![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়টা এগিয়ে গেছে অনেক। সূর্যটা এখন প্রায় মধ্য গগনে। উচ্চাস, ঝলকানি সবই আছে। তবুও কেন জানি সকালের মিষ্টি সূর্যটাকে খুব মিস করছি! অদ্ভুত সেই সকাল ছিল; আর আজ হারিয়ে আসার পর ফিরতে পারবনা জেনেও বারবার হারিয়ে যেতে মন চাই।
সুখেই ছিলাম সেই সকালে; সুখেই আছি আজ প্রায় এই দুপুর লগ্নে। তবু যেন সেই সুখ থেকে আজ কত দূরে সরে গেছি!
কেন সময়টা এত নিষ্টুর হয়? সবাইকে সে নিজের মাঝে লোভ দেখিয়ে নিয়ে যায়, আর যখন সেই কাঙ্কিত পাওনার খুব কাছে যায় তখন সময়টা নিজেই হারিয়ে যায়!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৪২
সুব্রত ধর বলেছেন: ধন্যবাদ উৎসাহীত করার জন্য
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৫১
চাঁদগাজী বলেছেন:
শুভেচ্ছা