দত্তের কমেন্টের(৪৭) সাথে একমত। এপুর কমেন্টে (৫৫) শিশু ধর্ষণের বিষয়টা উঠে এসেছে। ছেলে শিশু কিশোররা কেন ধর্ষণ/যৌন হয়রানির শিকার হয়? এখানে পোশাকের কি ভূমিকা? আমি আমেরিকার একটা কলেজ টাউনে ২ বছর ছিলাম। ওখানে শর্টস পরা একটা মেয়ে রাত ২টায় নিরাপদে একা হাঁটতে পারে। ঢাকায় কি হিজাব/বোরকা পরেও পারে?
৩। নারায়ণগন্জে একটা মেয়ে (সিমি নাম মনে হয়) সিরিয়াস ইভটিজিংএর শিকার হলো। থানার ওসি (তোমার পছন্দমত গাল বসিয়ে নিও) বললো তোমার মত মেয়ের আত্নহত্যা করা উচিত।
৪। বিবাহ বহির্ভূত সম্পর্ক খারাপ। সেটা যেই করুক। তুমি, আমি, সদিরুদ্দি, বিল ক্লিনটন, জে লেনো, রহিমা বেগম।
৫। পোশাকের অসতর্ক মুহুর্ত একটি মেয়ের হতেই পারে। সেটা কোন ছেলে দেখে যদি উত্তেজিত হয় (এবং নিজের মাঝেই রাখে) তাতে দোষের কিছু নাই-এটা মানতে পারি। কিন্তু সেটা রসায় রসায় আরেকজনের কাছে বলা যৌন হয়রানির মতই মনে হয়। এই ব্লগে এক বিশিষ্ট ব্লগার স্মৃতিচারণ করসিলেন ছাত্র জীবনে সহপাঠিনীদের পোশাকের ভিতর অন্তর্বাসের আভাস দেখতেন পিছনে বসে বসে, আর সেটার উপর ভিত্তি করে শারীরবৃত্তীয় গবেষণা করতেন।
(লিংক পাইলাম না, স্ক্রিনশট নেয়ার অভ্যাস নাই)
৬। Click This Link
এই পোস্ট ও কমেন্টগুলা কি যৌন হয়রানির পর্যায়ে পড়ে না? হুমম, এমনকি খাঁটি রাজাকারের যৌন হয়রানি অন্যায়।
(ক্রমশ![]()
২৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৫
কঁাকন বলেছেন: ক্রমশ এর পরের টুকু কই ??
৫৮|
২৬ শে অক্টোবর, ২০০৯ ভোর ৫:৫১
নুশেরা বলেছেন: nana apne manush hoilen na, robot e thaika gelen... ![]()
shishu dhorshon a kar dosh--- aisob ki bolen! oi j "mushtimeyo" meyera asena, orai to matha nosto koira dise, naile ki ar aisob hoy!
Apcus, sticky-post diya shikhano hoise, tarpor o shikhlen na
২৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৫
কঁাকন বলেছেন: হ বিকট আপসুস ![]()
৫৯|
২৬ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫৩
অদৃশ্য বলেছেন: কাকঁন...............এক কথায় চমৎকার লেগেছে আপনার এই লিখা.........দৃশ্যপট সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন.....
তাই খুব ভালোলাগা জানিয়ে গেলাম.....
শুভকামনা সবসময়.......
২৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৮
কঁাকন বলেছেন: ধন্যবাদ
ভালো থাকুন সবসময়
৬০|
২৭ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪০
শাওন৩৫০৪ বলেছেন: ওরে, কৈরে? খবর নাই যে...![]()
২৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৮
কঁাকন বলেছেন: কান্দো কেন
৬১|
২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:১৭
একলব্যের পুনর্জন্ম বলেছেন: কাকন্দি , এই পোস্টে ৫০ এর পর কমেন্ট গুলা দেখেন
Click This Link
যৌন সন্ত্রাস কাকে বলে - আসলেই তার ডেফিনেশন জানা উচিত ।
--------------------------------------------------------------------------
@ মামা , ক্রমশ এর পর ????
২৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৮
কঁাকন বলেছেন: ডেফিনিশনের গ্যাড়াকলে পরতে চাই নারে
আর পুরুষ্রা ঐসব বলেই অত ধরলে নারীবাদি ট্যাগিং এর স্বীকার হইতে হবে
৬২|
২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৪
বোহেমিয়ান কথকতা বলেছেন: খ্রাপ খ্রাপ!! গেছেন কুতায়?!!!
২৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৮
কঁাকন বলেছেন: আছি আসে পাসেই
৬৩|
২৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৪
রোবোট বলেছেন: এপু
পোস্টক তো কমেন্টের জবাবায় না।
২৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৮
কঁাকন বলেছেন: আপনে ক্রমশ কম্প্লিট করেন আমি জবাবায়তেছি
৬৪|
২৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩৫
নুশেরা বলেছেন: নানায় ক্রমশ দেয়না ক্যান!
৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:২৯
কঁাকন বলেছেন: নুশেরা বলেছেন: নানায় ক্রমশ দেয়না ক্যান! জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
৬৫|
২৯ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫১
অনন্ত দিগন্ত বলেছেন: তাইলে উপসংহারে কি বুঝা গেল ?
৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ৩:২৯
কঁাকন বলেছেন: উপসংহার নাই ![]()
৬৬|
৩১ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:১০
রোবোট বলেছেন: bangla ashena keno?
ki kori ?
kromosho dite esechhilam
৬৭|
০১ লা নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৩
রোবোট বলেছেন: ৭। ক্ষোভ থেকেও মানুষ একসময় বলে "ও ঐখানে গেলো কেন?" (বাঁধনের রেফারেন্স) শেরেবাংলানগরে প্ল্যানিং কমিশনের কাছে ৮০র দশকের ১ম দিকে আমার বাবার হাইজ্যাক হলো, ঘড়ি ও টাকা। আমার মার কথা, "তুমি ঐসময়ে ঐখানে গেলা কেনো?" আমার মা নিশচয়ই হাইজ্যাকারদের সমর্থন করেনি।
৮। ইভটীজার বা ভীড়ের মধ্যে যৌন হয়রানিকারিদেরকে প্রতিবাদ করতে গেলে কিন্তু জীবন হারানোর ১টা আশংকা থাকে। ৮৪-৮৫ সালের দিকে ঢাকার কল্যাণপুরে বুলবুল বলে ১৬-১৭ বছরের ১টা ছেলেকে খুন করা হয়েছিল, কারণ সে ছোটবোনের ইভটিজারদের রুখে দাঁড়িয়েছিলো।
৯ক। নারীর পোশাক ধর্ষণের কোন কারণ না, তবে অবশ্যই ইমেজের জন্য ফ্যাক্টর।
৯খ। হিজাব/বোরকা পরা একটা মেয়েকে যখন দেখি অন্য ছেলের (প্রেমিক না) গলা জড়িয়ে ধরে আছে, তাকে ভন্ড মনে হয়। একদিকে রোজা নামাজ করে আরেকদিকে শর্টস পরা বা সি থ্রু জামাকাপড় পরা ছবি তোলে যে মেয়ে তাকেও ভন্ড মনে হয়। যে নারী-পুরুষ অপজিট জেন্ডারের কাছে নিজের নারী-পুরুষ পরিচয়টা মুখ্য হিসাবে দেখাতে চায় তাকে আমার খুব স্থুল রুচির মনে হয়। মেয়েদের পোশাক এখানে একটা বিরাট ভূমিকা রাখে। ছেলেদেরও রাখে, যে কারণে সালমান খানের যখনতখন টপলেস হওয়া দেখলে তাকে আমার থাপড়াইতে মন চায়। ঐ লোকের আসলে পর্ন করা উচিত ছিলো (৯খ পুরাই অফটপিক)
১০। আদালতে নাকি আসামী পক্ষের উকিলরা খালি প্রমাণের চেষ্টা করেন, ধর্ষিতা চরিত্রহীনা। সেটার জন্য নাকি বিচারের রায় ধর্ষিতাদের বিপক্ষে যায়। বিচারক সাহেবদের কি ধারণা চরিত্রহীনা/পতিতাকে ধর্ষণ করা যায়?
১১। এই ব্লগে কে যেন বলেছিলো, যে মানসিকতা নারীকে বিকিনি পরায় সেই একই মানসিকতাই তাকে হিজাব পরায়। (স্মৃতি থেকে লিখলাম)
এটাও বোধ হয় অফটপিক।
০৭ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪৪
কঁাকন বলেছেন: ৭ নম্বরে আমি একুর সাথে একমত
৯ এর সাথে আমি পুরোপুরি একমত না আসলে
এখানকার লেবানিজ মুসলিম মেয়েরা হিজাব পরে এরা কিন্তু শর্টস্কার্ট এর সাথেও হিজাব পরে, নাইট ক্লাবেও যায় অনেকে; আমার মনে হয় এদের হিজাব টা পোষাক সংস্কৃতির অংশ হয়ে গেছে।
আবার বোরখা হিজাব পরে সমুদ্রের পারে বসে অনেকেই হুক্কাটানে যেটা আমার চোখে দৃষ্টিকটু ঠেকে কিন্তু হয়তো তাদের সংস্কেরতির অংশ।
মহিলাদের সুইমিংপুলে এক লেবানিজ মেয়ে বোরখা পরে এসে পুলের সামনেই বোরখা খুলে পানিতে নেমে গেসে নিচে বিকিনী পরা ছিল ঐটা নিয়ে ভাবি মহলে যথেস্ট কথা হইছে কিন্তু আমার কথা হইলো সাতার যদি কেউ সাতারের পোষাকে করে তাইলে সমস্যা কি ?
