নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুব্রত ধর

I'm a victim of a very curious mind and the student in the university of life

সুব্রত ধর › বিস্তারিত পোস্টঃ

ব্লগ এবং ব্লগার

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:২৯

কোন সমস্যা নাই। কেউ আর লিখবে না, গাইবে না আর কলম; কিবোর্ডে সুমদূর শব্দ তুলে আর টাইপ হবে না কিছুই! কলম থেকে এখন কালির বদলে শুধুই রক্ত ঝরবে; কি-বোর্ডের হৃদপিন্ড এখন ছিন্ন-ভিন্ন হবে, তবুও আর কোন লেখা হবে না।
খুব কষ্ট হয় যখন শুনি শুধুই লেখার কারনে তাদের খুন হতে হয়! হুমায়ুন আজাদ স্যার, রাজীব হায়দার থেকে এখন অভিজিৎ রায় পর্যন্ত! জানি না এতে খারাপ লাগে নাকি? আমার খারাপ লাগার পরিবর্তে অদ্ভুত শিহরন জেগে ওঠে মনে! কেন জানি নিজেকে অভ্যস্ত মনে হয়। লিখতে গিয়েও লেখার বদলে হাত কেপে ওঠে, মনে জেগে ওঠে একরাশ ভয় আর হতাশা। অনেক নাটক হবে এবার, আই ওয়াস হবে; হুজুগে বাঙ্গালী কিছু দিন নাচানাচি করবে। আবাল সুশীলদের ঘ্যানঘ্যানানিতে টিভি চ্যানেল কানপাতা দায় হবে! এরপরে সব আবার গায়েব! এযেন এদেশের রুটিন কর্মসূচি! এ কোথায় আছি আমরা? জানতে খুব ইচ্ছে করে। খুব জানতে ইচ্ছে হয় আর কি কি বিষয়ে এদেশে অঘোষিত নিষেধাজ্ঞা আছে?
বাচার মত বাচতে খুব ইচ্ছে করে। তবুও বেচে থাকা যেন গন্ডারের চামরা নিয়ে অভিভাবক হীন রাস্তার কুকুরের মত!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১৫

অমিত রায়হান বলেছেন: আর কত! লাভ নাই মুমিন বান্দারা। কল্লা কতল করতে পারবা কলমের কালি নিতে পারবা না। মুমিনগিরি চালায়া যাও। আল্লাহ সহায় হউ

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫১

সুব্রত ধর বলেছেন: কিন্তু এভাবে আর কতদিন চলবে তাও তো জানতে খুব ইচ্ছে করে

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৪

মামুন ইসলাম বলেছেন: হুম ভালো লেখেছেন ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪২

সুব্রত ধর বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.