৬৮|
০২ রা নভেম্বর, ২০০৯ রাত ২:৪৭
একলব্যের পুনর্জন্ম বলেছেন: @ মামা ,
৭ নাম্বারের সাথে কিছু দ্বিমত আছে । হাজব্যান্ডকে ওয়াইফ এ কথা বলা - আর মেয়েদের চরিত্রের ইজারা নিয়ে যারা বসে আছে , তাদের এ কথা বলা তো এক না । আপনজনকে বলা হোলো সাবধানতা বশত শাসন করা , আর পরেরটা হোলো গায়ে পড়ে মোড়লগিরি ।
ইমেজ এর ব্যাপারটা --- যেমন ধরেন আমি ফতুয়া জিন্স পরে যদি এনএসইউ তে যাই সেটা কিন্তু কারো চোখে আটকাবে না , ইভেন ঢাবির ই আইবিএ তেও না । কিন্তু একই পোশাক পরে আমি কলাভবনে হাঁটতে গেলে সবারই চোখে আটকাবে। এটা পরিবর্তনশীল , কোথায় কে কিভাবে নিচ্ছে ।
হিন্দি সিনেমা দেখে শেখা টাইট জামা কাপড়ের মেয়ে , প্রায় পড়ে পড়ে টাইপ প্যান্ট পরা ছেলে - দুটোই ইচ্ছা করে জুতা দিয়ে পিটায়া ঠিক করা উচিত ।
---------------------------------------------------
আপনার ব্যাখ্যা খুবই টু দ্য পয়েন্ট এসেছে - কিন্তু যাদের বোঝার কথা , তাদের এতে কিছুই আসে যাবে না । সেই কালচারাল পটভূমি তৈরি হতে অনেক দেরি আছে ।
০৭ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪৭
কঁাকন বলেছেন: সেই কালচারাল পটভূমি তৈরি হতে অনেক দেরি আছে -- eta bojha zay nete rubabadoullah ke niye bangali purus za kore seta dekhle
৬৯|
০৭ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪৯
রোবোট বলেছেন: হিজাব টা রিজার্ভ হওয়া অর্থে বলেছি।
৭ নামবারে ২টা অপশনের কথাই বলেছি। ক্ষোভ ও অন্যায় দোষারোপ।
০৭ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৫২
কঁাকন বলেছেন: রিজার্ভ কিনা আপনি তো হিজাব দিয়েই বিচার করছেন নানা ?
৭০|
০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৪৯
রাগ ইমন বলেছেন: খুবই আশ্চর্য হইলাম যে এই পোস্টের জন্য এখনো আপনাকে , " নারীবাদী" , " তাসলিমা হইবার চায়" , " পুরুষবিদ্বেষী" - সমালোচনা গুলো পেতে হয় নাই ।
খুবই ভালো লেখা ।
বহুদিন ধরে বহুজন এর বলে আসা কথাই । কিন্তু তারপরেও যখন বার বার বলতে হচ্ছে তার মানে পরিস্থিতি একেবারেই বদলায় নাই ।
আমার লেটেস্ট পোস্টেও একই ঘটনা কাকন ও নুশেরা ।
যাই ঘটুক , " মেয়েটা কই?"
কোন না কোন মেয়ে , এই দুনিয়ার কোথাও না কোথাও , কিছু না কিছু খারাপ / ভুল করেছেই - তাই ছেলেরা উত্তেজিত হয়ে একটু নিয়ন্ত্রনহীন হয়ে পড়ে ।
এইটা কেউ কখনোই বলবে না ,
" ছেলেরা করে কারন কেউ ছেলেদের শাস্তি দেয় না । ছেলেরা করে কারন সে জানে , করার পরে সে পার পেয়ে যাবে।" যেই দেশে পার পায় না , সেইখানে সব খুলে ঘুরলেও কোন ছেলে কেন কিছু করে না - সেইটার উত্তর নাই ।
আমার ইরানী বান্ধবী আছে । ভেবেছিলাম ইরানে মনে হয় কিছু ঘটে না । তার কাছে নানান খবর শুনে মনে হয় , কই? পার্থক্য কই ?
সেখানেও প্রতারনা ।
সেখানেও বিবাহ বহির্ভূত সম্পর্ক ।
সেখানেও চাইল্ড মলেস্টেশন ।
সেখানেও ডেট করলে সেই মেয়ের বিয়ে না হওয়া । (হয়ত পাশে বসে কথাই বলেছে , আর কিছু করেনি , তাও)
সেখানেও ধর্মকে পাশ কাটানোর জন্য সাময়িক বিয়ের ভন্ডামি ।
মেয়েদের বেঁধে রেখে ছেলেদের অপরাধ তাহলে আর কমলো কই?
০৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫২
কঁাকন বলেছেন: সেটাই
দৃষ্টি ভঙ্গি বদলালে সবকিছু হয়তো রাতারাতি বদলায় না তবে বদলানোর ক্ষেত্র তৈরী হয় সাহেব-বুয়া রিলেশনে আমরা যখন বুয়াদের চরিত্র নিয়ে গবেষনা করি তখন যে আমাদের ছেলে-ভাই-স্বামি এদেরো একটা লাইসেন্স দেই সেই বুঝটাও নাই।
৭১|
০৫ ই জানুয়ারি, ২০১০ রাত ৮:৫৪
রাগ ইমন বলেছেন: রোবট , হিজাব যদি ধর্মীয় বিশ্বাস না হয়ে স্রেফ আচার হয় , কালচার হয় , তাহলে এইটা ঘটবেই ।
আমার যেই সহপাঠিনী ' আজানের সময় মাথায় কাপড় দেওয়া না দেওয়া নিয়ে" বহুত ঝেড়েছিলো তাকে আমি প্রশ্ন করতে পারিনি ( রুচিতে বেধেছে ) কেন তাকে বিয়ের আগেই এবর্সন করাতে হলো ।
ইসলাম বাংলাদেশে অনেক ক্ষেত্রেই আচার । না বুঝেই করে অনেকে । বুঝে শুনে বিশ্বাস করে চর্চা করে অনেক কম মানুষ। তবে, ধর্মের ব্যাপারটা আমি ব্যক্তিগত পর্যায়েই রেখে দিতে চাই যতক্ষণ না অন্য কারো কোন ক্ষতি করছে ।
বিচার যদি আল্লাহর হাতেই হয় , আমার সেইটা নিয়ে বাড়াবাড়ি না করাই ভালো ।
৭২|
০৭ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:২৩
রোবোট বলেছেন: আমার যেই সহপাঠিনী ' আজানের সময় মাথায় কাপড় দেওয়া না দেওয়া নিয়ে" বহুত ঝেড়েছিলো তাকে আমি প্রশ্ন করতে পারিনি ( রুচিতে বেধেছে ) কেন তাকে বিয়ের আগেই এবর্সন করাতে হলো ।
- খুব নিষ্ঠুর শোনালেও, আপনার কমেন্ট পড়ে আপনার সহপাঠিনীর কথা ভেবে একটু বিদ্রুপের হাসি আসলো। যে আমাকে নামাজ পড়ার জন্য হেদায়েত করে সেই আবার আমাকে ড্রিংক করতে বলে। (কোনটাই করিনাই
)
জীবন ভরিয়া গেলো স্ববিরোধিতায়।
৭৩|
১১ ই জানুয়ারি, ২০১০ রাত ২:০৩
এরশাদ বাদশা বলেছেন: টুকরো চিত্র দেখলাম, কিন্তু সিদ্ধান্ত তো পাইলাম না।
১২ ই জানুয়ারি, ২০১০ রাত ৩:১৯
কঁাকন বলেছেন: সিদ্ধান্ত হোলো মেয়েটা কই ![]()
৭৪|
১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:২৬
স্পর্শক বলেছেন: পোস্টে আপনার চেষ্টাটা ভালো লাগলো। কিছু কিছু কমেন্টের বা কমেন্টের জবাবে এসে চেষ্টাটা নিয়ে কনফিউজড হয়ে গেলাম। সব মিলিয়ে ভালো।
১২ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:১৩
কঁাকন বলেছেন: পোস্ট টায় কিছু সাধারন ঘটনার চিত্র আকার চেষ্টা করছি আর মন্তব্যে হয়তো আমার নিজের মনোভাব ফুটে উঠসে; তবে এভাবে বললে তো কিছু বোঝা যায় না ; আপনি নির্দিষ্ট কোন মন্তব্য নিয়ে আপনার কনফিউশনের কথা বললে হয়তো সেটা দূর করার চেষ্টা করতাম; ভালো থাকবেন
৭৫|
১৯ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ২:৫৫
বাতিল প্রতিভা বলেছেন: পোস্ট পর্যবেক্ষন
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০০৯ ভোর ৫:৩৪
মমমম১২ বলেছেন:

মজা পাইছি,সত্য ঘটনাগুলো এভাবে দেখতে মজাই লাগলো।